মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে আজকের পর্বে আমরা মাধ্যমিক পরীক্ষার উপযোগী মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর এবং দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। যেসব ছাত্র ছাত্রী wbbse class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 1 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।
দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় | ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর
wbbse class 10 history notes pdf in Bengali
ইতিহাস class 10 chapter 1 question answer
১. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝ ?
উত্তর – রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানে ইতিহাসে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক শ্রমিক মজুর প্রমুখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্থে শুরু হওয়া এরূপ ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত।
২. নতুন সামাজিক চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ ।
উত্তর –
- শাহিত আমিনের মেমোরী, চৌরিচৌরা।
- গৌতম চট্টোপাধ্যায়ের নিম্ন বর্গের ইতিহাস।
৩. খেলাধূলার ইতিহাস চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর –
- কৌশিক চট্টোপাধ্যায়ের ‘খেলা যখন ইতিহাস ’।
- রূপক সাহার ‘বিদ্রোহী মারাদনা ’।
৪. ইতিহাস চর্চায় ফুটবলের ইতিহাস গুরুত্বপূর্ন কেন ?
উত্তর – ফুটবল খেলার মাধ্যমে শরীর ও মন দুইয়েরই সুষম বিকাশ হয়। এই খেলার মধ্য দিয়ে সহজাত সুলভ মনোভাব গড়ে ওঠে এবং ধর্মীয় বিচ্ছেদের অবসান হয়। তাই ইতিহাসে ফুটবল গুরুত্বপূর্ন।
৫. পোশাক পরিচ্ছেদের ইতিহাস চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ ।
উত্তর –
- মলয় রায়ের ‘বাঙালির বেসবোসা’।
- মাইকেল ডেভিসের ‘আর্ট অফ ড্রেস ডিসাইনিং ’ ।
এই অধ্যায়ের Online Mock Test-এ অংশগ্রহণ করুনঃ
দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় mcq Mock Test
৬. চলচ্চিত্রের ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর –
- সত্যজিৎ রায়ের ‘একেই বলে সুটিং ’
- ঋত্বিক কুমার ঘটকের ‘মানুষ ও আরও কিছু। ’
৭. স্থানীয় ইতিহাস চর্চায় গুরুত্ব কি ?
উত্তর –
- স্থানীয় অঞ্চলের সামজ, অর্থনীতি , শিল্পকলা প্রভৃতি বিষয়ে ধারনা পাওয়া যায়।
- জাতীয় ইতিহাস চর্চার বিভিন্ন উপাদান পাওয়া যায়।
৮. স্থানীয় ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখ।
উত্তর –
- সুধীর কুমার মিত্র রচিত হুগলী জেলার ইতিহাস ।
- ভবনী চরণ বন্দোপাধ্যায়ের ‘কোচবিহারের ইতিহাস। ’
৯. শহরের ইতিহাসের গুরত্ব কী ?
উত্তর –
- শহরের স্থানীয় সমাজ, অর্থনীতি , শিল্প প্রভৃতি সম্বন্ধে জানা যায়।
- শহরের স্থাপত্য শিল্প ও বিবর্তনের ইতিহাস জানা যায়।
১.০. শহরের ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর –
- নিখিল সরকারের ‘কোলকাতা’ ।
- বিজয় কুমার বন্দোপাধ্যায়ের ‘শহর বহরমপুর’ ।
১১. সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ?
উত্তর –
- বিভিন্ন যুগের যুদ্ধের বিবর্তন সম্পর্কে জানা যায়।
- যুদ্ধে কোন শক্তির জয় পরাজয় হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যায়।
১২. সামরিক ইতিহাস চর্চার সাথে যুক্ত দুটি গ্রন্থের নাম লেখ ।
উত্তর –
- যদুনাথ সরকারের ‘Military History of India ’।
- সুবোধ ঘোষের ‘ভারতীয় ফৌজের ইতিহাস ’।
১৩. পরিবেশ বিষয়ক ইতিহাস চর্চার গুরুত্ব কী ?
উত্তর –
- পরিবেশের ওপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানা যায়।
- পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায়।
১৪. পরিবেশ বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ ।
উত্তর –
- র্যাচেল কারসনের ‘সাইলেন্ট স্প্রিং ’।
- রামচন্দ্র গুহর ‘ইকোলোজী এন্ড ইকুইটি ’।
১৫. বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার গুরুত্ব কী ?
উত্তর –
- বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার বিবর্তনের ধারা অনুধাবন করা যায়।
- সমকালীন আর্থ সামাজিক অবস্থার বিচার করা যায়।
১৬. নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী ?
উত্তর –
- ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায়।
- ইতিহাসে নারীর ভূমিকা ও অবদানকে যথার্থ মর্যদা দেওয়া হয়েছে কিনা তা জানা যায়।
১৭. নারী ইতিহাস চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর –
- সীমেন দ্যা বোভেয়ার এর ‘দ্যা সেকেন্ড সেক্স’
- বি. আর. নন্দের ‘দ্যা ইন্ডিয়ান ওইমেন ’
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর
১৮. যানবাহন ও যোগাযোগে ইতিহাস চর্চার গুরুত্ব কী ?
উত্তর –
- যানবাহন ও যোগাযোগের বিবর্তন সম্পর্কে জানা যায়।
- যানবাহন ও যোগাযোগের বিবর্তন সমাজ ও সভ্যতাকে কতটা প্রভাবিত করেছে তার সম্পর্কে জানা যায়।
১৯. যানবাহন ও যোগাযোগ ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থের নাম।
উত্তর –
- গৌতম চট্টোপাধ্যায়ের ‘Europe and the Hooghly ’।
- সুনীল কুমার মুনসির ‘Geography of Transport ’
২০. আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফি বা আলোক চিত্রের গুরুত্ব কী ?
উত্তর –
- ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান দিতে পারে।
- প্রচলিত ঘটনার সত্যতা যাচাই করা যেতে পারে।
২১. আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফি বা আলোক চিত্রের দুটি গ্রন্থের নাম।
উত্তর –
- অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘বাগেশ্বরী প্রবন্ধমালা ’।
- বিনোদ বিহারী মুখোপাধ্যায় ‘চিত্র কথা ’।
২২.নৃত্যের ইতিহাস চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম ।
উত্তর –
- গায়ত্রী চট্টোপাধ্যায়ের ‘ভারতীয় নৃত্য কলা ’।
- শোভনব গুপ্তের ‘ডান্স অফ ইন্ডিয়া ’।
২৩. সরকারী নথিপত্রের বিবরণ বলতে কী বোঝ ?
উত্তর – বিভিন্ন সরকারী কর্মচারী, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তির সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্য লিখেগেছে তা সরকারী নথিপত্রের বিবরণ নামে পরিচিত।
২৪. আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদান গুলি কী কী ?
উত্তর –
- সরকারী নথিপত্র।
- আত্মজীবনী ও জীবন স্মৃতি।
- ব্যক্তিগত চিঠিপত্র।
- সমসাময়িক পত্র পত্রিকা ও সংবাদ পত্র।
২৫. জীবন স্মৃতি গ্রন্থে থেকে কী তথ্য পাওয়া যায়
উত্তর –জীবনস্মৃতি গ্রন্থে থেকে ঠাকুর বাড়ির বিভিন্ন ত্তথ্যন , হিন্দু মেলা, বাঙালি সমাজে দৃষ্টিভঙ্গি, স্বদেশি আনার প্রতি বাঙালির আগ্রহ প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়।
২৬. ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটে সুবিধা কী ?
উত্তর –
- ঘরে বসে সহজে ইতিহাসের বিবরণ পাওয়া যায়।
- প্রশ্ন লিখলে ইন্টারনেট থেকে উত্তর পাওয়া যায়।
২৭. ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটে অসুবিধার কী ?
উত্তর –
- ইন্টারনেট থেকে সংগ্রহ করা তথ্য অনেক সময় অসম্পূর্ন থাকে।
- গবেষণার কাজে ইন্টারনেটের তথ্যের ওপর অধিক ভরসা করা যায় না।
28 . জাতীয়তাবাদী আন্দোলনের সময় রচিত দুটি সঙ্গীতের নাম লেখ ।
উত্তর –
- রবীন্দ্রনাথের লেখা ‘বাংলার মাটি বাংলার জল ’।
- অতুলপ্রসাদ সেনের ‘ওঠো গো ভারত লক্ষী ’।
২৯. যাত্রা ও নাটকের মধ্যে পার্থক্য কী ?
উত্তর –
- যাত্রার অতিমাত্রিকতা রয়েছে। নাটকে সংক্ষিপ্ততা রয়েছে।
- যাত্রার যন্ত্রপাতি বেশি ব্যবহার হয়। নাটকে তা হয় না।
৩০. বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কী কী ?
উত্তর –
- যগেন্দ্র চন্দ্র গুপ্তের ‘কৃত্বি বিলাস ’।
- তারাচরণ সিকদারের ‘ভদ্রার্জুন ’।
৩১. মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখ ।
উত্তর –
- ‘একেই কী বলে সত্যতা ? ’
- ‘বুড়ো শালিকের ঘাড়ের রোগ ’।
৩২. স্থাপত্যের ইতিহাস কাকে বলে ?
উত্তর –মানুষের সৃষ্টিশীল নির্মান বা স্থাপনাগুলির উদ্ভব বিবর্তন এবং যেগুলির বৈশিষ্ট্য নিয়ে স্বতন্ত্র ভাবে যে ইতিহাস চর্চা করা হয় তাকে স্থাপত্যের ইতিহাস বলে ।
৩৩. স্থাপত্যের উদাহরণ দাও।
উত্তর –স্থাপত্যের উদাহরণ – দূর্গ, প্রাসাদ , রাস্তা, স্মৃতিসৌধ, সমাধি , উপাশনা গৃহ ।
৩৪. স্থাপত্য শিল্পীর গবেষকের নাম লেখ ।
উত্তর –স্থাপত্য শিল্পীর গবেষকের নাম হল – আমিও কুমার বন্দোপাধ্যায় , তারাপদ সাঁতরা , রতনলাল চক্রবর্ত্তী , আলেকজান্ডার , কানিংহাম, হিতেম রঞ্জন সান্যাল।
৩৫. স্থাপত্য ইতিহাসের গুরুত্ব কী?
উত্তর –স্থাপত্যের ইতিহাস চর্চা থেকে মানুষের সৃষ্টিশীল কাজের পরিচয় পাওয়া যায়। এই ইতিহাস চর্চা থেকে মানুষের নান্দনিক ভারসা ও সৌন্দর্য বোধের পরিচয় পাওয়া যায়।
৩৬. ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন গুলি কী কী ?
উত্তর –ভিক্টোরিয়া মেমোরিয়াল , এশিয়াটিক সোসাইটি , ফোর্ট উইলিয়াম কলেজ, টাউন হল , হাইকোর্ট ।
৩৭. স্থাপত্য ইতিহাসের গুন্থ গুলি কী কী ?
উত্তর –
- তপতী গুহ ঠাকুরের লেখা ‘The Making New Indian Art ’
- আমিয় কুমার বন্দোপাধ্যায়ের লেখা পশ্চিমবঙ্গের পুরা সম্পদ।
৩৮. চলচ্চিত্রের গুরুত্ব কী ?
উত্তর –
- চলচ্চিত্রের মাধ্যমে সমকালীন সমাজে বিভিন্ন ভাবনা , ঘটনা কে তুলে ধরা হতো।
- চলচ্চিত্র হল মানুষের বিনোদনের একটা গুরুত্বপূর্ন মাধ্যম।
৩৯. প্রাচীন কালে ছবির বিষয় কী ছিল ?
উত্তর –প্রাচীন কালে ছবির বিষয় ছিল – সূর্য , গাছপালা , জীবজন্তু।
৪০. গুহায় চিত্র এঁকেছেন এমন কয়েকজনের নাম।
উত্তর –গুহায় চিত্র এঁকেছেন এমন কয়েকজনের নাম – লিত্ত নারদো দ্যা ভিঞ্চি, লাফায়েৎ ।
৪১. আধুনিক বাংলার চিত্রশিল্পীর নাম লেখ।
উত্তর –আধুনিক বাংলার চিত্রশিল্পীর নাম – অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু, মুকুল দে।
৪২. আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান গুলি কী কী ?
উত্তর –
- সরকারি নথিপত্র
- আত্মজীবনী ও স্মৃতিকথা
- চিঠিপত্র
- সমসাময়িক পত্রপত্রিকা
৪৩. সরকারি নথিপত্রের সংরক্ষণ স্থান গুলি হল।
উত্তর – দিল্লির জাতীয় মহাফেজ খানা, কলকাতা লেখ্যগার , চেন্নাই লেখ্যগার, মোম্বাই লেখ্যগার।
৪৪. সরকারি নথিপত্রের বিষয় গুলি কি কি ?
উত্তর –
- সরকারের বিভিন্ন কমিশনের প্রতিবেদন।
- পুলিশ , গোয়েন্দা ও সরকারি অধিকারীর প্রতিবেদন ।
- বিভিন্ন বিবরণ
- চিথিপত্র
৪৫.সরকারি নথিপত্রের গুরত্ব লেখ।
উত্তর –
- বিট্রিশ সরকার কীভাবে ভারতীয়দের রাজনৈতিক আন্দোলন গুলিকে দুর্বল করার চেষ্টা করেছিল তা সরকারি নথিপত্র থেকে জানা যায়।।
- সমকালীন ভারতীয়দের বিভিন্ন সংস্কারমূলক কার্যগুলি প্রতি সরকারের মনোভাব জানা যায়।
৪৬. বিপিনচন্দ্র পাল কে ছিলেন ?
উত্তর – বিপিনচন্দ্র পাল পেশায় ছিলেন একজন রাজনীতিবিদ সাংবাদিক।প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি রাজনীতিতে যোগ দেন। প্রথম জীনের ঘটনা আর কলকাতায় এসে আনন্দ মোহন বসু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের ঘনিষ্টটার কারনে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া ।
৪৭.আত্মজীবনীর বিষয়বস্তু লেখ।
উত্তর –
- পুরোনো কলকাতার কথা ।
- ব্রাহ্ম সমাজের ইতিহাস ।
- ধর্মভিরু বাঙালির জাতীয়বাদী মানসিকতা।
- স্বদেশী, বয়কট ও পূর্ন সরাজের আন্দোলন।
৪৮. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি থেকে কি জানা যায়?
উত্তর –
- ঔপনিবেশিক বাংলা
- কলকাতার ধ্বনি পরিবারের জীবনযাত্রা
- ঠাকুর বাড়ির অন্দরমহলের বিভিন্ন কথা।
- 1905 সালে স্বদেশী আন্দোলন সম্পর্কে জানা যায়।
৪৯. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা থেকে কি জানা যায়?
উত্তর –
- বিট্রিশ শাসনকালে অর্থনৈতিক শোষন।
- বৈপ্লবিক কর্মকান্ড।
- ঠাকুর বাড়ির শিল্প সংস্কৃতি, ঈশ্বর ভাবনা জানা যায়।
৫০. প্রতাপাদিত্য উৎসব কি? (সরলাদেবী চৌধুরানী)
উত্তর – মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরণে কলকাতার প্রতাপাদিত্যের উৎসব প্রতিষ্ঠা হয়।সরলাদেবী চৌধুরানী স্বদেশী দ্রব্য উৎপাদন ও প্রচারের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেন যার নাম লক্ষীর ভান্ডার।
৫১. বঙ্গদর্শন পত্রিকার বিষয়বস্তু গুলি কী কী?
উত্তর –
- বাংলায় জাতীয়তাবাদের উদ্ভব।
- সমসাময়িক দর্শন, ধর্ম, ইতিহাস ও রাজনৈতিক চেতনা ।
- জমিদার ও মহাজনদের শোষন ও অত্যাচার।
৫২. বঙ্গদর্শন পত্রিকার লেখকগনের নাম লেখ?
উত্তর – সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, নবীনচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, অক্ষয় চন্দ্র সরকার।
৫৩. সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখ।
- বাংলায় প্রথম রাজনৈতিক আলোচনা শুরু হয়।
- বিধবা বিবাহ প্রচলন ও স্ত্রী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
- এই পত্রিকায় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সমালোচনা করা হয়
দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর |
ইতিহাস class 10 chapter 1 question answer |
১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম কী ?
উত্তর – জীবন স্মৃতি
2. বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কী ?
উত্তর –সত্তর বৎসর।
3. সরলাদেবী চৌধুরানীর লেখা আত্মজীবনীর নাম কী ?
উত্তর – জীবনের ঝড়া পাতা।
4. মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম কী ?
উত্তর –দ্যা স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ।
5. সুভাষ চন্দ্র বোসের লেখা আত্মজীবনীর নাম কী ?
উত্তর –এন্ড ইন্ডিয়ান লিগগ্রিম।
6. জহরলাল নেহেরুর আত্মজীবনী নাম কী ?
উত্তর –এন অটোবায়োগ্রাফি ।
7. মান্নাদের লেখা আত্মজীবনীর নাম কী ?
উত্তর –জীবনের জলসাঘরে ।
8. একেই বলে সুটিং গ্রন্থটি কার লেখা ?
উত্তর –সত্যজিৎ রায়।
9. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি ? (নির্বাক চলচ্চিত্র)
উত্তর –রাজা হরীশচন্দ্র।
10. ভারতের চিত্রকলা গ্রন্থটি কার ?
উত্তর –অশোক মিত্রের ।
11. ভারতের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থে কোনটি ?
উত্তর –কলহনের রাজতরঙ্গীনী।
12. হুগলী জেলার ইতিহাস গ্রন্থটি কার ?
উত্তর –সুধীর কুমার মিত্রের।
13. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ?
উত্তর –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
14. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর –দ্বারকানাথ বিদ্যাভূষণ।
15. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি ?
উত্তর –সমাচার দর্পন।
16. প্রথম কে কবে সপঞ্জ রসোগোল্লা তৈরী করে ?
উত্তর –নবীন চন্দ্র দাস (1868) ।
17. বাংলায় কীর্তনের প্রবক্তা কে ?
উত্তর –শ্রী চৈতন্য দেব।
18. মেধা পাঠকর কে ছিলেন ?
উত্তর –নমর্দা বাঁচাও আন্দোলনের এক নেত্রী ।
19. ভারতের প্রথম স্ব – ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন ?
উত্তর –মধুসূদন দত্ত।
20. ভারতের প্রথম কবে কোথায় রেলপথ চালু হয় ?
উত্তর –1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত।
21. কে কবে ক্যামেরা আবিষ্কার করেন ?
উত্তর –আলেকজান্ডার ওয়ালকড 1840 খ্রীষ্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন।
22. ইন্দিরাগান্ধীকে লেখা জহরলাল নেহেরু চিঠির শিরোনাম কী ?
উত্তর –লেটারস্ ফ্রম এ ফাদার টু হিস ডটার ।
23. ভারতে কত সালে ক্যামেরা আসে ?
উত্তর –1850 ।
24. নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় কোন পত্রিকায়
উত্তর –সোমপ্রকাশ।
25. হিন্দু মেলার প্রবর্তক কে ?
উত্তর –নব গোপাল মিত্রের।
26. ইতিহাসের জনক কাকে বলে ?
উত্তর –হোরোডোটাস।
27. বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক কে ?
উত্তর –থুকিডিডিস।
28. নিউ সাইস গ্রন্থটি কার লেখা ?
উত্তর –ভিকো ।
29. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কবে শুরু হয় ?
উত্তর –1970 ।
30. ‘British Society of Sports History ‘ – কত সালে গড়ে ওঠে ?
উত্তর –1982 খ্রিস্টাব্দে।
31. খেলাধূলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুটি ভারতীয় ঐতিহাসিকের নাম লেখ ?
উত্তর –রামচন্দ্র গুহ ও বোরিয়া মজুমদার।
32. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত সালে গড়ে ওঠে ?
উত্তর –1792 খ্রিষ্টাব্দে ।
33. কোন খেলাকে খেলার রাজা বলা হয় ?
উত্তর –ক্রিকেট ।
34. সিংজি ক্রিকেট দ্বয়ের নাম লেখ ।
উত্তর –রণজিৎ সিংজি ও দিলীপ সিংজি।
35. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী ?
উত্তর –মোহনবাগান অ্যাথালেটিক ক্লাব।
36. বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ?
উত্তর –1920 খ্রিস্টাব্দ।
37. কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে ?
উত্তর –শিবদাস ভাদুরী ।
38. মোহনবাগান দল কোন খেলার ইংল্যান্ডকে পরাজিত করে ?
উত্তর –IFA SILD (1911) আই . এফ. এ সিল্ড ।
39. দুজন বাঙালি ফুটবলারের নাম লেখ।
উত্তর –শিবদাস ভাদুরী ও গোষ্ট পাল।
৪০. কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী ?
উত্তর – কেরালা।
৪১. ভারতীয় নৃত্য শিল্পে দুটি ধারার নাম লেখ।
উত্তর – কত্থক ও ভারতনাট্যম
৪২. কবে কোন বিদেশী নাট্যকার ভারতে নাট্যচর্চা শুরু করে ?
উত্তর – 1795 সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেডফ ।
৪২. কারা প্রথম বায়োস্কোপের বানিজ্যিক প্রদর্শন করে ?
উত্তর প্যারিসের লুমিয়্যের ভাতৃদ্বয়।
৪৩. আলোম আরা ছবিটি কবে তৈরি হয় ?
উত্তর 1931 সালে ।
৪৪. কে কবে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মান করেন ?
উত্তর –1913 খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে।
৪৫. পথের পাঁচালি ছবিটি কে প্রথম পরিচালনা করেন ?
উত্তর –সত্যজিৎ রায়।
৪৬. বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
উত্তর –হীরালাল সেন।
৪৭. কলকাতায় স্টার থিয়েটার কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ?
উত্তর –1884 সালে ।
৪৮. প্রথম টেলিগ্রাফ কোথায় শুরু হয় ?
উত্তর –ইংল্যান্ডে।
৪৯. গ্যানেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবির নাম লেখ ।
উত্তর –অদ্ভুত লোক , নব হুল্লোর ।
৫০.ভারতীয় যাদুঘর কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর –1814 খ্রিস্টাব্দে।
৫১. গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কী ?
উত্তর –কলকাতা হাইকোর্ট।
৫২. বাংলার বিশ্বকর্মা কে ?
উত্তর –রাজেন্দ্র নাথ মুখার্জী ।
৫৩. স্থাপত্যে রুফিং স্টাইল কোথায় দেখা যায় ?
উত্তর –বাঁকুড়া ও বিষ্ণুপুর মন্দিরে।
৫৪. জিগুরাত কী ?
উত্তর –সুমেরীয় সভ্যতার বিশাল মন্দিরকে জিগুরাত বলে ।
৫৫ . চলচ্চিত্র কথার অর্থ কী?
উত্তর – চলচ্চিত্র কথার অর্থ হল চলমান ছবি।
৫৬. চলচ্চিত্র বাংলায় কী পরিচিত ?
উত্তর –চলচ্চিত্র বাংলায় পরিচিত – সিনেমা , ছায়াছবি।
৫৭. চলচ্চিত্রের আগমন হয় কখন?
উত্তর – বিংশ শতকে চলচ্চিত্রের আগমন হয়।
৫৮. প্রথম চলচ্চিত্রটি কেমন ছিল ?
উত্তর –প্রথম চলচ্চিত্রটি ছিল নির্বাক ও সাদাকালো।
৫৯. ভারতীয় উপমহদেশের প্রথম নির্বাক ছবি কী?
উত্তর –ভারতীয় উপমহদেশের প্রথম নির্বাক ছবি রাজা হরিশচন্দ্র 1913
৬০. বাংলায় প্রথম নির্বাক ছবি কী?
উত্তর –বাংলায় প্রথম নির্বাক ছবি বিল্বমঙ্গল 1919 পরিচালনা করেছিলেন জ্যোতিষ ব্যানার্জী।
৬১. বাংলায় প্রথম সবাক ছবি কী?
উত্তর –বাংলায় প্রথম সবাক ছবি – জামাইষষ্ঠী 1931 পরিচালনা করেছিলেন জ্যোতিষ ব্যানার্জী।
৬২. ফটোগ্রাফি শুরু হয় প্রথম কোন দেশে?
উত্তর –ফটোগ্রাফি শুরু হয় প্রথম ইউরোপে 1939 খ্রিস্টাব্দে ।
৬৩. জ্যোতি বসুর আত্মজীবনীর নাম কি?
উত্তর –‘ যতদূর মনে পড়ে ’
৬৪. মনিকন্তলা সেনের আত্মজীবনীর নাম কি?
উত্তর –‘ সেদিনের কথা ’ (মনিকন্তলা সেন)।
৬৫. ডঃ রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কি?
উত্তর – ‘ আত্মকথা ’
৬৬. দক্ষিনারঞ্জন মুখোপাধ্যায় আত্মজীবনীর নাম কি?
উত্তর – ‘ ছেড়ে আসা গ্রাম ’
৬৭. জহরলাল নেহেরুর লেখা চিঠিটি হিন্দিতে অনুবাদ করেছেন কে?
উত্তর –জহরলাল নেহেরুর লেখা চিঠিটি হিন্দিতে অনুবাদ করেছেন মুন্সী প্রেমচাঁদ ।
৬৮. জহরলাল নেহেরুর লেখা চিঠিটির শিরোনাম কি ?
উত্তর – শিরোনাম – পিতাকে পত্র পুত্রীকে নাম।
৬৮. জহরলাল নেহেরুর লেখা চিঠিটির বাঙালী অনুবাদ কে?
উত্তর – বাঙালী অনুবাদ : – কল্যাণীয়াসু ইন্দু ।
৬৮. জহরলাল নেহেরুর লেখা চিঠিটি পাবলিশড হয়েছে কোথা থেকে?
উত্তর – পাবলিশড করেছেন আনন্দ পাবলিশার ।
৬৯. বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশ হয়?
উত্তর –1872 সাল ।
৬৯. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ?
উত্তর – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৭০. কত সালে পুনরায় রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটি সম্পাদনা করেন?
উত্তর – 1901 সালে ।
৭১. বন্দোমাতরম সঙ্গিত কোন পত্রিকায় প্রথম প্রকাশ পায়?
উত্তর –বঙ্গদর্শন পত্রিকায়।
৭২. সোমপ্রকাশ পত্রিকার সময় কাল কি ?
উত্তর –1858 সালে 5th November ।
৭৩ . সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর – দ্বারকানাথ বিদ্যাভূষণ
৭৪ . সোমপ্রকাশ পত্রিকার নামকরণ সোমপ্রকাশ হয় কেন?
উত্তর – প্রতি সপ্তাহের প্রথম দিনে হত বলে নামকরণ হয় সোমপ্রকাশ।
৭৫ . সোমপ্রকাশ পত্রিকাটি কত সালে বন্ধ করে দেওয়া হয় ?
উত্তর – 1878 সালে পত্রিকাটি বন্ধ করে দেয়। (দেশীয় ভাষা সংবাদ পত্র আইন)।
৭৬ . সোমপ্রকাশ পত্রিকাটি পুনরায় পত্রিকাটি চালু হয় ?
উত্তর – পুনরায় পত্রিকাটি চালু হয় 1880 সালে ।
৭৭ . সোমপ্রকাশ পত্রিকাটি পুনরায় চালু হলে সম্পাদক কে হন ?
উত্তর – সম্পাদক হন উপেন্দ্রকুমার (দ্বারকানাথ বিদ্যাভূষনের পুত্র)।
দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ
১। ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-
(ক) মুনসি প্রেমচাঁদ,
(খ) কৃয়ন চন্দর,
(গ) খুশবন্ত সিং,
(ঘ) সাদাত হাসান মান্টো।
Ans: (ক) মুনসি প্রেমচাঁদ,
২। ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়।
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে,
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে,
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
Ans: (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে,
৩। ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চার শুরু হয়
(ক) ১৯৪০-এর দশকে,
(খ) ১৯২০-এর দশকে,
(গ) ১৯৩০-এর দশকে।,
(ঘ) ১৯৭০-এর দশকে।
Ans: (ঘ) ১৯৭০-এর দশকে।
8 ‘Ecological Imperialism’ লিখেছেন-
(ক) স্ট্যানলি জ্যাকসন,
(খ) এলিজাবেথ হটিকম্ব,
(গ) রামচন্দ্র গৃহ,
(ঘ) আলফ্রেড ক্রসবি।
Ans: (ঘ) আলফ্রেড ক্রসবি।
৫। ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়
(ক) ১৭৯২ খ্রিস্টাব্দে,
(খ) ১৭৯০ খ্রিস্টাব্দে,
(গ) ১৮২০ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে।
Ans: (ক) ১৭৯২ খ্রিস্টাব্দে,
৬। ‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয়েছিল।
(ক) ১২ জানুয়ারি, ১৯৮৯
(খ) ৫ জুন, ১৯৭৪,
(গ) ১ মে, ১৯২৩,
(ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯১৫।
Ans: (খ) ৫ জুন, ১৯৭৪,
৭। নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়।
(ক) ১৯৩০-৪০-এর দশকে,
(খ) ১৯৪০-৫০-এর দশকে,
(গ) ১৯৫০-৬০-এর দশব্দে,
(ঘ) ১৯৬০-৭০-এর দশকে।
Ans: (ঘ) ১৯৬০-৭০-এর দশকে।
৮। সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান, তার নাম হল-
(ক) পথের পাঁচালী,
(খ) ফেলুদা,
(গ) গুপি বাঘা ফিরে এল,
(ঘ) চিড়িয়াখানা।
Ans: (ক) পথের পাঁচালী,
৯। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল
(ক) বঙ্গঙ্গদর্শন,
(খ) সংবাদ প্রভাকর
(গ) বেঙ্গল গেজেট,
(ঘ) সম্বাদ কৌমুদী।
Ans: (গ) বেঙ্গল গেজেট,
অনুরূপ প্রশ্ন:
ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল-
(ক) সমাচার দর্পণ,
(খ) সংবাদ প্রভাকর,
(গ) বেঙ্গল গেজেট,
(ঘ) দিগ্দর্শন।
Ans: (গ) বেঙ্গল গেজেট,
১০। ভারতে চিপকো আন্দোলন ছিল
(ক) শ্রমিক আন্দোলন
(খ) পরিবেশ আন্দোলন,
(গ) কৃষক আন্দোলন,
(ঘ) ভাষা আন্দোলন।
Ans: (খ) পরিবেশ আন্দোলন,
১১। ‘নবান্ন’ নাটকটি রচনা করেন
(ক) দ্বিজেন্দ্রলাল রায়,
(খ) মধুসুদন দত্ত,
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিজন ভট্টাচার্য।
Ans: (ঘ) বিজন ভট্টাচার্য।
১২। প্রথম নির্বাক চলচ্চিত্র হল
(ক) জামাইষষ্ঠী,
(খ) রাজা হরিশচন্দ্র,
(গ) চন্ডীদাস,
(ঘ) দেনাপাওনা।
Ans: (খ) রাজা হরিশচন্দ্র,
১৩। ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম প্রকাশিত হয়।
(ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়,
(খ) সোমপ্রকাশ পত্রিকায়
(গ) বঙ্গদর্শন পত্রিকায়,
(ঘ) দিগদর্শন পত্রিকায়।
Ans: (গ) বঙ্গদর্শন পত্রিকায়,
১৪। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে
(ক) ফোটোগ্রাফির ইতিহাসের,
(খ) খেলাধুলার ইতিহাসের,
(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের,
(ঘ) পরিবেশের ইতিহাসের সঙ্গে।
Ans: (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের,
১৫। রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন-
(ক) জর্জ বার্নার্ড শ,
(খ) থমাস মেটকাফ,
(গ) এডউইন লুটিয়েন,
(ঘ) ডার্ক কোলফ।
Ans: (গ) এডউইন লুটিয়েন,
১৬। কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে-
(ক) সামরিক ইতিহাসের,
(খ) খেলাধুলার ইতিহাসের
(গ) স্থানীয় ইতিহাসের,
(ঘ) পরিবেশের ইতিহাসের সঙ্গে।
Ans: (গ) স্থানীয় ইতিহাসের,
১৭। ‘কথাকলি নৃত্য’ কোন্ অঞ্চলের নৃত্য?
(ক) কর্ণাটক,
(খ) মালাবার,
(গ) কেরল
(ঘ) মণিপুর।
Ans: (গ) কেরল
১৮। ‘The Story of My Experiment with Truth’ গ্রন্থের লেখক হলেন-
(ক) জওহরলাল নেহরু,
(খ) সুভাষচন্দ্র বসু,
(গ) মহাত্মা গান্ধি,
(ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ।
Ans: (গ) মহাত্মা গান্ধি,
১৯। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন
(ক) ইংরেজরা,
(খ) ওলন্দাজরা,
(গ) ফরাসিরা,
(ঘ) পোর্তুগিজরা।
Ans: (ক) ইংরেজরা,
২০। ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক/প্রবক্তা হলেন-
(ক) রণজিৎ গুহ,
(খ) অমলেশ ত্রিপাঠী,
(গ) রামচন্দ্র গুহ,
(ঘ) সুমিত সরকার।
Ans: (ক) রণজিৎ গুহ,
২১। ইতিহাসবিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন *
(ক) জুরগেন কোকা,
(খ) মার্ক ব্লখ
(গ) জি এম ট্রেভেলিয়ান,
(ঘ) লুসিয়েন ফেভর।
Ans: (গ) জি এম ট্রেভেলিয়ান,
২২। পৃথিবীর প্রাচীন খেলার নাম কী?
(ক) কবাডি,
(খ) জুডো
(গ) মানাকালা,
(ঘ) হকি।
Ans: (গ) মানাকালা,
* ২৩। বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয়
(ক) বঙ্গদর্শনে
(খ) প্রবাসীতে,
(গ) সন্ধ্যাতে,
(ঘ) হিতবাদীতে।
Ans: (খ) প্রবাসীতে,
২৪। ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ ‘Twenty-two Yards to Freedom: A Social History of Indian Cricket’-এর রচয়িতা-
(ক) বোরিয়া মজুমদার,
(খ) আশিস নন্দী,
(গ) মিহির বোস,
(ঘ) রামচন্দ্র গুহ।
Ans: (ক) বোরিয়া মজুমদার,
২৫। প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন্ দেশে?
(ক) রোমে
(খ) গ্রিসে,
(গ) চিনে,
(ঘ) ভারতবর্ষে।
Ans: (খ) গ্রিসে,
২৬। প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল
(ক) বঙ্গদর্শন,
(খ) প্রবাসী,
(গ) সেমিপ্রকাশ,
(ঘ) হিতবাদী।
Ans: (গ) সেমিপ্রকাশ,
২৭। ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি
(ক) উপন্যাস,
(খ) কাব্যগ্রন্থ,
(গ) জীবনীগ্রন্থ,
(ঘ) অত্মিজীবনী।
Ans: (গ) জীবনীগ্রন্থ,
২৮। ‘সোমপ্রকাশ’ ছিল একটি
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা,
(গ) পাক্ষিক পত্রিকা,
(ঘ) মাসিক পত্রিকা।
Ans: (খ) সাপ্তাহিক পত্রিকা,
২৯। ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’-উক্তিটি করেছেন-
(ক) ই এইচ কার,
(খ) এডমন্ড বার্ক,
(গ) লর্ড অ্যাকটন,
(ঘ) অমলেশ ত্রিপাঠী।
Ans: (ক) ই এইচ কার,
৩০। সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে- (i) সরকারি আধিকারিকের প্রতিবেদন, (ii) সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন, (iii) গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, (iv) পুলিশ বিভাগের নথিপত্র।–
(ক)।, । ঠিক,
(খ) i, ii, iii ঠিক,
(গ)। ঠিক,
(ঘ) সবকটি ঠিক।
Ans: (ঘ) সবকটি ঠিক।
৩১। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন
(ক) চলচ্চিত্রের সঙ্গে,
(খ) ক্রীড়া জগতের সঙ্গে,
(গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে,
(ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে।
Ans: (ক) চলচ্চিত্রের সঙ্গে,
৩২। ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত
(ক) শহরের ইতিহাসচর্চার বিষয়,
(খ) নারী ইতিহাসচর্চার বিষয়
(গ) পরিবেশের ইতিহাসচর্চার বিষয়,
(ঘ) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার বিষয়।
Ans: (গ) পরিবেশের ইতিহাসচর্চার বিষয়,
৩৩। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান-
(ক) সাময়িকপত্র,
(খ) সরকারি নথি,
(গ) সংবাদপত্র,
(ঘ) স্মৃতিকথা।
Ans: (খ) সরকারি নথি,
৩৪। বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস
(ক) পরিবেশ ইতিহাসচর্চার বিষয়,
(খ) শহরের ইতিহাসচর্চার বিষয়,
(গ) সামাজিক ইতিহাসচর্চার বিষয়,
(ঘ) সামরিক ইতিহাসচর্চার বিষয়।
Ans: (গ) সামাজিক ইতিহাসচর্চার বিষয়,
৩৫। সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে
(ক) সরকারি আধিকারিকদের প্রতিবেদন,
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি,
(গ) সরলাদেবী চৌধুরানির জীবনের ঝরাপাতা,
(ঘ) ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির’ সংকলন।
Ans: (ক) সরকারি আধিকারিকদের প্রতিবেদন,
৩৬। ‘মেয়েকে লেখা পিতার পত্র’টির লেখক
(ক) ইন্দিরা গান্ধি,
(খ) জওহরলাল নেহরু,
(গ) রাজীব গান্ধি,
(ঘ) রাহুল গান্ধি।
Ans: (খ) জওহরলাল নেহরু,
৩৭। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়।
(ক) সত্যজিৎ রায়কে,
(খ) হীরালাল সেনকে,
(গ) হীরালাল সরখেলকে
(ঘ) দাদাসাহেব ফালকেকে।
Ans: (ঘ) দাদাসাহেব ফালকেকে।
৩৮। কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্য’র প্রথম নিদর্শনটি হল
(ক) এশিয়াটিক সোসাইটি,
(খ) হেস্টিংস হাউস্ক
(গ) হাইকোর্ট,
(ঘ) মনুমেন্ট।
Ans: (গ) হাইকোর্ট,
৩৯। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল-
(ক) সোমপ্রকাশ,
(খ) দিগ্দর্শন,
(গ) সমাচার দর্পণ,
(ঘ) বেঙ্গল গেজেট।
Ans: (খ) দিগ্দর্শন,
অনুরূপ প্রশ্ন:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র হল
(ক) দিগদর্শন,
(খ) সমাচার দর্পণ,
(গ) বেঙ্গল গেজেট,
(ঘ) সংবাদ প্রভাকর।
Ans: (ক) দিগদর্শন,
৪০। ‘সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রকাশক হলেন-
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ,
(গ) দীনবন্ধু মিত্র,
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
Ans: (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ,
৪১। ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়-
(ক) ৮ জানুয়ারি,
(খ) ২৪ ফেব্রুয়ারি,
(গ) ৮ মার্চ
(ঘ)৫ জুন।
Ans: (ঘ)৫ জুন।
৪২। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে-
(ক) পোর্তুগিজ,
(খ) ইংরেজ,
(গ) মোগল,
(ঘ) ওলন্দাজ।
Ans: (ক) পোর্তুগিজ,
৪৩। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন
(ক) খেলার ইতিহাসে,
(খ) শহরের ইতিহাসে,
(গ) নারীর ইতিহাসে,
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে।
Ans: (ঘ) শিল্পচর্চার ইতিহাসে।
৪৪। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন
(ক) ভারতে,
(খ) রোমে,
(গ) পারস্যে,
(ঘ) চিন দেশে।
Ans: (ঘ) চিন দেশে।
৪৫। ‘নিষিদ্ধ শহর’ বলা হয়
(ক) লাসাকে,
(খ) বেইজিংকে,
(গ) রোমকে,
(ঘ) কনস্ট্যান্টিনোপলকে।
Ans: (ক) লাসাকে,
৪৬। ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রটি ছিল একটি
(ক) সাপ্তাহিক পত্রিকা,
(খ) পাক্ষিক পত্রিকা,
(গ) মাসিক পত্রিকা,
(ঘ) বাৎসরিক পত্রিকা।
Ans: (গ) মাসিক পত্রিকা,
৪৭। র্যাচেল কারসন যুক্ত ছিলেন
(ক) আঞ্চলিক ইতিহাসে,
(খ) নারীর ইতিহাসে,
(গ) পরিবেশের ইতিহাসে,
(ঘ) শহরের ইতিহাসে।
Ans: (গ) পরিবেশের ইতিহাসে,
৪৮। বঙ্কিমচন্দ্র ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন
(ক) তিন বছর,
(খ) চার বছর,
(গ) দশ বছর,
(ঘ) বারো বছর।
Ans: (খ) চার বছর,
Thanks For Reading: দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | ইতিহাস class 10 chapter 1 question answer
আরো পড়ুন –