ভূগোল পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর class 8

অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ১ নম্বরের ও ২ নম্বরের প্রশ্ন উত্তর, ও শূন্যস্থানপূরণ এই প্রশ্ন উত্তর পর্বের আলোচ্য বিষয়। অষ্টম শ্রেণীর ভূগোল ছাত্রছাত্রীদের পরীক্ষার পস্তুতির জন্য পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর আলোচনা করা হল ।

 

ভূগোল পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর class 8
ভূগোল পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর class 8

অষ্টম শ্রেণীর ভূগোল পৃথিবীর অন্দরমহল

 

 ১ নম্বরের প্রশ্ন উত্তর : 

 ১. পৃথিবীর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?

Ans: পৃথিবীর ব্যাসার্ধের  দৈর্ঘ্য ৬৩৭০ কিমি ।

২. পৃথিবীর ব্যাসার্ধ বলতে কি বোঝ ?

Ans: পৃথিবীর ব্যাসার্ধ বলতে বোঝায় ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ।

৩. পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি ?

Ans:  পৃথিবীর গভীরতম সোনার খনি হল রবিনসন ডীপ (৩-৪ কিমি) ।

৪.  পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ?

Ans:  পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ১৫ ড্রিগ্রি সেলসিয়াস ।

৫.  পৃথিবীর অভ্যন্তরে প্রতি ৩৩ মিটার গভীরতায় কত ড্রিগ্রি করে তাপমাত্রা বাড়ে ?

Ans: পৃথিবীর  অভ্যন্তরে প্রতি ৩৩ ড্রিগ্রি গভীরতায় ১ ড্রিগ্রি করে তাপমাত্রা বাড়ে ।

৬. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত ?

Ans: পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত ।

৭. তাপ বাড়লে পদার্থের কি পরিবর্তন হয় ?

Ans:  তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ।

৮.   ভূ-তাপ শক্তি থেকে কি উৎপাদন করা হয় ?

Ans:  ভূ-তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ।

৯. পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ?

Ans:  পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় ।

১০. ভুমিকম্প তরঙ্গ কয়প্রকার ও কি কি ?

Ans: ভুমিকম্প তরঙ্গ দুই প্রকার – প্রাথমিক তরঙ্গ , ও গৌণ তরঙ্গ ।

১১. পৃথিবীর অভ্যন্তরকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি ?

Ans:  পৃথিবীর অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা যায় –(i) ভূত্বক

(ii) ) গুরুমন্ডল  (iii) কেন্দ্র মণ্ডল ।

১২. সিয়াল ও সিমার মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে ?

Ans: সিয়াল ও সিমার মাঝে কনরাড বিযুক্তি রেখা রয়েছে ।

১৩. ভূত্বক ও গুরু মণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে ?

Ans:  ভূত্বক ও গুরু মণ্ডলের মাঝে রয়েছে মোহোরভিসিক বিযুক্তিরেখা।

১৪. Asthenosphere শব্দটির অর্থ কি ?

Ans: Asthenosphere শব্দটির অর্থ কি দুর্বল স্তর ।

১৫. কোন স্তরটিতে পরিচলন স্রোতের সৃষ্টি হয়েছে ?

Ans: অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটিতে পরিচলন স্রোতের সৃষ্টি হয়েছে ।

১৬. শিলা মণ্ডল কি ?

Ans: ভূত্বক ও গুরু মণ্ডলের উপরি অংশে নিয়ে গঠিত হয়েছে শিলা মণ্ডল ।

১৭. দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও ।

Ans:   জীবাশ্ম জ্বালানি হল –(i) কয়লা , (ii) খনিজ তেল ।

১৮. কেন্দ্র মণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি ?

Ans:  কেন্দ্র মণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায় –(i) অন্তঃ কেন্দ্র মণ্ডল  (ii) বহিঃ কেন্দ মণ্ডল ।

১৯. কোন দুটি স্তরের মাঝে গুটেনবার্গ বিযুক্তিরেখা রয়েছে ?

Ans: গুরু মণ্ডল ও কেন্দ্র মণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তিরেখা ।

২০. লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে রয়েছে ?

Ans: কেন্দ্র মণ্ডলের ভিতরের স্তর  অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা ।

 

২ নম্বরের প্রশ্ন উত্তর 

 

১. ম্যাগমা কি ?

Ans: ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস , বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে ।

২. লাভা কি ?

Ans: ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভু-পৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে ।

৩. ভূ-তাপ শক্তি কি ?

Ans:  পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আস্তে থাকে , এই তাপ শক্তিকে বলে ভূ-তাপ শক্তি।

 ৪. উষ্ণ প্রস্রবণ কি ?

Ans: পৃথিবীর ভৌমজল ভুতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে এবং ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে। ভূ – পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে এই উষ্ণ জল বেরিয়ে আসাকে উষ্ণ প্রস্রবণ বলে ।

৫. ঘনত্ব কি ?

Ans: একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব ।

৬. পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলি কি রূপ অবস্থায় আছে ?

Ans: পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ ক্রমশ বাড়ার ফলে ভিতরের পদার্থগুলি কোথাও কঠিন, কোথাও তরল , আবার কোথাও অর্ধতরল অবস্থায় আছে ।

৭.  সিমা কি ?

Ans: মহাসাগরের নীচে প্রধানত সিলিকন , আর ম্যাগনেসিয়াম, দিয়ে স্তরটিকে বলা হয় সিমা । প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলায় এই স্তরটি গঠিত হয়েছে । এই স্তরটি তুলনায় ভারী। এর ঘনত্ব ২.৯ গ্রাম/ ঘনসেমি ।

৮. সিয়াল কি ?

Ans: মহাদেশের নীচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরের স্তরটি হল সিয়াল। এই স্তরটি সিমার চেয়ে হালকা । গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে গঠিত এই স্তর সমুদ্রের নীচে অনুপস্থিত ।

৯. বিযুক্তি রেখা কাকে বলে ?

 Ans:  ভূ-পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভুমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় । সেখানটাকেই ভূ-তত্ববিদরা বিযুক্তি রেখা বলে অভিহিত করেছেন। দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করে এই রেখা ।

১০. গুরুমণ্ডলের বৈশিষ্ট্য গুলি  লেখ ।

Ans:  গুরুমণ্ডলের বৈশিষ্ট্য গুলি হল –

(i) ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত ।

(ii) গুরু মণ্ডলের উষ্ণতা ২০০০-৩০০০ ড্রিগ্রি সেলসিয়াস ।

(iii) এই স্তরে পদার্থের ঘনত্ব ৩.৪-৫.৬ গ্রাম/ঘন সেমি ।

(iv) এই স্তরের প্রধান উপাদান  লোহা সিলিকন , ম্যানেশিয়াম , ক্রোমিয়াম ।

১১. ক্রোফেসিমা স্তর কাকে বলে ?

Ans:  গুরু মণ্ডলের ৩০-৭০০ কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা , সিলিকন ,ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায়। তাই এই স্তরটিকে বলা হয় ক্রোফেসিমা (Cro+Fe+Si+Ma)স্তর ।

১২. নেফেসিমা স্তর কাকে বলে ?

Ans: গুরুমণ্ডলের ৭০০-২৯০০ কিমি পর্যন্ত অংশে নিকেল , লোহা , সিলিকন, ও ম্যাগনেশিয়ামের আধিক্যের জন্য এই স্তরটিকে বলা হয় নিফেসিমা (Ni+Fe+Si+Ma)।

১৩. অ্যাস্থেনোস্ফিয়ার স্তর কাকে বলে ?

Ans: শিলা মণ্ডলের নীচে গুরু মণ্ডলের অপরের অংশে অবস্থিত এই স্তরে পদার্থগুলি গলিত নরম প্রকৃতির , অত্যাধিক তাপ , ও চাপে এখানকার শিলা অর্ধ তরল ও অর্ধ কঠিন অবস্থায় আছে। এই স্তরটিকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার স্তর

১৪.  কেন্দ্র মণ্ডল কাকে বলে ? কেন্দ্র মণ্ডলের দুটি বৈশিষ্ট্য লেখ।       

Ans: ভূত্বক ও গুরু মণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটিকে বলে কেন্দ্র মণ্ডল ।

কেন্দ্র মণ্ডলের দুটি  বৈশিষ্ট্য গুলি হল-

(i) এই স্তরটি নিকেল ও লোহা দিয়ে তৈরি।

(ii) এই স্তরে সবজায়গায় পদার্থের ঘনত্ব এক নয়।

১৫. অন্তঃ কেন্দ্র মণ্ডলের বৈশিষ্ট্য গুলি লেখ ।

Ans: অন্তঃ কেন্দ্র মণ্ডলের বৈশিষ্ট্যগুলি হল –

(i) অন্তঃ কেন্দ্র মণ্ডলের গভীরতা ৫১০০ কিমি থেকে প্রায় ৬৩৭০ কিমি।

(ii) এই স্তরের চাপ ও তাপ দুটিই বেশী।

(iii) অত্যাধিক চাপের ফলে এই স্তরে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে।

(iv) পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে অবস্থান করে।

১৬. বহিঃকেন্দ্র মণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখ ।

Ans: বহিঃ কেন্দ্র মণ্ডলের বৈশিষ্ট্য গুলি হল –

(i) অন্তঃ কেন্দ্র মণ্ডলের চারিদিকে বহিঃকেন্দ্রমণ্ডল স্তর অবস্থিত ।

(ii) এই স্তরটি ২৯০০ কিমি থেকে ৫১০০ কিমি পুরু ।

(iii) এই স্তরের চাপ, তাপ ,ঘনত্ব অন্তঃ কেন্দ্রমণ্ডলের তুলনায় কম ।

(iv) এই স্তরে সৃষ্টি  হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।

১৭. ক্রফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য লেখ।

Ans: ক্রফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য গুলি হল –

(i) গুরু মণ্ডলের ৩০-৭০০ কিমি পর্যন্ত বিস্তৃত ক্রফেসিমা স্তর ।

গুরু মণ্ডলের ৭০০-২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত নিফেসিমা স্তর ।

(ii) ক্রফেসিমা স্তরে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ও ম্যাগনেশিয়ামের আধিক্য বেশী ।

নিফেসিমায় নিকেল, লোহা , সিলিকন , ও ম্যগনেশিয়ামের আধিক্য বেশী থাকে ।

১৮. গুরু মণ্ডল ও কেন্দ্র মণ্ডলের মধ্যে পার্থক্য গুলি লেখ ।

Ans:  গুরু মণ্ডল ও কেন্দ্র মণ্ডলের মধ্যে পার্থক্য গুলি হল –

(i) বিস্তার :

গুরু মণ্ডলের বিস্তার পৃথিবীর অভ্যন্তরে প্রায় ২৯০০ কিমি ।

কেন্দ্র মণ্ডলের বিস্তার ২৯০০ কিমি থকে ৬৩৭০ কিমি ।

(ii) ঘনত্ব:

গুরু মণ্ডলে পদার্থের ঘনত্ব ৩.৪ – ৫.৬ গ্রাম/ ঘনসেমি ।

কেন্দ্র মণ্ডলের ঘনত্ব ৯.১ -১৩.১ গ্রাম/ ঘনসেমি ।

(iii) তাপমাত্রা :

গুরু মণ্ডলের তাপমাত্রা ২০০০ ড্রিগ্রি থেকে ৩০০০ ড্রিগ্রি সেলসিয়াস ।

কেন্দ্র মণ্ডলের তাপ মাত্রা ৩০০০ ড্রিগ্রি থেকে ৫০০০ ড্রিগ্রি সেলসিয়াস ।

(iv) বিভাজন :

গুরু মণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায় -ক্রফেসিমা ও নিফেসিমা

কেন্দ্র মণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায় – অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডল ।

 

পৃথিবীর অন্দরমহল শূন্যস্থান পূরণ 

 

১. পৃথিবীর গভীরতম গর্তটি ________ কিমি গভীর ।

   Ans:  ১২ কিমি।

২. পৃথিবীর গভীরতম সোনার খনি অবস্থিত __________ ।

   Ans: দক্ষিণ আফ্রিকায় ।

৩. পৃথিবীর গভীরতম খনি ___________ ।

     Ans:  রবিনসন ডীপ ।

৪. পৃথিবীর অভ্যন্তরে _________ মিটার গভীরতায় তাপমাত্রা বাড়ে ________ড্রিগ্রি সেলসিয়াস ।

  Ans:  ৩৩ মিটার , ১ ড্রিগ্রি সেলসিয়াস ।

৫. আগ্নেয়গিরির মুখ থেকে অর্ধতরল উত্তপ্ত _______ বের হয় ।

   Ans: লাভা ।

৬. উষ্ণ প্রস্রবণে ভূ- গর্ভ থেকে _________ বের হয়।

   Ans:  ফুটন্ত জল

৭. পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়__________কোটি বছর আগে ।

   Ans:  ৪৬০ কোটি ।

৮. পৃথিবী ছিল _________ ।

    Ans:  উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ।

৯. ____________ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ।

   Ans: ভূ-তাপ শক্তি  

১০. ভূ-তাপ  শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে __________ -এর ব্যবহার কমানো যায় ।

   Ans: জীবাশ্ম জ্বালানির ।

১১. কঠিন , তরল , যেকোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে __________ তরঙ্গ ।

    Ans:  প্রাথমিক তরঙ্গ ।

১২. তরল ও অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না __________ তরঙ্গ ।

    Ans: ‘S’ তরঙ্গ ।

১৩. ভূত্বকের একেবারে ওপরে আছে _________ ।

      Ans:  মাটি । 

১৪. ভূত্বকের শিলা ________ -এ সমৃদ্ধ ।

     Ans: খনিজ সম্পদে ।

১৫. পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরটি হল __________ ।

      Ans: ভূত্বক ।

১৬. ভূত্বকের _________ শতাংশ জুড়ে রয়েছে অক্সিজেন ।

     Ans: ৪৭ শতাংশ ।

১৭. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হল _________ ।

     Ans:  সিলিকন ।

১৮.  শিলা মণ্ডলের গভীরতা _________ কিমি ।

    Ans:  ১০০ কিমি ।

১৯. ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রয়েছে ___________ বিযুক্তিরেখা ।

     Ans: রেপিত্তি বিযুক্তি রেখা ।

২০. পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ________ দিকে বয়ে নিয়ে যায় ।

     Ans: ওপরের ।

২১.  শিলা মণ্ডলের নীচে গুরু মণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হল ____________ ।

     Ans:  অ্যাস্থেনোস্ফিয়ার স্তর ।

২২. উষ্ণ প্রস্রবণ আছে ___________ ।

     Ans:  বক্রেশ্বরে।   

২৩. ভূ-তাপ শক্তি থেকে সবচেয়ে বেশী বিদ্যুৎ উৎপন্ন হয় ____________ ।

       Ans:  আমেরিকা যুক্তরাষ্ট্রে ।

২৪. কেন্দ্র মণ্ডল  অত্যন্ত ভারি নিকেল ও লোহা দিয়ে  তৈরি বলে একে ________ বলে ।

   Ans:  নিফে ।

২৫. কেন্দ্র মণ্ডলকে বিজ্ঞানীরা ________ ভাগে ভাগ করেছেন ________ ও ________ ।

  Ans:  দুটি ভাগে , অন্তঃকেন্দ্র মণ্ডল , বহিঃকেন্দ্রমণ্ডল ।

২৬. অন্তঃকেন্দ্র মণ্ডলের ঘনত্ব সবচেয়ে_________ ।

   Ans:  বেশী ।

২৭. অপেক্ষাকৃত  ভারী পদার্থ পৃথিবীর কেন্দ্রের দিকে ________ রয়েছে ।

  Ans: থিতিয়ে রয়েছে ।

২৮. অ্যাস্থেনোস্ফিয়ারে শিলা _________ অবস্থায় রয়েছে ।

  Ans: সান্দ্র অবস্থায় ।

২৯. সিমা স্তরটি গঠিত __________জাতীয় আগ্নেয় শিলায় ।

 Ans:  ব্যাসল্ট ।

৩০. সিয়াল স্তরটি অবস্থান করে _____________ ।

 Ans:  মহাসাগরীয় ভূত্বকের উপরে ।

 

Thanks For Reading : ভূগোল পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর class 8 । 


■  আরো পড়ুনঃ   


 

 

 

Leave a comment