মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং

wbbse madhyamik geography তে তোমাদের ১০ নং এর map pointing pdf (মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং)  করতে হয় । সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সকল টপিক থেকে ম্যাপ পয়েন্টিং করে দেওয়া হল। খুব সহজেই এই madhyamik geography map pointing প্র্যাকটিস করে ১০ মার্কস তুলতে  পারবে। এই পোষ্ট থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রতিটি সালের ম্যাপ পয়েন্টিং এর সমাধান দেওয়া রইল।

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং

 

Contents hide
1 মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং Pdf | wbbse madhyamik geography map pointing Pdf

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং Pdf | wbbse madhyamik geography map pointing Pdf

 


ম্যাপ পয়েন্টিং ভারতের শিল্পাঞ্চল  

(wbbse madhyamik geography map pointing pdf)

ভারতের শিল্পাঞ্চল থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  •  পশ্চিম ভারতের তেল শোধনাগার ( কয়ালি)
  • একটি লৌহ-ইস্পাত কেন্দ্র ( বোকারো )
  • পূর্ব ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ( রাঁচি)
  • রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা
  • জামসেদপুর
  • পূর্ব ভারতের খনিজ তেল উৎপাদক কেন্দ্র ( অসম )
  •  পশ্চিম  ভারতের তেল উৎপাদক কেন্দ্র ( মুম্বাই)
  • ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ( চেন্নাই)
  • আমেদাবাদ
  • একটি জাহাজ নির্মাণ কেন্দ্র ( কোচি)
  • একটি সার উৎপাদন কেন্দ্র  ( সিন্ধি ঝাড়খণ্ড)
  • দূর্গাপুর ইস্পাত কেন্দ্র / ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি
  • একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ( হলদিয়া) / পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পের ( হলদিয়া) /ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ( হলদিয়া)
  • পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (জামনগর)
  • বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ কেন্দ্র/ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র /পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র
  • উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ( বদরপুর )
  • উত্তর ভারতের একটি অটো অটোমোবাইল শিল্প কেন্দ্র (গুরগাঁও )
  • দামোদর কয়লা বলয় (ঝাড়খণ্ড)
  • ভারতের প্রাচীনতম কয়লা খনি (রাণীগঞ্জ)
  • পারমাণবিক শক্তি কেন্দ্র ( তারাপুর  মহারাষ্ট্র)
  • দক্ষিণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র (ব্যাঙ্গালুরু)
  • দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র
  • একটি লৌহ-আকরিক ইস্পাত কেন্দ্র ( ছত্তিশগর )

 

 


ম্যাপ পয়েন্টিং ভারতের কৃষি 

(wbbse madhyamik geography map pointing pdf)

 

ভারতের কৃষি থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  • উত্তর ভারতের একটি রগি উৎপাদক অঞ্চল
  • একটি ধান উৎপাদক অঞ্চল ( নিন্ম গঙ্গা সমভূমি)
  • একটি  চা উৎপাদক অঞ্চল ( উত্তর বঙ্গ) 
  • দক্ষিণ ভারতের তুলা উৎপাদক অঞ্চল( মহারাষ্ট্র ) 
  • দক্ষিণ ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল
  • ভারতের গম উৎপাদক অঞ্চল ( পাঞ্জাব ও উচ্চ গঙ্গা সমভূমি)
  • পশ্চিম ভারতের তুলা বলয় ( মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল)
  • দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল (নীলগিরি)

 


ম্যাপ পয়েন্টিং ভারতের নদ-নদী

madhyamik geography map pointing pdf

ভারতের নদ-নদী থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  • সিন্ধু
  • যমুনা
  • গঙ্গা
  • ব্রহ্মপুত্র
  • মহানদী
  • লুনি ( ভারতের অন্তবাহিনী নদী)
  • নর্মদা
  • তাপ্তি
  • গোদাবরী
  • কৃষ্ণা নদী
  • কাবেরী

 

 


ম্যাপ পয়েন্টিং ভারতের পাহাড়-পর্বত

(Madhyamik geography map pointing pdf)

ভারতের পাহাড়-পর্বত থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  • আরাবল্লী পর্বত 
  • নীলগিরি পর্বত 
  • সাতপুরা পর্বত 
  • পশ্চিম ঘাট পর্বত 
  • বিন্ধ্য পর্বত 
  • গারো পহাড় 
  • পিরপাঞ্জাল পর্বত শ্রেণি
  • k2 /গডউইন অস্টিন
  • মৌসিমরাম
  • কারাকোরাম পর্বতশ্রেণি 
  • শিবালিক পর্বত শ্রেণি
  • পূর্ব ঘাট পর্বত শ্রেণি
  • দাক্ষিণাত্য মালভূমি

 

 


ম্যাপ পয়েন্টিং ভারতের উপত্যাক/ হ্রদ / উপকূল / উপসাগর

madhyamik geography map pointing pdf

ভারতের উপত্যাক/ হ্রদ / উপকূল / উপসাগর থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  • কাশ্মীর উপত্যাকা
  • সম্বর হ্রদ
  • থর মরুভূমি
  • কচ্ছের রণ
  • কাথিয়াবার উপকূল
  • কম্বে উপসাগর
  • চিল্কা হ্রদ
  •  সুন্দরবন
  • মৌসিনরাম
  • লোকটাক হ্রদ
  • কন্যাকুমারী
  • মান্নার উপসাগর
  • পক প্রণালী
  • মেঘালয় মালভূমি
  • কঙ্কন উপকূল
  • করমন্ডল উপকূল
  • উত্তর সরকার উপকূল
  • সৌরাষ্ট্র

 

 


আরো পড়ুন –

  1. দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

ম্যাপ পয়েন্টিং ভারতের সম্পদ 

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 

ভারতের সম্পদ থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  • পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র ( পাঞ্চেৎ)
  • কয়লা খনি রাণীগঞ্জ
  • কয়লা খনি তালচের
  • পূর্ব ভারতের বক্সাইট কেন্দ্র ( পালামৌ)
  • তালচের কয়লাখনি( ওড়িশা)
  • একটি তামা উৎপাদক অঞ্চল ( মুসাবনি)
  • একটি অভ্র  খনি ( কোর্ডামা ঝাড়খণ্ড)
  • দক্ষিণ ভারতের জল বিদ্যুৎ কেন্দ্র ( তামিল নাডু)
  • জামসেদপুর

 

 


ম্যাপ পয়েন্টিং ভারতের শহর-নগর

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 

ভারতের শহর-নগর থেকে যেসব ম্যাপ পয়েন্টিং গুলি দেওয়া হয়েছে তা হল –

  • শ্রীনগর
  • চণ্ডীগড়
  • দিল্লী
  • এলাহাবাদ
  • পাটনা
  • কলকাতা
  • অগরতলা
  • কান্দালা
  • অমেদাবাদ
  • মুম্বাই
  • মার্মগাঁও
  • হায়দ্রাবাদ
  • ভুবনেশ্বর
  • বিশাখাপত্তনম
  • ভুবনেশ্বর
  • হলদিয়া
  • চেন্নাই
  • ব্যাঙ্গালোর
  • কোচি

 

 


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2024

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2024 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

৬.১মেঘালয় মালভূমি ।

৬.২ মালাবার  উপকূল।

৬.৩ নর্মদা নদী ।

৬.৪ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।(করমণ্ডল উপকূল)

৬.৫ একটি লবনাক্ত  মৃত্তিকা অঞ্চল।(সুন্দরবন)

৬.৬ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র।(দেরাদুন)

৬.৭ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল।(দার্জিলিং ও বম্ভ্রপুত্র উপত্যাকা।

৬.৮ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মান কেন্দ্র।(গুঁরগাঁও)

৬.৯ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর।(বিশাখাপত্তনম)

৬.১০ বেঙ্গালুরু

 

 


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2023

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2023 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

 

৬.১ নীলগিরি পর্বত ।

৬.২ তাপ্তি নদী ।

৬.৩ লোকটাক হ্রদ।

৬.৪বৃষ্টিছায়া অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্বদিক।

৬.৫একটি মরু মৃত্তিকা অঞ্চল ।(রাজস্থান)

৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল।(সিন্ধু ও উচ্চগঙ্গা সমভূমি )

৬.৭ভারতের ম্যাঞ্চেস্টার ।(আমেদাবাদ)

৬.৮ পঃ বঃ একটি লৌহ ইস্পাত কেন্দ্র।(দুর্গাপুর)

৬.৯ দঃ ভারতের আন্তজার্তিক বিমানবন্দর।(চেন্নাই)

৬.১০ মুম্বাই ।


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2022

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2022 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

৬.১ বিন্ধ্য পর্বত ।

৬.২ মালাবার  উপকূল।

৬.৩ কাবেরি নদী ।

৬.৪একটি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।(থর মরুভূমি)

৬.৫একটি কৃষ্ণ মৃত্তিকা ।

৬.৬ উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল।(পশ্চিমবঙ্গ আসাম)

৬.৭পশ্চিমবঙ্গের  একটি  পেট্ররসায়ন শিল্প কেন্দ্র।(হলদিয়া)

৬.৮ একটি ভারি ইজ্ঞিনিয়ারিং শিল্পকেন্দ্র। (চিত্তরঞ্জন)

৬.৯পূর্ব উপকূলীয় একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।(চেন্নাই)

৬.১০নতুন দিল্লী।

 


 

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2020

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2020 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

৬.১আরাবল্লী পর্বত ।

৬.২ নর্মদা নদী ।

৬.৩ উত্তর ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।(মৌসিনরাম)

৬.৪ ভারতের অরন্য গবেষণা কেন্দ্র।(দেরাদুন)

৬.৫  পূর্ব ভারতের একটি লবনাক্ত  মৃত্তিকা অঞ্চল।(সুন্দরবন)

৬.৬ একটি কফি উৎপাদক অঞ্চল (নীলগিরি)

৬.৮ ভারতের রূঢ় অঞ্চল (দূর্গাপুর)

৬.৯ পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর(মুম্বাই)

৬.১০উত্তর ভারতের বৃহত্তম মহানগর।(দিল্লী)


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2019

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2019 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

৬.১বিন্ধ্য পর্বত।

৬.২লোকটাক হ্রদ।

৬.৩ মহানদী ।

৬.৪একটি বৃষ্টিছায়া অঞ্চল ।(শিলং)

৬.৫ একটি ম্যানগ্রোভ অরন্য অঞ্চল ।(সুন্দরবন)

৬.৬একটি মরু মৃত্তিকা অঞ্চল ।(রাজস্থান)

৬.৭উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ।(উত্তর প্রদেশ)

৬.৮পূর্ব ভারতেরএকটি ভারি ইজ্ঞিনিয়ারিং শিল্পকেন্দ্র। (চিত্তরঞ্জন)

৬.৯বিশাখাপত্তনম বন্দর ।

৬.১০ পশ্চিম উপকূলের একটি মহানগর ।(মুম্বাই)


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2018

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2018 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

৬.১শিবালিক পর্বত।

৬.২কৃষ্ণা নদী ।

৬.৩ ভারতের শুষ্কতম অঞ্চল ।(রাজস্থান)

৬.৪ ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল ।(মণিপুর, নাগাল্যান্ড)

৬.৫ ভারতের কেন্দ্রীয় অরন্য গবেষণাগার।(দেরাদুন)

৬.৬উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল।(সিন্ধু ও উচ্চগঙ্গা সমভূমি )

৬.৭ দক্ষিন ভারতের ম্যাঞ্চেস্টার ।(কয়েম্বাটুর)

৬.৮পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর(বিশাখাপত্তনম )

৬.৯ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র (দিল্লী)

৬.১০ ভারতের বৃহত্তম আন্তজার্তিক বিমানবন্দর (দিল্লী)


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2017

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2017 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

৬.১নীলগিরি পর্বত ।

৬.২তাপ্তী নদী

৬.৩ বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল (করমণ্ডল উপকূল)

৬.৪ পূর্বভারতের  একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল।

৬.পশ্চিম ভারতের  একটি মিলেট উৎপাদক অঞ্চল।(জোয়ার মহারাষ্ট্র)

৬.৭ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ন কেন্দ্র শাসিত অঞ্চল(দিল্লী)

৬.৮ভারতের হাইটেক বন্দর।(নভসেবা/)

৬.৯দঃ ভারতের আন্তজার্তিক বিমানবন্দর।(চেন্নাই)

৬.১০পূর্ব ভারতের একটি মহানগর। (কলকাতা)

 


মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf 2016

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং  2016 এ যে পয়েন্টিং গুলি আছে তা হল-

  • কারাকোরাম পর্বত ।
  • কাবেরী নদী।
  • ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল।(মহারাষ্ট্র)
  • পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র।(দুর্গাপুর)
  • ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।(মৌসিনরাম)

 

Thanks For Reading : মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং pdf । Madhyamik geography map pointing

 

 

Leave a comment