বাংলাভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি Class11

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের নতুন পাঠক্রম অনুযায়ী বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিষয়ে আলোচনা করতে চলেছি । এই বিষয়টি থেকে ২ ও ৩ নম্বরের SAQ  প্রশ্নউত্তর লিখতে হবে ।

আজ  WBCHSE Class 11-এর ভাষা ২ ও ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর  এই পর্বে  ৩ নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে ।

WBCHSE Class 11 Bengali ছাত্রছাত্রীদের জন্য একাদশ শ্রেণী |  বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |

পরবর্তীতে একাদশ শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সব NOTES পেতে darsanshika.com পেজটিতে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ।

একাদশ শ্রেণী | বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
একাদশ শ্রেণী | বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |

 

বাংলা ভাষা ওশিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস | একাদশ শ্রেণী 

 

 প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো ? অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও ? 

প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝোঃ 

‘প্রবাদ’ শব্দের অর্থ ‘প্রকৃষ্ট বাদ ‘ ইংরেজিতে Proverbs বলা হয়। Proverbs সম্পর্কে বলা হয়েছে “A well something which is generally true. ” প্রবাদ প্রবচন ব্যক্তি ও সমাজ জীবনের চারিত্রিক অসঙ্গতি ও ত্রুটি বিচ্যুতির কঠিন সমালোচক এবং প্রকৃত কল্যাণমুখী জীবনচর্যা, জীবনচর্চা ও জীবনচরণের সদ্‌গুরু। প্রবাদ দীর্ঘ অভিজ্ঞতার এক সুস্থিত সংক্ষিপ্ত অতিব্যক্তি।

প্রবাদে সত্যোপলব্ধির প্রকাশ ঘটে আর যাকে সততা শিক্ষা ও পথচালক নির্দেশ। সংক্ষিপ্ত বাক্যের মধ্যে প্রবাদে যাকে বাস্তবনিষ্ঠা, প্রগাঢ় অভিজ্ঞতা, গভীর অনুভূতি অন্যদিকে প্রবচনাকে বিচার করলে দেখা প্রবচন হল ‘প্রকৃষ্ট বচন।’ প্রচলিত কোনো বিশিষ্ট উক্তি প্রবচনের রূপ পায়। প্রবাদে সঙ্গে সম্পর্কিত হয়েই প্রবচনের উচ্চারণ ঘটে। তবে এদের ক্ষতি তুলনার কিছু দিক আছে। যথা –

i) প্রবাদ হল – ‘প্রকষ্টবাদ’ প্রবচন হল ‘প্রকৃষ্ট বচন।’ সুতরাং প্রবাদে যেখানে সহজ – সরল ও সংক্ষিপ্ত উপাস্থাপনে হৃদয়স্পর্শী আবেদন থাকে প্রবচনে সেখানে থাকে কাটাছোঁড়া কথা বা সন্লাংপ। তার আবেদন ভাই গম্ভীর নয়।

ii)  প্রবাদের উপস্থিতি স্বতন্ত্র, ভাবগম্ভীর, প্রকাশে তীব্র অর্থদ্যোতক। কিন্তু প্রবচনের স্বতন্ত্র প্রকাশ নেই। প্রবাদের সমর্থকেই তার স্থিতি। তাই চালক মুখে উচ্চারিত হয় – ‘প্রবাদ প্রবচন’ স্থানতম নিদর্শন। তাছাড়া নানা স্থানে বিভিন্ন পাঁচটি জনপ্রিয় প্রবাদের উদাহরণ হল –

  • অতিচালাকের গলায় দড়ি।
  • কারও পৌষমাস কারও সর্বানাশ।
  • বেল পাকলে কাকের কী ?
  • ভাগ্যের মা গঙ্গায় পায় না।
  • লাগে টাকা দেবে গৌরী সেন।
  • বেশি চালাকির পরিমাণ মন্দ হয়।
  • একই ঘটনা ব্যক্তি বিশেষ সুখের ও দুঃখের হয়।
  • পরের সুখে ও ঐশ্বর্যে কোনো লাভ নেই।
  • ভাগাভাগির কাছে কখনো ভালো হয় না।
  • অন্যের অর্থ পাবার আশায় অপরিমিত ব্যয়।

 শ্রীকৃষ্ণকীর্তন এর কয়টি খন্ড ও কী কী ?

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সাহিত্যমালা বৈশিষ্ট্য আলোচনা করো ? যে কোনো দুই ধরণের ছড়ার উদাহরণ দাও | 

সাধারণভাবে ছন্দ, মিল ও দ্রুত লয় যুক্ত আপাতলঘু রচনাকে ছড়া বলা হয়। লৌকিক ছড়ার সাধারণ কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন –

(ক)  ছড়া আপাতলঘু অর্থ বিশিষ্ট, ছন্দ – মিল ও দ্রুত তাল লয় যুক্ত হয়।

(খ)   ছড়ার জগৎ মূলত শিশু মনোরঞ্জনের জগৎ ।

(গ)   ছড়া সমকালীন হয়েও তাতে একটা চিরকালীন আবেদন থাকে।

(ঘ)   অধিকাংশ লৌকিক ছড়ার রচয়িতার নাম অজ্ঞাত।

(ঙ)   শিশুর কাছে ছড়ার অর্থের চেয়ে ছন্দ ও সংগীতের দোলাই মুখ্য।

(চ)  অদ্ভুত রসই ছড়ার মূল রস।

বাংলা লৌকিক ছড়ার ভান্ডার বৈচিত্র্যপূর্ণ। মধ্যে দুই ধরণের ছড়ার উদাহরণ হল –

ঘুমপাড়ানি ছড়াঃ

“ছেলে ঘুমালো পড়া ছড়ালো বর্গী এল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ?

ধান ফুরুলো পান ফুরুলো খাজনার উপায় কি ? আর কটা দিন সবুর কর রসুন বুনেছি।”

ছেলেদুলানো ছড়াঃ

“দোল দোল দুলুনী

রাঙা মাথায় চিরুনি।

বর আসবে এখনি,

নিয়ে যাবে তখনি।।

কেঁদে কেন মর।

আপনি বুঝিয়া দেখো কার ঘর করে।।”

খেলাধুলো বিষয়ক ছড়াঃ

“ইলাটিং বিলাটিং সইল।

রাজা একটি মেয়ে চাইল।।”

 বৈবাহিক চিন্তামূলক ছড়াঃ

“ যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে।

যমুনা যাবে শ্বশুরবাড়ি কাজিতলা দিয়ে।। ”

কন্যাবিদায় বিষয়ক ছড়াঃ 

“আজ দুর্গার অধিবাস কাল দুর্গার বিয়ে।

দুর্গা যাবেন শ্বশুরবাড়ি সংসার কাঁদিয়ে।। ”


 একাদশ শ্রেণীর বাংলা আরো পড়ুনঃ 

একাদশ শ্রেণী | তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্নউত্তর | 

নুন কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |


 একাদশ শ্রেণীর অন্যান্য গুরুত্বপূর্ণ  বিষয় আরো পড়ুনঃ

Leave a comment