দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় হল বর্হিজাত প্রক্রিয়া । এই প্রথম অধ্যায়ে তোমাদের তিন বিষয়ের উপর পড়তে হয়। এই তিনটি বিষয় হল-নদী, বায়ু ও হিমাবাহ । এই তিনটি বিষয় থেকে বাছাই করা কিছু M.C.Q প্রশ্ন উত্তর তোমাদের কাছে তুলে ধরা হল। দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বর্হিজাত প্রক্রিয়া MCQ যে সব ছাত্র ছাত্রীরা খুজেন চলেছে তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে আমাদের এই আর্টিকেলটি-class 10 geography chapter 1 mcq with answers.
দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ | বর্হিজাত প্রক্রিয়া
যেসব ছাত্রছাত্রী দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় থেকে Online Mock Test দিতে চাও তারা নীচের লিংকে ক্লিক করো-
Class 10 geography chapter 1 mcq online test | মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়
1.‘Muhroom rocks ’ কোন্ ভূমিরূপকে বলা হয়
- ধান্দ
- কেটল
- করি
- গৌর
Ans.গৌর
2.দুটি কেটল এর মধ্যবর্তী উচ্চভূমি হল
- কেম
- নব
- হর্ন
- খাঁড়ি
Ans. নব
3.সঞ্চয়কার্যের মাধ্যমে নীচুস্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলে
- আরোহণ
- অবরোহণ
- পর্যায়ন
- অবনমন
Ans.আরোহণ
4.যে প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে
- বহির্জাত প্রক্রিয়া
- অন্তর্জাত প্রক্রিয়া
- গিরিজনি আলোড়ন
- মহিভাবক আলোড়ন
Ans.বহির্জাত প্রক্রিয়া
5.বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল
- সূর্য
- নদী
- বায়ু
- হিমবাহ
Ans.সূর্য
6.দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে
- জলবিভাজিকা
- নদীমঞ্চ
- স্বাভাবিক বাঁধ
- দোয়াব
Ans.জলবিভাজিকা
7.যে প্রক্রিয়ার নদীবাহিত প্রস্তরখন্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি , বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে
- অবঘর্ষ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- ঘর্ষন ক্ষয়
Ans.ঘর্ষন ক্ষয়
8.‘ভিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত
- ফ্রান্সে
- সুইট্জারল্যান্ডে
- ভারতে
- নেপালে
Ans.সুইট্জারল্যান্ডে
9.পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হল
- সাগরদ্বীপ
- ইলহা – দ্য – মারাজো
- মাজুলি
- লাক্ষাদ্বীপ
Ans.ইলহা – দ্য – মারাজো
10.পৃথিবীর দ্রুততম হিমবাহ
- ল্যামবার্ট
- মালাসপিনা
- জ্যাকোবসাভোঁ
- কোয়ারেক
Ans.জ্যাকোবসাভোঁ
11.পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল
- হুবার্ড
- কোয়ারেক
- মালাসপিনা
- ল্যামবার্ট
Ans.ল্যামবার্ট
12.মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল
- বায়ু
- নদী
- হিমবাহ
- কোনোটিই নয়
Ans.বায়ু
13.যে প্রক্রিয়ার অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়, তাকে বলে
অথবা
আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল
অথবা
যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সানঞ্জস্য তৈরি হয় তা হল
- নগ্নীভবন
- অবরোহণ
- পর্যায়ন
- অবরোহণ
Ans.পর্যায়ন
14.ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জেল ডুবে যাওয়ার প্রধান কারণ হল
- ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
- সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ
- জোয়ারভাটা ও বানডাকা
- সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা
Ans.ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
15.প্রসন্ত নদী মোহনাকে বলে
অথবা
ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে………………. বলে
- বদ্বীপ
- খাঁড়ি
- প্লাবনভূমি
- ক্যানিয়ন
Ans.খাঁড়ি
16.চলমান বালিয়াড়িকে বলে
- শট্স
- ওয়াদি
- ধ্রিয়ান
- প্লায়া
Ans.ধ্রিয়ান
17.নিম্নলিখিত কোন্টি পূর্ববর্তী নদী
- তাপ্তি
- লুনি
- গঙ্গা
- গোদাবরী
Ans.গঙ্গা
18.যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে
- আরোহণ
- অবরোহণ
- আবহবিকার
- নগ্নীভবন প্রক্রিয়া
Ans.আরোহণ
19.মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হল
- গৌর
- জিউগেন
- ইনসেলবার্জ
- ইয়ার্দাং
Ans.ইয়ার্দাং
20.কোন্ ভূমিরূপটি বায়ু সঞ্চয়কার্যে গঠিত
- লোয়েস
- গ্রাবরেখা
- ইয়ার্দাং
- র্যান্ডফ্লাফ্ট
Ans.লোয়েস
21.চুনাপাথরযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল
- অবঘর্ষ
- ঘর্ষণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
Ans.দ্রবণ ক্ষয়
22.যে প্রক্রিয়ার অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে
- আবহবিকার
- পর্যায়ন প্রক্রিয়া
- অন্তর্জাত প্রক্রিয়া
- পুঞ্জক্ষয় প্রক্রিয়া
Ans.পুঞ্জক্ষয় প্রক্রিয়া
23.সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে
- শট্স
- বোলসন
- ধান্দ
- তাল
Ans.ধান্দ
24.নিম্নলিখিত কোন্ রাজটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে
- উত্তরাখন্ড
- উড়িষ্যা
- ছত্তিশগড়
- রাজস্থান
Ans.উড়িষ্যা
25.নিম্নলিখিত কোন্ ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্ট
- বিন্দুবার
- বদ্বীপ
- খাঁড়ি
- প্রপাতকূপ
Ans.প্রপাতকূপ
26.যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত হয় সেটি হল
- অবঘর্ষ
- অপসারণ
- ঘর্ষন
- দ্রবণ
Ans.অপসারণ
27.গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল
- নদী
- বায়ু
- হিমবাহ
- জলধারা ও বায়ুর মিলিত কার্য
Ans.হিমবাহ
28.পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল
- নায়াগ্রা
- স্ট্যানলি বা বোয়োমা
- অ্যাঞ্জেল
- ভিক্টোরিয়া
29.পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল
- আন্টার্কটিকার ল্যামবার্ট
- আন্টার্কটিকার মেসার্ভ
- আলাস্কার হুবার্ড
- আলাস্কার মালাসপিনা
Ans.আন্টার্কটিকার মেসার্ভ
30.মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল
অথবা
মরু অঞ্চলের শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো
- প্লায়া
- হামাদা
- মরূদ্যান
- ওয়াদি
Ans.ওয়াদি
31.মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে কোন্ বহির্জাত শক্তির মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ঘটে
- হিমবাহ
- সমুদ্রতরঙ্গ
- নদী
- বায়ু
Ans.হিমবাহ
32.পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে
- ক্র্যাগ
- রসে মতানে
- এসকার
- লোব
Ans.লোব
33.ধনুকাকৃতি ব – দ্বীপ দেখা যায়
- নীলনদে
- কাবেরী নদীতে
- লেনা নদীতে
- মিসিসিপি – মিসৌরি নদীতে
Ans.নীলনদে
34.পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে
- নিলনদের মোহনায়
- হোয়াংহোর মোহনায়
- সিন্ধুনদের মোহনায়
- মিসিসিপি – মিসৌরির মোহনায়
Ans.মিসিসিপি – মিসৌরির মোহনায়
35.যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়
- নগ্নীভবন
- আরোহণ
- পর্যায়ন
- অবরোহণ
Ans.পর্যায়ন
36.মরুভূমিতে বায়ুদ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা তা হল
- অপসারণ
- অবঘর্ষ
- ঘর্ষণ
- লম্ফদান
Ans.ঘর্ষণ
37.যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল
- অগ্ন্যুদগম
- আরোহণ
- সঞ্চয়কার্য
- অবরোহণ
Ans.অবরোহণ
38.মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে
- পিরামিড চূড়া
- হিমশৈল
- নুনাটাকস
- হিমদ্রোণী
Ans.নুনাটাকস
39.শুষ্ক অঞ্চলে গিরিখাত হল
- ক্যানিয়ন
- মন্থকূপ
- ‘v’ আকৃতি উপত্যকা
- ধান্দা
Ans.ক্যানিয়ন
40.পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়
- পিরামিড চূড়ার উপস্থিতিতে
- ক্রেভাসের উপস্থিতিতে
- রসে মতানের উপস্থিতিতে
- এসকারের উপস্থিতিতে
Ans.ক্রেভাসের উপস্থিতিতে
41.সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে
- ভূমি গ্রাবরেখা
- প্রান্ত গ্রাবরেখা
- স্তরায়িত গ্রাবরেখা
- পার্শ্ব গ্রাবরেখা
Ans.স্তরায়িত গ্রাবরেখা
42.মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়
- ইয়ার্দাং
- জিউগেন
- বালিয়াড়ি
- ইনসেলবার্জ রূপে
Ans.ইনসেলবার্জ রূপে
43.কোন্ দেশটিকে ‘The land of fjord’ বলা হয়
- সুইডেই
- ডেনমার্ক
- নরওয়ে
- গ্রিনল্যান্ড
Ans.নরওয়ে
44.দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে
- জলবিভাজিকা
- নদীমঞ্চ
- স্বাভাবিক বাঁধ
- দোয়াব
Ans.জলবিভাজিকা
45.পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফটলগুলিকে বলে
- নুনাটক্
- ক্রেভাস
- অ্যারেট
- সার্ক
Ans.ক্রেভাস
46.পৃথিবীর বৃহত্তম বদ্বীপ
- মিসিসিপি বদ্বীপ
- গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ
- সিন্ধু বদ্বীপ
- নিলনদের বদ্বীপ
Ans.গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ
47.নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়
- আরোহণ প্রক্রিয়ার
- অবরোহণ প্রক্রিয়ার
- অবঘর্ষ প্রক্রিয়ার
- নগ্নীভবন প্রক্রিয়ার
Ans.আরোহণ প্রক্রিয়ার
48.‘ফিয়র্ডের দেশ’ বলা হয়
- রাশিয়া
- নরওয়ে
- ফিনল্যান্ড
- সুইডেন – কে
Ans.নরওয়ে
49.যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে
- অগ্ন্যুদগম
- আরোহণ
- সঞ্চয় কার্য
- অবরোহণ
Ans.অবরোহণ
50.ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল
- রুপাল
- সিয়াচেন
- হিসপার
- জেমু
Ans.জেমু
51.ভারতের দীর্ঘতম হিমবাহ হল
- গঙ্গোত্রী
- সিয়াচেন
- জেমু
- বলটারো হিমবাহ
Ans.সিয়াচেন
52.পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে
- মোনাড্নক
- ইনসেলবার্জ
- ধ্রিয়ান
- হামাদা
Ans.ইনসেলবার্জ
53.লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
Ans.দ্রবণ ক্ষয়
54.পাথুরে মরুভূমিকে মিশরে বলে
- রেগ
- কুম
- সেরির
- আর্গ
Ans.সেরির
55.হিমবাহ সৃষ্ট হ্রদ হল
- করি হ্রদ
- প্লায়া হ্রদ
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ
- উপহ্রদ
Ans.করি হ্রদ
56.নীচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়, সেটি হল
অথবা
বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল
- আবহবিকার
- নগ্নীভবন
- অগ্ন্যুদগম
- পুঞ্জিত ক্ষয়
Ans.অগ্ন্যুদগম
57.প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায়
- অগ্ন্যুদগম
- অবরোহণ
- সঞ্চয়কার্য
- আরোহণ
Ans.অবরোহণ
58.পাখির পায়ের মতো আকৃতির ব – দ্বীপ গঠিত হয়েছে
- নীলনদের মোহানায়
- হোয়াংহোর মোহানায়
- সিন্ধুনদের মোহানায়
- মিসিসিপি মিসৌরীর মোহানায়
Ans.মিসিসিপি মিসৌরীর মোহানায়
59.শুষ্ক মরু বা ম্রুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে
- ওয়াদি
- বাজাদা
- প্লায়া
- পেডিমেন্ট
Ans.প্লায়া
60.দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল
- জলবিভাজিকা
- নদীমঞ্চ
- স্বাভাবিক বাঁধ
- দোয়াব
Ans.দোয়াব
61.নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়
- পুল
- বিন্দুবার
- প্লাঞ্জপুল
- কাসকেড
Ans.বিন্দুবার
62.কোন্ মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে
- অ্যান্টার্কটিক
- ওশিয়ানিয়া
- এশিয়া
- ইউরোপ
Ans.অ্যান্টার্কটিক
63.পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ে গঠিত ভূমিরূপ হল
- ফিয়র্ড
- গ্রাবরেখা
- এসকার
- রসে মতানে
Ans.এসকার
64.হিমরেখার ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল
- কেটল
- রসে মতানে
- এসকার
- কেটল হ্রদ
Ans.রসে মতানে
65.অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল
অথবা
অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল
- স্বাভাবিক বাঁধ
- এসকার
- সিফ্ বালিয়াড়ি
- জলপ্রপাত
Ans.জলপ্রপাত
66.করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণাগর বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হল
- গঙ্গা
- মিসিসিপি
- তাইবার
- রাইন নদীর বদ্বীপ
Ans.তাইবার
67.অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল
- ক্ষয়ীভবন
- পর্যায়ন
- নগ্নীভবন
- পুঞ্জিত ক্ষয়
Ans.পর্যায়ন
68.নদীর নিক্ পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ
- প্লাবনভূমি
- জলপ্রপাত
- পলল শঙ্কু
Ans.জলপ্রপাত
69.যে প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে
- বাহির্জাত প্রক্রিয়া
- অন্তর্জাত প্রক্রিয়া
- গিরিজনি আলোড়ন
- মহিভাবক আলোড়ন
Ans.বাহির্জাত প্রক্রিয়া
70.ঠিক জোড়াটি নির্বাচন করো
- শৃংখলিত শৈলশিরা – নদীর সঞ্চয়কাজ
- এরিটি – হিমবাহের সঞ্চয়কাজ
- অপসারণ গর্ত – বায়ুর সঞ্চয়কাজ
- বালিয়াড়ি – বায়ুর সঞ্চয়কাজ
Ans.বালিয়াড়ি – বায়ুর সঞ্চয়কাজ
71.বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে
- বালিয়াড়ি
- হামাদা
- ধ্রিয়ান
- লোয়েস
Ans.লোয়েস
72. ‘Besket of egg topography’ – র সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত
- ড্রামলিন
- এস্কার
- বাজাদা
- ক্রেভাস
Ans.ড্রামলিন
73.আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল
- গিরিখাত
- রসে মতানে
- বালিয়াড়ি
- গৌর
Ans.বালিয়াড়ি
74.পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন্ নদীর মোহনায়
- নীল
- হোয়াংহো
- সিন্ধু
- মিসিসিপি মিসৌরী
Ans.মিসিসিপি মিসৌরী
75.‘Basket of egg topography ’ গঠন করে
- এসকার
- গ্রাবরেখা
- ড্রামলিন
- বহিঃবিধৌত সমভূমি
Ans.ড্রামলিন
76.বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল
- ওয়াদি
- গারা
- বালিয়াড়ি
- ইনসেলবার্জ
Ans.ওয়াদি
77.হিমবাহ উপত্যকার আকৃতি হয়
- ‘I’
- ‘v’
- ‘U’
- ‘z’
Ans.‘U’
78.মরুভূমি বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল
- অপসারণ
- অবঘর্ষ
- ঘর্ষণ
- লম্ফদান
Ans.অপসারণ
79.ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ার প্রধান কারণ হল
- নদীর নিম্নক্ষয়
- ভূমির খাড়া ঢাল
- বৃষ্টিহীন শুষ্ক ম্রু অঞ্চল
- নদীর পার্শ্বক্ষয়
Ans.নদীর নিম্নক্ষয়
80.নিম্নলিখিত কোন্টি আদর্শ নদীর উদাহরণ
- নমর্দা
- গোদাবরী
- ব্রহ্মপুত্র
- কারেরী
Ans.ব্রহ্মপুত্র
81.শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়
- ক্যানিয়ন
- ‘v’ আকৃতির উপত্যকা
- মন্থকুপ
- ধান্দ
Ans.ক্যানিয়ন
82.যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে
- আরোহণ প্রক্রিয়া
- অবরোহণ প্রক্রিয়া
- আবহবিকার প্রক্রিয়া
- নগ্নীভবন প্রক্রিয়া
Ans.আরোহণ প্রক্রিয়া
83.পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল
- সম্বর
- পুষ্কর
- কাতারা
- প্লায়া
Ans.কাতারা
84.ঠিক জোড়াটি নির্বাচন করো
- নদীর অধিক নিম্নক্ষয় – প্লাবনভূমি
- নদীর অধিক পর্শ্বাক্ষয় – গিরিখাত
- নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান – জল্প্রপাত
- নদীর উচ্চগতিতে অধিক ক্ষয়কাজ – বদ্বীপ
Ans.নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান – জল্প্রপাত
85.হিমরেখার উচ্চতা সবথেকে কম হয়
- নিরক্ষীয়
- নাতিশীতোষ্ণ
- উপক্রান্তীয়
- মেরু অঞ্চল
Ans.মেরু অঞ্চল
86.নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহনক্ষমতা বাড়ে
- 7 গুণ
- 2 গুণ
- 6 গুণ
- 64 গুণ
Ans.64 গুণ
87.সমুদ্র উপকুল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয়
- ফিয়র্ড
- হিমদ্রোণী
- করি
- ঝুলন্ত উপত্যকা
Ans.ফিয়র্ড
88.হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল
- ফিয়র্ড
- বার্গস্রুন্ড
- করি
- এরিটি
Ans.বার্গস্রুন্ড
89.পলল শঙ্কু
- পর্বতের উচ্চভাগে
- পর্বতের পাদদেশে
- বদ্বীপ অঞ্চলে
- উপকূল অঞ্চলে দেখা যায়
Ans.পর্বতের পাদদেশে
90.ইয়ার্দাং
- নদীর
- বায়ুর
- সমুদ্রতরঙ্গের
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ
Ans.বায়ুর
91.কোন্টি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত
- করি হ্রদ
- গাসি
- বার্গস্রুন্ড
- পলল শঙ্কু
Ans.বার্গস্রুন্ড
Thanks for Reading- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
আরো পড়ুন –