প্রিয় পাঠক আজকের পর্বে BA Education / Educationএর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য। BA Education honours/ BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা BA education notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।
সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য
সংকীর্ন অর্থে শিক্ষাঃ
সংকীর্ন অর্থে শিক্ষা বলতে, যে কোন প্রকার জ্ঞান অর্জন , তথ্য সংগ্রহ বা কৌশল আয়ও করাকে বোঝায়। এটি সাধারণভাবে ‘ পুঞ্জিত করার তত্ত্ব ‘ বা ‘Jug and mug ‘ তত্ত্ব নামে পরিচিত। কারণ এই তত্ত্বে শিক্ষা এমন একটি প্রক্রিয়া যেখানে কোন একটি বিষয়ে জ্ঞান সংগ্রহ করা হয়। সুতরাং সংকীর্ন অর্থে শিক্ষা হচ্ছে এক প্রকার পারদশিকতা অর্জন ।
ব্যাপকার্থে শিক্ষাঃ
ব্যাপকার্থে শিক্ষা বলতে শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব পরিস্থিতিতে যে অভিজ্ঞতা সঞ্চয় করে তাকে বোঝায়। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হল শিশুর জৈব মানসিক , সামাজিক সর্বপ্রকার জীবন বিকাশ। তাই ব্যাপকার্থে শিক্ষা হল জীবন ব্যাপী প্রক্রিয়া।
বৈশিষ্ট্য/পার্থক্যঃ
১. অর্থঃ
সংকীর্ন অর্থে শিক্ষা বলতে জ্ঞান বা দক্ষতা অর্জনকে বোঝায় । কিন্তু ব্যাপকার্থে শিক্ষা হল শিশুর সমস্তরকম সম্ভাবনার বিকাশ।
২. উদ্দেশ্যঃ
সংকীর্ন অর্থে শিক্ষার পুঁথিগত তথ্য আহরণের উপর গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু ব্যাপকার্থে শিক্ষায় শিশুর দৈহিক , মানসিক প্রক্ষোভিক, সামাজিক ও নৈতিক বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
৩. ব্যপ্তিকালঃ
সংকীর্ন অর্থে শিক্ষা বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ব্যাপকার্থে শিক্ষা মানুষের জীবনব্যাপী প্রক্রিয়া।
৪. শিক্ষকের ভূমিকাঃ
সংকীর্ন অর্থে শিক্ষায় শিক্ষক তাত্ত্বিক জ্ঞান বিতরণ করেন। কিন্তু ব্যাপকার্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সহায়কের ভূমিকা পালন করে।
৫. শিক্ষার্থীর ভূমিকাঃ
সংকীর্ন অর্থে শিক্ষায় শিক্ষার্থী নিষ্কিয় শ্রোতা । কিন্তু ব্যাপকার্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা সক্রিয়।
৬. শিক্ষণ পদ্ধতিঃ
সংকীর্ন অর্থে শিক্ষায় প্রদ্ধতি হল মৌখিক আলোচনা ও আবৃত্তি । কিন্তু ব্যাপকার্থে শিক্ষার প্রদ্ধতি হল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা।
৭. পাঠক্রমঃ
সংকীর্ন অর্থে শিক্ষায় পাঠ্যক্রম কতকগুলি অপরিবর্তনীয় তাত্ত্বিক অভিজ্ঞতা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতার সমবায় দেখা যায়।
৮. শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কঃ
সংকীর্ন অর্থে শিক্ষায় শিক্ষক জ্ঞানের ভান্ডার বা দাতা এবং শিক্ষার্থী শূন্যজ্ঞান ভান্ডার বা গ্রহিতা । অর্থাৎ সংকীর্ন অর্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দাতা গ্রহীতার। কিন্তু ব্যপকার্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীকে আত্ম সক্রিয় করে তোলার চেষ্টা করে।
Thanks for Reading-সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য
প্রশ্ন উত্তর
১. সংকীর্ণ অর্থে শিক্ষা কী বোঝো ?
উত্তর– সংকীর্ন অর্থে শিক্ষা বলতে, যে কোন প্রকার জ্ঞান অর্জন , তথ্য সংগ্রহ বা কৌশল আয়ও করাকে বোঝায়।
২. ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো ?
উত্তর– ব্যাপকার্থে শিক্ষা বলতে শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব পরিস্থিতিতে যে অভিজ্ঞতা সঞ্চয় করে তাকে বোঝায়।
৩. সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখ ।
উত্তর- ১.সংকীর্ন অর্থে শিক্ষা বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ ।
২.সংকীর্ন অর্থে শিক্ষায় শিক্ষক তাত্ত্বিক জ্ঞান বিতরণ করেন।
৪. ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখ ।
উত্তর- ১.ব্যাপকার্থে শিক্ষা মানুষের জীবনব্যাপী প্রক্রিয়া।
২.ব্যাপকার্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সহায়কের ভূমিকা পালন করে।
৫.পুঞ্জিত করার তত্ত্ব ‘ বা ‘Jug and mug ‘ তত্ত্ব কি ?
উত্তর- সংকীর্ন অর্থে শিক্ষা বলতে, যে কোন প্রকার জ্ঞান অর্জন , তথ্য সংগ্রহ বা কৌশল আয়ও করাকে বোঝায়। এটি সাধারণভাবে ‘ পুঞ্জিত করার তত্ত্ব ‘ বা ‘Jug and mug ‘ তত্ত্ব নামে পরিচিত।
আরো পড়ুন:
- মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য
- শিশুর বিকাশে পরিবেশ বংশগতির প্রভাব আলোচনা
- প্রকল্প প্রদ্ধতি কাকে বলে ও ধাপ গুলি কি কি