TISCO কি | জামশেদপুরে টিসকো স্থাপন করা হয় কেন

মাধ্যমিক-ভূগোল, পঞ্চম অধ্যায়-(ভারত) , ভারতের শিল্প , এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষার উপযোগী কিছু রচনাধর্মী প্রশ্ন-উত্তর আলোচনা করা হবে।এই অধ্যায় থেকে তোমাদের আরও বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর থাকছে । আজকের আলোচনায় আমাদের বিষয় হল-TISCO কি ? জামশেদপুরে টিসকো স্থাপন করা হয় কেন। 

আশা রাখি , আমাদের এই উপস্থাপনা WBBSE class 10 –এর ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই উপযোগী হতে চলেছে।এছাড়াও যে সব ছাত্রছাত্রীরা class 10 geography chapter 5 খুঁজে চলেছে তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে ।

TISCO কি | জামশেদপুরে টিসকো স্থাপন করা হয় কেন |
TISCO কি | জামশেদপুরে টিসকো স্থাপন করা হয় কেন |

 

TISCO কি | জামশেদপুরে টিসকো স্থাপন করা হয় কেন | 

TISCO কিঃ 

শিল্পপতি জামশেদজি টাটার প্রচেষ্টায় 1907 সালে ঝাড়খন্ডের জামশেদপুরে ভারতের একমাত্র বেসকারি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। TISCO  যার পুরো নাম টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যা ভারতের বৃহত্তম বেসকারি লৌহ ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে একটি ।

জামসেদপুরে লৌহ ইস্পাত শিল্প (TISCO)গড়ে ওঠার কারণঃ

জামসেদপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি হল-

(i) আকরিক লোহাঃ  

ওড়িষ্যার গুরুমহিষানি , বাদামপাহাড়, ময়ূরভঞ্জ (72 km দূরত্ব ) ও ঝাড়খন্ডের পশ্চিমে সিংভূম জেলার নোয়ামুন্ডি, গুয়া (128 km) থেকে ভালো জাতের লোহা আনার সুবিধা রয়েছে।

(ii) কয়লাঃ  

ঝড়িয়া ও রানিগঞ্জ কয়লাখানি থেকে (177 km দূরত্বে) উচ্চ মানের কয়লা পাওয়ার সুবিধা রয়েছে।

(iii) চুনাপাথর ডলোমাইট ও ম্যাঙ্গানিজঃ 

উড়িষ্যার গাংপুর থেকে (177 km দূরত্বে) ম্যাঙ্গানিজ হাতিবাড়ী থেকে চুনাপাথর ও ডলোমাইট পাওয়া যায়। নিকটবর্তী বীরমিত্রপুরেও থেকে এই দ্রব্যগুলি পাওয়া যায়।

(iv) জলঃ   

সুবর্ণরেখা ও তার উপনদী খরকাই নদীর ডিমনা জলধার থেকে জল পাওয়া যায় ।

(v) বিদ্যুৎ শক্তিঃ 

নিজস্ব ক্যাপটিভ পাওয়ার স্টেশন থাকায় প্রয়োজনীয় বিদ্যুৎশক্তি পেতে অসুবিধা হয় না।

(vi) শ্রমিকঃ 

বিহার, ঝড়খন্ড ও পশ্চিমবঙ্গ থেকে প্রচুর সুলভ শ্রমিক পাওয়া সুবিধা আছে।

(vii) কলকাতা শিল্পাঞ্চল ও বন্দরের সুবিধাঃ 

কলকাতা শিল্পাঞ্চল ও বন্দর জামশেদপুর থেকে মাত্র 250 km দূরে অবস্থিত। তাই বন্দরের মাধ্যমে লৌহ ইস্পাত বিদেশে রপ্তানি হয়।এই শিল্পকেন্দ্রটি পূর্ব ও দঃ-পূর্ব রেলপথ এবং দুটি জাতীয় সড়কপথ দ্বারা যুক্ত থাকায় পরিবহনে যথেষ্ট সুবিধা হয়।

স্থানীয় জামসেদপুর শিল্পাঞ্চল ও কলকাতা শিল্পাঞ্চলে এখানে উৎপাদিত ইস্পাতের চাহিদার রয়েছে।


প্রশ্ন উত্তরঃ

১। টিসকো ভারতের কোথায় অবস্থিত ?

উত্তরঃ টিসকো ঝাড়খন্ডের জামশেদপুরে অবস্থিত  ।

২। টিসকো কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ সুবর্ণরেখা ও তার উপনদী খরকাই নদীর তীরে অবস্থিত  ।

৩। টাটা স্টিলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ টাটা স্টিলের প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি টাটা ।

 

৪। টিসকো জামশেদপুরে অবস্থিত কেন ?

উত্তরঃ জামশেদপুরের নিকটবর্তী অঞ্চল থেকে আকরিক লোহা, কয়লা , চুনাপাথর ও ডলোমাইট পাওয়া যায়। এছাড়া  সুবর্ণরেখা ও খরকাই নদী থেকে  জলের চাহিদা পূরণ হয় । কলকাতা শিল্পাঞ্চল ও বন্দর জামশেদপুর থেকে মাত্র 250 km দূরে অবস্থিত।  এই অনুকূল পরিবেশের অবস্থানের জন্য এখানে টিসকো গড়ে উঠেছে ।


আরো পড়ুন – 


 

Leave a comment