একাদশ শ্রেণীর এডুকেশন MCQ UNIT-1, SEMESTER-1 2024-2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর এডুকেশনের নতুন সিলেবাস চালু হল । সিলেবাসের প্রথম সেমিস্টারে unit-3 তে রয়েছে Factors of Education: Learner, Teacher, Curriculum and Environment .এই সমস্ত ট্রপিক থেকে Class 11 Education semester-1 তে বাছাই করা কতক গুলি MCQMOCK TEST দেওয়া হল। এই প্রশ্নগুলি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই উপযুক্ত।
শিক্ষার তাৎপর্যপূর্ন উপাদান MCQ MOCK TEST
25 টি প্রশ্নের উত্তর করতে হবে।
F.M- 25x 2=50
START MOCK TEST
#1. আধুনিক শিক্ষায় সংগীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলি হিসেবে বিবেচিত হয়, তা হল-
#2. নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল -
#3. প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত?
#4. প্রাচীন শিক্ষাব্যবস্থায় শিক্ষার চারটি উপাদানের মধ্যে যা সবার উপর থাকে তা হল-
#5. নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতি যে শিক্ষাব্যবস্থায়, তা হল
#6. আলোচনা ও বিতর্ক, যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত, তা হল।
#7. "শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম", - বলেছেন-
#8. 'গ্রামোন্নয়নে অংশগ্রহণ' যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত হয় তা হল-
#9. বংশধারার ক্ষুদ্রতম উপাদান হল-
#10. 'Environment' কথাটির যে শব্দ থেকে উদ্ভব তা হল-
#11. শিক্ষার বস্তুগত উপাদানটি হল-
#12. ব্যায়াম ও খেলাধূলা হল-
#13. প্রদত্ত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল-
#14. 'Currere' শব্দের অর্থ হল-
#15. বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা সহপাঠক্রমিক কার্যাবলির অন্তর্গত। -
#16. শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলি তা হল-
#17. শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল-
#18. একটি পাঠক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত-
#19. একটি পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার লক্ষ্যকে কয়টি পর্যায়ে বিশ্লেষণ করা হয়?