মাধ্যমিক-ভূগোল, পঞ্চম অধ্যায়-(ভারত) , এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষার উপযোগী কিছু রচনাধর্মী প্রশ্ন-উত্তর আলোচনা করা হবে।এই অধ্যায় থেকে তোমাদের আরও বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর থাকছে । আজকের আলোচনায় আমাদের বিষয় হল-ভারতের নগরায়নের সমস্যা গুলি আলোচনা করো ।
আশা রাখি , আমাদের এই উপস্থাপনা WBBSE class 10 –এর ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই উপযোগী হতে চলেছে।এছাড়াও যে সব ছাত্রছাত্রীরা class 10 geography chapter 5 খুঁজে চলেছে তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে ।
ভারতের নগরায়নের সমস্যা গুলি আলোচনা করো |
Discuss the problems of urbanization in India |
পৌর জনসংখ্যার অসম বন্টন ভারতের নগরায়নের প্রধান বৈশিষ্ট্য। ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলির নিম্নে আলোচনা করা হল।
(i) অপরিকল্পিত নগরায়নঃ
ভারতের বেশির ভাগ শহর নগর অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। পরিকল্পনার অভাবে রাস্তাঘাটে প্রত্যহ যানজট প্রবল বৃষ্টিতে রাস্তা জলমগ্ন এবং সরকারি ও বেসরকারি অফিস গুলির যত্রতত্র অবস্থান এক অন্যতম সম্যসা।
(ii) পরিবহন ব্যবস্থাঃ
অপরিকল্পিত ভাবে বসতি গড়ে ওঠায় পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়েছে । ফলে ভারতের বেশির ভাগ শহরের পরিবহন ব্যবস্থা অতি ধীরগামী।
(iii) স্বাস্থ্য ব্যবস্থাঃ
পূর্ব ও উত্তর ভারতে শহরগুলির স্বাস্থ্য ব্যবস্থা খুব অনুন্নত । ঘন জনবসতি,পয়ঃনিষ্কাশনের সংকট, প্রভৃতির ফলে এখানে বসবাসরত মানুষ নানা রোগ-ব্যাধির স্বীকার হয়। এই কারনে অসুস্থ মানুষের পরিসংখ্যা অনেক বেশি।
(iv) শিক্ষা ব্যবস্থাঃ
ভারতের শিক্ষাক্ষেত্রে, বিশেষত উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা অতি সীমিত। আর শিক্ষাক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল পরিকাঠামো । এবং শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অতিকম।
(v) বিদ্যুৎঃ
ভারতের বেশিরভাগ নগরগুলিতে প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাটতি এত বেশি যে প্রয়োজনে বিদ্যুৎ পাওয়া যায় না।
প্রশ্ন উত্তরঃ
১. নগরায়ন বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় গ্রামীণ অঞ্চল থেকে শহর অঞ্চলে জনসংখ্যার স্থানান্তর ঘটে, এবং শহর অঞ্চলে বসবাসরত জনসংখ্যার অনুপাত গ্রামীণ অঞ্চলের তুলনায় বৃদ্ধি পেতে থাকে । এই ধরনের পরিবর্তনকে বলে নগরায়ন ।
২. নগরায়নের বৈশিষ্ট্য গুলো কি কি ?
উত্তরঃ নগরায়নের বৈশিষ্ট্যগুলি হল -i) গ্রামীণ অঞ্চল থেকে শহর অঞ্চলে বিপুল জনসংখ্যার পরিব্রাজন ঘটে ।
ii) নগরগুলিতে জনসংখ্যার চাপ বাড়তে, ফলে বেকারত্ব বাড়ে থাকে ।
৩. অতি নগরায়নের কারণ সমূহ কি কি ?
উত্তরঃ i) উন্নত সুযোগ-সুবিধার চাহিদার ফলে মানুষ নগরমুখী হয় । (ii) বেকারত্ব থেকে মুক্তি পেতে মানুষ শিল্পোন্নত নগরে স্থানান্তর করে । এই সমস্ত কারণে অতি নগরায়ন ঘটে ।
৪. নগরায়নের সুফল কি কি ?
উত্তরঃ নগরায়নের সুফল -i) উন্নত পরিবহণ ব্যবস্থা গড়ে উঠে, ফলে শিল্প ও ব্যবসা-বানিজ্যের উন্নতি ঘটে। ii) বেকারত্ব হ্রাস পায় । সার্বিকভাবে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ঘটে ।
৫. নগরায়নের কুফল কি কি ?
উত্তরঃ নগরায়নের কুফল – i)নগরায়নের ফলে ভূপ্রকৃতির চরম অবক্ষয় ঘটে ii) ভূমির নিরাপত্তা হ্রাস পায় । iii) অধিক পরিমানে জল ও বায়ু দূষণ ঘটে, বর্জ্য নিস্কাশনের সমস্যা দেখা দেয় ।
৬. অপরিকল্পিত নগরায়নের সমস্যাগুলি কি কি ?
উত্তরঃ অপরিকল্পিত নগরায়নের সমস্যাগুলি হল -i) অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়।
ii) পরিকল্পনার অভাবে রাস্তাঘাট বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ।
iii) অপরিকল্পিত নগরায়নে ঘন জনবসতি,পয়ঃনিষ্কাশনের সংকট ,ফলে স্বাস্থ্য ব্যবস্থা খুব অনুন্নত ।
আরো পড়ুন –
- মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
- Class 10 Geography Chapter1 mcq Online Test | মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়।
- পূর্ব ও মধ্যভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো |
- ভারতে জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণগুলি লেখো |
- কোনো স্থানে শিল্প স্থাপনের কারণগুলি আলোচনা করো |