একাদশ শ্রেণীর Education দ্বিতীয় সেমিস্টার ,সিলেবাসের একটি অন্যতম বিষয় Group-C; Unit – II: Growth & Development. Class 11 Education Semester 2 , Growth & Development SAQ ছাত্রছাত্রীদের জন্য 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ । আজকের প্রশ্ন- বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর | Class xi Education |
Education-এর প্রয়োজনীয় সব Notes তোমরা এই পেজে পাবে , আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয়গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি । আলোচনার এই পর্বের আলোচ্য বিষয়ঃ বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর SAQ | একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান |
একাদশ শ্রেণী | EDUCATION
দ্বিতীয় সেমিস্টার
বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর SAQ
প্রতিটি প্রশ্নের মান 2ঃ
1. কৈশোর কালকে ঝড়ঝঞ্ঝা কাল বলা হয় কেন ?
উত্তরঃ মনোবিদ জি. এম. হল বয়ঃসন্ধিকালকে ‘ঝড়ঝঞ্জা ও দুঃখকষ্টের কাল’ বলেছেন। এর কারণগুলি হল –এই সময়ে কিশোর কিশোরীদের মধ্যে যৌন প্রবণতা দেখা দেয়। যৌনতা সম্পর্ক ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেক সময় মানসিক অবসাদ দেখা যায়।
দেহগত পরিবর্তনের সাথে সাথে এই সময়ে বিভিন্ন নতুন পরিবেশ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যা কিশোর কিশোরীদের সহজে কাটিয়ে ওঠে সম্ভব হয় না।
2. স্তরের শিক্ষা বলতে কী বোঝ ?
উত্তরঃ উচ্চমাধ্যমিক শিক্ষাস্তর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষা স্তরকে +2 শিক্ষাস্তর বলে। এই শিক্ষাস্তরের বয়সসীমা হল – 16 – 18 বছর।
3. প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় উল্লেখ করো ?
উত্তরঃ প্রাথমিক শিক্ষা ঐ স্তরের শিক্ষার্থীদের সামাজিক, দৈহিক, প্রক্ষোভিক ও মানসিক বিকাশে সহায়তা করে।
শিক্ষার্থীর সু – অভ্যাস গঠন ও ভাষার বিকাশ সহায়তা করে।
আরও পড়ুনঃ
- কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝ কৈশোর কালের জীবন বিকাশের বৈশিষ্ট্যগুলো কী কী | Class 11 Education
- শৈশব বলতে কি বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি কি কি | Class 11 Education
4. প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখ ?
উত্তরঃ প্রাথমিক শিক্ষার দুটি সমস্যাগুলি হলঃ
(i) আর্থিক সমস্যাঃ
ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে আর্থিক সমস্যার কারণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন যথাযথভাবে সম্ভব হয়ে ওঠেনি। এছাড়া অভিভাবকদের নিরক্ষতা ও আর্থিক সমস্যা প্রসারে বাধা দেয়।
(ii) সামাজিক সমস্যাঃ
জনসংখ্যা বৃদ্ধি, নানা রক্ষণশীল নীতি, গোষ্ঠীগত অনগ্রসরতা, জাতিগত ভেদাভেদ ইত্যাদি হল সামাজিক সমস্যা।
5. বাল্যকাল বলতে কী বোঝায় ?
উত্তরঃ 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ জীবন কালকে বাল্য কাল বলে। বাল্যকাল হল এমন একটি স্তর যে স্তরে শিশুদের মধ্যে অদ্ভূত রকমের শৃঙ্খলা ও সংযতভাবে দেখা দেয়। এই স্তরকে বৈশিষ্ট্যের দিক থেকে 3 টি পর্যায় ভাগ করা যায়।
(i) প্রাক বাল্যকাল।
(ii) প্রারম্ভিক বাল্যকাল।
(iii) প্রান্তীয় বাল্যকাল।
6. বাল্যকালের দুটি প্রাথমিক চাহিদা উল্লেখ করো ?
উত্তরঃ বাল্যকালের দুটি প্রাথমিক চাহিদা হল-
দৈহিক চাহিদা – খাদ্যের চাহিদা, ঘুমের চাহিদা , পুনরাবৃত্তির চাহিদা ইত্যাদি।
মানসিক চাহিদা – নতুন অভিজ্ঞতার চাহিদা, অনুকরণের চাহিদা, নিরাপত্তার চাহিদা, অনুসন্ধানের চাহদি, নিজেকে প্রকাশ করার চাহিদা ইত্যাদি।
7. আর্নেস্ট প্রদত্ত জীবন বিকাশের স্তরগুলি কী কী ?
উত্তরঃ শৈশব , ii. বাল্যকাল , iii. কৈশোর ও iv. পরিণত
8. প্রাক্ প্রাথমিক শিক্ষার কয়েকটি শিক্ষাব্যবস্থার নাম লেখ ?
উত্তরঃ কিন্ডার গার্টেন শিক্ষালয় , ii. নার্সারি শিক্ষালয় , iii. প্রাক্ বুনিয়াদি শিক্ষালয় , iv. মন্তেসরি শিক্ষালয়, v. অঙ্গনওয়ারী (I. C. D. S Integrated child development service) ।
9. কয়েকটি প্রাথমিক শিক্ষাব্যবস্থার নাম লেখ ?
উত্তরঃ (i) সরকারী প্রাথমিক বিদ্যালয় , (ii) বেসরকারী প্রাথমিক শিক্ষালয় , (iii) বুনিয়াদি শিক্ষালয় , (iv) ধর্মীয় বিদ্যালয়।
একাদশ শ্রেণীর আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পড়ুনঃ
- একাদশ শ্রেণী | বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
- একাদশ শ্রেণী বাংলা | তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্নউত্তর |
- একাদশ শ্রেনী দর্শন | যৌগিক যুক্তির সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
- একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান | রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ বড় প্রশ্ন উত্তর ।
- একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান | আইন কাকে বলে আইনের উৎস গুলি আলোচনা করো |
- কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়বস্তু |একাদশশ্রেণী ইতিহাস দ্বিতীয় সেমিস্টার
- মুঘল মনসবদারী ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা কর। একাদশ শ্রেণীর ইতিহাস
- দানবীর কর্ণ নাট্যংশের শব্দার্থ ও বঙ্গানুবাদ | Sanskrit Class 11
- অথর্ববেদ | 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নউত্তর | একাদশ শ্রেণীর সংস্কৃত |