দর্শনের স্বরূপ ও শাখা MCQ MOCK TEST Class 11

Class 11 Mew Syllabus 2024-2025 অনুযায়ি একাদশ শ্রেনীতে প্রথম সেমিস্টারের Unit-2 এতে যে পাঠ্যবিষয় রয়েছে তা হল  An Introduction to Western Philosophy ( পাশ্চাত্য  দর্শনের ভূমিকা )। Class 11 Phoilosophy Semester -1 এর প্রথম Topic হল –দর্শনের স্বরূপ ও শাখাসমূহ (Nature and branches of Philosophy)।  এই অংশ থেকে তোমাদের পরীক্ষার উপযোগী বাছাই করা কিছু প্রশ্নের MCQ MOCK TEST দেওয়া হল।    

দর্শনের স্বরূপ ও শাখাসমূহ
দর্শনের স্বরূপ ও শাখাসমূহ

 

দর্শনের স্বরূপ ও শাখা থেকে MCQ MOCK TEST Class 11


Online Mock test

Class11 Philosophy MCQ Semester-1 Unit-2
বিষয়-  দর্শনের স্বরূপ ও শাখাসমূহ (An Introduction to western Philosophy)
Full Marks- 55*2=110  Time-  25 Minutes

 

 
START MOCK TEST

#1. বিস্ময়ই দর্শনের জনক’ কে বলেছেন?

#2. “দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”-এটি কার মত?

#3. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়গুলো হল-

#4. অধিবিদ্যা সম্ভব নয়’, এ কথা বলেন-

#5. Philosopher’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

#6. ‘Metaphysics’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

#7. ‘আমি চিন্তা করি, অতএব আমি আছি’-কে বলেছেন?

#8. সংশয় থেকেই দর্শনের উৎপত্তি’-উক্তিটি কার।

#9. ‘বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি’-উক্তিটি কার?

#10. ‘দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান’ কথাটি কে বলেছেন?

#11. অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন-

#12. ‘বিস্ময়ই দর্শনের জনক’

#13. পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়?

#14. আধুনিক দর্শনের জনক হলেন-

#15. ‘অধিবিদ্যা অর্থহীন’ কে বলেছেন?

#16. ‘যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা’-উক্তিটি কার?

#17. Philosophy শব্দটির উৎপত্তি হয়েছে কোন্ দুটি শব্দ থেকে?

#18. দর্শন হল ‘বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান’-কে বলেছেন?

#19. দর্শন হল বিচারমূলক শাস্ত্র’-এ কথা কে বলেছেন?

#20. .নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

#21. সমাজদর্শন কী নিয়ে আলোচনা করে?

#22. জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে-

#23. গ্রিক শব্দ Sophia কথাটির অর্থ কী?

#24. দর্শন হল ভাষার সমালোচনা”- এই উক্তিটি করেন

#25. Philos’ কথাটির অর্থ হল_______ ।

#26. Sophia’ শব্দটির অর্থ হল,________।

#27. .________মতে অধিবিদ্যা অর্থহীন।

#28. ___________ মানুষের আচরণের ভালোমন্দ বিচার করে।

#29. জ্ঞানবিদ্যা, ____________সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে।

#30. ‘নীতিশাস্ত্র হল একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা’- বলেছেন।

#31. _________এর ভাষায় ‘নীতিবিজ্ঞান হল এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে।’

#32. ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র’-বলেছেন,

#33. ________ এর মতে ‘দর্শন জ্ঞান সম্পর্কীয় বৈজ্ঞানিক বিচার’।

#34. দর্শন হল ________প্রতি অনুরাগ।

#35. Philosophy শব্দের ব্যুৎপত্তিগত অর্থ –

#36. অধিবিদ্যা সম্ভব নয়’ একথা বলেছেন-

#37. দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল-

#38. অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন-

#39. ‘দর্শন হল ভাষার সমালোচনা’- এই উক্তিটি করেন-

#40. “দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা”-এ কথা বলেন-

#41. হল চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান।–

#42. “দর্শন হল বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমিষ্টিগত রূপ”-এটি কার উক্তি?

#43. “দর্শনের কাজ হল ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা”-কে একথা বলেছেন?

#44. কোন্ দার্শনিক বিস্ময়কে ‘দর্শনের জনক’ বলেছেন?-।

#45. দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই”-কে বলেছেন?

#46. “বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব কিন্তু জ্ঞানের দিগ্দর্শন হিসেবে অধিবিদ্যা সম্ভব” কে বলেছেন?

#47. “দর্শন হল সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”-এ কথা বলেছেন-

#48. দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে তার নাম-

#49. “সমাজ দর্শন হল সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল”-এ কথা বলেছেন

#50. ‘Critique of Pure Reason’ কার লেখা?

#51. “দর্শন অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক”-এ কথা কে বলেছেন?-

#52. ‘Philosophy’ শব্দটি প্রথম ব্যবহার করেন

#53. “দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন”-এ কথা বলেছেন-

#54. মানুষের আচরণের ভালো-মন্দ ন্যায়-অন্যায় বিচার করে

#55. Aisthetikos শব্দটি থেকে উদ্ভুত হয়েছে

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


একাদশ শ্রেনীর আন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:

 

Leave a comment