Darshanshika.com ওয়েব সাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল। পুঁইমাচা গল্পটি বর্তমানে (2024-25) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বাংলার পাঠ্যবিষয়। গল্পটি একাদশ শ্রেণীর বাংলার প্রথম সেমিস্টারের (Class 11 Bengali Semester – 1) অন্তর্গত সিলেবাস।
আমাদের ওয়েবসাইটে পক্ষ থেকে পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রদান করা হল – যা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই উপোযোগী। একাদশ শ্রেণীর বাংলা MCQ পর্বটি প্রত্যেক ছাত্রছাত্রীদের আশাকরছি উপকারে লাগবে।
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর / একাদশ শ্রেনী বাংলা।
লেখক পরিচিত – (বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়)
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালী জনপ্রিয় কথাশিল্পি। তিনি 1894 সালের 12 সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলায় কাঁচরাপাড়ার নিকট ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্য কৃর্তি গুলি হল – পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। তাঁর পথের পাঁচালী উপন্যাস অব সীনেমা আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছিল। 1951 সালে ইচ্ছামতী উপন্যাসের জন্য তাকে রবীন্দ্রপুরষ্কার দেওয়া হয়েছিল।
পুঁইমাচা গল্পের উৎস
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘মেঘ মোল্লার গল্প’ গ্রন্থ থেকে ‘পুঁইমাচা ’ গল্পটি গৃহিত হয়েছে। এছাড়া এই গল্প গ্রন্থে সংকলিত হয়েছে ‘উমারানী অভিশপ্ত ’ খুকীর কান্ত ইত্যাদি । এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মেঘ মোল্লায় পুঁইমাচা গল্পটি 1931 খ্রীঃ প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ।
পুঁইমাচা গল্পের শব্দার্থ
বাগদী দুলে – অনুন্নত জাতি ।
চন্ডী মন্ডপ – ঠাকুর দালান ।
উচ্ছ্ব গন্ড – উৎসর্গ করা ।
কলের পুতুল – যন্ত্রচালিত পুতুল।
খিড়কী – গৃহের পিছনের দিকের দরজা।
অরন্ধন – যেদিন রন্ধন বন্ধ থাকে।
বাতা – বাড়ির চালের নীচের অংশ।
শ্রোত্রিয় – বেদজ্ঞ ব্রাহ্মণ ।
ডজন – বারোটা।
প্রাগৈতিহাসিকযুগ – যে যুগের লিখিত বিবরণ নেই।
আমতা আমতা – কথা আটকে আটকে বলা ।
পাত্তর – বিবাহের পাত্র।
মেজেস্টার – ম্যাজিস্টার।
গুজব – রচনা।
কুম্ভকার – যারা মাটির জিনিস তৈরি করেন।
বেদম – প্রচন্ড শষ্যাগত বিছানা থেকে উঠতে না পারা ।
সিঁধ দিবা – চুরি করা।
শাবল – মাটি খোঁড়ার লোহার দন্ড।
নবান্ন – নতুন ধানের ভাত।
ইতু – বাঙালীর একটি ব্রত।
মেটে আলু – শাঁকালু ।
চৌকিদার – পাহাড়াদার।
পৌর্বাপর্য – ঘটনার মধ্যে মিল।
রাসমেলা – শ্রীকৃষ্ণ ও রাধার মিলন মেলা।
সরুচাকালি – চালের গুরু জলে গুলে পিঠে বিশেষ।
পৌষ পার্বন – পৌষ মাসে বাঙালীর পিঠে পার্বন।
সার্জ – মিহি পশমের বস্ত্র।
পাটি সাপটা – ময়দা, সুজি, চালের গুঁড়ো ও দুধ দিয়ে তৈরি পিঠে।
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর থেকে Online Mock Test ।
- পুঁইমাচা গল্প Mock Test Set 1 CLICK HERE
- পুঁইমাচা গল্প Mock Test Set 2 CLICK HERE
- পুঁইমাচা গল্প Mock Test Set 3 CLICK HERE
- পুঁইমাচা গল্প Mock Test Set 4 CLICK HERE
- পুঁইমাচা গল্প বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় PDF
পুঁইমাচা গল্পের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। একাদশ শ্রেণী সেমিস্টার-1
1. ক্ষেন্তির পিতার নাম কী ?
i. সহায়হরি চাটুজ্যে
ii. হরিদাস চাটুজ্যে
iii. হরি চাটুজ্যে
iv. সহায়হরি
Ans – i. সহায়হরি চাটুজ্যে
2. কে গাছ কেটেছে ?
i. জয়ন্ত খুড়ো
ii. তারকনাথ খুড়ো
iii. তারক খুড়ো
iv. মাধব খুড়ো
Ans –iii. তারক খুড়ো
3. পুঁইমাচা গল্পের উৎস হল –
i. মোল্লার গল্প গ্রন্থ
ii. মেঘ মোল্লার গল্প গ্রন্থ
iii. মোল্লার মেঘ গল্প গ্রন্থ
iv. মোল্লার গ্রন্থ
Ans – ii. মেঘ মোল্লার গল্প গ্রন্থ
4. পুঁইমাচা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
i. প্রসানী
ii. প্ররাত্রী
iii. বাসিনী
iv. প্রবাসী
Ans – iv. প্রবাসী
5. পুঁইমাচা কত সালে প্রকাশিত হয় ?
i. 1931 খ্রিস্টাব্দে
ii. 1935 খ্রিস্টাব্দে
iii. 1938 খ্রিস্টাব্দে
iv. 1940 খ্রিস্টাব্দে
Ans – i. 1931 খ্রিস্টাব্দে
6. পুঁইমাচা গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে ?
i. গ্রীষ্মকাল
ii. বর্ষাকাল
iii. শীতকাল
iv. হেমন্ত
Ans – iii. শীতকাল
7. রস আনার জন্য কী দরকার ?
i. থালা কী গামলা
ii. থালা কী গ্লাস
iii. ঘটি কী বাটি
iv. ঘটি
Ans – iii. ঘটি কী বাটি
8. সহায় চাটুজ্যের স্ত্রী হলেন –
i. ক্ষেন্তি
ii. অন্নপূর্না
iii. রাধি
iv. পুঁটি
Ans – ii. অন্নপূর্না
9. শীতকালের সকালে অন্নপূর্না কোথায় বসেছিল ?
i. রান্নাঘরের ভিতরে
ii. উঠানে
iii. ঘরের ভিতরে
iv. রান্নাঘরের দাওয়ায়
Ans – iv. রান্নাঘরের দাওয়ায়
10. অন্নপূর্না মাথায় কী মাকছিলো ?
i. নারিকেল তেল
ii. সর্ষেতেল
iii. সাদাতেল
iv. তিলের তেল
Ans – i. নারিকেল তেল
11. তেলের বোতল থেকে তেল বার করার জন্য কীসের প্রয়োজন ছিল ?
i. ঝাঁটাকাঠি
ii. বাঁশকাঠি
iii. পাঠকাঠি
iv. তিরকাঠি
Ans – i. ঝাঁটাকাঠি
12. ক্ষেন্তি ছিলো সহায়হরি চাটুজ্যের কোন মেয়ে ?
i. ছোটো
ii. মেজো
iii. সেজো
iv. বড়ো
Ans – iv. বড়ো
13. সহায়হরির মনে ভিতর সঞ্চার হয়েছিল কারণ –
i. স্ত্রী বদমেজাজি
ii. স্ত্রীর বিকট সুরের জন্য
iii. স্ত্রীর শান্ত সুরের জন্য
iv. স্ত্রী ঝগড়াটে
Ans – iii. স্ত্রীর শান্ত সুরের জন্য
14. সহায়হরি কীভাবে দিন কাটায় ?
i. চাষ করে
ii. অন্যের বাড়ি কাজ করে
iii. পশুপালন করে
iv. মাছ ধরে ও রস খেয়ে
Ans – iv. মাছ ধরে ও রস খেয়ে
15. গুজব শুনতে কোথায় যেতে হবে ?
i. জমিদারদের বাড়ি
ii. চৌধুরীদের বাড়ি
iii. দাসদের বাড়ি
iv. সারকারদের বাড়ি
Ans – ii. চৌধুরীদের বাড়ি
16. কোথায় ঘুরে ঘুরে বেড়ালে ভদ্র লোকের গাঁয়ে বাস করা যায়না ?
i. লোকের বাড়ি বাড়ি
ii. গাঁয়ে
iii. বাগদী – দুলে
iv. পথে পথে
Ans – iii. বাগদী – দুলে
17. সহায়হরিকে এক ঘরে করে দেবার কথা কোথায় উঠেছিল ?
i. চৌধুরীদের কালীমন্ডপে
ii. চৌধুরীদের শিব মন্দিরে
iii. চৌধুরীদের সভায়
iv. চৌধুরীদের চন্ডীমন্ডপে
Ans – iv. চৌধুরীদের চন্ডীমন্ডপে
18. কার আর্শীবাদ হয়েও বিয়ে হয়নি ?
i. পুঁটি
ii. অন্নপূর্না
iii. ক্ষেন্তির
iv. রাধি
Ans – iii.ক্ষেন্তির
19. ধারী মেয়ের বয়স কত ?
i. পনেরো
ii. ষোলো
iii. সতেরো
iv. আঠারো
Ans – i.পনেরো
20. সহায়হরি কীসের বাটি নিয়ে খিরকীর দুয়ারের দিকে গেল ?
i. পিতলের বাটি
ii. কাঁসারের বাটি
iii. কাঁচের বাটি
iv. স্টিলের বাটি
Ans – ii. কাঁসারের বাটি
21. ক্ষেন্তির হাতে কী ছিল ?
i. শুঁকনো পুঁইশাক
ii. কচি পুঁইশাক
iii. পাকা পুঁইশাক
iv. তাজা পুঁইশাক
Ans – iii. পাকা পুঁইশাক
22. বড়ো মেয়েটির চোখ দুটো কেমন ?
i. ডাগর ডাগর
ii. ডাগর ডাগর ও শান্ত
iii. ডাগর ডাগর ও রাগি
iv. ছলছলে
Ans – ii. ডাগর ডাগর ও শান্ত
23. ক্ষেন্তির হাতে কী পড়েছিল ?
i. কাঁচের চুরি
ii. রেশমি চুরি
iii. প্লাস্টিক চুরি
iv. টিনের চুরি
Ans –i. কাঁচের চুরি
24. ক্ষেন্তির হাতের কাঁচের চুড়িগুলি কী দিয়ে আটকানো ছিল ?
i. দু – পয়সা দমের ১ টি সেপটিপিন
ii. তিন – পয়সা দমের ২ টি সেপটিপিন
iii. চারটি – পয়সা দমের ৩ টি সেপটিপিন
iv. পাঁচটি – পয়সা দমের ৪ টি সেপটিপিন
Ans – i. দু – পয়সা দমের ১ টি সেপটিপিন
25. সেপটিপিনটা কোন যুগের ছিল ?
i. প্রায় – ঐতিহাসিক যুগের
ii. প্রাক – ঐতিহাসিক যুগের
iii. মধ্যযুগের
iv. পূর্বযুগের
Ans – ii. প্রাক – ঐতিহাসিক যুগের
26. পুঁইপাতা জড়ানো কী ছিল ?
i. পুঁটিমাছ
ii. মৌরলা মাছ
iii. বাদা মাছ
iv. চিংড়ি মাছ
Ans – iv. চিংড়ি মাছ
27. ক্ষেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে ছিল ?
i. মায়া বুড়ি
ii. গয়া বুড়ি
iii. ক্ষেন্তি বুড়ি
iv. কাচি বুড়ি
Ans – ii. গয়া বুড়ি
28. ক্ষেন্তি কার কাছ থেকে পুঁইশাক এনেছিল ?
i. রায় কাকা
ii. রায় বাবু
iii. দাস কাক
iv. হারান কাকা
Ans – i. রায় কাকা
29. ছোটো মেয়েটি কেমন ভাবে উঠোন থেকে পুঁইশাক গুলো তুলে নিলো ?
i. পুতুলের মতো
ii. দুই হাতে
iii. এক হাতে
iv. কলের পুতুলের মতো
Ans – iv. কলের পুতুলের মতো
30. অন্নপূর্না পুঁইশাক গুলিকে কোথায় ফেলে দিয়ে আসতে বলে ?
i. হারান পুকুরের ধারে
ii. খিড়কীর পুকুরের ধারে
iii. দাসবাবুর পুকুরের ধারে
iv. রায়বাবুর পুকুরের ধারে
Ans – ii. খিড়কীর পুকুরের ধারে
31. অন্নপূর্না রাধিকে খিড়কীর পুকুর ধারে কী ফেলে দিতে বলেছিল ?
i. পুঁইশাক
ii. নটেশাক
iii. পাঠশাক
iv. লাউশাক
Ans – i. পুঁইশাক
32. পুঁইশাকের বোঝা নিয়ে ছোটো মেয়েটি যাওয়ার সময় দাঁড়িয়ে কার মুখের দিকে তাকিয়েছিল ?
i. রাধি
ii. বাবা সহায়হরি
iii. মা / অন্নপূর্ণা
iv. পুঁটি
Ans – iii. মা / অন্নপূর্ণা
33. “ মেয়ে মানুষের আবার অতো নোলা কীসের প্রতি নোলা ”?
i. পুঁইশাক
ii. নটেশাক
iii. পাঠশাক
iv. লাউশাক
Ans – i. পুঁইশাক
34. তার মনে বড়ো কষ্ট হইল – কার মনে কষ্ট হলো ?
i. রাধির
ii. পুঁটির
iii. ক্ষেন্তির
iv. অন্নপূর্ণার
Ans – iii. ক্ষেন্তির
35. সহায়হরি কীসের পক্ষ অবলম্বন করে দুপুর বেলা স্ত্রীকে চটাইতে চায়নি ?
i. পুঁইশাকের
ii. নটেশাকের
iii. পাঠশাকের
iv. লাউশাকের
Ans – i. পুঁইশাকের
36. কোন দিন ক্ষেন্তি পুঁইশাক রান্নার অর্ধেক নিজের জন্য চেয়েছিল ?
i. অরন্ধনের পূর্বদিন
ii. অরন্ধন চলাকালীন
iii. অরন্ধন শুরুর দিন
iv. অরন্ধনের অন্তিম দিন
Ans – i. অরন্ধনের পূর্বদিন
37. অন্নপূর্ণা কোথা থেকে পুঁইশাকের ডাঁটা গুলো কুড়িয়ে এনেছিল ?
i. উঠান থেকে
ii. উঠান ও খিড়কীর দোরের আশেপাশে
iii. খিড়কীর দোর থেকে
iv. রাস্তা থেকে
Ans – ii. উঠান ও খিড়কীর দোরের আশেপাশে
38. অন্নপূর্ণা চুপিচুপি কী দিয়ে পুঁইশাকের তরকারি রাঁধিলেন ?
i. কুচো পুঁটিমাছ দিয়ে
ii. কুচো মৌরলা মাছ দিয়ে
iii. কুচো বাদা মাছ দিয়ে
iv. কুচো চিংড়ি মাছ দিয়ে
Ans – iv. কুচো চিংড়ি মাছ দিয়ে
39. যে ডাঁটা গুলো কুড়ানো যায় না সেগুলি অন্নপূর্ণা কোথায় ফেলে দিয়েছিল ?
i. পুকুরের ধারে
ii. ডোবার ধারে
iii. ডোবার ধারে ছাই গাদায়
iv. পুকুরের ধারে ছাই গাদায়
Ans – iii. ডোবার ধারে ছাই গাদায়
40. দুপুর বেলা পাতে কী দেখে ক্ষেন্তির?
i. নটেশাকের চচ্চড়ি
ii. পুঁইশাকের চচ্চড়ি
iii. কলমি শাকের চচ্চড়ি
iv. লাউশাকের চচ্চড়ি
Ans – ii. পুঁইশাকের চচ্চড়ি
41. দুপুর বেলা পাতে দেখে ক্ষেন্তি কেমন ভাবে মায়ের দিকে চেয়েছিল ?
i. ছলছল
ii. রাগি
iii. ডাগর / ভয়ে ভয়ে
iv. জলভরা
Ans – iii. ডাগর / ভয়ে ভয়ে
42. অন্নপূর্ণা দুপুর বেলা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পাড়ছিল ?
i. তেজপাতা
ii. কাঁচা লঙ্কা
iii. রসুন
iv. শুকনো লঙ্কা
Ans – iv. শুকনো লঙ্কা
43. সেদিন বৈকাল বেলা সহায় হরির কোথায় ডাক পড়েছিল ?
i. দূর্গামায়ের চন্ডীমন্ডপে
ii. কালীমায়ের চন্ডীমন্ডপে
iii. তারামায়ের চন্ডীমন্ডপে
iv. অন্নপূর্ণামায়ের চন্ডীমন্ডপে
Ans – ii. কালীমায়ের চন্ডীমন্ডপে
44. সহায় হরির বড়ো মেয়ের কোন গ্রামে বিয়ে ঠিক হয়েছিল ?
i. মনিপুরে
ii. মনিগাঁয়ে
iii. কুসুমপুরে
iv. সীতাগাঁয়ে
Ans – ii. মনিগাঁয়ে
45. মজুমদার মহাশয়ের পুত্রর সাথে কার বিবাহ ঠিক হয়েছিল ?
i. পুঁটি
ii. রাধি
iii. ক্ষেন্তির
iv. বিশাখা
Ans – iii. ক্ষেন্তির
46. ক্ষেন্তির বিবাহের জন্য কে পাত্র ঠিক করেছিল ?
i. সোনাময়
ii. কালিময়
iii. হারান খুঁড়ো
iv. কালিপদ মহাশয়
Ans – ii. কালিময়
47. কেন কালিময় সহায় হরির মেয়ের সাথে মজুমদার মহাশয়ের ছেলের বিবাহ ঠিক
করেছিল ?
i. অনেক টাকা পাবেন বলে মজুমদার মহাশয়ের কাছে থেকে
ii. অনেক টাকা দেনা ছিল মজুমদার মহাশয়ের কাছে
iii. আত্মীয় ছিল বলে
iv. নিজের স্বার্থে
Ans – ii. অনেক টাকা দেনা ছিল মজুমদার মহাশয়ের কাছে
48. বেদম প্রহার করেছিল কাকে ?
i. কালিময় বধূর আত্মীয় স্বজনদের
ii. হরিময় বধূর আত্মীয় স্বজনদের
iii. কুম্ভকার বধূর আত্মীয় স্বজনদের
iv. মজুমদার বধূর আত্মীয় স্বজনদের
Ans – iii. কুম্ভকার বধূর আত্মীয় স্বজনদের
49. ক্ষেন্তিদের উঠোনে কোন লেবুর গাছ ছিল ?
i. বাতাবি লেবু
ii. পাতিলেবু
iii. কমলালেবু
iv. গন্ধরাজ লেবু
Ans – i. বাতাবি লেবু
50. রোদের আতপে বসে সহায়হরি কী খাচ্ছিল ?
i. পান
ii. বিড়ি
iii. গাজা
iv. তামাক
Ans – iv. তামাক
51. তামাক খেতে খেতে সহায়হরি ক্ষেন্তিকে কী নিয়ে আসতে বলে ?
i. কুঠার
ii. সাবল
iii. কাটারী
iv. কোদাল
Ans – ii. সাবল
52. মুখুর্য্যে বাড়ির ছোটো মেয়ের নাম কী ?
i. মিনু
ii. অপু
iii. দুর্গা
iv. লক্ষ্মী
Ans – iii. দুর্গা
53. দূর্গা সকাল বেলা অন্নপূর্ণাকে কেন ডাকতে এসেছিল ?
i. নবান্ন মাকতে / ইতুর ঘট বার করতে
ii. মুড়ি ভাজতে / ইতুর ঘট ভাঙতে
iii. নবান্ন খেতে / ইতুর ঘট তৈরি করতে
iv. বাসন মাজতে / ইতুর ঘট সাজাতে
Ans – i. নবান্ন মাকতে / ইতুর ঘট বার করতে
54. মুখুয্যে বাড়ি যাবার পথে বাঁ ধারে এক জায়গায় গাছের ঘন বন ছিল –
i. শ্যাওড়া , বনভাঁট , রাংচিতা, বনচালতা
ii. অশ্বত্ব , বট, আম , জাম,
iii. মেহগিনি , পাইন, জামরুল , নারকেল
iv. বাঁশ, কাঁঠাল, লিচু, নিম
Ans – i. শ্যাওড়া , বনভাঁট , রাংচিতা, বনচালতা
55. মুখুয্যে বাড়ি যাবার পথে বন থেকে কীসের গন্ধ আসছিল ?
i. বনচালতার ঘন গন্ধ
ii. ফুলের ঘন গন্ধ
iii. লতা – পাতার ঘন গন্ধ
iv. রজনীগন্ধার ফুলের ঘন গন্ধ
Ans – iii. লতা – পাতার ঘন গন্ধ
56. লেজ ঝোলা হলদে পাখিটা কোন গাছের ডালে ছিল ?
i. আম গাছের
ii. জাম গাছের
iii. লিচু গাছের
iv. আমরা গাছের
Ans – iv. আমরা গাছের
57. পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কেমন আওয়াজ পেল ?
i. ধুপ – ধুপ
ii. কু – কু
iii. খুপ – ধুপ
iv. থপাস – থপাস
Ans – iii. খুপ – ধুপ
58. কার কথার পর বনের মধ্যে থেকে আসা খুপ খুপ শব্দ বন্ধ হয়েগেল ?
i. পুঁটি
ii. দুর্গার
iii. রাধি
iv. হরি
Ans – ii. দুর্গার
59. ক্ষেন্তি উঠানের রৌদ্রে বসে তেলের বাটি নিয়ে কী খুলছিল ?
i. চুল
ii. খোঁপা
iii. বিনুনি
iv. জট
Ans – ii. খোঁপা
60. সহায়হরি সকালে ঘাড়ে করে নিয়ে আসছিল –
i. রাঙা আলু
ii. মেটে আলু
iii. জ্যোতি আলু
iv. চন্দ্রমুখী আলু
Ans – ii. মেটে আলু
61. সহায় হরির আনা মেটে আলুটি ভারি ছিল –
i. দশ – এগারো শের
ii. এগারো – বারো শের
iii. চোদ্দো – পনেরো শের
iv. পনেরো – ষোলো শের
Ans – iv. পনেরো – ষোলো শের
62. কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে পায়ের ধুলো পড়ত – কথাটি বলেছেন কে ?
i. ময়শা চৌকিদার
ii. হারান চৌকিদার
iii. কালিময় চৌকিদার
iv. সিবু চৌকিদার
Ans – i. ময়শা চৌকিদার
63. সহায়হরি কোন বনের মধ্যে থেকে মেটে আলু তুলতে গিয়েছিল ?
i. তালেরপোতা
ii. খড়েরপোতা
iii. বোরোজপোতা
iv. তেলেপোতা
Ans –iii. বোরোজপোতা
64. কারা চৌকিদার দেকে ক্ষেন্তি ও তার পিতাকে ধরিয়ে দেবে ?
i. বৈষ্ণবরা
ii. লেঠেলরা
iii. ব্রাহ্মণরা
iv. গোঁসাইরা
Ans – iv. গোঁসাইরা
65. সহায়হরি তার মেয়ের জন্য কোথাকার মেলা থেকে জামা কিনে এনেছিল ?
i. মনিপুরের রাসের মেলা
ii. হরিপুরের রাসের মেলা
iii. কুসুমপুরের রাসের মেলা
iv. বকুল্পুরের রাসের মেলা
Ans – ii. হরিপুরের রাসের মেলা
66. রাসের মেলায় সহায়হরি কতটাকা দিয়ে ক্ষেন্তির জামা কিনে ছিল ?
i. এক টাকা
ii. দু টাকা
iii. আড়াই টাকা
iv. তিন টাকা
Ans – iii. আড়াই টাকা
67. মেলা থেকে কেনা ক্ষেন্তির জামাটি কোথায় থাকত ?
i. আলমারিতে
ii. ভাঙা টিনের তোরঙ্গে
iii. সুন্দর টিনের তোরঙ্গে
iv. আনলা
Ans – ii. ভাঙা টিনের তোরঙ্গে
68. কোন দিন অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়ো , ময়দা, ও গুড় মেখেছিল ?
i. মকর সংক্রান্তি
ii. পৌষ পার্বন
iii. পৌষ সংক্রান্তি
iv. মাঘ সংক্রান্তি
Ans – iii. পৌষ সংক্রান্তি
69. একটা ছোটো বাটিতে একবাটি …………… তেল ছিল ।
i. নারকেল তেল
ii. সরিষার তেল
iii. সাদা তেল
iv. কোনোটিই নয়
Ans – ii. সরিষার তেল
70. ক্ষেন্তির কুড়ুনির নীচে একটা কলাপাতায় কী ছিল ?
i. তাল শাস
ii. নারকেল নারু
iii. আম বাটা
iv. নারকেল কুড়ো
Ans – iv. নারকেল কুড়ো
71. অন্নপূর্ণা গামলা থেকে একটু গোলা তুলে নিয়ে কার প্রসারিত হাতে দিল ?
i. পুঁটির হাতে
ii. রাধির হাতে
iii. ক্ষেন্তির হাতে
iv. হরির হাতে
Ans – ii. রাধির হাতে
72. অন্নপূর্ণা রাধির হাতে কী ভাবে গোলাদিল ?
i. মুঠো করো
ii. পাঁচটি আঙুলের দ্বারা বিশেষ মুদ্রা রচনা করে।
iii. পাঁচটি আঙুলের দ্বারা বিশেষ আকার তৈরি করে।
iv. পাঁচটি আঙুলের দ্বারা চেপটা করে।
Ans – ii. পাঁচটি আঙুলের দ্বারা বিশেষ মুদ্রা রচনা করে।
73. অন্নপূর্ণা ক্ষেন্তিকে কীসে করে গোলা দিয়েছিল ?
i. বাটি করে
ii. কলাপাতায়
iii. নারিকেল মালা
iv. থালায়
Ans – iii. নারিকেল মালা
74. পৌষ সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল কে ?
i. মিনুদিদি
ii. বিশাখাদিদি
iii. চম্পাদিদি
iv. রাঙাদিদি
Ans – iv. রাঙাদিদি
75. ও – বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল কে ?
i. জেঠাইমারা
ii. বড়োমারা
iii. কাকিমারা
iv. ছোটোমারা
Ans – i. জেঠাইমারা
76. কিনা হলে পাটিসাপ্টা হয় না ?
i. দুধ
ii. নারকেল
iii. ময়দা
iv. ক্ষীর
Ans – iv. ক্ষীর
77. অন্নপূর্ণা কীসের ছাঁই দিয়ে পাটিসাপ্টা করে ?
i. গুঁড়ের ছাঁই দিয়ে
ii. সন্দেশের ছাঁই দিয়ে
iii. নারিকেলের ছাঁই দিয়ে
iv. তালের ছাঁই দিয়ে
Ans – iii. নারিকেলের ছাঁই দিয়ে
78. অন্নপূর্ণা কী দিয়ে খোলায় তেল মাখাইতে ছিলো ?
i. বেগুনের বোটাঁ দিয়ে
ii. তালপাতা দিয়ে
iii. ঝিঙের বোটাঁ দিয়ে
iv. হাতে করে
Ans – i. বেগুনের বোটাঁ দিয়ে
79. সেদিন জামাই এল ওদের বাড়িতে , কাদের বাড়িতে ?
i. হরির বাড়িতে
ii. কালিময়ের বাড়িতে
iii. খেদীর বাড়িতে
iv. হারান বাড়িতে
Ans – iii. খেদীর বাড়িতে
80. অন্নপূর্ণা কোন মেয়ে অধিক মিষ্টি খেতে পারে না ?
i. ছোটো মেয়ে রাধি
ii. মেজো মেয়ে পুঁটি
iii. সেজো মেয়ে মিনতি
iv. বড়ো মেয়ে ক্ষেন্তি
Ans – ii. মেজো মেয়ে পুঁটি
81. ক্ষেন্তি কত গুলো পিঠে খেয়েছিল ?
i. ১০ – ১১ খানা
ii. ১৫ – ১৫ খানা
iii. ১৮ – ১৯ খানা
iv. ২০- ২১ খানা
Ans –iii. ১৮ – ১৯ খানা
82. কোন মাসে ক্ষেন্তির বিয়ে হয় ?
i. বৈশাখ
ii. জৈষ্ঠ
iii. ফাল্গুন
iv. অগ্রাহায়ণ
Ans – i. বৈশাখ
83. ক্ষেন্তির স্বামীর বয়স কত ছিল ?
i. ত্রিশ
ii. একত্রিশ
iii. পঁইত্রিশ
iv. চল্লিশ
Ans – iv. চল্লিশ
84. ক্ষেন্তি তার বিয়েতে কোন শাড়ি পড়েছিল ?
i. কাঞ্জীবরম
ii. বেনারসী
iii. বালুচড়ের রাঙাচেলির শাড়ি
iv. বালুচরি সিল্ক
Ans – iii. বালুচড়ের রাঙাচেলির শাড়ি
85. ক্ষেন্তি পালকি করে যাওয়ার সময় তার মাকে কোন মাসে নিয়ে আসতে বলে ?
i. বৈশাখ
ii. জৈষ্ঠ
iii. আষাঢ়
iv. অগ্রাহায়ণ
Ans – iii. আষাঢ়
86. অন্নপূর্ণা কোন মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে উঠানে দেওয়া আমসত্ত্ব তুলছিল ?
i. চৈত্র
ii. বৈশাখ
iii. আষাঢ়
iv. অগ্রাহায়ণ
Ans – i. চৈত্র
87. ঘরের দাওয়ায় বসে সহায়হরি কার সাথে কথা বলছিল ?
i. বিষ্ণুচরণ দাস
ii. বিষ্ণু সরকার
iii. হারান সরকার
iv. কৃষ্ণচরণ সরকার
Ans – ii. বিষ্ণু সরকার
88. বিষ্ণুসরকার কীসের উপর উবু হয়ে বসে ছিল ?
i. মাটিতে
ii. আসনে
iii. বেতের চেটাই
iv. তালপাতার চেটাই
Ans – iv. তালপাতার চেটাই
89. ক্ষেন্তি কোন রোগে আক্রান্ত হয়েছিল ?
i. ডেঙ্গু
ii. যক্ষা
iii. বসন্ত
iv. কলেরা
Ans – iii. বসন্ত
90. ক্ষেন্তি বিবাহের নগদ কতটাকা বাকি ছিল ?
i. একশো টাকা
ii. দুশো টাকা
iii. তিনশো টাকা
iv. আড়াইশো টাকা
Ans – iv. আড়াইশো টাকা
91. অন্নপূর্ণা ও সহায়হরি কোন মাসে মেয়েকে দেখতে গিয়েছিল ?
i. চৈত্র মাসে
ii. পৌষ মাসে
iii. আষাঢ় মাসে
iv. অগ্রাহায়ণ মাসে
Ans – ii. পৌষ মাসে
92. নীলকুচির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে ?
i. পরমেশ্বর চাটুজ্জে
ii. হরিহর চাটুজ্জে
iii. কালিপদ চাটুজ্জে
iv. হরিদাস চাটুজ্জে
Ans – i.পরমেশ্বর চাটুজ্জে
93. ক্ষেন্তির কোন মাসে বসন্ত হয়েছিল ?
i. বৈশাখ মাসে
ii. জৈষ্ঠ মাসে
iii. আষাঢ় মাসে
iv. ফাল্গুন মাসে
Ans – iv. ফাল্গুন মাসে
94. দেখিতে দেখিতে পিঠে গুলো কীসের মতো ফুলে উঠল ?
i. ফুচকা মতো
ii. টোপরের মতো
iii. আলুর মতো
iv. টিপির মতো
Ans – ii. টোপরের মতো
95. প্রথম পিঠে খানা পুঁটি কোথায় ফেলে দিয়ে এসেছিল ?
i. যেখান থেকে কুল চারা তুলে এনেছিল
ii. যেখান থেকে আম চারা তুলে এনেছিল
iii. যেখান থেকে জাম চারা তুলে এনেছিল
iv. যেখান থেকে লেবু চারা তুলে এনেছিল
Ans – iv. যেখান থেকে লেবু চারা তুলে এনেছিল
96. বসন্ত হওয়ার পর ক্ষেন্তিকে কোথায় রেখে এসেছিল ?
i. টালায়, কোনো এক দুঃসম্পর্কের ভাইয়ের বাড়ি
ii. টালায়, কোনো এক দুঃসম্পর্কের পিসি বাড়ি
iii. টালায়, কোনো এক দুঃসম্পর্কের দিদি বাড়ি
iv. টালায়, কোনো এক দুঃসম্পর্কের বোনের বাড়ি
Ans – iv. টালায়, কোনো এক দুঃসম্পর্কের বোনের বাড়ি
97. অন্নপূর্ণাদের বাড়ির পিছনে কীসের ঝোঁপের মাথায় তেলাকুচের লতা উঠেছিল ?
i. আম গাছের
ii. ষাঁড়া গাছের
iii. বট গাছের
iv. জাম গাছের
Ans – ii. ষাঁড়া গাছের
98. দিদি বড়ো ভালোবাসত – কথাটি বলে ছিল ?
i. পুঁটি
ii. রাধি
iii. ক্ষেন্তি
iv. মিনু
Ans – i. পুঁটি
99. বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি কীভাবে জড়াইয়া আছে ?
i. শিকড়ে শিকড়ে , শিরায় শিরায়
ii. ডালে ডালে , পাতায় পাতায়
iii. পাতায় পাতায় , শিরায় শিরায়
iv. ডালে ডালে শিরায় শিরায়
Ans – iii. পাতায় পাতায় , শিরায় শিরায়
100. জোৎনার আলোয় বাড়ির পিছনের বনে কোন পাখি শব্দ করছিল ?
i. পেঁচা
ii. কোকিল
iii. ময়না
iv. কাঠঠোকরা
Ans – iv. কাঠঠোকরা
101. তেলাকুঁচোর থেলো থেলো সাদাফুলের মধ্যে কী আটকে ছিল ?
i. পূর্ণিমা
ii. অমাবস্যা
iii. জোৎসনা
iv. চাঁদের আলোর ছটাক
Ans – iii. জোৎসনা
102. পিঁপড়ের টোপে কীসের চাট সুবিধা হবে না ?
i. মুড়ির চাট
ii. ভাতের চাট
iii. আমের চাট
iv. কুলের চাট
Ans – i. মুড়ির চাট
103. চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল – কাহার গলা ?
i. পুঁটি
ii. ক্ষেন্তি
iii. রাধি
iv. অন্নপূর্ণা
Ans – iv. অন্নপূর্ণা
Thanks For Reading :পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর।
এই গল্পের MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের উপকারে এলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ।
আরো পড়ুনঃ
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MOCK TEST
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
বলছি আপনার এই পেজএ অনেক বানান ভুলভাল করা আছে দয়া করে বানানটি শুদ্ধ করুন।
ধন্যবাদ
thanks for suggestions
This is having mi your happy butty full