দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল- লৌকিক মতে দ্রব্যে কি ও দ্রব্যের বৈশিষ্ট্য লেখ | BA Philosophy SEM 1-এর দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।
লৌকিক মতে দ্রব্যে কি ও দ্রব্যের বৈশিষ্ট্য | General view of Substance |
লৌকিক মতে দ্রব্যঃ
লৌকিক / সাধারণ মতে প্রত্যেক বস্তুর দুটি দিক আছে। একটি দ্রব্যের দিক ও গুণের দিক। দ্রব্য ও গুনের মধ্যে দ্রব্য হল অপরিবর্তনীয় এবং গুণ হল পরিবর্তনীয়। গুণের আশ্রয় রূপের অপরিবর্তনীয় সত্ত্বাকেই লৌকিক মতে দ্রব্য বলা হয়।
দ্রব্য সম্পর্কে লৌকিক মতবাদের বৈশিষ্ট্য গুলিঃ
(i) দ্রব গুণের আধারঃ
যেকোনো বস্তুকে আমরা গুণের মাধ্যমে দেখি। বর্ণ, গন্ধ, কাঠিন্য ইত্যাদি গুণের মধ্য দিয়েই বস্তুর পরিচয় পাওয়া যায়। এই গুণগুলি স্বনির্ভর নয়, কোনো কিছুর উপর আশ্রয় করে থাকে। গুণের এই আশ্রয়টি হল দ্রব্য।
(ii) দ্রব্য হল শক্তির উৎসঃ
দ্রব্য হল সমস্ত বস্তুর শক্তির উৎস, এই শক্তিকে প্রত্যক্ষ করা না গেলেও অনুমান করা যায়। প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রতিনিয়ত যে পরিবর্তন হয় তা শক্তির জন্য, আর এই শক্তি দ্রব্য থেকে আসে।
(iii) দ্রব্য অপরিবর্তনীয় সত্ত্বাঃ
বস্তুর গুণের পরিবর্তন হলেও গুণের আশ্রয় যে দ্রব্য তার পরিবর্তন হয় না। অর্থাৎ দ্রব্য বস্তুর বাহ্যিক পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে।
(iv) দ্রব্য সমগ্র সংগঠনঃ
দ্রব্য যেমন বিশুদ্ধ এক নয়, তেমনি বিশুদ্ধ অনেকও নয়, দ্রব্য হল অনেককে নিয়ে এক সমগ্র সংগঠন। গুণ গুলিকে বাদ দিয়ে যেমন দ্রব্য থাকতে পারে না, তেমনি দ্রব্যকে বাদ দিয়ে গুণগুলি থাকতে পারে না।
সুতরাং , লৌকিক মত অনুসরণ করে বলা যায় যে, দ্রব্য হল তাই যে গুণের আশ্রয়, শক্তির উৎস এবং যা সকল পরিবর্তনের মধ্যেও নিজেকে অপরিবর্তনীয় রাখে।
আরো পড়ুনঃ
- নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য|
- সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি |
- দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি |
- জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় |
- চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ |
- বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো |
- হিউমের সতত সংযোগবাদ তত্ত্ব সমালোচনাসহ |
- কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব সমালোচনা সহ ।
- -“Tabula Rasa” বা “অলিখিত কাগজ” কথার তাৎপর্য লেখ |
- সবল ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য লেখ|
প্রশ্ন উত্তরঃ
১. দ্রব্য কত প্রকার ও কি কি ?
উত্তরঃ লকের মতে দ্রব্য দুই প্রকার – i)বিশিষ্ট দ্রব্যের ii)সাধারণ দ্রব্যের ধারণা ।
২. স্পিনোজার মতে দ্রব্য কি ?
উত্তরঃ স্পিনোজা বলেছেন – “ দ্রব্য হল তাই যা তার অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করে না এবং যাকে বুঝতে গেলে অন্য কোনো ধারণা প্রয়োজন হয় না। তিনি দ্রব্যের ব্যাখ্যাকে সংক্ষিপ্ত করে বলেছেন দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি / জগৎ।
৩.দেকার্তের মতে দ্রব্য কি ?
উত্তরঃ দেকার্তের মতে দ্রব্য হল একটি স্বনির্ভর সত্ত্বা ও দ্রব্য হল গুনের আশ্রয় বা আধার। আমাদের বাহ্যিক জগৎ জড় ও চেতনার সমষ্টি।
৪. লাইবনিজের মতে দ্রব্য কি ?
উত্তরঃ লাইবোনিজের মতে দ্রব্য হল যা স্বনির্ভর ও স্বয়ংক্রিয়।তিনি দ্রব্যের অন্য একটি লক্ষণ দিয়ে বলেছেন দ্রব্য হল নিরংশ অর্থাৎ যার কোনো অংশ নেই , যার উৎপত্তি, বিনাশ নেই এবং যা অন্যের প্রভাব থেকে মুক্ত।