বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MOCK TEST

darshanshika.com আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস হল একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বিষয় ভিত্তক Online MOCK TEST. এখানে একাদশ শ্রেণীর বাংলা থেকে Online MOCK TEST Set দেওয়া হল। একাদশ শ্রেণীর বাংলার গদ্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ Mock Test
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ Mock Test

 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ Mock Test | Bishal danawala ek thurthure buro 

START  Online MOCK TEST

 
START MOCK TEST

#1. বৃষ্টি হচ্ছিল কত দিন ধরে ?

#2. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো কোন ধরনের গল্প ?

#3. পেলাই কোন দিন প্রচুর কাঁকড়া মেরে ছিল ?

#4. গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে ?

#5. গল্পে ইংরেজি কোন মাসের উল্লেখ রয়েছে ?

#6. 6. পেলাইওর বাড়িতে কার জ্বর হয়েছিল ?

#7. পেলাইওর বাড়িতে কীসের পচা গন্ধ বেড়োচ্ছিল

#8. কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল ?

#9. বিশাল ডানাওয়ালা বুড়োটি কীসের মধ্যে শুয়ে ছিল ?

#10. পেলাইওর স্ত্রীর নাম কী ছিল ?

#11. এলিসেন্দা শিশুর কপালে কি দিচ্ছিল ?

#12. বুড়োর পরনে কী ছিল ?

#13. বুড়োর ডানা কেমন দেখতে ছিল

#14. বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল ?

#15. ওরা বুরোকে দেখে ও আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌছোলো যে সে কে ?

#16. পরোসিনীর মতো বুড়ো লোকটি আসলে কে ?

#17. পেলাইওদের বাড়িতে কাকে দেখার জন্য প্রচুর ভিড় হয়ে গিয়েছিল?

#18. কখন বাচ্ছাটি জেগে উঠল ?

#19. বাচ্চাটি কেন জেগে উঠেছিল ?

#20. কদিনের জন্য পেলাইও দেবদূতকে জল খাবার দেবে ভেবে ছিল ?

#21. কোথায় ছেড়ে দেবার চিন্তা ভাবনা করে ছিল বুড়োকে

#22. থুরথুরে বুড়োকে পেলাইও কোথায় রেখেছিল ?

#23. পাড়ার লোকেরা থুরথুরে বুড়োকে কী মনে করেছিল ?

#24. পাদ্রে কে ?

#25. পুরোপিতা কী

#26. যাজক কী

#27. মুরগির খাঁচায় বুড়োটিকে কেমন দেখাচ্ছিল ?

#28. ছোটোহাজুরী কী ?

#29. বিশপ কী ?

#30. পাদ্রে গনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল ?

#31. ডানাওয়ালা বুড়োর চোখ কেমন ছিল ?

#32. থুরথুরে বুড়োর পালকের সঙ্গে দুঃব্যবহার করেছে কে ?

#33. দেবদূতের খাদ্য হিসাবে পরসীনী কী নির্দেশ দিয়েছিল ?

#34. 34. বুড়ো লোকটি শুধু কী খেত ?

#35. 35. বুড়ো লোকটির যে গুনটিকে তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হল

#36. 36. বুড়ো লোকটি নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কী ভেবেছিল ?

#37. 37. পাদ্রে গনসাগা ভিড়ের ছ্যাপলামিটা ঠেকিয়ে রেখেছিল যাদের অনুপ্রেরনায় তা হল –

#38. পাদ্রে গনসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল ?

#39. ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়শা হল কী ভাবে ?

#40. 40. শহরে আগত একটি ভ্রাম্যমান প্রদর্শনীর প্রধান আকর্ষন কী ছিল ?

#41. মাকড়শা মেয়েটি ছিল

#42. যাদের প্রানে দয়া – দাক্ষিণ্য আছে তারা মাকড়শা কন্যার মুখে কী তুলে দেয় ?

#43. এক অন্ধ দৃষ্টি ফিরে না পেলেও কী ফিরে পেয়েছিল ?

#44. এক পঙ্গু গিরি লঙ্ঘন করতে না পারলেও কী জিতেছিল ?

#45. কুষ্ঠ রুগীর ঘা থেকে কী গজিয়ে ছিল ?

#46. বৃদ্ধের কথাবার্তা সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা হল –

#47. এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল ………… রেশমি কাপড়ের

#48. পেলাইও চিরকালের জন্য কোন কাজ থেকে ইস্থাফা দেয় ?

#49. থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয় ?

#50. বাচ্ছাটি কখন থেকে মুরগির খাঁচার ভিতর খেলতে যেত ?

#51. ডানাওয়ালা বুড়োকে উড়ে যেতে কে দেখেছিল ?

#52. আকাশ ভড়া ঝিকিমিকি তারাদের তলায় এরূপ বৃদ্ধ লোকটি কোন গান গুনগুণ করে ?

#53. থুরথুরে বুড়োটি যখন উড়ে যাবার চেষ্টা করেছিল তখন এলিসেন্দার কী করছিল ?

#54. কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজায় ?

#55. করুণা বসত পেলাইও বৃদ্ধলোকটিকে কোথায় শুতে দিয়েছিল ?

Previous
Finish

Results

Congratulations

Try Again

HD Quiz powered by harmonic design


আন্যান্য বিষয়ে MOCK TEST

  • ভারতীয়  দর্শনে দর্শনের অর্থ  Online Mock Test    CLICK HERE
  • Class 11 পুঁইমাচা গল্পের MCQ MOCK TEST           CLICK HERE


আন্যান্য বিষয়ে MCQ প্রশ্ন- উত্তর

একাদশ শ্রেনীর আন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:

 

3 thoughts on “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MOCK TEST”

Leave a comment