WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল-বাংলা ব্যাকরণ মক টেস্ট এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে বাচ্য প্রশ্ন উত্তর, ও বাচ্য পরিবর্তন প্রশ্ন উত্তর এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।
তোমাদের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে ৮ নম্বরের MCQ , ও ৮ নম্বরের SAQ প্রশ্ন থাকছে । তাই এখানে আমারা কারক-বিভক্তি , বাংলা সমাস, বাক্য ও বাক্য পরিবর্তন, বাচ্য ও বাচ্য পরিবর্তন , প্রত্যকটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপ্ত্র নিয়ে ব্যাকরণের মক টেস্টের আয়োজন করা হল- দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এর মাধ্যমে তোমরা এখানে প্রত্যকটি অধ্যায়ের বাংলা ব্যাকরণ mcq test পেয়ে যাবে। এই পরীক্ষায় বাংলা ব্যাকরণ সমাস MOCK TEST অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।
পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,বাংলা ব্যাকরণ সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.comপেজটিতে ।
দশম শ্রেণী বাংলা ব্যাকরণ মক টেস্ট
দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাচ্য
মাধ্যমিক বাংলা সিলেবাসের ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হল বাচ্য পরিবর্তন দশম শ্রেণি । এই অধ্যায় থেকে তোমাদের যে যে বিষয় গুলি বেশী গুরুত্ব দিয়ে পড়তে হবে তা হল – বাচ্য কাকে বলে কয় প্রকার ও কি কি , কর্মকর্তৃবাচ্য কাকে বলে ,বাচ্য পরিবর্তন করো এর অন্তর্ভুক্ত বিষয়গুলি যেগুলি খুব গুরুত্বপূর্ণ এছাড়াও রয়েছে বাচ্য পরিবর্তন উদাহরণ , কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন উদাহরণ ।
তোমরা জানো যে প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রত্যকটি অংশ থেকে mcq, ও saq আসবে । তাই তোমাদের বাচ্য mcq , ও বাচ্য পরিবর্তন mcq বিশেষভাবে প্রস্তুত করতে হবে । তবেই তোমারা ব্যাকরণ অংশে ভালো ফল করতে পারবে । আমাদের আয়োজিত এই বাংলা ব্যাকরণ mcq test | SET-4 থেকে আশা করছি তোমরা বিশেষ ভাবে সহায়তা পাবে ।
বাংলা ব্যাকরণ বাচ্য mcq test | SET-4
এখানে 30 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।
Full Marks- 30×1=30
#1. “পাঁচদিন নদীকে দেখা হয় নাই” এটি কোন্ বাচ্যের উদাহরণ? –
#2. ভাববাচ্যে প্রাধান্য পায়
#3. বাচ্যে প্রধানত কার রূপের পরিবর্তন হয়ে থাকে?
#4. কর্মবাচ্যের কর্তাকে বলে
#5. বাচ্য পরিবর্তনের সময়
#6. বাচ্যে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হল
#7. কর্মকর্তৃবাচ্যে কে কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে?
#8. ভাববাচ্যে সমাপিকা ক্রিয়ার রূপটি সাধারণত হয়ে থাকে
#9. বাচ্য হল-
#10. ‘বাচ্য’ শব্দের ব্যুৎপত্তি হল
#11. ‘বাঁশি বাজে।’ এটি একটি-
#12. ‘ঢাক বাজে’- এটি কোন্ বাচ্যের দৃষ্টান্ত?
#13. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ বাক্যটি
#14. ‘আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন’ বাক্যটি-
#15. ‘জন্ম নিল ফাউন্টেন পেন’ ক্রিয়াভঙ্গিগতভাবে এটি
#16. ‘সুমন্তকে এবার বিদেশ যেতে হবে।’ এটি –
#17. ‘জানালা খুলে গেল’- এটি কোন্ বাচ্যের উদাহরণ?
#18. ‘আজ কি তোমার বাজার যাওয়া হয়নি?’ > ‘আজ কি তুমি বাজার যাও নি?”- এই বাচ্য পরিবর্তনটি হল –
#19. ‘ওকে ছেড়ে দাও’ এই বাক্যটির ভাববাচ্য হল-
#20. ‘তুমি কি জামাটা আলমারিতে রেখেছ?’ > ‘জামাটি কি তোমার আলমারিতে রাখা হয়েছে?’ এই বাচ্য পরিবর্তনটি হল
#21. ‘ভূগোলে পড়া গেছে’ এটি কর্তৃবাচ্যে পরিবর্তন করলে হবে-
#22. ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়
#23. তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল
#24. যে বাচ্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয়, তা হল
#25. কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় –
#26. ‘জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান’ বাক্যটির ভাববাচ্যের রূপ হল
#27. ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’- এটি কোন্ বাচ্যের উদাহরণ?
#28. বাচ্য কত প্রকার?
#29. নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ?
#30. ‘তোরা সব জয়ধ্বনি কর’- এটি কোন্ বাচ্যের উদাহরণ?
Results
Congratulations! You are Passed.
Improve Your Knowledge And Try Again.
HD Quiz powered by harmonic design
দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:
- Class 10 Geography Chapter1 MCQ Online Test
- মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল | MCQ MOCK TEST
- মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল | MCQ MOCK TEST
- মাধ্যমিক ইতিহাস MCQ MOCK TEST |
- মাধ্যমিক বাংলা । হারিয়ে যাওয়া কালি কলম MCQ MOCK TEST |
- দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ কারক mock test
- দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস mcq মক টেস্ট
আরো পড়ুনঃ
- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
- মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
- দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |
- মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর ।
- বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা class 10
- মাধ্যামিক বাংলা রচনা