উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা

মাধ্যমিক ইতিহাস –(সিধান্ত ও বিদ্রোহ বৈশিষ্ট ও পরীক্ষা ) তৃতীয় অধ্যায় থেকে আজকের এই পর্বের বিষয়- উচ্চ শিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা |  যেসব ছাত্রছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 3 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।

উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা |
উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা |

 

উচ্চ শিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা | 

Role of Calcutta University in Development of Higher Education |

কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাঃ  

ভারতে পাশ্চাত্য ধাঁচে আধুনিক উচ্চতর শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে লর্ড ক্যানিংয়ের শাসনকালে 1857 সালে 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি দান করেছিলেন দ্বারভাঙার মহারাজ মহেশ্বর সিং বাহাদুর।

উচ্চ শিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাঃ

এদেশে উচ্চশিক্ষা বিকাশে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

(1) পাশ্চাত্য শিক্ষা-ব্যবস্থাঃ

কলকাতা বিশ্ববিদ্যালয় হল দক্ষিন এশিয়ার প্রথম পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা। প্রতিষ্ঠার প্রথম পর্বে লাহোর থেকে রেঙ্গুন এবং শ্রীলঙ্কা পর্যন্ত এই বিদ্যালয়ের ব্যাপ্তি ছিল।

(2) চরম উৎকর্ষতাঃ 

স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপচার্য থাকার সময় এই বিশ্ব বিদ্যালয়ে শিক্ষার উৎকর্ষতা চরম শিখরে পৌঁছায়। তার আমলে বিজ্ঞান ও কলাশাস্ত্রে উন্নত গবেষণার জন্য সারা বিশ্বে প্রশংসা অর্জন করে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পরিদর্শক অধ্যাপক ছিলেন।

(3) কৃতী ছাত্রছাত্রীঃ 

কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1858 খ্রীঃ যদুনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম স্নাতক হন। এশিয়ার প্রথম ডিলিট বেনীমাধব বড়ুয়া এখানকার ছাত্র ছিলেন। এছাড়া জগদীশচন্দ্র বসু, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণান, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সুভাষ চন্দ্র বসু প্রমুখ উল্লেখযোগ্য কৃতী ছাত্র ছিলেন।


আরো পড়ুন –


প্রশ্ন উত্তরঃ 

১. কলিকাতা বিশ্ববিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন ? 

উত্তরঃ আলেকজান্ডার ডাফ, ও চার্লস উডের উদ্যোগে 1857 সালে 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

২. ভারতের প্রথম স্নাতক কে ছিলেন ?

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1858 খ্রীঃ যদুনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম স্নাতক হন।

৩. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন ? 

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন- কাদম্বিনী গাঙ্গুলি ।

৪. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন-গুরুদাস বন্দ্যোপাধ্যায় ।

৫. কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয় ? 

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917 খ্রিঃ গঠিত হয় ।

৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ/ স্নাকোত্তর কে ছিলেন ?

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ/ স্নাকোত্তর ছিলেন – চন্দ্রমুখী বসু ।


 

Leave a comment