একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়Mcq Mock Test

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়ে রয়েছে –ইতিহাস চেতনা । এই অধ্যায় থেকে ৫০ টি MCQ প্রশ্নের উপর Online Mock Test দেওয়া হল।আশাকরছি এই প্রশ্ন সেটের উপর Mock test দিলে প্রথম অধ্যায়টি তোমাদের খুব ভালো ভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে।

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়Mcq Mock Test
একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়Mcq Mock Test

 

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় (ইতিহাস চেতনা) MCQ MOCK TEST


একাদশ শ্রেণী ইতিহাস 

প্রথম অধ্যায় (ইতিহাস চেতনা)

MCQ MOCK TEST

এখনে 50 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান ২।
Full Marks- 50×2=100

 

 
START MOCK TEST

#1. প্রাগ-ঐতিহাসিক যুগ কথাটি প্রথম ব্যবহার করেন –

#2. প্রাগ -ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো –

#3. ইংরেজিতে Pre-history কথাটি প্রথম ব্যবহার করেন –

#4. প্রায়-ইতিহাস শব্দটির অর্থ হলো-

#5. যে- যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠ উদ্ধার করা গেছে সেটি ________নামে পরিচিত ।

#6. ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে ?

#7. ভারতে লৌহযুগের সূচনা হয়-

#8. কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয় ?

#9. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ?-

#10. রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কারক হলেন ।

#11. _________আলতামিরা গুহায় প্রাচীন কালের বহু চিত্র মিলেছে ।

#12. ভারতের __________ গুহায় প্রাচীন কালের প্রচুর চিত্র পাওয়া গিয়েছে ।

#13. প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো –

#14. প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন –

#15. লিপির বিষয়বস্তুর অধ্যায়নকে বলা হয়-

#16. হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি-

#17. পাল রাজাদের মুদ্রা কি নামে পরিচিত-

#18. জেনদাবেস্তা হল ________দের ধর্মগ্রন্থ –

#19. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো-

#20. গিলগামেস হলো _____ দেশের মহাকাব্য-

#21. ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন-

#22. রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়-

#23. ইন্ডিকার রচয়িতা হলেন-

#24. ইতিহাসের জনক বলা হয়-

#25. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়-

#26. সাধারণ ইতিহাস গ্রন্থটি রচনা করে –

#27. অর্থশাস্ত্রের লেখক হলেন-

#28. অমর কোশের রচয়িতা হলেন –

#29. “What is history গ্রন্থটির রচয়িতা হলেন-

#30. “তহকিক-ই-হিন্দ “গ্রন্থের রচয়িতা হলেন-

#31. আমির খুসরু রচিত গ্রন্থটির নাম-

#32. মধ্যযুগের পর সমাপ্তি হয়-

#33. তারিখ-ই ফিরদ শাহির রচয়িতা হলেন-

#34. কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল-

#35. মধ্য প্রস্তর যুগের হাতিয়ার গুলির অন্যতম বৈশিষ্ঠ্য হলো-

#36. কিউনিফর্ম’ কোন দেশের লিপি-

#37. সোহগোর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে –

#38. সিন্ধু সভ্যতা কোন যুগের –

#39. ভারতে ইন্দো-পার্শিক ইতিহাস চর্চার সাথে যুক্ত ঐতিহাসিক হলেন-

#40. _______ পরবর্তী সময়কে আধুনিক যুগের সূচনা ধরা হয়-

#41. ভারতের ইতিহাসকে হিন্দু মুসলিম ও ব্রিটিস এই তিন ভাগে ভাগ করেছেন-

#42. ভারতীয় সময়কাল সংক্রান্ত ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রধান দুটি দৃষ্টি ভঙ্গি হলো-

#43. ইতিহাসের চক্রাকার যুগের কথা বলেছেন –

#44. পুরান কথার অর্থ হলো-

#45. পঞ্চমবেদ বলা হয়-

#46. ” India Today “প্রশ্নটির লেখক হলেন-

#47. রামচরিত-এর রচয়িতা হলো-

#48. মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানা যায় যে গ্রন্থ থেকে তা হলো-

#49. ট্রয় নগরী যুদ্ধের কাহিনী জানা যায় যে গ্রন্থ থেকে তা হল-

#50. ‘History’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে-

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


একাদশ শ্রেনীর আন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:

 

Leave a comment