একাদশ শ্রেণীর সংস্কৃত প্রথম সেমিস্টারে পাঠ্য বিষয়ে তোমাদের unit-5 রয়েছে বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস।(history of Vedic Sanskrit literature ) । এই unit এর প্রথম অংশ হল বৈদিক সাহিত্য (সংক্ষিপ্ত পরিচয়)। এই অংশ থেকে class 11 Sanskrit semester-1 MCQ Mock Test দেওয়া হল যাতে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য খুব ভালো ভাবে প্রস্থুতি নিতে পারে।
একাদশ শ্রেণীর সংস্কৃত বৈদিক সাহিত্য MCQ Mock Test
Online Mock test
বিষয়– একাদশ সংস্কৃত বৈদিক সাহিত্য
Full Marks- 60*2=120
Time- 1200 Seconds
START MOCK TEST
#1. ব্রাহ্মণের পরের অংশ হল ?
#2. অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ?
#3. কৃষ্ণযজুবেদের ব্রাহ্মণ ?
#4. গোপথ ব্রাহ্মণ ?
#5. ‘মান্ডুক্যোপনিষদ’ -
#6. উপনিষদের ওপর নাম -
#7. বেদের প্রখ্যাত টীকাকার হলেন -
#8. বেদের জ্ঞানকান্ড কাকে বলা হয় ?
#9. বেদের অপর নাম হল -
#10. ত্রিবেদবিদ্ হলেন -
#11. নিরুক্ত গ্রন্থের বিষয়বস্তু -
#12. সর্বপেক্ষা বৃহৎ ব্রাহ্মণগ্রন্থ হল -
#13. মহাভাষ্যকার কে ?
#14. বৈদিক ছন্দঃসূত্রের রচয়িতা -
#15. শুল্বসূত্রের বিষয় কী -
#16. নিরুক্তকার কে ?
#17. যে বেদাঙ্গ বেদপুরুষের চোখের সঙ্গে তুলনীয় সেটি হল -
#18. বেদে কবি বা ঋষি যে বিষয়ে অবলম্বনে সূক্ত রচনা করেন, তাকে বলা হয় -
#19. উপনিষদের মূল বিষয় হল -
#20. মন্ত্রের অঙ্গ হল -
#21. চারটি কল্পসূত্র হল -
#22. ছয়টি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গ হল
#23. ঈশোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল -
#24. বেদের কোন্ ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে ?
#25. উপনিষদগুলিকে কী বলা হয় ?
#26. ত্রয়ী শব্দটি দ্বারা কোন্ তিনটি বেদকে বোঝানো হয় ?
#27. কোণ্ বেদে প্রথম গদ্যের ব্যবহার করা হয়েছে ?
#28. বর্তমানে অথর্ব বেদের যে দুটি শাখা পাওয়া যায় সেগুলি কী কী ?
#29. ঐতরেয় ব্রাহ্মণ কোন্ বেদের অঙ্গীভূত ? ?
#30. বেদ শব্দের ব্যুৎপত্তি হল -
#31. কোন্টি বেদের অংশ নয় ?
#32. বেদের সংখ্যা হল -
#33. ‘ঋষি’ শব্দের অর্থ হল -
#34. ঋষির দ্বারা দৃষ্ট মন্ত্র নিয়ে রচিত সম্পূর্ন কবিতাকে বলে
#35. নিম্নলিখিত ছন্দগুলির মধ্যে যেটি বৈদিক ছন্দ নয় সেটি হল -
#36. নিরুক্তের রচিয়িতা হলেন -
#37. কেনোপনিষদ্ ................ বেদের অন্তর্গত।
#38. গান গেয়ে যে বেদ পড়া হয়, সেটি হল -
#39. সামবেদে ‘সাম ’ শব্দের অর্থ হল -
#40. সামবেদের আরণ্যক কী ?
#41. সামবেদের মন্ত্রসংখ্যা কত ?
#42. বর্তমানে সামবেদের কোন্ শাখা সর্বাধিক প্রসিদ্ধ ?
#43. সামবেদের গানগুলি কয়শ্রেনিতে বিভক্ত ?
#44. ঋক্বেদের ব্রাহ্মণ কোন্টি ?
#45. ঋক্বেদের মোট সূক্তসংখ্যা
#46. ঋক্বেদের প্রধান পুরোহিতের নাম
#47. নাসদীয় সূক্ত …………….. অন্তর্ভুক্ত।
#48. ঋক্বেদের শাখাদুটি হল -
#49. ‘ঋক্বেদীয় প্রাতিশাখ্য’ – এর রচনাকার হলেন -
#50. ঋক্বেদের প্রথম মন্ডলের প্রথম সূক্তটির ছন্দ হল -
#51. ঋক্বেদের নবম মন্ডল হল -
#52. ঋক্বেদের পৃথিবীস্থানীয় দেবতা হলেন -
#53. ঋক্ সংহিতার মন্ত্রবিভাগ দুটি কী ?
#54. বিখ্যাত পুরুষ সূক্তটি ঋক্বেদের কোন্ মন্ডলে দেখা যায় ?
#55. ঋক্বেদের কয়টি ভাষ্য এখন উপলব্ধ হয় ?
#56. ঋক্বেদের ছন্দ কয়টি ?
#57. ঋক্বেদের কতজন দেবতার কথা জানা যায় ?
#58. ইন্দ্র ঋক্বেদের কোন্ স্থানীয় দেবতা ?
#59. ঋক্বেদের দার্শনিক চিন্তাসমৃদ্ধ সূক্তগুলির অধিকাংশই কোন্ মন্ডলে আছে ?
#60. ঋক্বেদ কয়টি মন্ডলে বিভক্ত ?
Finish
একাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ে Online Mock test
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে বাছাই করা MCQ SET CLICK HERE