দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল | MCQ MOCK TEST

মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির  জন্য একটি অসামান্য প্রয়াস হল-  মাধ্যমিক ভূগোল মক টেস্ট দ্বিতীয় অধ্যায় । এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে class 10 geography chapter 2 mcq with answers এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।

এখনে তোমাদের দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল থেকে বাছাই করা ৫৫ টি প্রশ্ন দেওয়া হয়েছে।Class 10 Geography Chapter 2 mcq Online Test এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।

মাধ্যমিক ভূগোল মক টেস্ট দ্বিতীয় অধ্যায় ।
মাধ্যমিক ভূগোল মক টেস্ট দ্বিতীয় অধ্যায় ।

 

Class 10 Geography Chapter 2 MCQ Online Test | মাধ্যমিক ভূগোল মক টেস্ট দ্বিতীয় অধ্যায় |

 

মাধ্যমিক ভূগোল

অধ্যায়– দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল 

MCQ- 55*=55

 
START MOCK TEST

#1. বায়ুমণ্ডলে CO2, গ্যাসের পরিমাণ হল

#2. বায়ুমণ্ডলের কঠিন উপাদান হল

#3. বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে

#4. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা, পরিমাণ

#5. বায়ুমন্ডলে ওজোন গ্যাস

#6. বায়ুমণ্ডলে ০₂-এর পরিমাণ

#7. আকাশ নীল দেখায়, কারণ বায়ুমন্ডলে আছে-

#8. হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল

#9. বায়ুমন্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, সেটির নাম হল-

#10. বায়ুমন্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয়, তা হল

#11. বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ করা যায় সেটি হল-

#12. শান্তমন্ডল নামে পরিচিত বায়ুমন্ডলীয় স্তরটি হল

#13. উল্কাপিন্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন্ স্তরে

#14. বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল-

#15. সমগ্র সৌরশস্তির মধ্যে কার্যকরী সৌরশস্তি হল

#16. ওজোনস্তর ধ্বংসকারী গ্যাস

#17. ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা যায়

#18. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়

#19. সৌরকিরণের বিকিরিত হয়ে ফেরত যাওয়া অংশকে বলে-

#20. বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন প্রক্রিয়ায়

#21. পৃথিবীর গড় উন্নতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হল

#22. একটি প্রধান জৈব গ্রিনহাউস গ্যাস হল

#23. এল নিনো ও লা নিনা পরস্পর অবস্থা

#24. এল-নিনোর প্রভাব দেখা যায়

#25. বার্ষিক উয়তার প্রসর সবচেয়ে কম থাকে

#26. কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উন্নতা সাধারণের থেকে কমে যায়, এর কারণ হল-

#27. নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি 1° অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে

#28. আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উয় বায়ু প্রবাহিত হয় তার নাম হল

#29. দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়

#30. ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে

#31. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উদ্বু স্থানীয় বায়ু হল

#32. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল প্রায়

#33. ‘ITCZ’ দেখা যায়

#34. ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল

#35. যুগোশ্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে

#36. মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়-

#37. অশ্ব অক্ষাংশ অবস্থিত

#38. উচ্চতা পরিবর্তনের সঙ্গে চাপের পরিবর্তন পরিমাপ করা যায়-

#39. উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে-

#40. যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হল-

#41. মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হল

#42. আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু হল-

#43. ঠিক জোড়াটি নির্বাচন করো-

#44. যে বায়ুকে ‘তুষারভক্ষক’ বলা হয় তা হল –

#45. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, তা হল-

#46. বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে

#47. শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়

#48. বৃষ্টিপাত সবচেয়ে কম হয়জলবায়ু অঞ্চলে।

#49. সারাবছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে

#50. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে

#51. চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থানকারী মেঘ হল-

#52. চরম আর্দ্রতা পরিমাপের একক হল –

#53. আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়

#54. জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল-

#55. মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়, তা হল

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


Class 10 Geography Chapter 2 mcq Online Test এই পরীক্ষাটি তোমাদের উপকারে এলে আমাদের আবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করো।


 

দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test: 


 

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তোমরা এই পেজে পাবে  – 


 

Leave a comment