আজকের পর্বে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ আলোচনা করতে চলেছি।একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় –ইতিহাস চেতনা থেকে পরীক্ষার উপযোগী কিছু MCQ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের উপস্থাপনা ।
যেসব ছাত্র ছাত্রী একাদশ শ্রেণীর ইতিহাস Semester-1 MCQ question answers | ইতিহাস class 11 chapter 1 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।
একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়
ইতিহাস চেতনা থেকে MCQ
1. প্রাগ-ঐতিহাসিক যুগ কথাটি প্রথম ব্যবহার করেন –
ক) উইলসন
খ) পলতুর্নাল
গ) হেনরি পিড়েন
ঘ) বিউরি
Ans: খ) পলতুর্নাল ।
2. প্রাগ -ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো –
ক) লিপি
খ) মুদ্রা
গ)) ধর্মগ্রন্থ
ঘ) জীবাশ্ম
Ans: ঘ) জীবাশ্ম ।
3. ইংরেজিতে Pre-history কথাটি প্রথম ব্যবহার করেন –
ক) উইলসন
খ) পলতুর্নাল
গ) বিউরি
ঘ) হেনরি পিড়েন
Ans: ক) উইলসন ।
4. প্রায়-ইতিহাস শব্দটির অর্থ হলো-
ক) ইতিহাসের আগের যুগ
খ) ইতিহাসের পরের পরের যুগ
গ) প্রাগ- ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
ঘ) যে সময় মানুষ লিখিত পদ্ধতি জানত না
Ans: গ) প্রাগ- ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল ।
5. যে- যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠ উদ্ধার করা গেছে সেটি ________নামে পরিচিত ।
ক) প্রাগ ঐতিহাসিক যুগ নামে
খ) প্রায় ঐতিহাসিক যুগ নামে
গ) প্রাচীন যুগ নামে
ঘ) ঐতিহাসিক যুগ নামে
Ans: ঘ) ঐতিহাসিক যুগ নামে ।
6. ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে ?
ক) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
খ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
গ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
ঘ) খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতক
Ans: ক) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক ।
7. ভারতে লৌহযুগের সূচনা হয়-
ক) সিন্ধু সভ্যতার যুগে
খ) বৈদিক যুগে
গ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
ঘ) প্রায়- ঐতিহাসিক যুগে
Ans: ঘ) প্রায়- ঐতিহাসিক যুগে ।
8. কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয় ?
ক) প্রাচীন প্রস্তরযুগে
খ) মধ্য প্রস্তরযুগে
গ) নব্য প্রস্তরযুগে
ঘ) তাম্র প্রস্তরযুগে
Ans: গ) নব্য প্রস্তরযুগে ।
একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় Mcq Mock Test
9. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ?-
ক) লৌহ যুগ
খ) তাম্র প্রস্তর যুগ
গ) প্রাগঐতিহাসিক যুগ
ঘ) মধ্য প্রস্তর যুগ
Ans: খ) তাম্র প্রস্তর যুগ ।
10. রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কারক হলেন ।
ক) উইলার্ড ফ্র্যাঙ্ক লিভি
খ) লিকি দম্পতি
গ) রাখাল দম্প্তি
ঘ) দয়ারাম সহানি।
Ans: ক) উইলার্ড ফ্র্যাঙ্ক লিভি ।
11. _________আলতামিরা গুহায় প্রাচীন কালের বহু চিত্র মিলেছে ।
ক) ফ্রান্স –
খ) মধ্যপ্রদেশ
গ) পাকিস্থান
ঘ) স্পেন
Ans: ঘ) স্পেন ।
12. ভারতের __________ গুহায় প্রাচীন কালের প্রচুর চিত্র পাওয়া গিয়েছে ।
ক) আলতামিরা
খ) চৌকোতিয়েন
গ) জিগুরাত
ঘ) ভিমভেটকা
Ans: ঘ) ভিমভেটকা ।
13. প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো –
ক) কিউনিফর্মলিপি
খ) পাথরের হাত কুঠার
গ) পিরামিড
ঘ) গিলগামেস
Ans: গ) পিরামিড ।
14. প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন –
ক) ভারতীয়রা
খ) মিশরিয়রা
গ) গ্রিকরা
ঘ) সুমেরিয়রা
Ans: খ) মিশরিয়রা ।
15. লিপির বিষয়বস্তুর অধ্যায়নকে বলা হয়-
ক) এপিগ্রাফি
খ) প্যালিও গ্রাফি
গ) নিউমিসমেটিকস
ঘ) কোনোটিই নয়
Ans: ক) এপিগ্রাফি ।
16. হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি-
ক) মিশরের
খ) সুমেরের
গ) গ্রিক
ঘ) ‘মেসোপটেমিয়া
Ans: ক) মিশরের ।
17. পাল রাজাদের মুদ্রা কি নামে পরিচিত-
ক) মনা
খ) ক্যশু
গ) নারায়ণী
ঘ) নিস্পক
Ans: গ) নারায়ণী ।
18. জেনদাবেস্তা হল ________দের ধর্মগ্রন্থ –
ক) গ্রিক
খ) ইহুদি
গ) জড়াথ্রুস্টিয়
ঘ) ভারতীয়
Ans: গ) জড়াথ্রুস্টিয় ।
19. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো-
ক) ইলিয়াড
খ) গিলগামেস
গ) রামায়ন
ঘ) মহাভারত
Ans: খ) গিলগামেস ।
২০. গিলগামেস হলো _____ দেশের মহাকাব্য-
ক) ভারত
খ) মেসোপটেমিয়া
গ) গ্রিক
ঘ) মিশর
Ans: খ) মেসোপটেমিয়া ।
21. ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন-
ক) হোমার
খ) সেলুকাস
গ) মেগাস্থিনিস
ঘ) কৌটিল্য
Ans: ক) হোমার ।
22. রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়-
ক) কাশ্মীর
খ) গুজরাট
গ) চিন
ঘ) সুমের
Ans: ক) কাশ্মীর ।
23. ইন্ডিকার রচয়িতা হলেন-
ক) মেগাস্থিনিস
খ) কৌটিল্য
গ) চন্দ্রগুপ্ত
ঘ) সেলুকাস
Ans: ক) মেগাস্থিনিস ।
24. ইতিহাসের জনক বলা হয়-
ক) সক্রেটিস
খ) হেরোডোটাস
গ) প্লেটো
ঘ) অস্টিন
Ans: খ) হেরোডোটাস ।
25. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়-
ক) হেরোডোটাস
খ) কিউরি
গ) সক্রেটিস,
ঘ) র্যাঙ্কে
Ans: ঘ) র্যাঙ্কে ।
26. সাধারণ ইতিহাস গ্রন্থটি রচনা করে –
ক) ক্লিনি
খ) টেসিয়াস
গ) স্ট্রাবো
ঘ) পলিবিয়াস
Ans: ঘ) পলিবিয়াস ।
27. অর্থশাস্ত্রের লেখক হলেন-
ক) মেগাস্থিনিস
খ) কৌটিল্য
গ) কালিদাস
ঘ) সন্ধ্যাকর নন্দী
Ans: খ) কৌটিল্য ।
28. অমর কোশের রচয়িতা হলেন –
ক) অমরসিংহ
খ) বরাহমিহির
গ) ধণত্বরী
ঘ) আর্চভট্ট
Ans: ক) অমরসিংহ ।
29. “What is history গ্রন্থটির রচয়িতা হলেন-
ক) হেরোডোটাস
খ) ক্লিনি
গ) E.H কার
ঘ) পিরেন
Ans: গ) E.H কার ।
3০. “তহকিক-ই-হিন্দ “গ্রন্থের রচয়িতা হলেন-
ক) আলবিরুনি
খ) বাবর
গ) আমির খসরু
ঘ) হুমায়ুন
Ans: ক) আলবিরুনি ।
31. আমির খুসরু রচিত গ্রন্থটির নাম-
ক) তারিখ-ই-ফিরজশাহি
খ) খাজাইন-উল-ফতহ
গ) আকবরনামা
ঘ) বাদশাহ নামা
Ans: খ) খাজাইন-উল-ফতহ ।
32. মধ্যযুগের পর সমাপ্তি হয়-
ক) রোমের পতনের পর
খ) রোম সাম্রাজ্য গঠনের পর
গ) ক্রীতদাসপ্রথার অবসানের পর
ঘ) কন্সটান্তিনোপলের পতনের পর
Ans: ঘ)কন্সটান্তিনোপলের পতনের পর ।
33. তারিখ-ই ফিরদ শাহির রচয়িতা হলেন-
ক) বাদাউনি
খ) জিয়াউদ্দিন বরনি
গ) আলবিরুনি
ঘ) ইবন ব্তুতা
Ans: খ) জিয়াউদ্দিন বরনি ।
34. কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল-
ক) প্রস্তর যুগে
খ) নব্য-প্রস্তর যুগে
গ) প্রাচীন প্রস্তর যুগে
ঘ) লৌহ যুগে
Ans: খ) নব্য-প্রস্তর যুগে ।
35. মধ্য প্রস্তর যুগের হাতিয়ার গুলির অন্যতম বৈশিষ্ঠ্য হলো-
ক) ক্ষুদ্রতা
খ) ভঙ্গুরতা
গ) বিশাল আকৃতি
ঘ) দীর্ঘ আকৃতি
Ans: ক) ক্ষুদ্রতা ।
36. কিউনিফর্ম’ কোন দেশের লিপি-
ক) মিশর
খ) সুমের
গ) ব্যাবিলন
(d) ভারত
Ans: খ) সুমের ।
37. সোহগোর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে –
ক) মিশরে
খ) চিন
গ) সুমের
ঘ) ভারত
Ans: ঘ) ভারত ।
3৪. সিন্ধু সভ্যতা কোন যুগের –
ক) তাম্রপ্রস্তর
খ) প্রাগঐতিহাসিক
গ) লৌহ
ঘ) আদিম
Ans: ক) তাম্রপ্রস্তর ।
39. সুলতানী যুগের ঐতিহাসিকরা হলেন –
ক) সন্ধ্যাকর নন্দী
খ) জিয়াউদ্দিন বরনি
গ) আফিফ
ঘ) আমির খসরু
বিকল্প –i) ক, গ, ঘ ঠিক এবং খ ভুল
ii) ক, খ, গ ঠিক এবং ঘ ভুল
iii) ক , খ , ঘ , ঠিক এবং গ ভুল
iv) খ, গ , ঘ ঠিক এবং ক ভুল
Ans: iv) খ, গ , ঘ ঠিক এবং ক ভুল ।
40) ভারতে ইন্দো-পার্শিক ইতিহাস চর্চার সাথে যুক্ত ঐতিহাসিক হলেন-
ক) মহিবুল হাসান
খ) আমির হাসান
গ) জিয়াউদ্দিন বরনি
ঘ) ইসামি
Ans: ক) মহিবুল হাসান ।
41) ভারতের আঞ্চলিক বিষয়ক দুটি গ্রন্থ হল-
ক) রাজতরঙ্গিনী
খ) ইরসোচোরিত
গ) রাসমালা
ঘ) রামচরিত মানষ
বিকল্প i) ক, খ, গ ঠিক এবং ঘ ভুল ।
ii) ক, ঠিক এবং খ, গ, ঘ ভুল
iii) ক, ও ঘ ঠিক এবং খ, গ ভুল
iv) ক, খ ঠিক এবং গ, ঘ ভুল ।
Ans: iv) ক, খ ঠিক এবং গ, ঘ ভুল ।
42) নিম্ন বর্গের ইতিহাস চর্চার সাথে যুক্ত ঐতিহাসিক–
ক) রমেশচন্দ্র মজুমদার
খ) গৌতম ভদ্র
গ) রণজিৎ গুহ
ঘ) পার্থ চট্টোপাধ্যায়
বিকল্প i) ক, খ ঠিক এবং গ , ঘ ভুল।
ii) ক, খ ,গ ঠিক এবং ঘ ভুল ।
iii) খ , গ, ঘ ঠিক এবং ক ভুল ।
iv) ক, ঘ, ঠিক এবং গ,ঘ ভুল ।
Ans: iii) খ , গ, ঘ ঠিক এবং ক ভুল ।
43. _______ পরবর্তী সময়কে আধুনিক যুগের সূচনা ধরা হয়-
ক)1953 খ্রিঃ
খ) 1492 খ্রিঃ
গ) 1455 খ্রিঃ
ঘ) 1456 খ্রিঃ
Ans: ক)1953 খ্রিঃ ।
44. ভারতের ইতিহাসকে হিন্দু মুসলিম ও ব্রিটিস এই তিন ভাগে ভাগ করেছেন-
ক) জেমস মিল
খ) আমির খুসরু
গ) মহিবুল হাসান
(d) জিয়াউদ্দিন বরনি
Ans : ক) জেমস মিল ।
45. ভারতীয় সময়কাল সংক্রান্ত ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রধান দুটি দৃষ্টি ভঙ্গি হলো-
ক) রৈখিক ও চক্রাকার
খ) রৈখিক
গ) রৈখিক- দন্ডাকার
ঘ) বৃত্তাকার
Ans : ক) রৈখিক ও চক্রাকার ।
46. ইতিহাসের চক্রাকার যুগের কথা বলেছেন –
ক) টয়েনবি
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) ইসামি
ঘ) রোমিলা থাপার
Ans : ক) টয়েনবি ।
47. পুরান কথার অর্থ হলো-
ক) আধুনিক
খ) প্রাচীন
গ) নব্য
ঘ) মধ্য
Ans : খ) প্রাচীন ।
48. পঞ্চমবেদ বলা হয়-
ক) ইতিহাস পুরান
খ) বৈদিক সাহিত্য
গ) উপকথা
ঘ) কাহিনী
Ans : ক) ইতিহাস পুরানকে ।
49. ” India Today “প্রশ্নটির লেখক হলেন-
ক) রজনী পামদত্ত
খ) সুমিত সরকার
গ) যদুনাথ সরকার
ঘ) রামসর শর্মা
Ans : ক) রজনী পামদত্ত ।
50. রামচরিত-এর রচয়িতা হলো-
ক) বানভট্ট
খ) সন্ধ্যাকর নন্দী
গ) বিলহন
ঘ) চাঁদ বরদৌ
Ans : খ) সন্ধ্যাকর নন্দী ।
51. মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানা যায় যে গ্রন্থ থেকে তা হলো-
ক) ইলিয়াড
খ) ইন্ডিকা
গ) ওডিসি
ঘ) রামচরিত
Ans : খ) ইন্ডিকা।
52. ট্রয় নগরী যুদ্ধের কাহিনী জানা যায় যে গ্রন্থ থেকে তা হল-
ক) রামচরিত
খ) ইলিয়াড
গ) ইন্ডিকা
ঘ) হর্ষচরিত
Ans : খ) ইলিয়াড ।
53. ‘History’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে-
ক). Histo
খ) Historia
গ) History
ঘ) Histormen
Ans : খ) Historia ।
54. পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা হলেন –
ক) হামুরাবি
খ) হান্টার
গ) পিয়ের
ঘ) স্মিথ
Ans : ক) হামুরাবি ।
55. প্রাচীন যুগ কটি ভাগে বিভক্ত-
ক) 2 টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
Ans: খ) ৩ টি ।
Thanks For Reading: একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ ।
আরো পড়ুনঃ
- একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান নাগরিকত্ব MCQ
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
- Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ
- পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ । একাদশ শ্রেণি ।
- সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণি