আজকের পর্বে একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় MCQ আলোচনা করতে চলেছি। একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়-সাম্রাজ্য থেকে পরীক্ষার উপযোগী কিছু MCQ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের উপস্থাপনা ।
যেসব ছাত্র ছাত্রী একাদশ শ্রেণীর ইতিহাস Semester-1 MCQ question answers | ইতিহাস class 11 chapter 2 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।
একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়
“সাম্রাজ্য” থেকে MCQ
1) Natural History” গ্রন্থটির লেখক –
ক) প্লিনি
খ) সম্রাট অগাস্ট
গ) সিসেরো
ঘ) লিভি
Ans: ক) প্লিনি ।
2) রোমে বানিজ্যিক জোত কে বলা হত-
ক) ভিলা
খ) অগার
গ) নুমা
ঘ) ভোলা
Ans: ক) ভিলা ।
3) রোমের প্রাচীন বাৎসরিক ক্যালেন্ডার হলো-
ক) ভিলা
খ) অগার
গ) নুমা
ঘ) ভোলা
Ans: গ) নুমা ।
একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় Mcq Mock Test
4) “ হিস্টেরিস “গ্রন্থটির লেখক হলেন –
ক) পলিবিয়াস
খ) লিভি
গ) স্ট্যাটিটাস
ঘ) লুভিয়াস
Ans: ক) পলিবিয়াস ।
5) “The Republic” গ্রন্থটির লেখক হলেন –
ক) লিভি
খ) শিশেরো
গ) পলিবিয়াস
ঘ) সেনেকা
Ans: খ) শিশেরো ।
6) বাইজানটাইন সাম্রাজ্যের পতন হয়েছিল-
ক) 1452 খ্রিঃ
খ) 1453 খ্রিঃ
গ) 1454 খ্রিঃ
ঘ) 1455 খ্রিঃ
Ans: খ) 1453 খ্রিঃ ।
7) ইলিয়াড-এর লেখক হলেন-
ক) হোমার
খ) জুলিয়াস
গ) থিওগনিস
ঘ) ফিনলে
Ans: ক) হোমার ।
৪) প্রাচীন গ্রিসে পলিস/ নগররাষ্ট্রগুলি মধ্যে গুরুত্বপূর্ণ ছিল –
ক) স্পার্টা
খ) হেলট
গ) পেরিওকয়
ঘ) স্প্যারিয়েট
Ans: ক) স্পার্টা ।
9) প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন-
ক) রোমুলাস
খ) রেমাস
গ) পিসকাস
ঘ) সেকটাস
Ans: ক) রোমুলাস ।
10) আকাশ ও বৃষ্টির দেবতা হলেন-
ক) জুপিটার
খ) (ভস্তা
গ) পেনেটস
ঘ) মিনারতো
Ans: ক) জুপিটার ।
11) অগ্নি ও চুল্লির দেবী –
ক) জুনো
খ) পেনেটস
গ) জুপিটার
ঘ) ভেস্তা
Ans: ঘ) ভেস্তা ।
12) রোমান প্রজাতন্ত্রের প্রথম লিখিত আইনবিধি হলো –
ক) নবমবিধান
খ) একাদশবিধান
গ) দ্বাদশ বিধান
ঘ) এীবিধান
Ans: গ) দ্বাদশ বিধান ।
13) রোমান প্রজাতন্ত্রের মেজিস্টেটরা পরিচিত ছিল –
ক) কনসাল
খ) রাজা
গ) অভিজাত
ঘ) প্রজা
Ans: ক) কনসাল ।
14) রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-
ক) রোমুলাস
খ) রেমাস
গ) সিজার
ঘ) পিসকাস
Ans: গ) সিজার ।
15) উন্মাদ রাজা নামে পরিচিত –
ক) ক্লডিয়াস
খ) ক্যালিগুলা
গ) টাইবেরিয়াস
ঘ) নির
Ans: ক) ক্লডিয়াস ।
16) ফ্লেবিয়ান বংশের প্রতিষ্ঠাতা হলেন-
ক) টাইটাস
খ) ফ্লেভিয়াস
গ) বলবা
ঘ) ওথো
Ans: খ) ফ্লেভিয়াস ।
17) দার্শনিক সম্রাট নামে পরিচিত –
ক) মার্কস অরেলিয়াস
খ) কমডাস
গ) মার্কস কর্নেলিয়াম
ঘ)আলেকজান্ডার সেভারাস
Ans: ক) মার্কস অরেলিয়াস ।
18) গথিকাস উপাধি ছিল-
ক) ক্লডিয়াস
খ) গথিকাস
গ) ফিলিপাস
ঘ) মার্কাস
Ans: ক) ক্লডিয়াস ।
19) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী-
ক) বাইজানটিয়াম /কনস্ট্যান্টিনোপল
খ) রোম
গ) প্রাচীন গ্রিক
ঘ) ম্যাসিডন
Ans: ক) বাইজানটিয়াম /কনস্ট্যান্টিনোপল ।
20) ইম্পারেট উপাধি ছিল –
ক) ক্যালিগুলা
খ) ক্লডিয়াস
গ) টাই বিয়াস
ঘ) নিরো
Ans: খ) ক্লডিয়াস ।
আরো পড়ুনঃ
- একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ ।
- একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান নাগরিকত্ব MCQ
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
- Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ
- পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ । একাদশ শ্রেণি ।
- সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণি