একাদশ শ্রেণী ইতিহাস Semester 2,সিলেবাসের একটি অন্যতম বিষয়- Unit:4- রাষ্ট্রের অবস্থা ও গতি (Nature of state)।এই বিষয়টিতে অন্তর্ভুক্ত রয়েছে । সুতরাং আজকের আলোচ্য বিষয়- ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা সম্পর্কে লেখ |
আশা করি , একাদশ শ্রেণী ইতিহাস, Semester 2 -এর ছাত্রছাত্রীরা , এই উপস্থাপনার মাধ্যমে খুবই উপকৃত হবে ।
আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয়গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি ।পরবর্তীতে একাদশ শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সব NOTES পেতে darsanshika.com পেজটিতে অবশ্যই Visit করুন।
আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে ম্যাকিয়াভেলির ভূমিকা আলোচনা কর |
ভূমিকাঃ
আধুনিক রাষ্ট্র চিন্তার ভিত্তি স্থাপন করেছিলেন ইতালির বিখ্যাত রাষ্ট্র চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি। তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। রাষ্ট্র দর্শন গঠনে ম্যাকিয়াভেলি যেসব চিন্তাবিদদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তারা হলেন প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ। রাষ্ট্রচিন্তা বিষয়ে ম্যাকিয়াভেলির সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল “ The Prince ” পরীক্ষা, পর্যবেক্ষণ প্রভৃতি বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা তিনি যে রাষ্ট্র দর্শন গড়ে তুলেছিলেন তা নিম্নে আলোচনা করা হল –
(i) মানব প্রকৃতিঃ
ম্যাকিয়াভেলি বলেছেন মানুষের চরিত্রে যেমন ন্যায় – নীতিবোধ আছে তেমনই স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা ও ন্যায়হীনতা বোধও আছে। একটি রাষ্ট্রে মানুষ যখন ন্যায় নীতি বোধ বিসর্জন দিয়ে সংঘর্ষে সামিল হয় তখনই রাষ্ট্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
(ii) রাষ্ট্রের বৈশিষ্ট্যঃ
ম্যাকিয়াভেলির তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের কতকগুলি বৈশিষ্ট্য থাকতে হবে। –
(ক) রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ।
(খ) প্রত্যেকটি রাষ্ট্র সর্বদা চেষ্টা করবে নিজের ক্ষমতা বৃদ্ধি করা।
(গ) রাষ্ট্রের প্রশাসনিক কাজে জনগণের অংশ গ্রহণের সুযোগ থাকবে।
(ঘ) সরকারের লক্ষ্য হবে মানুষের জীবন ও সম্পত্তি নিরপক্ষতা দেওয়া।
(iii) রাষ্ট্রের ক্ষমতাঃ
ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার কথা বলেছিলেন। এইজন্য তিনি “The Prince” গ্রন্থে রাষ্ট্রের ক্ষমতা দখল, সংরক্ষণ ও প্রয়োগের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিল। তার মতে, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্যই রাষ্ট্রের উদ্ভব।
আরোও পড়ুন
- মুঘল মনসবদারী ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা কর। Class 11 History
- কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা কর | Class 11 History
(iv) রাজন্ত্রের স্বরূপঃ
ম্যাকিয়াভেলি রাজতন্ত্রকে বীরত্বের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। তাঁর মতে রাজার প্রধান দায়িত্ব হল রাজ্যকে সুরক্ষিত রাখা। রাষ্ট্রের সুরক্ষার জন্য রাজা চাইলে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন করতে পারেন, এমনকি বিরোধী শক্তিকে কঠোর ভাবে দমন করতে পারেন।
(v) প্রজাতন্ত্রের স্বরূপঃ
ম্যাকিয়াভেলির মতে কোনো রাষ্ট্রে যদি প্রজাতান্ত্রিক শাসন থাকে তাহলে সেই রাষ্ট্রের প্রজারা স্বাধীনতার স্বাদ অনুভব করে। ম্যাকিয়াভেলির ভাষায় বলা যায় ‘জনগণের কণ্ঠই হল ঈশ্বরের কণ্ঠ’। তাই ম্যাকিয়াভেলি প্রজাতান্ত্রিক শাসনকে সর্বশ্রেষ্ঠ শাসন বলে অভিহিত করেছেন।
(vi) মূল্যায়ণঃ
ম্যাকিয়াভেলির রাষ্ট্র চিন্তায় কিছু ত্রুটি, বিচ্যুতি লক্ষ্য করা যায়। অনেক সমালোচক মনে করেন, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা খুবই অগভীর এবং মানুষের মহানুভাবতার কোনো লক্ষণ নেই, বরং রাষ্ট্রকে রক্ষার জন্য বল প্রয়োগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এইসব সমালোচনা থাকার সত্ত্বেও আধুনিক রাষ্ট্র চিন্তায় ম্যাকিয়াভেলির অবদানকে অস্বীকার করা যায় না।
ইতালিতে যে সময় অরাজকতা চলছিল তা দূর করার উদ্দেশ্যে ম্যাকিয়াভেলি যে রাষ্ট্র চিন্তা গড়ে তুলেছিলেন তাঁর গুরুত্ব অস্বীকার করা যায় না। তিনিই প্রথম রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে তুলে ধরে ছিলেন। তাই ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার পথ প্রদর্শক বলা হয়।
এই প্রসঙ্গে অধ্যাপক ডানিং “A History of Political theory’s” গ্রন্থে বলেছেন “ম্যাকিয়াভেলি হলেন প্রথম আধুনিক রাষ্ট্র চিন্তাবিদ যিনি মধ্যযুগীয় সময়কালের অন্তিমলগ্ন ঘোষণা করেছিলেন এবং আধুনিক সময়কালের সূচনা করেছিলেন।
প্রশ্নউত্তরঃ
১. ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম কি ?
উত্তরঃ ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম দ্য প্রিন্স (1532)।
২. ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখ ।
উত্তরঃ ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি হল-
(ক) রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ।
(খ) প্রত্যেকটি রাষ্ট্র সর্বদা চেষ্টা করবে নিজের ক্ষমতা বৃদ্ধি করা।
(গ) রাষ্ট্রের প্রশাসনিক কাজে জনগণের অংশ গ্রহণের সুযোগ থাকবে।
(ঘ) সরকারের লক্ষ্য হবে মানুষের জীবন ও সম্পত্তি নিরপক্ষা দেওয়া।
৩. ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন ?
উত্তরঃ ইতালিতে যে অরাজোকতা চলছিল তা দূর করার উদ্দেশ্যে ম্যাকিয়াভেলি যে রাষ্ট্র চিন্তা গড়ে তুলেছিলেন তাঁর গুরুত্ব অস্বীকার করা যায় না। তিনিই প্রথম রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে তুলে ধরে ছিলেন। তাই ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ।
একাদশ শ্রেণীর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আরো পড়ুনঃ
- একাদশ শ্রেণী | বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
- একাদশ শ্রেণী বাংলা | তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্নউত্তর |
- দানবীর কর্ণ নাট্যংশের শব্দার্থ ও বঙ্গানুবাদ | Sanskrit Class 11
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
- ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো । class 11 Education
- ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো । Class 11 Education
- Class 11 Political Science প্রথম অধ্যায়ঃ রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নউত্তর |
- আইন কাকে বলে আইনের উৎস গুলি কি কি | Class 11 Political Science |