বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাসে তোমদের একটি আর্ন্তজাতিক গল্প রয়েছে তা হল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এটি একটি ছোটগল্প। এর লেখক হলেন গবরিয়েল গার্সিয়া মার্কেজ। গল্পটির বাংলা তর্জমা করেছেন মানবেন্দ্র  বন্দোপাধ্যায় । গল্পটির উৎস হল-very old man with Enormous wings.

একাদশ শ্রেণীর বংলা Semester-1 MCQ question answers করতে হবে।আজকের পর্বে আমরা উপস্থাপন করতে চলেছি-বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

 

1.বৃষ্টি হচ্ছিল কত দিন ধরে ?

  • 2
  • 3
  • 4
  • 5

Ans – 3

 

2.বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো কোন ধরনের গল্প ?

  • Magic Relism একটি ছোটো গল্প
  • Magic Relism একটি বড়ো গল্প
  • Magic Relism একটি উপন্যাস
  • Magic Relism একটি পদ্য

Ans – Magic Relism একটি ছোটো গল্প

 

3.পেলাই কোন দিন প্রচুর কাঁকড়া মেরে ছিল ?

  • বৃষ্টির প্রথম দিনে
  • বৃষ্টির দ্বিতীয় দিনে
  • বৃষ্টির তৃতীয় দিনে
  • বৃষ্টির চতুর্থ দিনে

Ans –  বৃষ্টির তৃতীয় দিনে


বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো ONLINE MOCK TEST


4.গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে ?

  • সোমবার
  • মঙ্গলবার
  • বুধবার
  • বৃহস্পতিবার

Ans – বৃহস্পতিবার

 

5.গল্পে ইংরেজি কোন মাসের উল্লেখ রয়েছে ?

  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি
  • মার্চ
  • এপ্রিল

Ans – মার্চ

 

6. পেলাইওর বাড়িতে কার জ্বর হয়েছিল ?

  • নবজাত শিশুর
  • পিতার
  • মাতার
  • স্ত্রী

Ans – নবজাত শিশুর

 

 7.পেলাইওর বাড়িতে কীসের পচা গন্ধ বেড়োচ্ছিল ?

  • মরা কোনো পশু
  • আর্বজনা
  • মাছ
  • কাঁকড়ার

Ans – কাঁকড়ার

 

8.কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল ?

  • সোমবার
  • মঙ্গলবার
  • বুধবার
  • বৃহস্পতিবার

Ans –মঙ্গলবার

 

9. বিশাল ডানাওয়ালা বুড়োটি কীসের মধ্যে শুয়ে ছিল ?

  • কাদার মধ্যে মুখ গুঁজে উপোড় হয়ে শুয়ে ছিল
  • কাদার মধ্যে মুখ গুঁজে চিত হয়ে শুয়ে ছিল
  • কাদার মধ্যে মুখ তুলে উপোড় হয়ে শুয়ে ছিল
  • কাদার মধ্যে মুখ তুলে চিত হয়ে শুয়ে ছিল

Ans – কাদার মধ্যে মুখ গুঁজে উপোড় হয়ে শুয়ে ছিল

 

10.পেলাইওর স্ত্রীর নাম কী ছিল ?

  • এলি
  • এলিজা
  • এলিজান্দার
  • এলিসেন্দার

Ans – এলিসেন্দার

 

11.এলিসেন্দা শিশুর কপালে কি দিচ্ছিল ?

  • বরফ
  • জলপট্টি
  • জল
  • ঔষধ

 Ans –জলপট্টি

 

12.বুড়োর পরনে কী ছিল ?

  • রেশমের পোশাক
  • ছেড়া পোশাক
  • নাকড়াকুড়ুনির পোশাক
  • নতুন ভাল পোশাক

 Ans – নাকড়াকুড়ুনির পোশাক

 

13.বুড়োর ডানা কেমন দেখতে ছিল ?

  • শিকারি পাখির ডানার মত নোংরা এবং অর্ধেক পালক খসা চিরকালের মতো জট পাকানো
  • টিয়া পাখির ডানার মত পরিষ্কার সুন্দর
  • বাবুই পাখির ডানার মত ছোটো
  • ম্যাকাও পাখির ডানার মত বিভিন্ন রঙের সুন্দর পালক

 Ans – শিকারি পাখির ডানার মত নোংরা এবং অর্ধেক পালক খসা চিরকালের মতো জট পাকানো

 

14. বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল ?

  • ঝোড়োকাকের পিতামহের মতো
  • ঝোড়োকাকের পো পিতামহের মতো
  • ঝোড়োকাকের
  • কোনোটিই নয়

 Ans – ঝোড়োকাকের পো পিতামহের মতো

 

 15.ওরা বুরোকে দেখে ও আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌছোলো যে সে কে ?

  • কোনো অদ্ভুত জীব
  • রক্তে মাংসে গরা কোন জন্তু
  • কোনো ভিনদেশী জাহাজের নিশঙ্ক ভরাডুবি নাবীক
  • কোনোটিই নয়

 Ans –কোনো ভিনদেশী জাহাজের নিশঙ্ক ভরাডুবি নাবীক

 

 16.পরোসিনীর মতো বুড়ো লোকটি আসলে কে ?

  • দেবদূত
  • কোনো জন্তু
  • ভগবান
  • ভিনদেশী মানুষ

 Ans – দেবদূত

 

 17.পেলাইওদের বাড়িতে কাকে দেখার জন্য প্রচুর ভিড় হয়ে গিয়েছিল?

  • পেলাইকে
  • পেলাইয়ের পিতাকে
  • পেলাইয়ের মাকে
  • রক্ত মাংসের জ্যান্ত দেবদূত কে

 Ans – রক্ত মাংসের জ্যান্ত দেবদূত কে

 

 18.কখন বাচ্ছাটি জেগে উঠল ?

  • সকালে
  • ভোরে
  • মাঝরাতে
  • বিকালে

 Ans –  মাঝরাতে

 

 19.বাচ্চাটি কেন জেগে উঠেছিল ?

  • মাথা ব্যাথা করছিল বলে
  • খিদে পেয়েছিল বলে
  • খারাপ স্বপ্ন দেখে
  • কোনটিই নয়

 Ans – খিদে পেয়েছিল বলে

 

20.কদিনের জন্য পেলাইও দেবদূতকে জল খাবার দেবে ভেবে ছিল ?

  • 2 দিন
  • 3 দিন
  • 4 দিন
  • 6 দিন

 Ans – 3 দিন

 

  21. কোথায় ছেড়ে দেবার চিন্তা ভাবনা করে ছিল বুড়োকে

  • ভেলায় করে বারদরিয়ায়
  • সমুদ্রের ধারে
  • জঙ্গলে
  • পাহাড়ে

 Ans – ভেলায় করে বারদরিয়ায়

 

 22.থুরথুরে বুড়োকে পেলাইও কোথায় রেখেছিল ?

  • পাখির খাঁচায়
  • বাড়ির ভিতরে
  • মুরগির খাঁচায়
  • উঠানের মাঝে

 Ans –মুরগির খাঁচায়

 

  23.পাড়ার লোকেরা থুরথুরে বুড়োকে কী মনে করেছিল ?

  • কোনো অন্য গ্রহের প্রাণী
  • ভয়ংকর জন্তু
  • ভিনদেশী পাখি
  • সার্কাসের জন্তু

 Ans –  সার্কাসের জন্তু

 

24. পাদ্রে কে ?

  • খ্রিস্টান ধর্ম প্রচারক
  • হিন্দু ধর্ম প্রচারক
  • মুসলিম ধর্ম প্রচারক
  • ধর্ম প্রচারক

 Ans – খ্রিস্টান ধর্ম প্রচারক

 

 25.পুরোপিতা কী ?

  • নগর ধ্বংসকারী
  • নগর পালক
  • নগর দূত
  • নগর পিতা

Ans – নগর পালক

 

26. যাজক কী ?

  • খ্রিস্টান পুরোহিত
  • হিন্দু পুরোহিত
  • মুসলিম পুরোহিত
  • কোনটিই নয়

 Ans – খ্রিস্টান পুরোহিত

 

 27.মুরগির খাঁচায় বুড়োটিকে কেমন দেখাচ্ছিল ?

  • অদ্ভুত মানুষ
  • সুন্দর বড়ো মুরগি
  • অতিকায় জরাজীর্ন মুরগি
  • অদ্ভুত পাখি

 Ans – অতিকায় জরাজীর্ন মুরগি

 

28.ছোটোহাজুরী কী ?

  • সকালের খাবার
  • দুপুরের খাবার
  • সন্ধ্যার খাবার
  • রাতের খাবার

Ans – সকালের খাবার

 

29.বিশপ কী ?

  • খ্রিস্টানদের ধর্ম মাতা
  • খ্রিস্টানদের ধর্ম পিতা
  • খ্রিস্টানদের ধর্ম গুরু
  • খ্রিস্টানদের ধর্ম গুরুমা

 Ans –খ্রিস্টানদের ধর্ম গুরু

 

30.পাদ্রে গনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল ?

  • বাংলা ভাষায়
  • ইংরাজী ভাষায়
  • পর্তুগাল ভাষায়
  • ল্যাটিন ভাষায়

 Ans – ল্যাটিন ভাষায়

 

 31.ডানাওয়ালা বুড়োর চোখ কেমন ছিল ?

  • অন্ত প্রাচীর
  • প্রত্ন প্রাচীর
  • গভীর প্রাচীর
  • কোনোটিই নয়

 Ans – গভীর প্রাচীর

 

 32.থুরথুরে বুড়োর পালকের সঙ্গে দুঃব্যবহার করেছে কে ?

  • পার্থিব সব মেঘ
  • পার্থিব সব হাওয়া
  • পার্থিব সব মাটি
  • কোনোটিই নয়

 Ans –  পার্থিব সব হাওয়া

 

33. দেবদূতের খাদ্য হিসাবে পরসীনী কী নির্দেশ দিয়েছিল ?

  • কাঁকড়া
  • ভাত
  • ন্যাপথলিন
  • মাছ

 Ans – ন্যাপথলিন

 

 34.বুড়ো লোকটি শুধু কী খেত ?

  • বেগুন ভাজা
  • বেগুন ভর্তা
  • বেগুন সেদ্ধ
  • কাঁচা বেগুন

 Ans – বেগুন ভর্তা

 

35. বুড়ো লোকটির যে গুনটিকে তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হল

  • রাগ
  • শান্ত
  • অহংকার
  • ধৈর্য্য

 Ans – ধৈর্য্য

 

 36.বুড়ো লোকটি নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কী ভেবেছিল ?

  • মহা প্লাবনের পূর্ব মূহুর্ত
  • মহা প্লাবনের শেষ মূহুর্ত
  • মহা প্লাবনের সময়
  • কোনোটিই নয়

 Ans –  মহা প্লাবনের পূর্ব মূহুর্ত

 

37. পাদ্রে গনসাগা ভিড়ের ছ্যাপলামিটা ঠেকিয়ে রেখেছিল যাদের অনুপ্রেরনায় তা হল –

  • রাজা – মহারাজাদের
  • ঝি – চাকরদের
  • ঝি – চাকরানীদের
  • কোনোটিই নয়

 Ans – ঝি – চাকরানীদের

 

 38.পাদ্রে গনসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল ?

  • ইংল্যান্ড থেকে
  • ফ্রান্স থেকে
  • ইতালি  থেকে
  • রোম থেকে

 Ans –  রোম থেকে

 

 39.ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়শা হল কী ভাবে ?

  • বাবা – মার কথা অবাধ্য করে
  • দাদু – ঠাকুমার কথা অবাধ্য করে
  • কাকু – কাকিমার কথা অবাধ্য করে
  • কোনোটিই নয়

 Ans – বাবা – মার কথা অবাধ্য করে

 

 40.শহরে আগত একটি ভ্রাম্যমান প্রদর্শনীর প্রধান আকর্ষন কী ছিল ?

  • একটি পরি
  • একটি মৎস্য কন্যা
  • একটি মাকড়শা  কন্যা
  • কোনোটিই নয়

 Ans –  একটি মাকড়শা কন্যা

 

41. মাকড়শা মেয়েটি ছিল –

  • খুব সুন্দর
  • প্রচন্ড বিষাক্ত
  • খুব নিরীহ
  • ভয়ঙ্কর তারাত্নুলা

 Ans – ভয়ঙ্কর তারাত্নুলা

 

 42.যাদের প্রানে দয়া – দাক্ষিণ্য আছে তারা মাকড়শা কন্যার মুখে কী তুলে দেয় ?

  • তেলেভাজা
  • মাংস
  • মাংসের বড়া
  • মাছ

 Ans – মাংসের বড়া

 

43. এক অন্ধ দৃষ্টি ফিরে না পেলেও কী ফিরে পেয়েছিল ?

  • একটি নতুন দাঁত
  • দুটি নতুন দাঁত
  • তিনটি নতুন দাঁত
  • চারটি নতুন দাঁত

 Ans –তিনটি নতুন দাঁত

 

44.এক পঙ্গু গিরি লঙ্ঘন করতে না পারলেও কী জিতেছিল ?

  • লটারি
  • টাকা
  • সোনা
  • হিরে

 Ans –  লটারি

 

45. কুষ্ঠ রুগীর ঘা থেকে কী গজিয়ে ছিল ?

  • গোলাপ ফুল
  • জুঁই ফুল
  • বেল ফুল
  • সূর্যমুখী ফুল

 Ans –সূর্যমুখী ফুল 

 

46. বৃদ্ধের কথাবার্তা সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা হল –

  • সিরিরা
  • নেপাল
  • ভুটান
  • কাশ্মীর

 Ans – সিরিরা

 

 47.এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল ………… রেশমি কাপড়ের

  • লালা রঙের
  • সবুজ রঙের
  • নীল রঙের
  • রামধুন রঙের

 Ans – রামধুন রঙের

 

 48.পেলাইও চিরকালের জন্য কোন কাজ থেকে ইস্থাফা দেয় ?

  • চাকরের কাজ
  • সাধ্য পালের কাজ
  • কারখানার কাজ
  • চাষের কাজ

 Ans – সাধ্য পালের কাজ

 

 49.থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয় ?

  • জলাতঙ্ক
  • জল বসন্ত
  • ডেঙ্গু
  • ম্যালেরিয়া

 Ans – জল বসন্ত

 

50.বাচ্ছাটি কখন থেকে মুরগির খাঁচার ভিতর খেলতে যেত ?

  • দ্বিতীয় দাঁতটি বেড়োনোর আগে
  • দ্বিতীয় দাঁতটি বেড়োনোর পরে
  • তৃতীয় দাঁতটি বেড়োনোর আগে
  • তৃতীয় দাঁতটি বেড়োনোর পরে

 Ans – দ্বিতীয় দাঁতটি বেড়োনোর আগে

 

51. ডানাওয়ালা বুড়োকে উড়ে যেতে কে দেখেছিল ?

  • পেলাইও
  • পেলাইও বাবা
  • পেলাইও মা
  • এলিসেন্দার

 Ans –  এলিসেন্দার

 

52.আকাশ ভড়া ঝিকিমিকি তারাদের তলায় এরূপ বৃদ্ধ লোকটি কোন গান গুনগুণ করে ?

  • গ্রিক রোলের
  • সিন্ধু রোলের
  • ইউরোপ রোলের
  • কোনোটিই নয়

 Ans – সিন্ধু রোলের

 

 53.থুরথুরে বুড়োটি যখন উড়ে যাবার চেষ্টা করেছিল তখন এলিসেন্দার কী করছিল ?

  • আলু কাটছিল
  • পেঁয়াজ কাটছিল
  • পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল
  • বেগুন কাটছিল

 Ans – পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল

 

54. কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজায় ?

  • জানুয়ারি
  • মার্চ
  • মে
  • ডিসেম্বর

 Ans – ডিসেম্বর

 

55. করুণা বসত পেলাইও বৃদ্ধলোকটিকে কোথায় শুতে দিয়েছিল ?

  • আটচালার নীচে
  • আটচালার উপরে
  • আটচালার পাশে
  • আটচালার ভিতরে

 Ans –আটচালার নীচে

Thanks for Reading-বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো


 আরো পড়ুন –

Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ

Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং

একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1

1 thought on “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ”

Leave a comment