বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ভূমিকা

মাধ্যমিক ইতিহাস – চতুর্থ অধ্যায় (সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ)থেকে আজকের এই পর্বের বিষয়- বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ভূমিকা | যেসব ছাত্র ছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 4 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।

বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ভূমিকা |
বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ভূমিকা |

 

বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ভূমিকা |

বাংলার মুদ্রণ শিল্পের জগতে এক বাঙালি চিত্র শিল্পী এবং লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরি (1863 – 1915 খ্রিঃ) উনিশ শতকে বাংলায় মুদ্রণ জগতে তিনি অসামান্য অবদান রেখেছেন।

বাংলার ছাপাখানার বিকাশঃ

(i) ইউ এন রায় এন্ড সন্সঃ 

উপেন্দ্রকিশোর রায় চৌধুরি বিদেশ থেকে আধুনিক যন্ত্র এনে, 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিব নারায়ণ দাস লেন-এ, ইউ রায় এন্ড সন্স নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এখানে তিনি মুদ্রণের কাজে বিভিন্ন গবেষণা করেন। এখানে তিনি মুদ্রণের কাজে বিভিন্ন গবেষণা করেন।

(ii) হাফটোন বক্ল ব্যবহারঃ

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ছাপার কাজে হাফটোন ব্লক তৈরী করেন। তিনি অন্ধকার ঘরে বসে আলোর প্রতি ফলন ও প্রতিসরণ লক্ষ করে হাফটোন ব্লক তৈরীর সূত্র আবিষ্কার করেন এর ফলে ছাপাখানার জগতে অভরতুপূর্ব পরিবর্তন আসে।

(iii) ছবির ব্যবহারঃ  

তিনি অনেক পরীক্ষা – নিরীক্ষা করে দেখেন , যে বইয়ের প্রচ্ছেদ ও ভারতের পাতায় লেখার মর্মে ছবির ব্যবহার করা যায়। এর জন্য তিনি ৬০ ডিগ্রি স্ক্রিন, ডায়াফ্রাম পদ্ধতি , অ্যাডজাস্টার যন্ত্র, ডায়োটাইট প্রভৃতি ব্যবহার করে রঙিন ছবি ছাপার ব্যবস্থা করেন।

(iv) ফটোগ্রাফীঃ 

উপেন্দ্রকিশোর চৌধুরী একটি স্টুডিও নির্মান করে আধুনিক ফটোগ্রাফী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। সাদা – কালোর যুগ, তিনি সন্দেশ পত্রিকায় (1913) ছোটদের জন্য রঙ -বেরঙের বই প্রকাশ করতে থাকে।

(v) প্রকাশনাঃ

ইউ রায় এন্ড সন্স থেকে প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলি হল টুনটুনির বই, গুপীগাইন বাঘাবাইন, সেকালের কথা, ছেলেদের রামায়ণ, সন্দেশ পত্রিকা ইত্যাদি।

উপসংহারঃ  

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেবলমাত্র ব্যবসায়ীক উদ্দেশ্য ছাপাখানা প্রতিষ্ঠা করেননি। ছাপার জগতে এক নব বিপ্লব আনতে সক্ষম হয়েছিল।


আরো পড়ুন – 


প্রশ্ন উত্তরঃ 

১. সর্ব প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ সর্ব প্রথম ছাপাখানা বাংলার হুগলীতে প্রতিষ্ঠিত হয় ১৭৭৭ সালে।

২. প্রথম বাংলা হরফ তৈরি করেন কে ?

উত্তরঃ প্রথম বাংলা হরফ তৈরি করেন পঞ্চানন কর্মকার ।

৩. বাংলা ছাপাখানার জনক কে ছিলেন ?

উত্তরঃ বাংলা ছাপাখানার জনক ছিলেন পঞ্চানন কর্মকার ।

৪. কলকাতায় কে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ জেমস অগাস্টাস হিকি  কলকাতায়  প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন ।

৫. ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হত কোন পত্রিকা ?

উত্তরঃ ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হত সন্দেশ পত্রিকা ।

৬. সন্দেশ পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছিল ?

উত্তরঃ সন্দেশ পত্রিকা ১৯১৩ সালে প্রকাশিত হয়েছিল ।


Leave a comment