একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাসে তোমদের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিড়াল প্রবন্ধটি রয়েছে । প্রবন্ধের উৎস হল- কমলাকান্তের দপ্তর (প্রবন্ধ-সংকলন)।
একাদশ শ্রেণীর বংলা Semester-1 MCQ question answers করতে হবে।আজকের পর্বে আমরা উপস্থাপন করতে চলেছি-বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর।
বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
1.বিড়াল প্রবন্ধটির উৎস
ক) আনন্দমঠ
খ) কমলাকান্তের দপ্তর
গ) দুর্গেশনন্দিনী
ঘ) সাম্যবাদী কাব্যগ্রন্থ
Ans : খ) কমলাকান্তের দপ্তর
2. বিড়াল প্রবন্ধের লেখক কে ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মহাশ্বেতা দেবী
Ans : গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
3. বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়
ক) বঙ্গর্দশন
খ) বামাবধিনী
গ) আনন্দবাজার
ঘ) কোনটিই নয়
Ans : ক) বঙ্গর্দশন
4. বিড়াল প্রবন্ধটি কি ধরনের রচনা
ক) ব্যঙ্গাত্মক
খ) আত্মকাহিনি
গ) নাটক
ঘ) ভৌতিক গল্প
Ans: ক) ব্যঙ্গাত্মক
5. কমলাকান্ত বসে ঝিমায়তেছিলেন –
ক) খাটিয়ার উপর
খ) চার পায়ির উপর
গ) পালংকের উপর
ঘ) কোনটিই নয়
Ans: খ) চার পায়ির উপর
6. চারপায়িটি ছিল কমলাকান্তের শয়ন গৃহে
ক) গৃহের বাইরে
খ) বৈঠক খানায়
গ) শয়ন গৃহে
ঘ) গৃহের ভিতরে
Ans: গ) শয়ন গৃহে
7. কমলাকান্তের হাতে ছিল –
ক) আংটি
খ) ছাতা
গ) কলম
ঘ) হুঁকো
Ans: ঘ) হুঁকো
8. দেয়ালের উপর চঞ্চল ছায়া নাচছিল
ক) পাষাণবৎ
খ) প্রেতবৎ
গ) কিশোরী
ঘ) কিশোর
Ans: খ) প্রেতবৎ
9. হুঁকো হাতে কমলাকান্ত যেভাবে ভাবনায় মগ্ন ছিলেন-
ক) দৃঢ়লোচনে
খ) নিমীলিতলোচনে
গ) অশ্রুলোচনে
ঘ) কোনটিই নয়
Ans: খ) নিমীলিতলোচনে ।
10. নিমীলিতলোচনে কমলাকান্ত কী হবার কথা ভাবছিলেন
ক) রাজা
খ) মন্ত্রী
গ) নেপোলিয়ান
ঘ) জ্ঞানী
Ans: গ) নেপোলিয়ান
11. কমলাকান্ত নেপোলিয়ান হয়ে কোন যুদ্ধে জিততে পারতেন ?
ক) ওয়াটারলু
খ) পলাশীর
গ) বক্সারের
ঘ) কোনটিই নয়
Ans: ক) ওয়াটারলু
12.ওয়েলিংটন বলতে প্রবন্ধ কার কথা বোঝানো হয়েছে –
ক) নেপলিয়ানকে
খ) আর্থারকে
গ) ডিউক ওফ ওয়েলিংটন
ঘ) কোনটিই নয়
Ans: গ) ডিউক ওফ ওয়েলিংটন
13. কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন প্রাপ্ত হয়েছিল –
ক) অমরত্ব
খ) সুখ সমৃদ্ধি
গ) ধনসম্পদ
ঘ) বিড়ালত্ব
Ans: ঘ) বিড়ালত্ব
14. ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে ভিক্ষা করতে এসেছিল –
ক) টাকা-পয়সা
খ) আফিম
গ) দ্রব্য সামগ্রী
ঘ) কোনটি নয়
Ans: খ) আফিম
15. কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল
ক) কুকুর
খ) বিড়াল
গ) মনিকান্ত
ঘ) কেউ নন
Ans: খ) বিড়াল
16. বিড়ালটি অতি মধুর স্বরে মেও’ করেছিল –
ক) সে খুব আনন্দিত ছিল
খ) তার খুব আঘত লেগেছিল
গ) দুগ্ধ পানে পরিতৃপ্ত হয়ে
ঘ) সে গান গাওয়ার চেষ্টা করছিল
Ans: গ) দুগ্ধ পানে পরিতৃপ্ত হয়ে
17. বিড়ালটি মনে মনে হেসে ভাবছিল –
ক) কই মাছ খাবে
খ) কমলাকান্ত খুব বোকা
গ) মাছ ধরতে যাবে
ঘ) কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই
Ans: ঘ) কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই
18. দুধ ছিল –
ক) মনিকান্তের
খ) মঙ্গলার
গ) শ্যমলীর
ঘ) বিড়ালের
Ans: খ) মঙ্গলার
19. দুধ দুয়ে ছিল –
ক) অমর
খ) প্রশান্ত
গ) প্রসন্ন
ঘ) প্রণয়
Ans: গ) প্রসন্ন
20. “কমলাকান্ত, বিড়ালটি দুধ খাওয়ার সত্ত্বেও রাগ করেনি”-
ক) বিড়ালটি ক্ষুধার্ত ছিল বলে
খ) বিড়ালেরও সমান অধিকার আছে
গ) বিড়ালটি কমলাকান্তের অনেক উপকার করেছে
ঘ) বিড়ালটি তার বন্ধু
Ans: খ) বিড়ালেরও সমান অধিকার আছে
21.একটি নিয়ম আছে বিড়ালে দুধ খেলে তাকে যা করা হয় –
ক) তাড়াইয়া মারিতে হয়
খ) তাঁকে পোষ মানাতে হয়
গ) তাঁকে বেঁধে রাখতে হয়
ঘ) কোনটিই নয়
Ans: ক) তাড়াইয়া মারিতে হয়
22. চিরপ্রচলিত নিয়ম না মানায় বিড়ালটি কমলাকান্তকে যা বলে উপহাস করে
ক) ভীতু
খ) সাহসী
গ) কাপুরুষ
ঘ) কোনটিই নয়
Ans: গ) কাপুরুষ
23.কমলাকান্ত বিড়ালের বক্তব্য সকল যেভাবে বুঝতে পেরেছিল
ক) দিব্যদৃষ্টিতে
খ) দিব্যকর্ন
গ) অজানা মহিমায়
ঘ) আশ্চর্যজনকভাবে
Ans: খ) দিব্যকর্ন
24. বিড়াল বলে আমরা যা যা পাব না-
ক) খাদ্য, বস্ত্র ,বাসস্থান
খ) সোনা,রুপা
গ) ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস
ঘ) টাকা পয়সা
Ans: গ) ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস
25.বিড়ালের মতে ধর্ম হলো
ক) ভালো আচার- আচরণ
খ) মিথ্যা বলা
গ) সত্য কথা বলা
ঘ) পরোপকারই পরম ধর্ম
Ans: ঘ) পরোপকারই পরম ধর্ম
26. কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূল কারণ ছিল
ক) ধার্মিক হওয়া
খ) পুণ্যলাভ
গ) বিড়ালের দুগ্ধ পান
ঘ) কোনটিই নয়
Ans: গ) বিড়ালের দুগ্ধ পান
27. আমি তোমার ধর্মের সহায় – কার ধর্মের সহায় ?
ক) ম্ণিকান্তের
খ) কমলাকান্তের
গ) প্রসন্নের
ঘ) মঙ্গলার
Ans: খ) কমলাকান্তের
28. চোর অপেক্ষা ধার্মিক কারা ?
ক) বড়ো বড়ো সাধুরা
খ) বড়ো বড়ো জমিদাররা
গ) ধনী ব্যক্তিরা
ঘ) গরিব মানুষরা
Ans: ক) বড়ো বড়ো সাধুরা
29. চোরের নামে কারা শিহরিত হয়ে ওঠেন।
ক) বড়ো বড়ো মানুষরা
খ) বড়ো বড়ো জমিদাররা
গ) বড়ো বড়ো সাধুরা
ঘ) কোনটিই নয়
Ans: গ) বড়ো বড়ো সাধুরা
30. কারা শতগুনে দোষী ?
ক) বড়ো বড়ো সাধুর
খ) বড়ো বড়ো মানুষরা
গ) কৃপণ জমিদাররা
ঘ) কৃপন ধনীরা
Ans: ঘ) কৃপন ধনীরা
31. চোরের দণ্ড হয়, কিন্তু চুরির যে মূল কারণ, তার দণ্ড হয়না-চুরির মূল কারণ কে ?
ক) কৃপন ধনীরা
খ) আনাহার
গ) অভাব
ঘ) বড়ো বড়ো সাধুর
Ans: ক) কৃপন ধনীরা
32. বিড়ালকে ডেকেও যা দেয়না- তা হলো
ক) খাবার
খ) দুধ
গ) মাছের কাঁটা, পাতের ভাত
ঘ) মাংসের হাড়
Ans: গ) মাছের কাঁটা, পাতের ভাত
33. পেটের ক্ষুধা কারা জানতে পারবে না ?
ক) যারা খায় না
খ) যাদের পেট ভরা
গ) যাদের খিদে নেই
ঘ) যারা অনাহারে আছে
Ans: খ) যাদের পেট ভরা
34. যে অন্ধকে এক মুঠো ভিক্ষা দেয় না ,তার কখন রাতে ঘুম চলে যায় ?
ক) ধনী ব্যক্তির দুঃখে
খ) ছোট লোকের দুঃখে
গ) ভয়ে
ঘ) একটা বড়ো রাজা ফাঁপড়ে পড়লে
Ans: ঘ) একটা বড়ো রাজা ফাঁপড়ে পড়লে
35. সকলে যা করতে রাজি হয়না তা হলো-
ক) গরীবের পাশে দাঁড়াতে
খ) ছোটোলোকেদের দুঃখে কাতর হতে
গ) বড়ো লোকেদের দুঃখে কাতর হতে
ঘ) অনাহারে থাকতে
Ans: খ) ছোটোলোকেদের দুঃখে কাতর হতে
36. জোড় হাত করে আর একটু খেতে বলে-
ক) শিরোমনি / ন্যায়ালঙ্কার
খ) মঙ্গলা
গ) কমলাকান্ত
ঘ) ম্ণিকান্তকে
Ans: ক) শিরোমনি / ন্যায়ালঙ্কার
37. মনুষ্য জাতির রোগ হল –
ক) তেলা মাথায় জল দেওয়া
খ) মাথায় তেল দেওয়া
গ) তেলা মাথায় তেল দেওয়া
ঘ) পরের জিনিসে লোভ করা
Ans: গ) তেলা মাথায় তেল দেওয়া
38. কাদের জন্য ভোজের আয়োজন করা হয়-
ক) যারা খেতে পছন্দ করে না
খ) যাদের খেতে লজ্জা করে
গ) যারা অনাহারে আছে
ঘ) যাদের খেতে বললে বিরক্ত হয়
Ans: ঘ) যাদের খেতে বললে বিরক্ত হয়
39. কারা, চোর হিসাবে দণ্ড ভোগ করে করে –
ক) বিনা নিমন্ত্রণে যারা অন্ন খেয়ে ফেলে
খ) বিনা আহব্বানে যারা অন্ন খেয়ে ফেলে
গ) ক্ষুধার্ত মানুষেরা
ঘ) কৃপন ধনীরা
Ans: খ) বিনা আহব্বানে যারা অন্ন খেয়ে ফেলে
40.লেজ ফোলা, গায়ে লোম যুক্ত মার্জার, দেখে অনেকে হয়ে পড়ে –
ক) ধনী ব্যক্তি
খ) মার্জার কবি
গ) ছোটলোক
ঘ) কোনটিই নয়
Ans: খ) মার্জার কবি
41. তবেই তাহার পুষ্টি – কার পুষ্টি ?
ক) কুকুরের
খ) গৃহ মার্জার
গ) গৃহিণীর
ঘ) মঙ্গলার
Ans : খ) গৃহ মার্জার
42. সতরঞ্চ খেলা বাংলায় যে নামে পরিচিত-
ক) বুদ্ধির খেলা
খ) রাজাদের খেলা
গ) বড়ো মানুষের খেলা
ঘ) দাবা খেলা
Ans : ঘ) দাবা খেলা
43. আমাদের কালো চামড়া দেখে কী করা উচিত নয় ?
ক) ভয় পাওয়া
খ) ঘৃনা করা
গ) অপমান করা
ঘ) ছোট করা
Ans : খ) ঘৃনা করা
44. এই পৃথিবীতে আমাদের খাতে কিছু অধিকার আছে তা হলো –
ক) ধনসম্পতিতে
খ) পেট ভরে খাওয়ার
গ) মৎস্য, মাংসে
ঘ) বাঁচার অধিকার
Ans : গ) মৎস্য, মাংসে
45. চোরের দন্ড আছে কিন্তু_________ দণ্ড নেই।
ক) খুনির
খ) নির্দয়তার
গ) ডাকাতের
ঘ) দোষীর
Ans : খ) নির্দয়তার
46. দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে কিন্তু ধনীর________ দণ্ড নেই।
ক) কার্পন্যের
খ) দোষের
গ) অপরাধের
ঘ)দয়াহীনতার
Ans : ক) কার্পন্যের
47. কমলাকান্ত দুরদর্শী কারন সে ________।
ক) তাঁর অনেক বুদ্ধি
খ) আফিম খোর
গ) সে অনেক অভিজ্ঞ
ঘ) সে একজন ধার্মিক
Ans : খ) আফিম খোর
48. কমলাকান্ত দেখতে পায় না দরিদ্র চোর হয়-
ক) অনাহারে
খ) ধনীর দোষে
গ) অধিক কৃপণতায়
ঘ) নিজের দোষে
Ans : খ) ধনীর দোষে
49. পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করে একজন __________দরিদ্রকে আহার দিতে পারে ।
ক) সাত শত
খ) চারশত
গ) পাঁচশত
ঘ) দুই শত
Ans : গ) পাঁচশত
50. পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করলে দরিদ্র কী করবে।-
ক) চুরি করবে
খ) ভিক্ষা করবে
গ) অনশন করবে
ঘ) আন্দোলন করবে
Ans : ক) চুরি করবে
51. কিসের দ্বারা মরে যাওয়ার জন্য মানুষ পৃথিবীতে আসেনি –
ক) অনাহারে
খ) অনাদরে
গ) অসুখে
ঘ) কোনটিই নয়
Ans : ক) অনাহারে
52. বিড়াল গল্পে কার কথাগুলো সোশিওলিস্টিক
ক) কুকুরের
খ) বিড়ালের
গ) মঙ্গলার
ঘ) মনিকান্তের
Ans : খ) বিড়াল
53. সমাজে ধন বৃদ্ধির অর্থ হলো-
ক) গরিবের ধন বৃদ্ধি
খ) ধনীর ধন বৃদ্ধি
গ) শ্রমিকের ধন বৃদ্ধি
ঘ) রাজাদের ধন বৃদ্ধি
Ans : খ) ধনীর ধন বৃদ্ধি
54. সামাজিক ধন বৃদ্ধি ব্যাতীত কীসের উন্নতি করা যায় না –
ক) সমাজের
খ) পরিবারের
গ) ছোট লোকের
ঘ) বড়ো লোকের
Ans : ক) সমাজের
55. বিড়াল প্রবন্ধের প্রধান চরিত্র কে ?
ক) মঙ্গলা
খ) কমলাকান্ত
গ) মনিকান্ত
ঘ) বঙ্কিমচন্দ্র
Ans: খ) কমলাকান্ত
আরো পড়ুনঃ
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
- Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ
- একাদশ শ্রেণীর দর্শন | জ্ঞানের উৎসসমূহ MCQ
- একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ
- পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ । একাদশ শ্রেণি ।
- সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণি