দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি

দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল-দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি | BA Philosophy SEM 1-এর  দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।

দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি |
দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি |

 

দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি | The relationship between philosophy and science?

বিজ্ঞান ও দর্শনের মধ্যে যেমন মিল আছে, তেমনি অমিলও আছে।

মিলঃ 

(i)  দর্শন ও বিজ্ঞান উভয়েরই উৎস হল সত্য অনুসন্ধান করা ।

(ii)  দর্শন ও বিজ্ঞান উভয়ই জগৎ ও জীবন সম্পর্কে সুস্পষ্ট ও নির্ভুল জ্ঞান দিতে প্রয়াসী হন।

অমিলঃ 

(i) বিজ্ঞান নির্বাচন মূলক খন্ডিত ও বর্ণনা মূলক। কিন্তু দর্শন সামগ্রিক ও মূল্যসূচক। বিজ্ঞান একাধিক বা একটি খন্ডিত অংশ নিয়ে আলোচনা করে, কিন্তু দর্শনের দৃষ্টিভঙ্গি অখন্ড সত্ত্বাকে জাগাতে চাওয়া।

(ii)  বিজ্ঞান অভিজ্ঞতা গ্রাহ্য জগৎ নিয়ে আলোচনা করে, অভিপ্রায় যুক্ত কোনো বিষয় নিয়ে নয়, অভিজ্ঞতায় কেবল বস্তুর বাহ্য রূপ ধরা পরে। দর্শন কেবল জগতের বাহ্য রূপ নিয়ে আলোচনা করে না, বাহ্য রূপের অন্তরালে থাকা বস্তুর প্রকৃত সত্ত্বাকে নিয়েও আলোচনা করে।

(iii)  বিজ্ঞান কেবল বস্তুর বাহ্যরূপের বর্ণ্না দেয় ,তার মূল্যায়ন করে না। কিন্তু দর্শন বস্তুর বাহ্যরূপের সাথে প্রকৃত সত্ত্বার আলোচনা ও মূল্যায়ন করে ।

(iv)   কোনো বিজ্ঞান পুরোপুরি যুক্তি ভিত্তিক নয়। প্রত্যেক বিজ্ঞানের এক বা একাধিক স্বীকার্য সত্য থাকে যাদের নির্বিচারে সত্যরূপে মেনে নেওয়া হয়। কিন্তু দর্শনের নির্বিচারের কোনো স্থান নেই। যৌথিক বিচার করা হয়।

(v)  বিজ্ঞান খন্ডিত হওয়ার অনেক সময় বিভিন্ন বিজ্ঞানের সিদ্ধান্তগুলি পরস্পর বিরোধী হয়। বিজ্ঞানের এই আপাত বিরোধী সিদ্ধান্তগুলিকে দর্শন সুবিন্যাস্ত করে তাদের মধ্যে সমন্বয় আনতে প্রায়সী হয়।

সুতরাং , পদ্ধতিগত দিক থেকে বিজ্ঞান ও দর্শন একে অপরের থেকে স্বতন্ত্র তাছাড়া উভয়েই লক্ষ্য এক তা হল সত্য অনুসন্ধান করা।


আরো পড়ুনঃ


প্রশ্ন উত্তরঃ

1. দর্শন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি কি ?

উত্তরঃ দর্শন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য-

(i) বিজ্ঞান নির্বাচন মূলক খন্ডিত ও বর্ণনা মূলক।

দর্শন সামগ্রিক ও মূল্যসূচক।

(ii) বিজ্ঞান কেবল বস্তুর বাহ্যরূপের বর্ণ্না দেয় তার মূল্যায়ন করে না।

দর্শন বস্তুর বাহ্যরূপের সাথে প্রকৃত সত্ত্বার আলোচনা ও মূল্যায়ন করে ।

2. দর্শন কাকে বলে ?

উত্তরঃ জগৎ, জীবন, মানুষের সমাজ, তার চেতনা এবং জ্ঞানের প্রক্রিয়া প্রভৃতি মৌলিক বিষয়ের আলোচনাকে  দর্শন বলা হয়।

3. বিজ্ঞান কি  বা কাকে বলে ? 

উত্তরঃ বিশ্বের যাবতীয় ভৌত বিষয়াবলীর পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে , ভৌত বিষয়াবলীর  নানা সমস্যার , সামাধান ও যথাযথ সিধান্তে  উপনীত  হওয়ার প্রক্রিয়াই হল বিজ্ঞান ।

4. কয়েকজন  চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম ?

উত্তরঃ কয়েকজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন – জন লক,  হিউম


 

 

 

 

Leave a comment