মাধ্যমিক ইতিহাস –(সিধান্ত ও বিদ্রোহ বৈশিষ্ট ও পরীক্ষা ) তৃতীয় অধ্যায় থেকে আজকের এই পর্বের বিষয়- নারী শিক্ষা বিস্তারে আচার্য রাধাকান্ত দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখ | যেসব ছাত্র ছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 3 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।
নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও আচার্য রাধাকান্ত দেবের ভূমিকা লেখ |
নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাঃ
ঊনিশ শতকের সূচনা লগ্নে বিভিন্ন সামাজিক বাঁধা নিষেধের ফলে বাংলায় নারী শিক্ষার প্রসার ঘটেনি। নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর।
বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। এজন্য তিনি ড্রিঙ্কওয়াটার বেথুনের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিঃ হিন্দু বালিকা বিদ্যালয় (বর্তমানে বেথুন স্কুল) প্রতিষ্ঠা করেন। 1857 সালে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে তিনি 1858 খ্রিষ্টাব্দের মধ্যে মোট 35 টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি 1890 সালে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
নারী শিক্ষা বিস্তারে আচার্য রাধাকান্ত দেবের ভূমিকাঃ
সংস্কৃত , ফরাসি ভাষায় অসাধারণ পান্ডিত্য থাকার সত্ত্বেও রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষা ও চিকিৎসাবিদ্যা অগ্রগতিতে উদ্যোগী হয়েছিলেন। নারীশিক্ষার ক্ষেত্রে তিনি পাশ্চাত্য শিক্ষাকে প্রধান্য দেন। স্ত্রী শিক্ষা প্রসারের তিনি 1822 খ্রীঃ “স্ত্রী শিক্ষা বিধায়ক” নামে একটি পুস্তক প্রকাশ করেন। নারী শিক্ষা প্রসারে উদ্যোগ নিতে তিনি W.H হির্য়াস কে এক পত্রের দ্বারা অনুরোধ জানিয়েছিলেন। তাছাড়া নারী শিক্ষা বিষয়ক গ্রন্থ রচনার জন্য তিনি গৌরমোহন তর্কলঙ্কার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
আরো পড়ুন –
- দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |
- নীল বিদ্রোহের কারণ গুলি আলোচনা করো |
- ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যে কি ছিল | মাধ্যমিক ইতিহাস |
- উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো |
- সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো |
- শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শ ব্যাখ্যা কর |
প্রশ্ন উত্তরঃ
১. হিন্দু বালিকা বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রিঙ্কওয়াটার বেথুনের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিঃ হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ।
২. হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান নাম কি ?
উত্তরঃ হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান নাম বেথুন স্কুল ।