শিক্ষার তাৎপর্যপূর্ন উপাদান MCQ MOCK TEST

একাদশ শ্রেণীর এডুকেশন MCQ UNIT-1, SEMESTER-1 2024-2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর এডুকেশনের নতুন সিলেবাস চালু হল । সিলেবাসের প্রথম সেমিস্টারে unit-3 তে রয়েছে Factors of Education: Learner, Teacher, Curriculum and Environment .এই সমস্ত ট্রপিক থেকে  Class 11 Education semester-1 তে বাছাই করা কতক গুলি MCQ MOCK TEST দেওয়া হল। এই প্রশ্নগুলি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই উপযুক্ত।

শিক্ষার তাৎপর্যপূর্ন উপাদান MCQ MOCK TEST
শিক্ষার তাৎপর্যপূর্ন উপাদান MCQ MOCK TEST

 

শিক্ষার তাৎপর্যপূর্ন উপাদান MCQ MOCK TEST

25 টি প্রশ্নের উত্তর করতে হবে।

F.M- 25x 2=50

 
START MOCK TEST

#1. আধুনিক শিক্ষায় সংগীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলি হিসেবে বিবেচিত হয়, তা হল-

#2. নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল –

#3. প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত?

#4. প্রাচীন শিক্ষাব্যবস্থায় শিক্ষার চারটি উপাদানের মধ্যে যা সবার উপর থাকে তা হল-

#5. নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতি যে শিক্ষাব্যবস্থায়, তা হল

#6. আলোচনা ও বিতর্ক, যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত, তা হল।

#7. “শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম”, – বলেছেন-

#8. ‘গ্রামোন্নয়নে অংশগ্রহণ’ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত হয় তা হল-

#9. বংশধারার ক্ষুদ্রতম উপাদান হল-

#10. ‘Environment’ কথাটির যে শব্দ থেকে উদ্ভব তা হল-

#11. শিক্ষার বস্তুগত উপাদানটি হল-

#12. ব্যায়াম ও খেলাধূলা হল-

#13. প্রদত্ত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল-

#14. ‘Currere’ শব্দের অর্থ হল-

#15. বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা সহপাঠক্রমিক কার্যাবলির অন্তর্গত। –

#16. শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলি তা হল-

#17. শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল-

#18. একটি পাঠক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত-

#19. একটি পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার লক্ষ্যকে কয়টি পর্যায়ে বিশ্লেষণ করা হয়?

#20. পাঠ্যক্রমের অন্তর্গত কোন্ বিষয়টি বিশেষভাবে শিক্ষার্থীর জৈবিক বিকাশে সহায়তা করে?

#21. ‘ইতিহাস’ বিষয় শিক্ষার্থীর কোন্ ধরনের চাহিদা পূরণ করতে পারে?

#22. একটি পাঠ্যক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি কী হওয়া উচিত?

#23. একটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজ শিক্ষার্থীর কোন্ বিকাশে সহায়তা করে?

#24. শিক্ষার একটি মানবীয় উপাদান হল-

#25. শিক্ষা প্রক্রিয়ার মূল উৎস হল, শিক্ষার্থীর-

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


আরো MOCK TEST Class 11


 

Leave a comment