জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয়

দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল-জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় | BA Philosophy SEM 1-এর  দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।

জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় |
জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় |

 

জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় |

What is the meaning of the verb to know ?

জ্ঞান বা knowledge বলতে আমরা সাধারণভাবে জানা ক্রিয়াপদটিকে ব্যবহার করে থাকি। হসপার্স তার ‘An introduction to philosophical analysis’ গ্রন্থে জানা ক্রিয়াপদটিকে তিনটি অর্থে ব্যবহার করেছিলেন। যথা –

1) পরিচিতিমূলক অর্থে জানা :

পরিচিতিমূলক অর্থে জানা বলতে সাক্ষাৎ পরিচয়কে বোঝায়। এক্ষেত্রে কোনো ব্যক্তি সম্পর্কে বেশি কিছু তথ্য জানা না থাকলেও সাক্ষাৎ পরিচয় থাকলেই চলে। যেমন – আমি রামকে জানি। একথার অর্থ হল – আমি রামকে চিনি বা রামের সাথে আমার সাক্ষাৎ পরিচয় আছে, কিন্তু রাম সম্পর্কে আমার কোনো বিষদ তথ্য জানা নেই।

আবার বিপরীতদিক থেকে বলা যায়, যে রামের সম্বন্ধে অনেক কিছু জানা থাকলেও যদি তার সাথে আমার সাক্ষাৎ পরিচয় না থাকে , তাহলে দাবি করতে পারব না যে রামকে জেনেছি। সুতরাং, কাউকে জেনেছি এমন দাবি করতে গেলে ব্যক্তির প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে।

2) কর্মকৌশল অর্থে জানা: 

কর্মকৌশল অর্থে জানা বলতে কোনো কিছু করতে পারার সামর্থ বা কার্যসাধন করাকে বোঝায় । যেমন – আমি সাঁতার কাটতে জানি, আমি সাইকেল চালাতে জানি, একথার অর্থ হল যে কীভাবে সাঁতার কাটতে হয় বা কীভাবে সাইকেল চালাতে হয় সে বিষয়ে আমার জ্ঞান আছে। কেউ কোনো কার্য সম্পাদন করতে না পারলে, সে দাবি করতে পারে না যে সে জানে কীভাবে কার্যটি করতে হয়।

3) বাচনিক অর্থে জানা :

বাচনিক অর্থে জানা বলতে বোঝায় কোনো বাক্য বা বচনকে সত্য বলে জানা। এই অর্থে জানা শব্দটিকে এমন বাক্য বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। ‘আমি জানি যে, ‘সে জানে যে’ ইত্যাদি। শূন্যস্থান গুলিতে কোনো বাক্য বা বচন বসালে হয় – আমি জানি যে 2+2=4 , সে জানে যে পৃথিবী গোলাকার। এই বাক্য বা বচন দুটির অর্থই হল বচন দুটি সত্য।


আরো পড়ুনঃ


প্রশ্ন উত্তরঃ

১. বাচনিক শব্দের অর্থ কি ?

উত্তরঃ  বাচনিক শব্দের অর্থ – কথায় প্রকাশিত ।

২. জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থ কি কি?

উত্তরঃ জানা ক্রিয়াপদটিকে তিনটি অর্থে ব্যবহার হয় যথা – (1)পরিচিতিমূলক অর্থে জানা (2)কর্মকৌশল অর্থে জানা  (3) বাচনিক অর্থে জানা ।

৩. পরিচিতিমূলক অর্থে জানা বলতে কী বোঝো ?

উত্তরঃ পরিচিতিমূলক অর্থে জানা বলতে সাক্ষাৎ পরিচয়কে বোঝায়। এক্ষেত্রে কোনো ব্যক্তি সম্পর্কে বেশি কিছু তথ্য জানা না থাকলেও সাক্ষাৎ পরিচয় থাকলেই চলে। যেমন – আমি রামকে জানি।

৪. বাচনিক অর্থে জানা বলতে কি বোঝায় ?

উত্তরঃ বাচনিক অর্থে জানা বলতে বোঝায় কোনো বাক্য বা বচনকে সত্য বলে জানা।


 

 

 

Leave a comment