সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিশেষ প্রয়াস , সপ্তম শ্রেণীর ইতিহাস সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর, আমাদের এই পেজে তোমরা পেয়ে যাবে । সপ্তম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আজকের এই পর্বে আমরা উপস্থাপন করলাম । class 7 history chapter 1 questions and answers এই অধ্যায়ে ইতিহাসের ধারণা থেকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর দেওয়া হল , অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হল ইতিহাসের ধারণা class 7 ।

সপ্তম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা
1 Marks এর প্রশ্ন উত্তর :
১. ইতিহাসের উপাদান বলতে কি বোঝায় ?
উত্তরঃ অতীতের যে সব মূর্তি, মুদ্রা, বই অতীত বা ইতিহাসের নানা কথা জানতে সাহায্য করে। ঘর,বাড়ি , মন্দির , মসজিদ প্রভৃতি এক এক সময়ের মানুষের কথা জানতে পারি । তাই সেগুলিকেই বলা হয় ইতিহাসের উপাদান।
২.ইতিহাসের উপাদানকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উত্তরঃ ইতিহাসের উপাদানকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ।
যেমন- (ক) লেখ, (খ)মুদ্রা , (গ) স্থাপত্য-ভাস্কর্য (ঘ) লিখিত উপাদান ।
৩. লেখ কি ?
উত্তরঃ পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরোনো দিনের অনেক কথা জানতে পারি সেগুলিকে বলে লেখ ।
৪. লেখ কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ লেখ দুই প্রকার – (ক) তাম্রলেখ (খ) শিলা লেখ ।
৫. ইতিহাসের লিখিত উপাদান বলতে কি বোঝ ?
উত্তরঃ ইতিহাসের কাগজে লেখা তথ্যাদিকে বলা হয় লিখিত উপাদান ।
৫. তাম্রলেখ কাকে বলে ?
উত্তরঃ তামার পাতে লিখিত উপাদানকে বলা হয় তাম্রলেখ ।
৬. শিলালেখ কাকে বলে ?
উত্তরঃ পাথরের উপর লেখা উপাদানকে বলে শিলা লেখ ।
৭. ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ।
৮. হিদুষ কি ?
উত্তরঃ উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর ব-দ্বীপ এলাকা কিছু দিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তখন এই অঞ্চলের নাম ছিল হিদুষ।ইরানিরা ‘স’ এর বদলে ‘হ’ উচ্চারণ করত তাই সিন্ধুর ব-দ্বীপ অঞ্চল হিদুষ নামে পরিচিত ছিল ।
৯. ইন্ডিয়া বলতে কোন অঞ্চলকে বোঝানো হত ?
উত্তরঃ গ্রিকদের বিবরণী অনুযায়ী সিন্ধুর বদ্বীপ অঞ্চলকে বলা হত ইন্ডিয়া।
১০. কোন গ্রন্থে ‘হিন্দুস্থান’ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে ?
উত্তরঃ হুদুদ অল আলম গ্রন্থে ‘হিন্দুস্থান’ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে ।
১১. ইতিহাসের সময় কালকে কটি ভাগে ভাগ করা যায় কি কি ?
উত্তরঃ সাধারণত ইতিহাসের সময় কালকে তিনটি ভাগে ভাগ করা যায় – প্রাচীনযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ।
১২. আদি মধ্যযুগ কাকে বলা হয় ?
উত্তরঃ প্রাচীনযুগের শেষ ও মধ্য যুগের সুচনার মধ্যবর্তী সময়কালকে বলা হয় আদি মধ্য যুগ ।
১৩. কাদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় ?
উত্তরঃ পোর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় ।
১৪. মধ্যযুগে ধর্ম প্রচারের মূল মাধ্যম কি ছিল ?
উত্তরঃ সাধারণ মানুষের মুখের ভাষায় ছিল ধর্ম প্রচারের মাধ্যম ।
১৫. ইতিহাসের প্রতিটি পর্যায়ে আমরা কাদের কথা জানতে পারি ?
উত্তরঃ ইতিহাসের প্রতিটি পর্যায়ে সাধারণ গরিব মানুষদের কথা খুব বেশী ছিল না । সেই সময়ের ক্ষমতাশালী শাসকের কথা , ও তাঁদের নামই বেশী পরিমাণে জানতে পারি।
১৬. তাজমহল কে নির্মাণ করেন ?
উত্তরঃ তাজমহল নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান ।
১৭. ইতিহাসের সময় কাল মাপতে গেলে কীসের ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইতিহাসের সময় কাল মাপতে গেলে তারিখ,সাল,মাস,শতাব্দী, সহস্রাব্দ ইত্যাদির ব্যবহার করা হয় ।
১৮. মধ্যযুগের অর্থনীতির প্রধান দিক গুলি কি কি ছিল ?
উত্তরঃ মধ্যযুগের অর্থনীতির প্রধান দিক গুলি ছিল কৃষি ও ব্যবসা বাণিজ্য ।
১৯. মধ্যযুগের শাসন ব্যবস্থা কেমন ছিল ?
উত্তরঃ মধ্যযুগে শাসন ও রাজনীতিতেও অনেক নতুন দিক দেখা গিয়েছিল।শুধুমাত্র সাম্রাজ্যের বিস্তার নয়, জনগণের ভালমন্দের কথাও শাসকেরা চিন্তা করতেন।
২০. মধ্য যুগে শিল্প সাহিত্যে কাদের অগ্রাধিকার বেশী ছিল ?
উত্তরঃ মধ্য যুগে শিল্প সাহিত্যে রাজারাজদের অগ্রাধিকার বেশী ছিল , সাহিত্যের বেশির ভাগই ছিল শাসকের গুণগানে ভরা , এবং বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যের সঙ্গে জুড়ে থাকত রাজা বা সম্রাটদের নাম ।
Thanks For Reading : সপ্তম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর ।
আরো পড়ুনঃ