একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ১ এর Unit-4 তে ট্রপিকটি রয়েছে সেটি হল-সংবিধানের ধারনা ও তার প্রকারভেদ (Understanding Constitution: Defination and Types) । এই অংশে পরীক্ষার উপযোগী কিছু MCQ  প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের উপস্থাপনা ।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় – সংবিধানের ধারনা ও তার প্রকারভেদ MCQ প্রশ্ন উত্তর (Unit-4 ,class 11)  আলোচনা করা হল।একাদশ শ্রেণীর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ ।
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় (সংবিধানের ধারনা ও তার প্রকারভেদ) MCQ ।

 

চতুর্থ অধ্যায় 

সংবিধানের ধারনা ও তার প্রকারভেদ

(Understanding Constitution: Defination and Types )MCQ

 

(1) ভারতে সংবিধান গৃহীত হয়েছিল-

(a) 26 নভেম্বর, 1949

(b) 15 আগস্ট ,1947

(c) 10 জানুয়ারি, 1946

(d) 26 জানুয়ারি, 1950

Ans: (a) 26 নভেম্বর, 1949 ।

 

(2) ভারতীয় সংবিধানের রূপকার হলেন-

(a) রাজেন্দ্রপ্রসাদ

(b) সোমনাথ লাহিড়ি

(c) ড. বি আর আম্বেদকর

(d) জওহরলাল নেহরু

Ans: (c) ড. বি আর আম্বেদকর।

 

(3) ড. ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন –

(a) রাজেন্দ্রপ্রসাদ

(b) সোমনাথ লাহিড়ি

(c) ড. বি আর আম্বেদকর

(d) জওহরলাল নেহরু

Ans: (c) ড. বি আর আম্বেদকর।

 

(4) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল-

(a) 3৪ তম সংশোধনে

(b) 40 তম সংশোধনে

(c) 42 তম সংশোধনে

(d) 54 তম সংশোধনে

Ans: (c) 42 তম সংশোধনে ।

 

(5) পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান হল –

(a) ফ্রান্সের

(b) মার্কিন যুক্তরাষ্ট্রের

(c) ভারতের

(d) ব্রিটেনের

Ans: (b) মার্কিন যুক্তরাষ্ট্রের।

 

(6) গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল-

(a) 350 জন

(b) 389 জন

(c) 400 জন

(d) 4501 জন

Ans: (b) 389 জন ।

 

(7) গণপরিষদের  প্রথম  অধিবেশন  বসে –

(a) 1945 সালের 12 জুলাই

(b) 1946 সালের ৭ ডিসেম্বর

(c) 1950 সালের 26 নভেম্বর

(d) 1947 সালের 15 আগস্ট

Ans: (b) 1946 সালের ৭ ডিসেম্বর।

 

(8) গণপরিষদে কোন দলের প্রাধান্য ছিল ?

(a) মুসলিম লিগ

(b) কংগ্রেস

(c) সি পি আই এম.

(d) বিজেপি

Ans: (b) কংগ্রেস ।

 

(9) “সংবিধান হল কতকগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়”- উক্তিটি করেন-

(a) ল্যাস্কি

(b) ডাইসি

(c) ফাইনার,

(d) লর্ড ব্রাইস।

Ans: (d) লর্ড ব্রাইস

 

(10) ভারতীয় সংবিধানের অভিভাবক হল-

(a) পার্লামেন্ট

(b) রাষ্ট্রপতি

(c) সুপ্রিমকোর্ট

(d) প্রধানমন্ত্রী

Ans: (c) সুপ্রিমকোর্ট ।

 

(11) মূল ভারতীয় সংবিধানে মোট ধারা ছিল-

(a) 390 টি

(b) 395 টি

(c) 450 টি

(d) 550 টি

Ans: (b) 395 টি ।

 

(12) অলিখিত সংবিধানের উদাহরণ হল-

(a) জাপান

(b) মার্কিন যুক্তরাষ্ট্র

(c) গ্রেট ব্রিটেন

(d) সুইজারল্যান্ড

Ans: (c) গ্রেট ব্রিটেন ।

 

(13) বর্তমান ভারতীয় সংবিধানে মোট তপশিলের সংখ্যা-

(a) 10টি

(b) ৪টি

(c) 12টি

(d) ১টি

Ans: (c) 12টি ।

 

(14) সংকীর্ণ অর্থে সংবিধান গৃহীত হয়েছে-

(a) সুইজারল্যান্ডে

(b) ইংল্যান্ডে

(c) ভারতে

(d) রাশিয়াতে

Ans: (a) সুইজারল্যান্ডে ।

 

(15) গণপরিষদে অন্যতম মহিলা সদস্য ছিলেন-

(a) বিজয়লক্ষ্মী পন্ডিত

(b) সরোজিনী নাইডু

(c) সুচেতা কৃপালিনী

(d) কমলাদেবী চট্টোপাধ্যায়

Ans: (b) সরোজিনী নাইডু ।

 

(16) গণপরিষদের নির্বাচনে মুসলিম লিগ মোট কটি আসন পেয়েছিল-

(a) 52টি

(b) 62টি

(c) 94টি

(d) 73টি

Ans: (d) 73টি।

 

(17) প্রস্তাবনাকে “সংবিধানে সন্নিবিষ্ট একটি মহামূল্যবান রত্ন এবং একটি অসাধারণ গদ্য কবিতা”  বলে কে ঘোষণা করেন ?

(a) দুর্গাদাস বসু

(b) কে সি হোয়ার

(c) বার্কার

(d) পণ্ডিত ঠাকুরদাস ভার্গব

Ans: (d) পণ্ডিত ঠাকুরদাস ভার্গব।

 

(18) ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল-

(a) 2 বছর 11 মাস 10 দিন

(b) 2 বছর 11 মাস 11 দিন

(c) 2 বছর 11 মাস 20 দিন

(d) 2 বছর 11 মাস 17 দিন

Ans: (d) 2 বছর 11 মাস 17 দিন।

 

(19) গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন।

(a) আম্বেদকর

(b) রাজেন্দ্রপ্রসাদ

(c) সচ্চিদানন্দ সিংহ

(d) জওহরলাল নেহরু

Ans: (c) সচ্চিদানন্দ সিংহ।

 

(20) ভারতীয় সংবিধানে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে-

(a) 307 নং ধারায়

(b) 360 নং ধারায়

(c) 370 নং ধারায়

(d) 375 নং ধারায়

Ans:  (c) 370 নং ধারায় । 

Thanks For Reading : একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ | 



 

Leave a comment