মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল- মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায় । এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে class 10 geography chapter 1 mcq with answers এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।
এখনে তোমাদের দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বর্হিজাত প্রক্রিয়া থেকে বাছাই করা ৫০তি প্রশ্ন দেওয়া হয়েছে।Class 10 Geography Chapter1 mcq Online Test এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেরছ।
Class 10 Geography Chapter1 mcq Online Test | মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়
মাধ্যমিক ভূগোল
আধ্যায়– প্রথম অধ্যায় বর্হিজাত প্রক্রিয়া
MCQ- 50*2=100
#1. ‘Muhroom rocks ’ কোন্ ভূমিরূপকে বলা হয়
#2. দুটি কেটল এর মধ্যবর্তী উচ্চভূমি হল
#3. সঞ্চয়কার্যের মাধ্যমে নীচুস্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলে
#4. যে প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে
#5. বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল
#6. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে
#7. যে প্রক্রিয়ার নদীবাহিত প্রস্তরখন্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি , বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে
#8. 'ভিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত
#9. পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হল
#10. পৃথিবীর দ্রুততম হিমবাহ
#11. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল
#12. মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল
#13. যে প্রক্রিয়ার অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়, তাকে বলে
#14. ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জেল ডুবে যাওয়ার প্রধান কারণ হল
#15. ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে................... বলে
#16. চলমান বালিয়াড়িকে বলে
#17. নিম্নলিখিত কোন্টি পূর্ববর্তী নদী
#18. যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে
#19. মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হল
#20. কোন্ ভূমিরূপটি বায়ু সঞ্চয়কার্যে গঠিত
#21. চুনাপাথরযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল
#22. যে প্রক্রিয়ার অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে
#23. সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে
#24. নিম্নলিখিত কোন্ রাজটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে
#25. নিম্নলিখিত কোন্ ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্ট
#26. যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত হয় সেটি হল
#27. গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল
#28. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল
#29. পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল
#30. মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল
#31. মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে কোন্ বহির্জাত শক্তির মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ঘটে
#32. পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে
#33. ধনুকাকৃতি ব – দ্বীপ দেখা যায়
#34. পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে
#35. যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়
#36. মরুভূমিতে বায়ুদ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা তা হল
#37. যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল
#38. মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে
#39. শুষ্ক অঞ্চলে গিরিখাত হল
#40. পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়
#41. সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে
#42. মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়
#43. কোন্ দেশটিকে ‘The land of fjord’ বলা হয়
#44. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে
#45. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফটলগুলিকে বলে
#46. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ
#47. নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়
#48. ‘ফিয়র্ডের দেশ’ বলা হয়
#49. কোন্টি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত
#50. যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে
Class 10 Geography Chapter1 mcq Online Test এই পরীক্ষাটি তোমাদের উপকারে এলে আমাদের আবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করো।
আরো পড়ুন –