দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী

পাশ্চাত্য দর্শন থেকে আমরা একটি গুরুত্ব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী।এই প্রশ্নটির উত্তর ba philosophy notes আকারে লেখা হয়েছে।

দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী
দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী

 

দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী

সাধারণ ভাষায় “ধারণা” শব্দটি অতি পরিচিত। কিন্তু এর আধুনিক প্রয়োগ ঘটেছে দেকার্তের দর্শনে। দেকার্ত শব্দটির নতুন অর্থ দিয়ে বলেছেন প্রত্যেক অর্থপূর্ন শব্দের অনুরূপ কোন ধারণা আছে। তাঁর মতে, কোন ব্যক্তি ‘ক’ -এর ধারণা থাকার পর্যাপ্ত শর্ত হল ব্যক্তিটি জানে ‘ক’ এর জন্য কীভাবে কোন শব্দ বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করতে হবে। তবে একথার অর্থ এই নয় যে, শব্দ ও ধারণার মধ্যে এক আনুরূপ্য বর্তমান।

       দেকার্ত তাঁর “Meditations” গ্রন্থে তিনপ্রকার ধারণার অস্তিত্ব স্বীকার করেন যথা –

i. আগন্তুক ধারণা

ii. কৃত্রিম ধারণা ও

iii. সহজাত ধারণা

এই তিনটি ধারণা সম্পর্কে নিন্মে আলোচনা করা হল –

১. আগন্তুক 

যে সকল ধারণা আমরা বাইরের জগত থেকে লাভ করি অর্থাৎ যে সকল ধারণার উৎস বাহ্য জগত সেগুলিকে দেকার্ত আগন্তুক ধারণা বলেছেন। যেমন – নদ – নদী , পাহাড় – পর্বত, বই, সূর্য ইত্যাদি আগন্তুক ধারণা। এই সকল ধারণা আমাদের ইচ্ছার উপর নির্ভর করেনা।

২. কৃত্রিম ধারণা

অপরদিকে, যে সকল ধারণা আমাদের মনে সৃষ্টি, আমাদের কল্পনা যে সকল ধারণার উৎস সেই সব ধারণাকে দেকার্ত কৃত্রিম ধারণা বলেন। যেমন – মৎস্য কন্যার ধারণা, পক্ষীরাজ ঘোড়া, একশৃঙ্গ ঘোড়ার ধারণা ইত্যাদি। এই ধারণাগুলি সমস্ত ক্ষেত্রেই বাস্তবত মিথ্যা।

 ৩. সহজাত ধারণা

অপরদিকে, যে সকল ধারণা মন তার নিজের প্রকৃতি থেকে লাভ করে, যে সব ধারণা বুদ্ধির স্বাভাবিক আলোক পাওয়া যায় । সেই সব ধারণাকে দেকার্ত সহজাত ধারণা বলেছেন। এই সকল ধারণার বিরোধী ধারণা প্রকাশ করা যায় না। কেননা এক্ষেত্রে চিন্তার জগতে স্ববিরোধিতা দেখা দেয়।

যুক্তি শাস্ত্রের তাদত্ম্য নিয়মের ধারণাটি দেকার্তের মতে সহজাত ধারণা।  দেকার্ত সহজাত ধারণার কোন সুনির্দিষ্ট তালিকা উল্লেখ না করলেও কয়েকটি ধারণাকে সহজাত বলেছেন, যেমন – ঈশ্বরের ধারণা, গণিতের ধারণা, চিন্তার মূল সূত্রের ধারণা ইত্যাদি।

Thanks For Reading : দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী


প্রশ্ন উত্তর

১. দেকার্ত কত প্রকার ধারণা স্বীকার করেছেন?

 উত্তর –   দেকার্ত তাঁর “Meditations” গ্রন্থে তিনপ্রকার ধারণার কথা বলেছেন যথা –

i. আগন্তুক ধারণা

ii. কৃত্রিম ধারণা ও

iii. সহজাত ধারণা

২. আমি চিন্তা করি সুতরাং আমি আছি কে বলেছেন?

 উত্তর – আমি চিন্তা করি সুতরাং আমি আছি – উক্তিটির প্রবক্তা হলেন দেকার্ত।

৩. দেকার্তের মতে বাস্তব ধারণা কি?

 উত্তর – যে সকল ধারণা আমরা বাইরের জগত থেকে লাভ করি তাকে বাস্তব ধারণা বলেছেন।


আরো পড়ুন –

আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো

অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব

জৈনদের অনেকান্তবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো

চার্বাক নীতি তত্ত্ব -সুখবাদ কী?

ভারতীয় দর্শন | Indian Philosophy |দর্শন শব্দের অর্থ

গান্ধীজীর সত্যাগ্রহ আন্দলন

প্রশ্ন উত্তরে চার্বাক দর্শন

জৈন স্যাদবাদ ব্যাখ্যা করো | সপ্তভঙ্গিনয়


 

Leave a comment