দশম শ্রেণীর ভূগোল বারিমন্ডল | MCQ MOCK TEST

WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির  জন্য একটি অসামান্য প্রয়াস হল-  মাধ্যমিক ভূগোল মক টেস্ট তৃতীয় অধ্যায় । এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে class 10 geography chapter 3 MCQ with answers এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।

এখানে তোমাদের দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল থেকে বাছাই করা  40 টি প্রশ্ন দেওয়া হয়েছে । Class 10 Geography Chapter 3 MCQ Online Test এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।

পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.com পেজটিতে ।

দশম শ্রেণীর ভূগোল বারিমন্ডল MCQ MOCK TEST |
দশম শ্রেণীর ভূগোল বারিমন্ডল MCQ MOCK TEST |

 

Class 10 Geography Chapter3 MCQ Online Test | মাধ্যমিক ভূগোল মক টেস্ট তৃতীয় অধ্যায়

 

মাধ্যমিক ভূগোল

 অধ্যায়– তৃতীয় অধ্যায় বারিমন্ডল  

MCQ- 40*= 40 

 
START MOCK TEST

#1. পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায়

#2. সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে

#3. সমুদ্রস্রোত প্রবাহিত হয়

#4. ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে-

#5. শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়

#6. গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত

#7. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া

#8. ভারত মহাসাগরের একটি উয় স্রোতের উদাহরণ হল-

#9. উদ্বু ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে-

#10. পেরু স্রোত দেখা যায়

#11. একটি শীতল স্রোত হল

#12. সোমালি স্রোত দেখা যায়

#13. মৌসুমি বায়ুর প্রভাবে

#14. ডগার্স ব্যাংক নামক মগ্নচড়াটির সৃষ্টি হয়েছে-

#15. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে-

#16. ক্যানারি স্রোত একটি

#17. অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়

#18. বেঙ্গুয়েলা স্রোত হল আফ্রিকার পশ্চিমে উপকূল বরাবর প্রবাহিত

#19. কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে

#20. আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে প্রচুর হিমশৈল বহন করে আনে

#21. শীতল ল্যাব্রাডর স্রোত এবং উন্ন উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল-

#22. সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে-

#23. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল

#24. জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়

#25. মরা কোটাল হয়

#26. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল

#27. ঠিক জোড়াটি নির্বাচন করো-

#28. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে-

#29. কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল-

#30. একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয়।

#31. একটি চান্দ্রমাসের দৈর্ঘ্য-

#32. কেন্দ্রাতিগ বলের প্রভাবে সৃষ্টি হয়

#33. বানডাকা দেখা যায়

#34. মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে-

#35. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে-

#36. ভরা কোটাল যে তিথিতে হয়, তা হল

#37. প্রতিযোগ অবস্থানের সময় থাকে

#38. চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে

#39. বানডাকা বা ষাঁড়াষাঁড়ির বান দেখা যায় প্রধানত

#40. সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


 

Class 10 Geography Chapter3 mcq Online Test এই পরীক্ষাটি তোমাদের উপকারে এলে আমাদের আবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করো ।

 


 

দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test: 


 

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তোমরা এই পেজে পাবে  – 


 

Leave a comment