একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ

একাদশ শ্রেণীর দর্শন /Class 11 Philosophy Semester 1 Unit-1( Introduction to Indian Philosophy) –এর একটি   গুরুত্বপূর্ন  টপিক হল ন্যায় দর্শন । এখানে তোমাদের ন্যায় দর্শন প্রথম সেমিস্টার MCQ মডেলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব । 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর দর্শনের নতুন সিলেবাস অনুযায়ী unit-1 এর Topic-4/5/6/7-অংশ রয়েছে ন্যায় দর্শন । এখানে যে বিষয় গুলি রয়েছে তা হল-

  1. চার্বাক কৃর্তক অনুমান প্রমান খন্ড
  2. ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষন
  3. র্নিকল্প ও সর্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য
  4. ন্যায় দর্শনের অনুমান –
    1. অনুমিতির লক্ষন
    2. পক্ষ ,সাধ্য ও হেতুর  ধারনা
    3. ব্যপ্তির স্বরূপ

এই প্রত্যেকটি থেকে একাদশ শ্রেণীর সেমিস্টার MCQ/Class 11 Philosophy 1st Semester MCQ Suggestion / একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর mcq  আলোচনা করা হল। ন্যায় দর্শন থেকে 1st Semester এ মোট MCQ আসবে ১০টি । প্রত্যেকটি টপিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ন ৫৫ টি Philosophy MCQ Suggestion দিলাম।

একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ
একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ

একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ 1st Semester

 

1.ন্যায় দর্শনের প্রবক্তা হলেন-

  • গৌতম বুদ্ধ
  • কণাদ
  • মহর্ষি গৌতম
  • শংকর

Ans- মহর্ষি গৌতম

 

2.ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কী?

  • ন্যায়ভাষ্য
  • ন্যায়-সূত্র
  • ন্যায়মঞ্জুরী
  • ন্যায়কন্দলী

Ans- ন্যায়-সূত্র

 

3.ন্যায়-সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে?

  • বাচস্পতি মিশ্র
  • বাৎস্যায়ন
  • জয়ন্ত ভট্ট
  • শ্রীধর ভট্ট

Ans- বাৎস্যায়ন

 

4.ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন

  • মহর্ষি জৈমিনি
  • মহর্ষি কপিল
  • মহর্ষি গৌতম
  • ঋষি কণাদ

Ans- মহর্ষি গৌতম

 

5.ন্যায় দর্শন কোন্ শ্রেণির দর্শন?

  • আস্তিক
  • নাস্তিক
  • শৈব
  • বৈষুব

Ans- আস্তিক

 

6.ন্যায় মতে দুই প্রকার অনুভব হল

  • স্মৃতি ও বিস্মৃতি
  • অনুমান ও উপমান
  • প্রমা ও অপ্রমা
  • জ্ঞান ও অজ্ঞান

Ans- প্রমা ও অপ্রমা


 


7.নৈয়ায়িকগণ প্রকার প্রমাণ স্বীকার করেন।

  • চার
  • তিন
  • দুই
  • এক

Ans- চার

 

8.ন্যায় মতে হেতুকে বলা হয়।

  • পরামর্শ
  • ব্যাপ্তি
  • লিঙ্গ
  • জ্ঞান

Ans- লিঙ্গ

 

9.নব্য ন্যায় মতে – অনুমিতির করণ।

  • প্রমাণ
  • প্রমা
  • ব্যাপ্তিজ্ঞান
  • পরামর্শ

Ans- ব্যাপ্তিজ্ঞান

 

10.ন্যায় মতে পরার্থানুমানের। টি অবয়ব থাকে।

  • তিন
  • চার
  • ছয়
  • পাঁচ

Ans- পাঁচ

 

11.প্রাচীন ন্যায় মতে অনুমিতির করণ।

  • ব্যাপ্তিজ্ঞান
  • প্রমা
  • পরামর্শ
  • ব্যাপার

Ans- পরামর্শ

 

12.ন্যায় মতে ব্যাপ্তি হল এক প্রকারের-

  • দ্রব্য
  • গুণ
  • কর্ম
  • সম্বন্ধ

Ans- সম্বন্ধ

 

13.আচার্য বিশ্বনাথ হলেন-

  • ন্যায়
  • বৈশেষিক
  • বেদান্ত
  • সাংখ্য দার্শনিক

Ans- ন্যায়

 

14.ন্যায়মতে অনুমিতিহল-

  • প্রমা
  • প্রমেয়
  • প্রমাণ
  • প্রমাতা

Ans- প্রমা

 

15.ন্যায় মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া।

  • চারটি
  • ছয়টি
  • পাঁচটি
  • সাতটি

Ans- ছয়টি

 

16.তত্ত্বচিন্তামণি’ গ্রন্থটির লেখক হলেন,

  • বর্ধমান উপাধ্যায়
  • গঙ্গেশ উপাধ্যায়
  • জয়ন্ত ভট্ট
  • শ্রীধর ভট্ট

Ans- গঙ্গেশ উপাধ্যায়

 

17.’ন্যায়মঞ্জুরী’ গ্রন্থটির লেখক হলেন,

  • উদয়ন
  • জয়ন্ত ভট্ট
  • বাৎস্যায়ন
  • শ্রীধর ভট্ট

Ans- জয়ন্ত ভট্ট

 

18.যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে, তাকে।

  • হেতু
  • সাধ্য
  • পক্ষ
  • ব্যাপ্তি

Ans- পক্ষ

 

19.যে পদার্থকে অনুমান করা যায়, তাকে বলে।

  • উপমান
  • পক্ষ
  • সাধ্য
  • হেতু

Ans- সাধ্য

 

 

20.হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে বলে।

  • জ্ঞান
  • পরামর্শ
  • ব্যাপ্তি
  • অনুমিতি

Ans- ব্যাপ্তি

 

21.ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে। বলে।

  • পরামর্শ
  • ব্যাপ্তি
  • অনুমিতি
  • উপমিতি

Ans- পরামর্শ

 

22.ন্যায় মতে জ্ঞান দু-প্রকার-স্মৃতি ও

  • অনুমান
  • উপমান
  • অনুভব
  • অনুমিতি

Ans- অনুভব

 

23.’ভাষা পরিচ্ছেদ’ গ্রন্থটির লেখক হলেন।

  • শ্রীধর ভট্ট
  • গদাধর ভট্টাচার্য
  • বিশ্বনাথ
  • বর্ধমান উপাধ্যায়

Ans- বিশ্বনাথ

 

24.অব্যভিচারী কথাটির অর্থ হল,

  • বিষয়ের প্রতিরূপ
  • বিষয়ের অনুরূপ
  • নিশ্চয়াত্মক জ্ঞান
  • অনিশ্চয়াত্মক জ্ঞান

Ans- নিশ্চয়াত্মক জ্ঞান

 

25.সন্নিকর্ষ হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের।

  • সম্বন্ধ
  • সমবায়
  • সংযোগ
  • সবকটিই ঠিক

Ans- সম্বন্ধ

 

26.ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্যের ফলে উৎপন্ন জ্ঞানকে কী বলা হয়?

  • প্রত্যক্ষ
  • অনুমান
  • উপমান
  • শব্দ

Ans- প্রত্যক্ষ

 

27.ন্যায় মতে, প্রত্যক্ষ জ্ঞানের কারণকে কী বলা হয়?

  • অনুমান প্রমাণ
  • শব্দ প্রমাণ
  • প্রত্যক্ষ প্রামাণ
  • কোনোটিই নয়

Ans- প্রত্যক্ষ প্রামাণ

 

28.ন্যায় মতে, প্রত্যক্ষ প্রমাণ কোনটি?

  • অনুমান
  • ইন্দ্রিয়
  • অনুভব
  • শব্দ

Ans- ইন্দ্রিয়

 

29.অনুমান হল অনুমিতির।

  • করণ,
  • প্রমাণ
  • ব্যাপ্তিজ্ঞান
  • পরামর্শ

Ans- করণ

 

30.ন্যায় দর্শনে সন্নিকর্ষশব্দটির অর্থ কী?

  • প্রত্যক্ষ
  • বিষয়
  • সম্বন্ধ
  • জ্ঞান

Ans- সম্বন্ধ

 

31.’ব্যবসায়ত্মককথাটির অর্থ কী?

  • বিষয়ের অনুরূপ
  • ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়
  • নিশ্চয়াত্মক জ্ঞান
  • কোনোটিই নয়

Ans- নিশ্চয়াত্মক জ্ঞান

 

32.ইন্দ্রিয়ার্থ কথাটির অর্থ কী?

  • ইন্দ্রিয়ের অর্থ
  • ইন্দ্রিয়ের বিষয়
  • ইন্দ্রিয়ের অনুভব
  • ইন্দ্রিয়ের প্রত্যক্ষ

Ans- ইন্দ্রিয়ের বিষয়

 

33.গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কী দোষ দেখা দেয়?

  • পক্ষদোষ
  • হেতুদোষ
  • সাধ্যদোষ
  • অব্যাপ্তিদোষ

Ans- অব্যাপ্তিদোষ

 

34.পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম কী?

  • সামান্য
  • লৌকিক
  • বিশেষ
  • অনুমিতি

Ans- সামান্য

 

35.পরামর্শকথাটির সাধারণ অর্থ কী?

  • তর্ক
  • আলোচনা
  • জ্ঞান
  • কোনোটিই নয়

Ans- জ্ঞান

 

36.পরার্থানুমিতির জন্য কয়টি অবয়বের প্রয়োজন?

  • একটি
  • তিনটি
  • পাঁচটি
  • সাতটি

Ans- পাঁচটি


 


37.পঞ্চাবয়বী বাক্যের প্রথম বাক্যটিকে কী বলা হয়?

  • উদাহরণ
  • উপনয়
  • নিগমন
  • প্রতিজ্ঞা

Ans- প্রতিজ্ঞা

 

38.ন্যায় মতে প্রমাণ

  • তিনটি
  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি

Ans- চারটি

 

39.ন্যায় মতে পরার্থানুমানের অবয়ব কয়টি?

  • তিনটি
  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি

Ans- পাঁচটি

 

40.নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ কী?

  • পরামর্শ
  • প্রমা
  • প্রমাণ
  • ব্যাপ্তিজ্ঞান

Ans- ব্যাপ্তিজ্ঞান

 

41.ন্যায় মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া কয়টি?

  • তিনটি
  • ছয়টি
  • চারটি
  • সাতটি

Ans- ছয়টি

 

42.ন্যায় মতে জ্ঞান কয় প্রকার?

  • তিন
  • চার
  • পাঁচ
  • দুই

Ans- দুই

 

43.ন্যায় মতে প্রমা বা যথার্থ জ্ঞান কয় প্রকার?

  • তিন
  • চার
  • পাঁচ
  • ছয়

Ans- চার

 

44.তত্ত্বচিন্তামণিগ্রন্থটি কার লেখা?

  • বর্ধমান উপাধ্যায়
  • গঙ্গেশ উপাধ্যায়
  • জয়ন্ত ভট্ট
  • শ্রীধর ভট্ট

Ans- গঙ্গেশ উপাধ্যায়

 

 

45.ন্যায়মঞ্জুরীগ্রন্থটি কার লেখা?

  • শ্রীধর ভট্ট
  • উদয়ন
  • জয়ন্ত ভট্ট
  • বাৎস্যায়ন

Ans- জয়ন্ত ভট্ট

 

46.ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার?

  • তিন
  • চার
  • পাঁচ
  • দুই

Ans- দুই

 

47.পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয়, তাকে কী বলে?

  • ব্যাপ্তিজ্ঞান
  • প্রমা
  • অনুমিতি
  • উপমিতি

Ans- অনুমিতি

 

48.যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে, তাকে কী বলে?

  • হেতু
  • সাধ্য
  • পক্ষ
  • ব্যাপ্তি

Ans- পক্ষ

 

49.যে পদার্থকে অনুমান করা হয়, তাকে কী বলে?

  • পক্ষ
  • সাধ্য
  • হেতু
  • উপমান

Ans- সাধ্য

 

50.যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়, তাকে কী বলে?

  • সাধ্য
  • হেতু
  • অনুমিতি
  • পক্ষ

Ans- হেতু

 

51.হেতুর অপর নাম কী?

  • পরামর্শ
  • লিঙ্গ
  • জ্ঞান
  • ব্যাপ্তি

Ans- লিঙ্গ

 

52.হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কী বলে?

  • জ্ঞান
  • পরামর্শ
  • ব্যাপ্তি
  • উপমিতি

Ans- ব্যাপ্তি

 

53.ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে কী বলে?

  • পরামর্শ
  • উপমান
  • অনুমান
  • শব্দজ্ঞান

Ans- পরামর্শ

 

54.সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ, তাকে কী বলে?

  • অসমব্যাপ্তি
  • জ্ঞান
  • পরামর্শ
  • সমব্যাপ্তি

Ans- সমব্যাপ্তি

Thanks for Reading-একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ


 আরো পড়ুন 

Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ

Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং

একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ


 

Leave a comment