একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ

একাদশ শ্রেণীর দর্শন /class 11 philosophy – এখানে তোমাদের প্রথম সেমিস্টার MCQ মডেলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব । 2024-2025 শিক্ষাবর্ষে দর্শনের নতুন সিলেবাস অনুযায়ী UNIT-II এর (Introduction to western philosophy) topic রয়েছে দর্শনের স্বরূপ ও শাখা সমূহ( Nature and Branches Of Philosophy)।

এই প্রত্যেকটি থেকে একাদশ শ্রেণীর সেমিস্টার MCQ/Class 11 Philosophy 1st Semester MCQ Suggestion / একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর mcq  আলোচনা করা হল। ন্যায় দর্শন থেকে 1st Semester এ মোট MCQ আসবে 6 টি । প্রত্যেকটি টপিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ন ৫৫ টি Philosophy MCQ Suggestion 2024 দিলাম।

 

একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ
একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ

একাদশ শ্রেণীর দর্শন | দর্শনের স্বরূপ ও শাখা MCQ

 

1.”বিস্ময়ই দর্শনের জনককে বলেছেন?

  • প্লেটো
  • অ্যারিস্টটল
  • স্পিনোজা
  • কান্ট

Ans. প্লেটো

 

2.”দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”-এটি কার মত?

  • কান্ট
  • স্পেনসার
  • দেকার্ত
  • প্লেটো

Ans. স্পেনসার

 

3.যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়গুলো হল-

  • জ্ঞান
  • অনুমান
  • সমাজ
  • পরমতত্ত্ব

Ans. অনুমান

 

4.অধিবিদ্যা সম্ভব নয়‘, এ কথা বলেন-

  • ডেকার্ট
  • স্পিনোজা
  • হিউম
  • এয়ার

Ans. হিউম

5.Philosopher’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

  • প্লেটো
  • অ্যারিস্টটল
  • সক্রেটিস
  • পিথাগোরাস

Ans. পিথাগোরাস

 

6.’Metaphysics’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

  • দেকার্ত
  • প্লেটো
  • অ্যারিস্টটল
  • সক্রেটিস

Ans. অ্যারিস্টটল

 

7.আমি চিন্তা করি, অতএব আমি আছি‘-কে বলেছেন?

  • প্লেটো
  • দেকার্ত
  • রাসেল
  • হিউম

Ans. দেকার্ত

 

8.সংশয় থেকেই দর্শনের উৎপত্তি‘-উক্তিটি কার।

  • অ্যারিস্টটল
  • প্লেটো
  • কান্ট
  • দেকার্ত

Ans. অ্যারিস্টটল

 

9.’বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি‘-উক্তিটি কার?

  • দেকার্ত
  • প্লেটো
  • কান্ট
  • হিউম

Ans. প্লেটো

 

10.’দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞানকথাটি কে বলেছেন?

  • দেকার্ত
  • হার্বার্ট স্পেনসার
  • স্পিনোজা
  • লক্

Ans. হার্বার্ট স্পেনসার

 

11.অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন-

  • প্লেটো
  • অ্যারিস্টটল
  • কান্ট
  • দেকার্ত

Ans. অ্যারিস্টটল

 

12.’বিস্ময়ই দর্শনের জনক

  • অ্যারিস্টটল
  • প্লেটো
  • কান্ট
  • লক্

Ans. প্লেটো

 

13.পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়?

  • দেকার্ত
  • অ্যারিস্টটল
  • থালেস
  • পিথাগোরাস

Ans. দেকার্ত

 

14.আধুনিক দর্শনের জনক হলেন-

  • সক্রেটিস
  • অ্যারিস্টটল
  • দেকার্ত
  • লক

Ans. দেকার্ত

 

15.’অধিবিদ্যা অর্থহীনকে বলেছেন?

  • দেকার্ত
  • হিউম
  • এয়ার
  • স্পিনোজা

Ans. এয়ার

 

16.’যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা‘-উক্তিটি কার?

  • স্পিনোজা
  • লাইবনিজ
  • হেগেল
  • কান্ট

Ans. হেগেল

 

17.Philosophy শব্দটির উৎপত্তি হয়েছে কোন্ দুটি শব্দ থেকে?

  • Episteme ও Logos
  • Meta ও Physics
  • Ethics ও Sophia
  • Philos ও Sophia

Ans. Philos Sophia

 

18.দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান‘-কে বলেছেন?

  • লক্
  • প্লেটো
  • কোঁৎ
  • অ্যারিস্টটল।

Ans. কোঁৎ

 

19.দর্শন হল বিচারমূলক শাস্ত্র‘-এ কথা কে বলেছেন?

  • প্লেটো
  • লক্
  • কান্ট
  • এয়ার।

Ans. কান্ট

 

20.নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

  • মানুষের আচরণ
  • মানুষের দার্শনিক চিন্তাভাবনা
  • মানুষের জ্ঞান
  • কোনোটিই নয়।

Ans. মানুষের আচরণ

 

21.সমাজদর্শন কী নিয়ে আলোচনা করে?

  • সমাজ
  • সামাজিক জীব
  • সামাজিক কর্তব্য
  • সামাজিক রীতিনীতি

Ans. সমাজ

 

22.জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে-

  • সমাজবিদ্যা
  • দর্শন
  • তর্কবিদ্যা
  • জ্ঞানবিদ্যা

Ans. জ্ঞানবিদ্যা

 

23.গ্রিক শব্দ Sophia কথাটির অর্থ কী?

  • জ্ঞান
  • অনুরাগ
  • বিদ্বেষ
  • বিষয়।

Ans. জ্ঞান

 

24.দর্শন হল ভাষার সমালোচনা”- এই উক্তিটি করেন

  • কান্ট
  • এয়ার
  • পল্সন
  • ডেকার্ট।

Ans. এয়ার

 

25.Philos’ কথাটির অর্থ হল_______ ।

  • অনুরাগ
  • জ্ঞান
  • দেখা
  • জানা

Ans. অনুরাগ

 

26.Sophia’ শব্দটির অর্থ হল,________।

  • আগ্রহ
  • জানা
  • জ্ঞান
  • দেখা

Ans. জ্ঞান

 

27.________মতে অধিবিদ্যা অর্থহীন।

  • যৌক্তিক দৃষ্টবাদীদের
  • দৃষ্টবাদীদের
  • অভিজ্ঞতাবাদীদের
  • অ্যারিস্টটলের

Ans. যৌক্তিক দৃষ্টবাদীদের

 

28.___________ মানুষের আচরণের ভালোমন্দ বিচার করে।

  • সমাজদর্শন
  • নীতিবিজ্ঞান
  • তর্কবিদ্যা
  • অধিবিদ্যা

Ans. নীতিবিজ্ঞান

 

29.জ্ঞানবিদ্যা, ____________সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে।

  • নীতি
  • জ্ঞান
  • অনুমান
  • তর্ক

Ans. জ্ঞান

 

30.’নীতিশাস্ত্র হল একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা’- বলেছেন।

  • লিলি
  • ম্যাকেঞ্জি
  • জিস্‌বাট
  • হিউম

Ans. ম্যাকেঞ্জি

 

31._________এর ভাষায় ‘নীতিবিজ্ঞান হল এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে।

  • লক্‌
  • স্পিনোজা
  • লিলি
  • ম্যাকেঞ্জি

Ans. ম্যাকেঞ্জি

 

32.ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র’-বলেছেন,

  • অ্যারিস্টটল
  • প্লেটো
  • জিস্‌বাট
  • বার্কলে

Ans. প্লেটো

 

33._________ এর মতে ‘দর্শন জ্ঞান সম্পর্কীয় বৈজ্ঞানিক বিচার’।

  • ফিক্‌টে
  • হিউম
  • প্লেটো
  • কান্ট

Ans. কান্ট

 

34.দর্শন হল ________প্রতি অনুরাগ।

  • জ্ঞানের
  • সত্যের
  • তর্কের
  • যুক্তির

Ans. জ্ঞানের

 

35.Philosophy শব্দের ব্যুৎপত্তিগত অর্থ –

  • ন্যায়ানুরাগ
  • জ্ঞানানুরাগ
  • সত্যানুরাগ
  • ধর্মানুরাগ

Ans. জ্ঞানানুরাগ

 

36.অধিবিদ্যা সম্ভব নয়’ একথা বলেছেন-

  • দেকার্ত,
  • স্পিনোজা,
  • লক্,
  • হিউম।

Ans. হিউম।

 

37.দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল-

  • অধিবিদ্যা,
  • তর্কবিদ্যা,
  • জ্ঞানবিদ্যা,
  • ধর্মদর্শন।

Ans. তর্কবিদ্যা

 

38.অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন-

  • প্লেটো,
  • অ্যারিস্টট্ল,
  • কান্ট,
  • দেকার্ত।

Ans. প্লেটো,

 

39.’দর্শন হল ভাষার সমালোচনা’- এই উক্তিটি করেন-

  • কান্ট,
  • এয়ার,
  • পলসন,
  • দেকার্ত।

Ans. এয়ার,

 

40.”দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা”-এ কথা বলেন-

  • দেকার্ত,
  • লক্,
  • প্লেটো,
  • কান্ট।

Ans. কান্ট।

 

41.হল চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান।–

  • জ্ঞানবিদ্যা,
  • অধিবিদ্যা,
  • যুক্তিবিদ্যা,
  • নীতিবিদ্যা।

Ans. যুক্তিবিদ্যা,

 

42.”দর্শন হল বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমিষ্টিগত রূপ”-এটি কার উক্তি?

  • পলসন,
  • কান্ট,
  • প্লেটো,
  • ওয়েবার

Ans. পলসন

 

43.”দর্শনের কাজ হল ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা”-কে একথা বলেছেন?

  • লক্,
  • এয়ার,
  • রাসেল,
  • কান্ট।

Ans. এয়ার

 

44.কোন্ দার্শনিক বিস্ময়কে ‘দর্শনের জনক’ বলেছেন?-।

  • দেকার্ত,
  • প্লেটো,
  • কান্ট,
  • হিউম।

Ans. দেকার্ত

 

45.”দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই”-কে বলেছেন?

  • লক্,
  • হিউম,
  • মিল,
  • মারভিন।

Ans. মারভিন।

 

46.”বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব কিন্তু জ্ঞানের দিগ্দর্শন হিসেবে অধিবিদ্যা সম্ভব” কে বলেছেন?

  • কান্ট ও হিউম,
  • বার্কলে ও লক্,
  • প্লেটো ও দেকার্ত,
  • কেউ নয়।

Ans. কান্ট ও হিউম,

 

47.”দর্শন হল সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”-এ কথা বলেছেন-

  • কান্ট,
  • স্পেনসার,
  • লক্,
  • দেকার্ত।

Ans. স্পেনসার

 

48.দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে তার নাম-

  • তর্কবিদ্যা,
  • নীতিবিদ্যা,
  • সমাজবিদ্যা,
  • অধিবিদ্যা।

Ans. অধিবিদ্যা।

 

49.”সমাজ দর্শন হল সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল”-এ কথা বলেছেন-

  • হিউম,
  • লক্,
  • কান্ট,
  • জিসবাট।

Ans. জিসবাট।

 

50.’Critique of Pure Reason’ কার লেখা?

  • হিউম,
  • লক্,
  • কান্ট,
  • দেকার্ত।

Ans. কান্ট,

 

51.”দর্শন অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক”-এ কথা কে বলেছেন?-

  • লক্,
  • বার্কলে,
  • হিউম,
  • পেরি।

Ans. পেরি।

 

52.’Philosophy’ শব্দটি প্রথম ব্যবহার করেন

  • দেকার্ত,
  • অ্যারিস্টট্ল,
  • প্লেটো,
  • সক্রেটিস।

Ans. অ্যারিস্টট্ল,

 

53.”দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন”-এ কথা বলেছেন-

  • স্পেনসার,
  • কান্ট,
  • কোঁত,
  • বার্কলে।

Ans. কান্ট,

 

54.মানুষের আচরণের ভালো-মন্দ ন্যায়-অন্যায় বিচার করে

  • জ্ঞানবিদ্যা,
  • অধিবিদ্যা,
  • নীতিবিদ্যা,
  • তর্কবিদ্যা।

Ans. নীতিবিদ্যা,

 

Thanks for Reading-একাদশ শ্রেণীর দর্শন | দর্শনের স্বরূপ ও শাখা MCQ


 আরো পড়ুন –

Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ

Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং

একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ

একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ

Leave a comment