Class 11 Philosophy MCQ | ভারতীয় দর্শন সম্প্রদায় থেকে বাছাই করা কিছু Philosophy MCQ Question Answer নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি । Class 11 Mew Syllabus 2024-2025 অনুযায়ি একাদশ শ্রেনীর প্রথম সেমিস্টারের Unit-২ এতে যে পাঠ্যবিষয় রয়েছে তা হল ভারতীয় দর্শন সম্প্রদায় (Classification of Indian Philosophical System) । Class 11 Phoilosophy MCQ Semester -1 এর পরীক্ষার উপযোগী MCQ Question answer নিয়ে আলোচনা রয়েছে। এখান থেকে তোমাদের তিনটি MCQ প্রশ্নের উত্তর করতে হবে । এখনে MCQ প্রশ্নের পাশপাশি Fill in the blanck , True and False Type প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা রয়েছে।
Class 11 Philosophy MCQ | ভারতীয় দর্শন সম্প্রদায়
১. ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হল
- 2 টি
- 6 টি
- 3 টি
- 9 টি
উত্তর : – d. 9 টি
২. ভারতীয় দর্শনে আস্তিক হলেন
- বেদের প্রামান্যে বিশ্বাসী
- বেদের প্রামান্যে অবিশ্বাসী
- ঈশ্বর মানেন
- জড়বস্তু মানেন
উত্তর : – a. বেদের প্রামান্যে বিশ্বাসী
৩. ভারতীয় দর্শনে নাস্তিক হলেন
- বেদের প্রামান্যে বিশ্বাসী
- বেদের প্রামান্যে অবিশ্বাসী
- ঈশ্বর মানেন
- জড়বস্তু মানেন
উত্তর : – a. বেদের প্রামান্যে অবিশ্বাসী
৪. ভারতীয় দর্শনে বেদ স্বতন্ত্র দর্শন হল
- বেদান্ত, মীমাংসা
- বেদান্ত, জৈন
- বেদান্ত, বৌদ্ধ
- ন্যায়, বেদান্ত
উত্তর : – a. বেদান্ত, মীমাংসা
Watch Video Class
৫. ভারতীয় দর্শনে বেদ স্বতন্ত্র দর্শনের সংখ্যা হল
- 5 টি
- 2 টি
- 4 টি
- 9 টি
উত্তর : – c. ২ টি
৬. ভারতীয় দর্শনের প্রধান দুটি বিভাগ হল
- ন্যায় বৈশেষিক
- সাংখ্য যোগ
- মীমাংসা বেদান্ত
- আস্তিক ও নাস্তিক
উত্তর : – d. আস্তিক ও নাস্তিক
৭. চরমপন্থী নাস্তিক হলেন
- চার্বাক
- জৈন
- বৌদ্ধ
- ন্যায়
উত্তর : – a. চার্বাক
৮. নরমপন্থী নাস্তিক সম্প্রদায় হল
- বৌদ্ধ
- চার্বাক
- ন্যায়
- বৌদ্ধ
উত্তর : – d. বৌদ্ধ
Online MOCK TEST
Fill in the blanck
১. …………….. দর্শন হল বৈদিক দর্শন এবং ………………. দর্শন হল অবৈদিক দর্শন।
- নাস্তিক , আস্তিক
- আস্তিক , নাস্তিক
- ন্যায়, সাংখ্য
- সাংখ্য , ন্যায়
উত্তর : – a. নাস্তিক , আস্তিক
২. বেদের কর্ম কান্ডের ওপর ভিত্তিকরে গড়্রে উঠেছে ……………… দর্শন এবং বেদের জ্ঞান কান্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ………………।
- মীমাংসা , বেদান্ত
- বেদান্ত , মীমাংসা
- মীমাংসা , ন্যায়
- ন্যায় , মীমাংসা
উত্তর : – a. মীমাংসা , বেদান্ত
৩. সাংখ্য , ন্যায় , যোগ , বৈশেষিক , মীমাংসা ও বেদান্ত …………… আস্তিক সম্প্রদায়, কারন এরা ……………. বিশ্বাসী।
- ষড়দর্শন বেদের প্রামাণ্য বিশ্বাসী
- বেদের প্রামাণ্য বিশ্বাসী ষড়দর্শন
- বেদস্বতন্ত্র , আত্মায়
- বেদ নির্ভর , আত্মায়
উত্তর : – a. ষড়দর্শন বেদের প্রামাণ্য বিশ্বাসী
True and False Type Question
Statement A : নাস্তিক বেদের নিন্দা করেন ।
Statement B : আস্তিক বেদে বিশ্বাসী।
- A এবং B উভয়েই সত্য।
- A এবং B উভয়েই মিথ্যা।
- A সত্য , B মিথ্যা।
- A মিথ্যা , B মিথ্যা।
উত্তর : – a. A এবং B উভয়েই সত্য।
Thanks For Reading : Class 11 Phoilosophy MCQ Semester -1 | ভারতীয় দর্শন সম্প্রদায়
আরো পড়ুন –