একাদশ শ্রেণীর Education দ্বিতীয় সেমিস্টার ,সিলেবাসের একটি অন্যতম বিষয় Group-C; Unit – II: Growth & Development : adolescence.
যা Class 11 Education Semester 2 , Concept of adolescence | Physical and mental developmental characteristics of adolescence এর যেসব ছাত্রছাত্রী রয়েছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কৈশোরকাল বলতে কী বোঝ | কৈশোর কালের বৈশিষ্ট্য |
Education-এর প্রয়োজনীয় সব Notes তোমরা এই পেজে পাবে , আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয়গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি । আলোচনার এই পর্বের আলোচ্য বিষয়ঃকৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝ ? কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ।
কৈশোর কাল কাকে বলে ?
কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো |
কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝ
ইংরাজী “Adolescence ” শব্দটি ল্যাটিন শব্দ ‘Adolescere’শব্দ থেকে এসেছে, যার অর্থ হল পরিণমনের দিকে এগিয়ে যাওয়া (To go into maturity) , যে বয়সে ছেলে মেয়েদের মধ্যে দেহে, মনে, চিন্তায়, ধারণায় ও অনুভূতিতে এক কথায় সমগ্র সত্ত্বার মধ্যে পরিবর্তন আসে, সেই সময়কালকে কৈশোর কাল বলে।
কোনো কোনো মনবিজ্ঞানী একে Transitional period of life (পরিবর্তনের সময়কাল)। জ্যা পিঁয়াজে -র মতে “কৈশোর বা বয়ঃসন্ধিকাল হল এমন একটি বয়স স্তর যেখানে আর্দশ ও ধারণাগত দিকের পাশাপাশি বাস্তবের সঙ্গে মানিয়ে চলার প্রবণতামূলক সময়ও বলা যায় । ”
আমাদের দেশে কিশোরদের বয়সসন্ধিকাল শুরু হয় 13 – 14 বছর , আর কিশোরীদের বয়ঃসসন্ধি শুরু হয় 12 – 14 বছর বয়সে, তবে বিভিন্ন দেশে বয়সসন্ধির সময়কাল বিভিন্ন হয়ে থাকে।
কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি কি কিঃ
কৈশোর কালের জীবনবিকাশের বৈশিষ্ট্য গুলি হল-
(ক) দৈহিক বিকাশঃ
(i) এই সময় ছেলে ও মেয়েদের মধ্যে উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়। 13 বছর বয়সে মেয়েদের উচ্চতা ও বৃদ্ধির হার ছেলেদের তুলনায় বেশি, 15 বছর বয়সে ছেলেরা এ ব্যাপারে এগিয়ে যায়।
(ii) উচ্চতা ও ওজন বৃদ্ধির সাথে সাথে দেহের অন্যান্য অংশের আনুপাতিক হারে পরিবর্তন হয়।
(iii) গলার স্বরের পরিবর্তন হয়। কিশোরদের গলার স্বর কর্কশ হয়, কিশোরীদের গলার স্বর নরম হয়।
(iv) ছেলে ও মেয়ে উভয়দেরই অন্তঃক্ষরা গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে।
(v) এই বয়সে যৌন অঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করে।
(খ) মানসিক বিকাশঃ
(i) বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তুর সামান্যীকরণের ক্ষমতা বৃদ্ধি পায়।
(ii) দয়া, সততা, ন্যায় – বিচার ইত্যাদির মতো বিমূর্ত বিষয় সম্পর্ককে ছেলে মেয়েদের ধারণা জন্মায়।
(iii) এই বয়সে যুক্তি শক্তি অপেক্ষাকৃত পরিণত হয়।
(iv) ছেলে মেয়দের চিন্তাধারা বাস্তবমুখী হয়ে ওঠে।
(v) শব্দ ভান্ডার বৃদ্ধির সাথে সাথে স্মৃতিশক্তি উন্নত হয়।
(vi) ছেলেমেয়েরা স্বাধীনভাবে নানা সমস্যার সমাধান করতে পারে।
আরও পড়ুন
- শৈশব বলতে কি বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি কি কি | Class 11 Education
- পরিণমন কাকে বলে ? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখ | Class 11 Education
(গ) প্রক্ষোভিক বিকাশঃ
(i) এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে আকাঙ্খা ও অন্তঃদ্বন্ধ দেখা যায়। কোনো দায়িত্ব পালনে বড়োদের সমর্থন পাবে কিনা বা কোনো ইচ্ছা পিতা মাতাকে জানালে তাদের সমর্থন পাওয়া যাবে কিনা এই নিয়ে অন্তঃদ্বন্ধ দেখা দেয়।
(ii) ছেলে মেয়েদের মধ্যে নতুন চাহিদার সৃষ্টি হলে, সেগুলো বাস্তবায়িত না হলে অলীক কল্পনা ও দিবাস্বপ্ন ইত্যাদির মাধ্যমে তৃপ্তি হয়।
(ঘ) সামাজিক বিকাশঃ
(i) এই স্তরে ছেলে মেয়েরা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ গ্রহণ করে।
(ii) দলবদ্ধভাবে বন্ধুদের সঙ্গে থাকার ফলে আচার আচরণের মধ্যে পরিবর্তন দেখা দেয়।
(iii) এই বয়সে সমআগ্রহের ছেলেমেয়েদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বেশি আত্মসচেতন হয়ে ওঠে।
(iv) মানবতাবোধ ও সমাজ কল্যাণে অর্থাৎ সমাজ সম্পর্কে অনেক বেশি আত্মসচেতন হয়ে ওঠে।
একাদশ শ্রেণীর আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পড়ুনঃ
- একাদশ শ্রেণী | বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
- একাদশ শ্রেণী বাংলা | নুন কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
- নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো | একাদশ শ্রেণী দর্শন
- একাদশ শ্রেনী দর্শন | যৌগিক যুক্তির সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
- একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান | রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ বড় প্রশ্ন উত্তর ।
- একাদশ শ্রেণী | রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নউত্তর |
- একাদশ শ্রেণীর সংস্কৃত | বৈদিক সাহিত্য | যজুর্বেদের সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- অথর্ববেদ | 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নউত্তর | একাদশ শ্রেণীর সংস্কৃত |
প্রশ্ন উত্তরঃ
১. কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝ ?
উত্তরঃ যে বয়সে ছেলে মেয়েদের মধ্যে দেহে, মনে, চিন্তায়, ধারণায় ও অনুভূতিতে এক কথায় সমগ্র সত্ত্বার মধ্যে পরিবর্তন আসে, সেই সময়কালকে কৈশোর কাল বলে।
২. কৈশোর কালের বা বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য লেখ ।
উত্তরঃ কৈশোর কালের বা বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য হলঃ-
(i) উচ্চতা ও ওজন বৃদ্ধির সাথে সাথে দেহের অন্যান্য অংশের আনুপাতিক হারে পরিবর্তন হয়।
(ii)এই সময়ে যৌন অঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করে।
(iii) শব্দ ভান্ডার বৃদ্ধির সাথে সাথে স্মৃতিশক্তি উন্নত হয়।
(iv) ছেলেমেয়েরা স্বাধীনভাবে নানা সমস্যার সমাধান করতে পারে।
(v) মানবতাবোধ ও সমাজ কল্যাণে অর্থাৎ সমাজ সম্পর্কে অনেক বেশি আত্মসচেতন হয়ে ওঠে।
৩. কৈশোর কালের বয়স সীমা কত ?
উত্তরঃ কিশোরদের বয়সসন্ধিকাল শুরু হয় 13 – 14 বছর , আর কিশোরীদের বয়ঃসসন্ধি শুরু হয় 12 – 14 বছর বয়সে, তবে বিভিন্ন দেশে বয়সসন্ধির সময়কাল বিভিন্ন হয়ে থাকে।