মাধ্যমিক ইতিহাস –(সিধান্ত ও বিদ্রোহ বৈশিষ্ট ও পরীক্ষা ) তৃতীয় অধ্যায় থেকে আজকের এই পর্বের বিষয়-নীল বিদ্রোহের কারণ গুলি আলোচনা করো | যেসব ছাত্র ছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 3 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।
নীল বিদ্রোহের কারণ গুলি আলোচনা করো |Discuss the causes of the Blue Rebellion |
নীল বিদ্রোহ কিঃ
সর্বপ্রথম ভারতে নীল শিল্প প্রতিষ্ঠা করেন বণিত কার্লব্ল্যাম। পরবর্তীকালে নীলকরদের তীব্র অত্যাচার থেকে মুক্তি পেতে 1859 সালে কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে বিদ্রোহ শুরু হয়। ক্রমে তা সমগ্র নদীয়া ,পাবনা, ফরিদপুর , মুর্শিদাবাদ , মালদহ, বারাসাত প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়ে।
নীল বিদ্রোহের প্রধান কারণগুলি হলঃ
1) দাদনী প্রথাঃ
নীল কররা নীল চাষের জন্য চাষিকে বিঘা পিছু অগ্রিম পাঁচ টাকা দাদন দিত। কোন চাষি একবার দাদন নিলে তা আর কখনো পরিশোধ করতে পারতো না। এর ফলে চাষির জমি বাজেয়াপ্ত করা হত ,এবং তাঁর স্ত্রী, পুত্র, গোরু, বাছুর, নীল কুঠিতে আটকে রাখা হত।
2) চাষের ক্ষতিঃ
এক বিঘা জমিতে নীল চাষ করতে 13 টাকা 5 আনা খরচা হত। সেই নীল বিক্রি করতে চাষি পেত 7 টাকা 6 আনা তাছাড়া নীল চাষ করতে গিয়ে খাদ্যশস্যের চাষ বন্ধ হওয়ায় খাদ্যাভাব দেখা যায়।
3) ন্যায় বিচারের অভাবঃ
নীল করদের বিরুদ্ধে চাষিরা ইংরেজ শাসকের কাছে যে সব অভিযোগ জানাত তার ন্যায় বিচার কৃষকরা কখনোই পেতো না।
4) পঞ্চম আইনঃ
1830 সালে পঞ্চম আইন পাশ করে ঘোষণা করা হয় । কোন চাষি দাদন নিয়ে নীলচাষ না করলে তাকে বিঘা প্রতি 10 টাকা ক্ষতি পূরণ দিতে হবে এবং তিন মাসের কারাদন্ড হবে।
5) অত্যাচারঃ
কৃষকরা জমিতে নীল চাষ করতে না চাইলে নীলকর সাহেবরা লাঠিয়াল ও পাইক দিয়ে চাষিদের ও চাষির পরিবারের উপর নির্মম অত্যাচার করত। মহিলাদের সম্মান হানি থেকে শুরু করে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হত।
এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে বাংলার চাষিরা 1859 -1860 পর্যন্ত বাংলায় যে শক্তিশালী আন্দোলন গড়ে ছিল, তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত।
আরো পড়ুন –
- দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |
- মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং |
- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ |
- ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি ছিল | মাধ্যমিক ইতিহাস |
- উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো |
প্রশ্ন উত্তরঃ
১. নীল বিদ্রোহ কাকে বলে/ নীল বিদ্রোহ বলতে কি বোঝ ?
উত্তরঃ নীলকরদের তীব্র অত্যাচার থেকে মুক্তি পেতে 1859 সালে কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে বিদ্রোহ শুরু হয়। তা নীল বিদ্রোহ নামে পরিচিত ।
২. নীল বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল ?
উত্তরঃ সমগ্র নদীয়া , পাবনা, ফরিদপুর , মুর্শিদাবাদ , মালদহ, বারাসাত প্রভৃতি সাথে ছড়িয়ে পড়ে।
৩. নীল বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তরঃ নীল বিদ্রোহ 1859-60 সালে ।
৪. নীল বিদ্রোহ দুজন নেতার নাম লেখ ?
উত্তরঃ নীল বিদ্রোহ দুজন নেতা ছিলেন নদীয়ার দিগম্বর ও বিষ্ণুচরন বিশ্বাস ।
৫. নীল বিদ্রোহের প্রথম শহীদের নাম কি?
উত্তরঃ নীল বিদ্রোহের প্রথম শহীদের নাম বিশ্বনাথ সর্দার ।
৬. নীল বিদ্রোহ কেন হয়েছিল ?
উত্তরঃ নীলকরদের তীব্র অত্যাচার থেকে মুক্তি পেতে 1859 সালে কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে নীল বিদ্রোহ শুরু হয়।