একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1

একাদশ শ্রেণীর এডুকেশন MCQ UNIT-1, SEMESTER-1 2024-2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর এডুকেশনের নতুন সিলেবাস চালু হল । সিলেবাসের প্রথম সেমিস্টারে unit-1 এ তিনটি ট্রপিক  রয়েছে । যথা-i.শিক্ষার সংজ্ঞা , ii. শিক্ষার লক্ষ্য এবং iii. শিক্ষার বিভিন্ন উপাদান সমূহ। এই সমস্ত ট্রপিক থেকে  Class 11 Education semester-1 তে বাছাই করা কতক গুলি MCQ Questions and Answers দেওয়া হল।

আমাদের দেওয়া প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের Class 11 Education semester-1 MCQ মডেলে দেওয়া হল এবং পরীক্ষার জন্য আশা করছি খুবই উপকারে আসবে।

 

একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1
একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1

শিক্ষার ধারনা ও  শিক্ষার লক্ষ্য 

1.সংকীর্ণ অর্থে শিক্ষা হল-

  • জীবনব্যাপী প্রক্রিয়া,
  • এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়,
  • একটি গতিশীল প্রক্রিয়া,
  • অভিযোজনমূলক প্রক্রিয়া।

 Ans. এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়,

 

2.লাতিন শব্দ ‘Educere’-এর অর্থ হল-

  • লালনপালন করা,
  • বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা,
  • শৃঙ্খলাবদ্ধ করা,
  • শিক্ষণ কর্ম।

Ans. বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা,

 

3.’Educare’ শব্দের অর্থ হল-

  • নির্দেশনা দান করা,
  • শিক্ষাদান করা,
  • প্রকাশ করা,
  • পরিচর্যা করা।

Ans. পরিচর্যা করা।

 

4.ডিউই-র মতে শিক্ষার উদ্দেশ্য হল- 

  • সামাজিক বিকাশ,
  • দৈহিক বিকাশ,
  • নৈতিক বিকাশ,
  • আধ্যাত্মিক বিকাশ

Ans. সামাজিক বিকাশ,

 

5.’Educatum’ শব্দটির অর্থ হল-

  • লালনপালন করা,
  • পরিচর্যা করা,
  • শিক্ষাদান করা,
  • নির্দেশনা দান।

Ans.  নির্দেশনা দান।

 

 6.শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া‘- উক্তিটি কার?

  • অ্যাডামস,
  • রুশো,
  • ডিউই,
  • বিবেকানন্দ।

Ans. অ্যাডামস,

 

 7.বিবেকানন্দের মতে শিক্ষা হল-

  • মানুষের আধ্যাত্মিক বিকাশ,
  • মানুষের অন্তর্নিহিত শিক্ষা,
  • মানুষের সর্বাঙ্গীণ বিকাশের পথ,
  • মানুষের মনে আনন্দ জাগ্রত করা।

Ans. মানুষের অন্তর্নিহিত শিক্ষা,

 

৪. “সা বিদ্যা যা বিমুক্তয়ে” – কোথায় বলা হয়েছে?-

  • অথর্ব বেদে,
  • উপনিষদে,
  • ঋগ্বেদে,
  • গীতায়।

Ans. উপনিষদে,

 

9.শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ”-এই কথাটি বলেছেন

  • রবীন্দ্রনাথ,
  • বিবেকানন্দ,
  • গান্ধিজি,
  • ডিউই।

Ans. বিবেকানন্দ,

 

10.শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা”-এই অভিমতটি কার? –

  • রবীন্দ্রনাথ ঠাকুরের,
  • মহাত্মা গান্ধির,
  • রাজা রামমোহনের,
  • বিদ্যাসাগরের।

Ans. রবীন্দ্রনাথ ঠাকুরের,

 

 11.শিক্ষা একটি দ্বিমেবুবিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছে –

  • শিক্ষিকা,
  • শিক্ষার্থী,
  • বিদ্যালয়,
  • পাঠক্রম।

Ans. শিক্ষার্থী,

 

 12.প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়?

  • শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া,
  • শিক্ষা হল একটি দ্বিমুখী প্রক্রিয়া,
  • শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া,
  • শিক্ষা একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া।

Ans. শিক্ষা হল একটি দ্বিমুখী প্রক্রিয়া

 

13.”শিশুর এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা”-উক্তিটি করেছেন।

  • বিবেকানন্দ,
  • প্লেটো,
  • ডিউই,
  • গান্ধিজি।

Ans. গান্ধিজি।

 

14.সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন-

  • প্রয়োগবাদীরা,
  • প্রকৃতিবাদীরা,
  • ভাববাদীরা,
  • বস্তুবাদীরা।

Ans. প্রকৃতিবাদীরা,

 

15.শিক্ষা শব্দটি সংস্কৃত শাস্ধাতু থেকে এসেছে যার অর্থ –

  • অবগতি করা,
  • শাসন করা,
  • নিষ্ক্রিয় করা,
  • বিকাশ ঘটানো।

Ans. শাসন করা

 

16.আধুনিক শিক্ষাব্যবস্থা হল-

  • শিশুকেন্দ্রিক,
  • শিক্ষককেন্দ্রিক,
  • পাঠক্রমকেন্দ্রিক,
  • বিদ্যালয়কেন্দ্রিক।

Ans. শিশুকেন্দ্রিক,

 

 17শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম।”- উক্তিটি হল-

  • পেইনির,
  • ফ্রয়েবেলের,
  • হরনির,
  • কিলপ্যাট্রিকের।

Ans. হরনির

 

18আধুনিক শিক্ষা হল, একটি-

  • একমুখী প্রক্রিয়া,
  • দ্বিমুখী প্রক্রিয়া,
  • ত্রিমুখী প্রক্রিয়া,
  • বহুমুখী প্রক্রিয়া।

Ans. বহুমুখী প্রক্রিয়া।

 

19.শিক্ষা এক প্রকারের

  • অনৈচ্ছিক প্রক্রিয়া।
  • ঐচ্ছিক প্রক্রিয়া ।
  • ঐচ্ছিক অনৈচ্ছিক প্রক্রিয়া।
  • কোনোটিই নয়।

Ans. ঐচ্ছিক প্রক্রিয়া

 

20.শিক্ষার লক্ষ্য থাকা

  • বাঞ্ছনীয়
  • অবাঞ্ছনীয়
  • অবাস্তব
  • বাস্তব

Ans. বাঞ্ছনীয়

 

21.শিক্ষার লক্ষ্য_________হিসেবে নির্বাচন করা উচিত।

  • পরিবর্তনীয়
  • অপরিবর্তনীয়
  • অনৈচ্ছিক
  • ঐচ্ছিক

Ans. ঐচ্ছিক

 

22.শিক্ষার কোন লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • বৃত্তিমূলক।
  • নৈতিক
  • সামাজিক
  • কোনোটিই নয়।

Ans. বৃত্তিমূলক

 

23.শিক্ষার লক্ষ্য বলতে নৈতিক চারিত্রিক বিকাশের কথা বলেছিলেন।

  • ফেডারিক হার্বাট
  • হার্বাট স্পেনসার
  • রুশো,
  • ডিউই,

Ans. হার্বাট স্পেনসার

 

24.শিক্ষার্থীদের সমাজ সংস্কৃতির ধারায় প্রশিক্ষণ দেওয়াই শিক্ষার –

  • কৃষ্টিমূলক লক্ষ্য
  • বৃত্তিমূলক লক্ষ্য
  • নৈতিক লক্ষ্য
  • আধ্যাত্মিক লক্ষ্য

Ans. কৃষ্টিমূলক লক্ষ্য

 

25.শিক্ষার্থীর নিজের অন্তরে বুদ্ধির অগম্য যে সত্তা আছে, শিক্ষার__________ লক্ষ্য, তাকে তা যথাযথভাবে উপলব্ধি করতে সহায়তা করে।

  • কৃষ্টিমূলক লক্ষ্য
  • বৃত্তিমূলক লক্ষ্য
  • নৈতিক লক্ষ্য
  • আধ্যাত্মিক লক্ষ্য

Ans. আধ্যাত্মিক লক্ষ্য

 

26.শিক্ষার নৈতিক লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে_______ জাগ্রত করা।

  • নীতিবোধ
  • মূল্যবোধ
  • জ্ঞান
  • কোনোটিই নয়।

Ans. নীতিবোধ

 

27.শিক্ষার যে লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতার উপরই কেবলমাত্র গুরুত্ব দেওয়া হয়, তাকে বলা হয়-

  • কৃষ্টিমূলক লক্ষ্য
  • বৃত্তিমূলক লক্ষ্য
  • ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
  • আধ্যাত্মিক লক্ষ্য

Ans. বৃত্তিমূলক লক্ষ্য

 

28.যে শিক্ষার লক্ষ্যে শুধুমাত্র শিক্ষার্থীর চাহিদা বা প্রয়োজনের কথাই ভাবা হয় তাকে বলা হয় শিক্ষার

  • কৃষ্টিমূলক লক্ষ্য
  • বৃত্তিমূলক লক্ষ্য
  • ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
  • আধ্যাত্মিক লক্ষ্য

Ans. ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য

 

29.’মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য‘ –শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয়-

  • বৃত্তিমূলক লক্ষ্য
  • নৈতিক লক্ষ্য
  • কৃষ্টিমূলক লক্ষ্য
  • সামাজিক লক্ষ্য

Ans. বৃত্তিমূলক লক্ষ্য

 

30.শিক্ষার সামাজিক লক্ষ্যে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রয়োজনের উপর তাকে বলা হয়-

  • নৈতিক লক্ষ্য
  • বৃত্তিমূলক লক্ষ্য
  • আধ্যাত্মিক লক্ষ্য
  • অভিযোজনমূলক লক্ষ্য

Ans. অভিযোজনমূলক লক্ষ্য

 

31.শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যে বিশেষভাবে উপর তাকে বলা হয়- গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রয়োজনের

  • কৃষ্টিমূলক লক্ষ্য
  • বৃত্তিমূলক লক্ষ্য
  • অভিযোজন লক্ষ্য
  • সামাজিক লক্ষ্য

Ans. অভিযোজন লক্ষ্য

 

32.আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হল-

  • ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
  • নৈতিক লক্ষ্য
  • সমাজতান্ত্রিক লক্ষ্য
  • জাতীয় বিকাশমূলক লক্ষ্য

Ans. জাতীয় বিকাশমূলক লক্ষ্য

 

33.’একক বিচ্ছিন্ন ব্যক্তি কল্পনায় থাকলেও বাস্তবে তা সম্ভব নয়কথাটি কে লিখেছেন?

  • রুশো
  • রবীন্দ্রনাথ
  • ডিউই
  • পেষ্টালজি

Ans. ডিউই

 

34.শিক্ষা সম্পর্কিত ধারণাটি

  • বস্তুধর্মী
  • বিমূর্ত
  • মূর্ত
  • কোনোটিই নয়।

Ans. বিমূর্ত

 

35.মানব সমাজে শিক্ষা সম্পর্কিত ধারণাটি

  • পরিবর্তনশীল
  • অপরিবর্তনশীল
  • বিমূর্ত
  • মূর্ত

Ans. পরিবর্তনশীল

 

36.’শিক্ষাশব্দটি সংস্কৃত শাস্ধাতু থেকে এসেছে, যার অর্থ

  • পরিচর্যা করা,
  • অবগতি করা
  • লালনপালন করা,
  • শাসন করা

Ans. শাসন করা

 

37.শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা হবে

  • নিষ্ক্রিয়তার
  • সক্রিয়তার
  • সংর্কীনতায়
  • কোনটিই নয়

Ans.সক্রিয়তার

 

38.ব্যাপক অর্থে শিক্ষা হল _______প্রক্রিয়া।

  • জ্ঞান আহরণের
  • অভিযোজনের
  • মিথস্ক্রিয়ার
  • কোনটিই নয়

Ans. অভিযোজনের

 

39.ব্যাপক অর্থে জীবন বিকাশে____হল শিক্ষা।

  • মাধ্যম
  • লক্ষ্য
  • প্রক্রিয়া
  • কোনটিই নয়

Ans. প্রক্রিয়া

 

40.আধুনিক অর্থে শিক্ষা হল শিক্ষার্থীর _______বিকাশের প্রক্রিয়া

  • দৈহিক
  • আধ্যাত্মিক
  • সার্বিক
  • সামাজিক

Ans . সার্বিক

 

41.ব্যাপক তাৎপর্যে শিক্ষায় শিক্ষক, শিক্ষার্থীর _____  ভূমিকা গ্রহণ করেন।

  • সামাজিক বিকাশে
  • দৈহিক বিকাশে
  • আধ্যাত্মিক বিকাশে
  • সার্বিক বিকাশে

Ans . সার্বিক বিকাশে

 

42.’প্রতিপালনবা পরিচর্যা করার অর্থে ইংরাজি EDUCATION শব্দটি_________ ল্যাটিন শব্দ থেকে এসেছে।

  • Educere
  • Educare
  • Educatum
  • কোনটিই নয়

Ans . Educare

 

43.যে শিক্ষায় শিক্ষার্থীকে কেবলমাত্র গ্রহীতার ভূমিকা পালন করতে হয়, তাকে বলা হয় শিক্ষা।

  • সংকীন অর্থ।
  • ব্যপক অর্থ
  • সামাজিক অর্থ
  • কোনটিই নয়

Ans . সংকীন অর্থ।

 

44.সংকীর্ণ অর্থে শিক্ষাহল-

  • শিক্ষার্থীর কাজ
  • তাত্বিক জ্ঞান অর্জন করা মাত্র
  • মুখস্থ না করা
  • শিক্ষার্থীর নিষ্ক্রিয়তা

Ans . তাত্বিক জ্ঞান অর্জন করা মাত্র

 

45.ব্যাপক অর্থে শিক্ষাহল-

  • শুধুমাত্র শ্রবণ করার প্রক্রিয়া
  • মানসিক শক্তি অর্জন করা,
  • একটি মানসিক প্রক্রিয়া
  • শুধুমাত্র শিক্ষকের সক্রিয়তা প্রক্রিয়া

Ans . মানসিক শক্তি অর্জন করা

 

46.আধুনিক শিক্ষা হল, একটি-

  • একমুখী প্রক্রিয়া
  • দ্বিমুখী প্রক্রিয়া
  • ত্রিমুখী প্রক্রিয়া
  • বহুমুখী প্রক্রিয়া

Ans .হুমুখী প্রক্রিয়া

 

47.আধুনিক অর্থে শিক্ষা হল শুধুমাত্র

  • জ্ঞান আহরণের প্রক্রিয়া
  • মানসিক শক্তি অর্জনের প্রক্রিয়া
  • অভিযোজন ক্ষমতা বিকাশ প্রক্রিয়া
  • ক্ষমতা অর্জন প্রক্রিয়া

Ans . মানসিক শক্তি অর্জনের প্রক্রিয়া

 

48.শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মূখ্য ভূমিকা হল-

  • দাতার
  • গৃহিতার
  • জ্ঞান আবৃত্তির
  • আত্মসক্রিয়তার

Ans . আত্মসক্রিয়তার

 


  • শিক্ষার ধারনা ও  শিক্ষার লক্ষ্য থেকে MCQ MOCK TEST   CLICK HERE

 

শিক্ষার তাৎপর্যপূর্ন উপাদান সমূহ

 

1.আধুনিক শিক্ষায় সংগীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলি হিসেবে বিবেচিত হয়, তা হল-

  • পাঠক্রমিক কার্যাবলি,
  • পাঠক্রম বহির্ভূত কার্যাবলি,
  • সহপাঠক্রমিক কার্যাবলি,
  • বিনোদনমূলক কার্যাবলি

Ans. সহপাঠক্রমিক কার্যাবলি,

 

2.নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল –

  • পরিবেশ ও বিদ্যালয়,
  • বংশগতি ও জিনোম
  • পরিবেশ ও বংশগতি,
  • প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ।

Ans. পরিবেশ ও বিদ্যালয়

 

3.প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত?

  • কম্পিউটার,
  • শিক্ষক,
  • পাঠ্যপুস্তক,
  • ব্ল‍্যাকবোর্ড।

Ans.শিক্ষক,

 

4.প্রাচীন শিক্ষাব্যবস্থায় শিক্ষার চারটি উপাদানের মধ্যে যা সবার উপর থাকে তা হল-

  • শিক্ষার্থী,
  • শিক্ষক,
  • পাঠক্রম,
  • সমাজ।

Ans. শিক্ষক

 

5.নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতি যে শিক্ষাব্যবস্থায়, তা হল

  • নিয়ন্ত্রিত শিক্ষা,
  • দূরাগত শিক্ষা,
  • পরিবেশ ও শিক্ষা,
  • কোনোটিই নয়।

Ans. নিয়ন্ত্রিত শিক্ষা

 

6.আলোচনা ও বিতর্ক, যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত, তা হল।

  • আত্মপ্রকাশমূলক,
  • শরীরচর্চামূলক,
  • সৃজনমূলক,
  • সামাজিক।

Ans. সৃজনমূলক

 

 7.শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম”, – বলেছেন-

  • পেস্তালৎসি,
  • ফ্রয়েবেল,
  • রুশো,
  • অ্যারিস্টট্ল।

Ans. ফ্রয়েবেল

 

৪. গ্রামোন্নয়নে অংশগ্রহণযে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলি হিসেবে বিবেচিত হয় তা হল-

  • শিক্ষামূলক,
  • সৃজনাত্মক,
  • সামাজিক,
  • আত্মপ্রকাশমূলক।

Ans. সামাজিক

 

9.বংশধারার ক্ষুদ্রতম উপাদান হল-

  • জননকোশ,
  • ক্রোমোজোম,
  • জাইগোট,
  • জিন।

Ans. জিন

 

10.’Environment’ কথাটির যে শব্দ থেকে উদ্ভব তা হল-

  • Environ,
  • Envirance,
  • Environment,
  • Envaron

Ans. Environ

 

11.শিক্ষার বস্তুগত উপাদানটি হল-

  • শিক্ষা,
  • শিক্ষক,
  • প্রকৃতি,
  • পাঠক্রম।

Ans. পাঠক্রম

 

12.ব্যায়াম ও খেলাধূলা হল-

  • শারীরশিক্ষামূলক কাজ,
  • বিশেষ শিক্ষামূলক কাজ,
  • সামাজিক কার্যাবলি,
  • এগুলির সবকটিই।

Ans. শারীরশিক্ষামূলক কাজ

 

13.প্রদত্ত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল-

  • পরিবেশ ও বিদ্যালয়,
  • বংশগতি ও জিনোম (Genome),
  • পরিবেশ ও বংশগতি,
  • প্রাকৃতিক পরিবেশ। । ও সামাজিক পরিবেশ।

Ans.পরিবেশ ও বংশগতি,

 

14.’Currere’ শব্দের অর্থ হল-

  • দৌড়ের পথ,
  • বেড়ানোর পথ,
  • পাঠক্রম,
  • জ্ঞানার্জন করা।

Ans. দৌড়ের পথ

 

15.বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা সহপাঠক্রমিক কার্যাবলির অন্তর্গত। –

  • সামাজিক,
  • সাংস্কৃতিক,
  • সৃজনশীল,
  • আত্মপ্রকাশমূলক।

Ans. সাংস্কৃতিক

 

16.শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলি তা হল-

  • মাদার প্লে,
  • লেখা,
  • ব্যায়াম,
  • গল্প।

Ans. গল্প

 

17.শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল-

  • দাতার,
  • গ্রহীতার,
  • সহায়কের,
  • আবৃত্তির।

Ans. সহায়কের

 

18.একটি পাঠক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত-

  • অনুবন্ধন
  • বিদ্যালয় পরিবেশ রচনা
  • শিক্ষার্থীর চাহিদা
  • শিক্ষার লক্ষ্য

Ans. অনুবন্ধন

 

19.একটি পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার লক্ষ্যকে কয়টি পর্যায়ে বিশ্লেষণ করা হয়?

  • একটি
  • দুটি
  • তিনটি
  • চারটি।

Ans . চারটি

 

20.পাঠ্যক্রমের অন্তর্গত কোন্ বিষয়টি বিশেষভাবে শিক্ষার্থীর জৈবিক বিকাশে সহায়তা করে?

  • ভাষা ও সাহিত্য
  • গণিত
  • ভৌত বিজ্ঞান
  • শারীরশিক্ষা

Ans . শারীরশিক্ষা

 

21.’ইতিহাসবিষয় শিক্ষার্থীর কোন্ ধরনের চাহিদা পূরণ করতে পারে?

  • দৈহিক
  • সামাজিক
  • মনোবৈজ্ঞানিক
  • জৈবিক

Ans . সামাজিক

 

22.একটি পাঠ্যক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি কী হওয়া উচিত?

  • অনুবন্ধন
  • বিদ্যালয় পরিবেশ রচনা
  • শিক্ষার্থীর চাহিদা
  • শিক্ষার লক্ষ্য

Ans . অনুবন্ধন

 

 23.একটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজ শিক্ষার্থীর

      কোন্ বিকাশে সহায়তা করে?

  • কর্ম দক্ষতা
  • দৈহিক ক্ষমতা
  • যৌক্তিক দক্ষতা
  • আর্থিক ক্ষমতা

Ans . কর্ম দক্ষতা

 

24.শিক্ষার একটি মানবীয় উপাদান হল-

  • পাঠ্যক্রম
  • ছাত্র
  • পাঠ্যপুস্তক
  • উপকরণ

Ans . ছাত্র

 

25.শিক্ষা প্রক্রিয়ার মূল উৎস হল, শিক্ষার্থীর-

  • বংশগতি
  • পরিবেশ
  • অভিজ্ঞতা
  • বংশগতি ও পরিবেশ

Ans . বংশগতি ও পরিবেশ

 

26.শিক্ষার অমানবীয় উপাদানের মধ্যে একটি হল-

  • শিক্ষক
  • পরিবেশ
  • শিক্ষার্থী
  • অভিভাবক

Ans . পরিবেশ

 


 আরো পড়ুন –

Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ

Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং

Leave a comment