Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য বিষয়ে তোমাদের unit-5 রয়েছে বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্যলৌকিক সংস্কৃত  সাহিত্যের ইতিহাস(history of Vedic, Epic and classic Sanskrit literature ) এই unit এর প্রথম অংশ হল বৈদিক সাহিত্য (সংক্ষিপ্ত পরিচয়)।এই অংশ থেকে class 11 Sanskrit  semester-1 MCQ ও তার উত্তর দেওয়া হল ।

Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

 

Class 11 Sanskrit semester-1 MCQ | বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত  সাহিত্যের ইতিহাস 

 

বৈদিক সাহিত্য থেকে MCQ

  1. অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ?
  • পতঞ্জলি
  • শাকটায়ন
  • কাত্যায়ন
  • পাণিনি

Ans –  পাণিনি

 

 2.ব্রাহ্মণের পরের অংশ হল ?

  • উপ্নিষদ্‌
  • মন্ত্র
  •  সংহিতা
  • আরণ্যক

Ans –   আরণ্যক

 

  1. কৃষ্ণযজুবেদের ব্রাহ্মণ ?
  • কঠ
  • তৈত্তিরীয়
  • শতপথ
  • গোপথ

Ans –  কঠ

 

  1. গোপথ ব্রাহ্মণ ?
  • অথর্ববেদ
  • ঋগ্‌বেদ্‌
  • সামবেদ
  • যজুবের্দের অন্তর্গত

Ans –  অথর্ববেদ

 

  1. ‘মান্ডুক্যোপনিষদ’ –
  • শুক্লযুজুবেদ
  • কৃষ্ণজুবেদ
  • অথর্ববেদ
  • সামবেদের উপনিষদ

Ans – অথর্ববেদ

 

  1. উপনিষদের ওপর নাম –
  • সাধারণ বিদ্যা
  • ত্রয়ী বিদ্যা
  • ব্রাহ্মণ বিদ্যা
  • ব্রহ্মবিদ্যা

Ans – ব্রহ্মবিদ্যা

 

  1. বেদের প্রখ্যাত টীকাকার হলেন –
  • সায়ন
  • কুমারিলভট্ট
  •  শবরস্বামী
  • মল্লিনাথ

Ans –  সায়ন

 

  1. বেদের জ্ঞানকান্ড কাকে বলা হয় ?
  • উপনিষদগুলিকে
  • আরণ্যকগুলিকে
  •  মন্ত্রগুলিকে
  • সূক্তগুলিকে

Ans – উপনিষদগুলিকে

 

9.বেদের অপর নাম হল –

  • ধর্মগ্রন্থ
  • উপনিষদ
  •   স্মৃতি
  • শ্রুতি

Ans –   শ্রুতি

 

  1. ত্রিবেদবিদ্‌ হলেন –
  • হোতা
  • ব্রহ্মা
  •  উদ্গাতা
  • অধ্বর্যু

Ans – ব্রহ্মা

 

  1. নিরুক্ত গ্রন্থের বিষয়বস্তু –
  • শব্দতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  •  যাগতত্ত্ব
  • জ্যোতিবির্দা

Ans –  অর্থতত্ত্ব

 

  1. সর্বপেক্ষা বৃহৎ ব্রাহ্মণগ্রন্থ হল –
  • তান্ড্যমহাব্রাহ্মণ
  • শতপথ ব্রাহ্মণ
  •  ঐতবেয় ব্রাহ্মণ
  • গোপথ ব্রাহ্মণ

Ans – গোপথ ব্রাহ্মণ

 

 13.মহাভাষ্যকার কে ?

  • পাণিনি
  • পতঞ্জলি
  • কাত্যায়ন
  • যাস্ক

Ans –পতঞ্জলি

 

  1. বৈদিক ছন্দঃসূত্রের রচয়িতা –
  • কাত্যায়ন
  • সায়ন
  • পিঙ্গল
  • মহীধর

Ans –পিঙ্গল

 

  1. শুল্বসূত্রের বিষয় কী –
  • যজ্ঞবেদীর পরিমাপ
  • শুল্ক আদায়
  •   ছন্দ
  • এদের কোনোটিই

Ans –  যজ্ঞবেদীর পরিমাপ

 

  1. নিরুক্তকার কে ?
  • পাণিনি
  • সায়ন
  • পিঙ্গল
  • যাস্ক

Ans –যাস্ক

 

  1. বেদ শব্দের ব্যুৎপত্তি হল –
  • বিদ্‌ + শতৃ
  • বিদ্‌ + অচ্‌
  • বিদ্‌ + ঘঞ্‌
  • বিদ + অণ্‌

Ans – বিদ্‌ + ঘঞ্‌  

 

  1. কোন্‌টি বেদের অংশ নয় ?
  • সংহিতা
  • ব্রাহ্মণ
  • উপনিষদ
  • শিক্ষা

Ans – শিক্ষা

 

  1. বেদের সংখ্যা হল –
  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

Ans – চারটি

 

  1. ‘ঋষি’ শব্দের অর্থ হল –
  • যিনি বেদমন্ত্র দর্শন বা রচনা করেছেন
  • যিনি সংস্কৃত ভাষায় কথা বলেন
  •  যিনি বেদ পড়ান
  • যিনি আর্য নয়

Ans– যিনি বেদমন্ত্র দর্শন বা রচনা করেছেন

 

  1. ঋষির দ্বারা দৃষ্ট মন্ত্র নিয়ে রচিত সম্পূর্ন কবিতাকে বলে –
  • মন্ডল
  • অষ্টক
  • ব্রাহ্মণ
  • সূক্ত

Ans – সূক্ত

 

  1. নিম্নলিখিত ছন্দগুলির মধ্যে যেটি বৈদিক ছন্দ নয় সেটি হল –
  • জগতী
  • অনুষ্টুপ
  • স্রগ্ধরা
  • বৃহতী

Ans – স্রগ্ধরা

 

  1. নিরুক্তের রচিয়িতা হলেন –
  • যাস্ক
  • পতঞ্জলি
  • কাত্যায়ন
  • পাণিনি

Ans –  যাস্ক

 

  1. যে বেদাঙ্গ বেদপুরুষের চোখের সঙ্গে তুলনীয় সেটি হল –
  • ছন্দ
  • কল্প
  • শিক্ষা
  • জ্যোতিষ

Ans – জ্যোতিষ

 

  1. বেদে কবি বা ঋষি যে বিষয়ে অবলম্বনে সূক্ত রচনা করেন, তাকে বলা হয় –
  • দেবতা
  • শাকল
  • মধুছন্দা
  • বিনিযোগ

Ans –দেবতা

 

  1. উপনিষদের মূল বিষয় হল –
  • ব্রহ্মবিদ্যা ও জ্যোতিবির্দ্যা
  • আত্মবিদ্যা ও জ্যোতিবির্দ্যা
  •  আত্মবিদ্যা ও ব্রহ্মবিদ্যা
  • ব্রহ্মবিদ্যা ও সংগীতবিদ্যা

Ans –  আত্মবিদ্যা ও ব্রহ্মবিদ্যা

 

  1. মন্ত্রের অঙ্গ হল –
  • ঋষি, ছন্দ এবং দেবতা
  • ঋষি, ছন্দ এবং ব্রহ্মা
  • ঋষি, ছন্দ এবং উদ্‌গাত্য
  • ঋষি, ছন্দ এবং হোতা

Ans – ঋষি, ছন্দ এবং দেবতা

 

  1. চারটি কল্পসূত্র হল –
  • শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র এবং শুল্বসূত্র
  • শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র এবং ব্রহ্মসূত্র
  •  শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ব্রহ্মসূত্র এবং দেবসূত্র
  • শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ব্রহ্মসূত্র এবং শিক্ষাসূত্র

Ans –  শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র এবং শুল্বসূত্র 

 

  1. ছয়টি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গ হল
  • কল্প
  • ব্যাকরণ
  •  ছন্দ
  • শিক্ষা

Ans –  শিক্ষা

 

  1. ঈশোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল –
  • সামবেদ
  • কৃষ্ণ যজুবেদ
  • শুক্ল যজুবেদ
  • অথর্ব বেদ

Ans –শুক্ল যজুবেদ

 

বেদের কোন্‌ ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে ?

  • ব্রাহ্মনভাগ
  • উপনিষদ ভাগ
  • আরণ্যক ভাগ
  • মন্ত্রভাগ

Ans – উপনিষদ ভাগ

 

  1. উপনিষদগুলিকে কী বলা হয় ?
  • অপরা
  • উহ
  •  উহ্য
  • পরাবিদ্যা

Ans – উহ

 

  1. ত্রয়ী শব্দটি দ্বারা কোন্‌ তিনটি বেদকে বোঝানো হয় ?
  • ঋক্‌ , সাম, ও যজু
  • ঋক্‌ , সাম, ও অথর্ব
  •  ঋক্‌ , যজু ও অথর্ব
  • সাম, যজু ও অথর্ব

Ans –ঋক্‌ , সাম, ও যজু

 

  1. কোণ্‌ বেদে প্রথম গদ্যের ব্যবহার করা হয়েছে ?
  • ঋক্‌বেদ
  • সামবেদ
  • যজুবেদ
  • অথর্ববেদ

Ans – যজুবেদ

 

  1. বর্তমানে অথর্ব বেদের যে দুটি শাখা পাওয়া যায় সেগুলি কী কী ?
  • কাঠক ও শৌনকীয়
  • শৌনকীয় ও পৈপুলাদ
  • পৈপুলাদ ও কপিষ্ঠল
  • শৌনকীয় ও কপিষ্ঠল

Ans –শৌনকীয় ও পৈপুলাদ

 

  1. বেদের ‘জ্ঞানকান্ড’ কাকে বলা হয় ?
  • উপনিষদগুলিকে
  • আরণ্যকগুলিকে
  • মন্ত্রগুলিকে
  • সূক্তগুলিকে

Ans – উপনিষদগুলিকে

 

  1. ঐতরেয় ব্রাহ্মণ কোন্‌ বেদের অঙ্গীভূত ?
  • ঋক্‌বেদের
  • সামবেদের
  •  যজুবেদের
  • অথর্ববেদের

Ans – সামবেদের

Class 11 Sanskrit MCQ | সাহিত্যের ইতিহাস 

 

বৈদিক সাহিত্য ঋকবেদ  থেকে MCQ

  1. ঋক্‌বেদের ব্রাহ্মণ কোন্‌টি ?
  • শতপথ
  • গোপথ
  • ঐতরেয়
  • তৈত্তিরীয়

Ans –  ঐতরেয়   

 

 2.ঋক্‌বেদের মোট সূক্তসংখ্যা

  • 1028
  • 1017
  • 1000
  • 1033

Ans –  1028     

 

3.ঋক্‌বেদের প্রধান পুরোহিতের নাম

  • উদ্‌গাতা
  • হোতা
  • অগ্নি
  • ইন্দ্র

Ans – হোতা  

 

 4.নাসদীয় সূক্ত …………….. অন্তর্ভুক্ত

  • অথর্ববেদের
  • ঋক্‌বেদের
  • যজুবেদের
  • সামবেদের

Ans –  ঋক্‌বেদের   

 

5.ঋক্‌বেদের শাখাদুটি হল –

  • মন্ডল ও বাস্কল
  • শাকল ও বাস্কল
  • শাকল ও মন্ডল
  • সূক্ত ও শাকল

Ans –   শাকল ও বাস্কল   

 

6.‘ঋক্‌বেদীয় প্রাতিশাখ্য’ – এর রচনাকার হলেন –

  • শৌণক
  • পাণিনি
  • পতঞ্জলি
  • কাত্যায়ন

Ans –  শৌণক

 

7.ঋক্‌বেদের প্রথম মন্ডলের প্রথম সূক্তটির ছন্দ হল –

  • গায়ত্রী
  • বৃহতী
  • জগতী
  • অনুষ্টুপ

Ans –  গায়ত্রী  

 

8.ঋক্‌বেদের নবম মন্ডল হল –

  • অত্রিমন্ডল
  • সোম মন্ডল
  • ভরদ্বাজ মন্ডল
  • কাণ্ব মন্ডল

Ans –  সোম মন্ডল

 

9.ঋক্‌বেদের পৃথিবীস্থানীয় দেবতা হলেন –

  • বিষ্ণু
  • বরুণ
  • রাত্রি
  • অগ্নি

Ans –  অগ্নি   

 

10.ঋক্‌ সংহিতার মন্ত্রবিভাগ দুটি কী ?

  • মন্ডল ও সূক্ত
  • দেবতা ও সূক্ত
  • দেবতা ও অষ্টক
  • মন্ডল ও অষ্টক

Ans –মন্ডল ও অষ্টক

 

11.বিখ্যাত পুরুষ সূক্তটি ঋক্‌বেদের কোন্‌ মন্ডলে দেখা যায় ?

  • চতুর্থ মন্ডলে
  • নবম মন্ডলে
  • দশম মন্ডলে
  • একাদশ মন্ডলে

Ans – দশম মন্ডলে  

 

12.ঋক্‌বেদের কয়টি ভাষ্য এখন উপলব্ধ হয় ?

  • দশটি
  • পনেরোটি
  • ষোলোটি
  • সতেরোটি

Ans – পনেরোটি

 

13.ঋক্‌বেদের ছন্দ কয়টি ?

  • পাঁচটি
  • ছয়টি
  • সাতটি
  • আটটি

Ans – সাতটি

 

14.ঋক্‌বেদের কতজন দেবতার কথা জানা যায় ?

  • 3300
  • 3339
  • 3355
  • 33000

Ans –3339

 

15.ইন্দ্র ঋক্‌বেদের কোন্‌ স্থানীয় দেবতা ?

  • দ্যুলোক স্থানীয়
  • অন্তরিক্ষ স্থানীয়
  • পৃথিবী স্থানীয়
  • পাতাল স্থানীয়

Ans – অন্তরিক্ষ স্থানীয়

  

16.ঋক্‌বেদের দার্শনিক চিন্তাসমৃদ্ধ সূক্তগুলির অধিকাংশই কোন্‌ মন্ডলে আছে ?

  • সপ্তম মন্ডলে
  • অষ্টম মন্ডলে
  • নবম মন্ডলে
  • দশম মন্ডলে

Ans –দশম মন্ডলে

 

17.ঋক্‌বেদ কয়টি মন্ডলে বিভক্ত ?

  • সাতটি
  • আটটি
  • নয়টি
  • দশটি

Ans – দশটি

Class 11 Sanskrit MCQ | সাহিত্যের ইতিহাস 

 

বৈদিক সাহিত্য সামবেদ  থেকে MCQ

1.কেনোপনিষদ্‌ ……………. বেদের অন্তর্গত।

  • ঋক্‌বেদ
  • যজুবেদ
  • সামবেদ
  • অথর্ববেদ

Ans –  সামবেদ 

 

2.গান গেয়ে যে বেদ পড়া হয়, সেটি হল –

  • ঋক্‌বেদ
  • সামবেদ
  • যজুবেদ
  • অথর্ববেদ

Ans –  সামবেদ

 

3.সামবেদে ‘সাম ’ শব্দের অর্থ হল

  • ইন্দ্র
  • অরণ্য
  • ঋষি
  • গান

Ans – গান

 

4.সামবেদের আরণ্যক কী ?

  • শতপথ
  • মুন্ডক
  • ছান্দগ্য
  • ঈশ

Ans –  ছান্দগ্য

 

5.সামবেদের মন্ত্রসংখ্যা কত ?

  • 1710 টি
  • 1800 টি
  • 1810  টি
  • 1900  টি

Ans – 1810  টি

 

6.বর্তমানে সামবেদের কোন্‌ শাখা সর্বাধিক প্রসিদ্ধ ?

  • রাণায়নীয়
  • জৈমিনীয়
  • কৌথুমী
  • অর্চিক

Ans – কৌথুমী

 

7.সামবেদের গানগুলি কয়শ্রেনিতে বিভক্ত ?

  • তিন
  • চার
  • পাঁচ
  • ছয়

Ans – পাঁচ

 


আরো পড়ুনঃ

  1.  Class11 Philosophy MCQ Semester-1 Unit-1(ভারতীয়   দর্শনে দর্শনের অর্থ)  MCQ Online Mock test

 


 

2 thoughts on “Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য”

Leave a comment