ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি

মাধ্যমিক ইতিহাস –(সিধান্ত ও বিদ্রোহ বৈশিষ্ট ও পরীক্ষা ) তৃতীয় অধ্যায় থেকে আজকের এই পর্বে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি ছিল , সেটি  আমরা আলোচনা করতে চলেছি।

যেসব ছাত্র ছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 3 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।

ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি ছিল |
ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি ছিল |

 

ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি | The purpose of colonial forest legislation |

ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারতের পরপর দুটি অরণ্য আইন প্রণয়ন করেন। একটি 1865 খ্রীঃ এবং অপরটি 1878 খ্রীঃ। এই দুই আইনের মূল উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করা এবং ভারতের বনভূমির ওপর আধিপত্য বিস্তার করা।

অরণ্য আইনের উদ্দেশ্যঃ 

1) কাঠ সংগ্রহঃ

ঊনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ নৈবাহিনীর সম্প্রসারনের উদ্দেশ্যে এবং রেল ব্যবস্থার উন্নতির জন্য প্রচুর কাঠের প্রয়োজন হত। কাঠের চাহিদার যোগান পেতে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করেছিল।

2) বনাঞ্চল পরিষ্কারঃ

অরণ্য আইনের পিছনে আরকেটি উদ্দেশ্য ছিল ভারতের সু – বিশাল বনভূমিকে পরিষ্কার করে কৃষিযোগ্য গড়ে তোলা। এছাড়া বনাঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীকে বহু পরিশ্রমের দ্বারা পতিত জমি উদ্ধার করে চাষের অধীনে নিয়ে আসা।

 3)  রাজস্বের পরিণাম বৃদ্ধিঃ

ঔপনিবেশিক সরকারের আরও একটি উদ্দেশ্য ছিল নতুন কৃষিজমির ওপর অতিরিক্ত পরিণাম কর আরোপ করে রাজস্ব বৃদ্ধি করা এবং ভারতের সম্পদকে আত্মস্বাদ করা।

4)  সরকারের আয় বৃদ্ধিঃ

রাজস্ব আদায়ের পাশাপাশি বনজ সম্পদকে বাণিজ্যিক স্বার্থে ব্যয় করে আয় বৃদ্ধি করা ঔপনিবেশিক সরকারের আরেকটি উদ্দেশ্য।

5)  বনভূমি সংরক্ষণঃ

অরণ্য আইনের পিছনে ঔপনিবেশিক সরকারের যে উদ্দেশ্যই থাকুক না কেন ভারতের বনভূমিকে সংরক্ষিত অরণ্য , নিরাপদ অরণ্য ও গ্রামীন অরণ্য এই তিনটি ভাগে ভাগ করে বনভূমি সংরক্ষণে উদ্যোগ নিয়েছিল।

উনিশ শতকের শেষ দিকে সামাজিক ইতিহাসের ক্ষেত্রে অরণ্য আইন একটি তাৎপর্যপূর্ন ঘটনা । এই আইনের পরিপেক্ষিতে আদিবাসী সম্প্রদায় সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল।


আরো পড়ুন –

 


প্রশ্ন উত্তর 

১.ঔপনিবেশিক অরণ্য আইন কী ?

উত্তরঃ  ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করা এবং ভারতের বনভূমির ওপর আধিপত্য বিস্তারের  উদ্দেশ্য ,ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারতের পরপর দুটি অরণ্য আইন প্রণয়ন করেন ,একটি 1865 খ্রীঃ এবং অপরটি 1878 খ্রীঃ , ব্রিটিশ সরকার দ্বারা প্রণীত এই  আইনকেই,  ঔপনিবেশিক অরণ্য আইন বলে ।

২. ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল ?

উত্তরঃ  ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য ছিল

(i) ভারতের বনভূমির ওপর আধিপত্য বিস্তার করা।

(ii) রেল ব্যবস্থার উন্নতির জন্য প্রচুর কাঠের প্রয়োজন হত, কাঠের চাহিদা মেটানোর জন্য ।

(ii) অরণ্য আইনের পিছনে আরকেটি উদ্দেশ্য ছিল ভারতের সু – বিশাল বনভূমিকে পরিষ্কার করে কৃষিযোগ্য গড়ে তোলা।

(ii)  বনজ সম্পদকে বাণিজ্যিক স্বার্থে ব্যয় করে আয় বৃদ্ধি করা প্রভৃতি ।

৩. ব্রিটিশ সরকার কবে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে ?

উত্তরঃ ব্রিটিশ সরকার 1865 খ্রীঃ প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে ।

৪. ঔপনিবেশিক বন আইনের বিরুদ্ধে সংঘটিত দুটি বিদ্রোহ কি কি?

উত্তরঃ ঔপনিবেশিক বন আইনের বিরুদ্ধে সংঘটিত দুটি বিদ্রোহ -‘সংগ্রাম সঙ্গম'(1906 খ্রিঃ ), চুয়াড় বিদ্রোহ (1766-1835 খ্রিঃ ) ।

৫. 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে ?

উত্তরঃ 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে তিনটি ভাগে ভাগ করা হয় – i) সুরক্ষিত অরণ্য       (ii) সংরক্ষিত অরণ্য    (iii) গ্রামীণ অরণ্য ।

৬.দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা ?

উত্তরঃ  1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল  ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ।


 

Leave a comment