আজকের পর্বে আমরা দর্শন শাস্ত্রের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-চরম স্বচ্ছলতার কি নৈতিক দায়বদ্ধতা আছে ? এই প্রশ্নটি ভারতীয় নীতি বিদ্যার আলোচ্য বিষয় ।
চরম স্বচ্ছলতার নৈতিক দায়বদ্ধতা আছেঃ
Extreme Affluence Have a Moral Responsibility:
চরম দারিদ্রতার ঠিক বিপরীত অবস্থা হল চরম প্রাচুর্যতা । চরম প্রাচুর্যতার অধিকারী মানুষের খাদ্য , পোশাক ও বাসস্থানের কোন সমস্যা নেই । বরং তারা এতটাই সম্পদশালী যে তাদের বিলাসে অজস্র উপকরণ রয়েছে এবং তাদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।দারিদ্র ব্যক্তিদের চিন্তা কি করে তারা জীবন ধারণ করবে আর স্বচ্ছল ব্যক্তিদের চিন্তা, তারা কীভাবে অফুরন্ত সম্পদ ভোগ করবে ।
অধ্যাপক পিটার সিঙ্গার মনে করেন, চরম প্রাচুর্যের অধিকারী ব্যক্তিরা যেভাবে বিলাস দ্রব্য ব্যবহার করা জীবনযাপন করে তার কিছুটা কমিয়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য ব্যায় করে তাহলে অনেক দারিদ্র ব্যক্তির মূল্যবান জীবন রক্ষা পাবে । তাই প্রাচুর্যের অধিকারী মানুষদের নৈতিক কর্তব্য হল দুর্ভিক্ষ পীড়িত জীবন রক্ষা করা ।
কারণ চরম প্রাচুর্যের অধিকারী ব্যক্তিরা যদি এরূপ না করে তাহলে , দুর্ভিক্ষ পীড়িতদের পরোক্ষভাবে মরতে দিতে সাহায্য করবে , যা করা একান্তভাবে অনৈতিক । কারণ এক্ষেত্রে ‘হত্যা করা’ এবং ‘মরতে দেওয়া’ বিশেষভাবে কোন পার্থক্য নেই । সুতরাং দুর্ভিক্ষ পীড়িত ব্যক্তিদের ক্ষেত্রে প্রাচুর্যতা সম্পন্ন ব্যক্তিদের যে একপ্রকার নৈতিক দায়িত্ব আছে একথা অস্বীকার করা যায় না ।
আরো পড়ুনঃ
- বৌদ্ধ ধর্মের পঞ্চশীল গুলি কি কি ।
- অধিবিদ্যার সম্ভাব্যতা হিউম ও কান্টের মতবাদ
- অধিবিদ্যার সম্ভাব্যতা বিষয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতবাদ।
- সক্রিয় কৃপাহত্যা ও নিস্ক্রিয় কৃপাহত্যার মূল্য কি এক যুক্তি দিয়ে ব্যাখা কর।
- আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো
- অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব
- জৈনদের অনেকান্তবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো
- চার্বাক নীতি তত্ত্ব -সুখবাদ কী?
- অধিবিদ্যা কী | অধিবিদ্যার প্রকৃতি আলোচনা করো|