বর্ষাবর্ণনম্‌ MCQ Mock Test Sanskrit Set-1

বর্ষাবর্ণনম্‌ MCQ Mock Test একাদশ শ্রেনীর সংস্কৃত Semester- 1। ছাত্র ছত্রীদের পরীক্ষার  সুবিধার জন্য বর্ষাবর্ণনম্‌ পাঠ্যাংশের সমস্ত শ্লোকের  MCQ Mock Test Set-1 দেওয়া হল।

বর্ষাবর্ণনম্‌  MCQ MOCK TEST
বর্ষাবর্ণনম্‌ MCQ MOCK TEST

 

বর্ষাবর্ণনম্‌ MCQ Mock Test Sanskrit Set-1 | একাদশ শ্রেনীর সংস্কৃত Semester- 1

 


বর্ষাবর্ণনম্‌ MCQ Mock Test

এখনে 30 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান ২।
Full Marks- 30×2=60
 
START MOCK TEST

#1. “ অয়ং সকালঃ ” – কোন কাল –

#2. এখন যা আগমনের সময় তা হল –

#3. বর্ষার মেঘ কার সাথে তুলনীয় তা হল –

#4. ‘ নভো ’ – শব্দের অর্থ হল –

#5. বাতাস কোথা থেকে নির্গত হয়েছে –

#6. জলের সাথে কোন্‌ পদার্থ মিশলে তা শীতল হয় –

#7. বাতাসে কোন ফুলের গন্ধ মিশ্রিত হয়েছে –

#8. কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস ……………. যোগ্য।

#9. কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস …………… ভাবে পানের যোগ্য।

#10. ‘ বাতাঃ ’ সংস্কৃত প্রতিশব্দ হল –

#11. “ বিনিমুক্তাঃ ” – সংস্কৃত প্রতিশব্দ হল –

#12. ‘ বর্ষাবর্ণনম্‌ ’ – পাঠ্যাংশটির উৎস কী –

#13. ‘ বর্ষাবর্ণনম্‌ ’ পাঠ্যাংশের রচয়িতা হলেন –

#14. রামায়নের কয়টি কান্ড –

#15. ‘ বর্ষাবর্ণনম্‌ ’ রামায়নের যে কান্ডের অন্তর্গত তা হল –

#16. ‘ বর্ষাবর্ণনম্‌ ’ – রামায়নের কিস্কিন্ধ্যা কান্ডের কত সংখ্যক সর্গ বা অধ্যায় –

#17. বাল্মীকি মোট কয়টি শ্লোকে বর্ষার বর্ণনা করেছেন –

#18. রামায়নে সীতা উদ্ধার পর্বের নাম হল –

#19. রামায়নে অধ্যায় সংখ্যা –

#20. রামায়নে মোট শ্লোক সংখ্যা হল –

#21. রামচন্দ্র কাকে বর্ষার বর্ণনা করেছেন –

#22. রামচন্দ্র কোন পর্বতে থাকাকালীন বর্ষা নেমে আসে –

#23. বালীরাজকে কে হত্যা করেছিল –

#24. কোন্‌ পর্বতে এসে বানররাজ বালীকে রামচন্দ্র হত্যা করেন –

#25. বর্ষাকালে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে

#26. বর্ষাকালের আকাশ কখনও কখনও কিসের দ্ধারু রুদ্ধ –

#27. ‘ প্রকীর্ণামুধরং ’ – ‘ অম্বু ’ – শব্দের অর্থ হল –

#28. বর্ষার মেঘ কার মতো পতাকা ধারণ করেছে –

#29. কে পতাকারূপ ধারণ করেছে –

#30. বর্ষার মেঘ কার মতো গম্ভীর গর্জন করছে –

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


একাদশ শ্রেনীর আন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:

 

Leave a comment