Darshanshika.com ওয়েব সাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ক্ষুদ্র প্রয়াস হল শিক্ষা বিঞ্জানের উপর ONLINE MCQ MOCK TEST । এই পর্বে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান (Class 11 Education Semester – 1) পরীক্ষার জন্য MOCK TEST প্রস্তুত করা হয়েছে। এখানে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান MCQ MOCK TEST SET-1 দেওয়া হল।
একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানেরঅন্তর্গত প্রথম ইউনিটে রয়েছে শিক্ষার ধারনা ও শিক্ষার লক্ষ্য। এই পর্বে শিক্ষার ধারনা ও শিক্ষার লক্ষ্য MCQ এর উপর MOCK TEST SET দেওয়া হল।
একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান | শিক্ষার ধারনা ও শিক্ষার লক্ষ্য থেকে MCQ MOCK TEST
শিক্ষার ধারনা ও শিক্ষার লক্ষ্য থেকে MCQ MOCK TEST
50 টি প্রশ্নের উত্তর করতে হবে।
F.M- 50x 2=100
#1. সংকীর্ণ অর্থে শিক্ষা হল-
#2. লাতিন শব্দ ‘Educere’-এর অর্থ হল-
#3. ‘Educare’ শব্দের অর্থ হল-
#4. ডিউই-র মতে শিক্ষার উদ্দেশ্য হল-
#5. ‘Educatum’ শব্দটির অর্থ হল-
#6. ‘শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া’- উক্তিটি কার?
#7. বিবেকানন্দের মতে শিক্ষা হল-
#8. “সা বিদ্যা যা বিমুক্তয়ে” – কোথায় বলা হয়েছে?-
#9. “শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ”-এই কথাটি বলেছেন
#10. শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা”-এই অভিমতটি কার? –
#11. শিক্ষা একটি দ্বিমেবুবিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছে –
#12. প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়?
#13. “শিশুর এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা”-উক্তিটি করেছেন।
#14. সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন-
#15. শিক্ষা শব্দটি সংস্কৃত ‘শাস্’ ধাতু থেকে এসেছে যার অর্থ –
#16. 17. আধুনিক শিক্ষাব্যবস্থা হল-
#17. “শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম।”- উক্তিটি হল-
#18. আধুনিক শিক্ষা হল, একটি-
#19. শিক্ষা এক প্রকারের
#20. শিক্ষার লক্ষ্য থাকা
#21. শিক্ষার লক্ষ্য_________হিসেবে নির্বাচন করা উচিত।
#22. শিক্ষার কোন লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
#23. শিক্ষার লক্ষ্য বলতে নৈতিক চারিত্রিক বিকাশের কথা বলেছিলেন।–
#24. শিক্ষার্থীদের সমাজ সংস্কৃতির ধারায় প্রশিক্ষণ দেওয়াই শিক্ষার –
#25. শিক্ষার্থীর নিজের অন্তরে বুদ্ধির অগম্য যে সত্তা আছে, শিক্ষার__________ লক্ষ্য, তাকে তা যথাযথভাবে উপলব্ধি করতে সহায়তা করে।
#26. শিক্ষার নৈতিক লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে_______ জাগ্রত করা।
#27. শিক্ষার যে লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতার উপরই কেবলমাত্র গুরুত্ব দেওয়া হয়, তাকে বলা হয়-
#28. যে শিক্ষার লক্ষ্যে শুধুমাত্র শিক্ষার্থীর চাহিদা বা প্রয়োজনের কথাই ভাবা হয় তাকে বলা হয় শিক্ষার –
#29. ‘মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য’ -শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয়-
#30. শিক্ষার সামাজিক লক্ষ্যে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রয়োজনের উপর তাকে বলা হয়-
#31. শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যে বিশেষভাবে উপর তাকে বলা হয়- গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রয়োজনের
#32. আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হল-
#33. ‘একক বিচ্ছিন্ন ব্যক্তি কল্পনায় থাকলেও বাস্তবে তা সম্ভব নয়’ কথাটি কে লিখেছেন?
#34. শিক্ষা সম্পর্কিত ধারণাটি-
#35. মানব সমাজে শিক্ষা সম্পর্কিত ধারণাটি
#36. ‘শিক্ষা’ শব্দটি সংস্কৃত ‘শাস্’ ধাতু থেকে এসেছে, যার অর্থ-
#37. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা হবে
#38. ব্যাপক অর্থে শিক্ষা হল _______প্রক্রিয়া।
#39. ব্যাপক অর্থে জীবন বিকাশে____হল শিক্ষা।
#40. আধুনিক অর্থে শিক্ষা হল শিক্ষার্থীর _______বিকাশের প্রক্রিয়া-
#41. ব্যাপক তাৎপর্যে শিক্ষায় শিক্ষক, শিক্ষার্থীর _____ ভূমিকা গ্রহণ করেন।
#42. ‘প্রতিপালন’ বা পরিচর্যা করার অর্থে ইংরাজি EDUCATION শব্দটি_________ ল্যাটিন শব্দ থেকে এসেছে।
#43. যে শিক্ষায় শিক্ষার্থীকে কেবলমাত্র গ্রহীতার ভূমিকা পালন করতে হয়, তাকে বলা হয় শিক্ষা।
#44. সংকীর্ণ অর্থে ‘শিক্ষা’ হল-
#45. ব্যাপক অর্থে ‘শিক্ষা’ হল-
#46. আধুনিক শিক্ষা হল, একটি-
#47. আধুনিক অর্থে শিক্ষা হল শুধুমাত্র
#48. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মূখ্য ভূমিকা হল-
#49. শিক্ষার কোন লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
#50. শিক্ষার লক্ষ্য বলতে নৈতিক চারিত্রিক বিকাশের কথা বলেছিলেন।–
Results
Congratulations!
You are Passed.
Improve Your Knowledge And Try Again.
HD Quiz powered by harmonic design
Class 11 Education mcq with answers
আরো MOCK TEST
- শিক্ষা বিজ্ঞানের উপর বিভিন্ন নোটস CLICK HERE
আমার খুব ভালো লাগলো। আমি আর অনেক এডুকেশন এর ইনপর্টেন প্রশ্ন জানতে পারলাম আমার অনেক কাজে লাগবে।