চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ

দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল-চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ | BA Philosophy SEM 1-এর  দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।

 চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ ।
চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ |

 

চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য |

 The difference between extremist and moderate Rationalism|

নিম্নে চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য  নির্দেশ করা হল ।

প্রথমত,

চরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী, আমাদের সমস্ত জ্ঞানের একমাত্র উৎস হল বুদ্ধি এবং যথার্থ জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। অপরদিকে, নরমপন্থী বুদ্ধিবাদ অনুয়ায়ী, প্রতিটি জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির ও অভিজ্ঞতার অবদান আছে। বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ের সমন্বয়ে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়।  

 দ্বিতীয়ত, 

চরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে প্রধানত আবশ্যিক জ্ঞানকেই বুঝিয়েছেন। আবশ্যিক জ্ঞান হল সেই জ্ঞান যে জ্ঞানকে অস্বীকার করলে স্ববিরোধী হয়। অপরদিকে নরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে আবশ্যিক ও তথ্য বিষয়ক জ্ঞানকেই বুঝে থাকেন।

তৃতীয়ত, 

চরমপন্থী বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের উৎপত্তিতে ইন্দ্রিয়ের কোনো ভূমিকা নেই । অপরদিকে নরমপন্থী বুদ্ধিবাদীদের মতে, জ্ঞানের উৎপত্তিতে ইন্দ্রিয়ের ভূমিকা আছে।

চতুর্থত, 

চরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী , প্রকৃত জ্ঞান সার্বিক ও আবশ্যিক । অপরদিকে নরমপন্থী বুদ্ধিবাদ অনুযায়ী প্রকৃত জ্ঞান আবশ্যিক ও তথ্যমূলক। –

পঞ্চমত,  

চরমপন্থীদের মতে, গাণিতিক জ্ঞানই আদর্শ জ্ঞান এবং গাণিতিক বলে মাত্রই বিশ্লেষক । অপরদিকে চরমপন্থীদের মতে, গাণিতিক বচন সংশ্লেষক ও পূর্বত সিদ্ধ।

ষষ্ঠত, 

চরমপন্থি বুদ্ধিবাদীদরা অধিবিদ্যাকে পরমবিদ্যা বলে মেনে নিয়েছেন। অপরদিকে নরমপন্থী বুদ্ধিবাদীরা অধিবিদ্যাকে সম্ভব বলে মেনে নেননি।


আরো পড়ুনঃ


প্রশ্ন উত্তরঃ

১. চরমপন্থী ও নরমপন্থী দুটি পার্থক্য লেখ |

উত্তরঃ চরমপন্থী ও নরমপন্থী দুটি পার্থক্য  – i) চরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে প্রধানত আবশ্যিক জ্ঞানকেই বুঝিয়েছেন।

অপরদিকে নরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে আবশ্যিক ও তথ্য বিষয়ক জ্ঞানকেই বুঝে থাকেন।

ii) চরমপন্থীদের মতে গাণিতিক জ্ঞানই আদর্শ জ্ঞান এবং গাণিতিক বলে মাত্রই বিশ্লেষক।

চরমপন্থীদের মতে গাণিতিক বচন সংশ্লেষক ও পূর্বত সিদ্ধ।

 

২. বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয় ?

উত্তরঃ যে সব     দার্শনিকদের মতে জ্ঞানের একমাত্র উৎস হল বুদ্ধি তাদের বুদ্ধিবাদী দার্শনিক বলেদেকার্ত, স্পিনোজা, লাইবনিজ হলেন বুদ্ধিবাদী দার্শনিক


 

 

 

 

Leave a comment