Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ

একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য বিষয়ে তোমাদের unit-5 রয়েছে বৈদিক সাহিত্যজাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত  সাহিত্যের ইতিহাস(history of Vedic, Epic and classic Sanskrit literature ) এই unit এর একটি অংশ হল রামায়ন, মহাভারত ।এই অংশ থেকে class 11 Sanskrit  semester-1 MCQ ও তার উত্তর দেওয়া হল ।

Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ
Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ

Class 11 Sanskrit semester-1 MCQ | বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত  সাহিত্যের ইতিহাস 

 

রামায়ন, মহাভারত থেকে MCQ

 

1.রামায়ণের শ্লোকসংখ্যা হল

  • ১৮০০০টি
  • ২২০০০টি
  • ২৪০০০টি
  • ২৭০০০টি

Ans- ২৪০০০টি

 

2.রামায়ণের যে দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত হিসাবে ধরা হয়, সেগুলি হল-

  • অরণ্যকাণ্ড ও সুন্দরকাণ্ড
  • বালকাণ্ড ও সুন্দরকান্ড
  • বালকাণ্ড ও অরণ্যকাণ্ড
  • বালকাণ্ড ও উত্তরকান্ড

Ans- বালকাণ্ড ও উত্তরকান্ড

 

.রামায়ণের যে কান্ডে সীতা রাবণ কর্তৃক অপহৃত হয়েছিলেন, সেটি হল-

  • অযোধ্যাকান্ড
  • কিষ্কিন্ধ্যাকাণ্ড
  • অরণ্যকাণ্ড
  • লঙ্কাকাণ্ড

Ans- অরণ্যকাণ্ড

 

4.’সীতাশব্দের অর্থ হল –

  • লাঙল
  • লাঙলের ফলা
  • লাঙলের হাতল
  • জোয়াল

Ans- লাঙলের ফলা

 

5.রামচন্দ্রের হরধনুভঙ্গের বর্ণনা আছে বাল্মীকি-রামায়ণের

  • কিষ্কিন্ধ্যাকাণ্ডে
  • অরণ্যকাণ্ডে
  • বালকাণ্ডে
  • সুন্দরকান্ড

Ans- বালকাণ্ডে

 

6.নিম্নলিখিত যে মহাকাব্যটি রামায়ণ অবলম্বনে রচিত নয়, সেটি হল-

  • যোগবাশিষ্ট
  • ভট্টিকাব্য
  • সেতুবন্ধন
  • কাদম্বরী

Ans- কাদম্বরী

 

7.আদি ও সপ্তম কাণ্ডে রামচন্দ্র হলেন

  • শিবের অবতার
  • ব্রহ্মার অবতার
  • বিষ্ণুর অবতার
  • ইন্দ্রের অবতার

Ans- বিষ্ণুর অবতার

 

8.সংস্কৃত মহাভারতের রচনাকার হলেন

  • ভারবি
  • ভাস
  • বেদব্যাস
  • কালিদাস

Ans-বেদব্যাস

 

9.মহাভারতের মুখ্য রস হল

  • শান্ত রস
  • দাস্য রস
  • সখ্য রস
  • বাৎসল্য রস

Ans- শান্ত রস

 

10.মহাভারতের পরিশিষ্ট অংশ হরিবংশের পর্বসংখ্যা হল-

  • তিনটি
  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি

Ans- তিনটি

 

11. অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন-

  • ভীম
  • অর্জুন
  • যুধিষ্ঠির
  • দুর্যোধন

Ans- যুধিষ্ঠির

 

12.মহাভারতের অপর নাম হল-

  • শতলক্ষসংহিতা
  • শতপথসংহিতা
  • শতসাহস্রীসংহিতা
  • শতহাজারসংহিতা

Ans- শতসাহস্রীসংহিতা

 

13.নিম্নলিখিত যে সংস্কৃত নাটকটি মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত নয়, সেটি হল-

  • দূতবাক্য
  • পঞ্চরাত্র
  • কর্ণভার
  • প্রতিমা নাটক

Ans- প্রতিমা নাটক

 

 14.নারদের উপদেশে বাল্মীকি কোন্ ছন্দে রামায়ণ রচনা করেন?

  • ছান্দোগ্য
  • অনুষ্টুপ
  • জগতী
  • স্রগ্ধরা

Ans- অনুষ্টুপ

 

15.দশরথ কোন বংশীয় রাজা ছিলেন?

  • সূর্যবংশীয়
  • চন্দ্রবংশীয়
  • ইক্ষাকুবংশীয়
  • রঘুবংশীয়

Ans- ইক্ষাকুবংশীয়

 

16.রামায়ণের কোন কাণ্ডে বালী বধের কাহিনি আছে?

  • অযোধ্যাকান্ডে
  • অরণ্যকাণ্ডে
  • লঙ্কাকাণ্ডে
  • কিষ্কিন্ধ্যাকান্ডে

Ans- কিষ্কিন্ধ্যাকান্ডে

 

17.রামায়ণের কয়টি শাখা প্রচলিত?

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

Ans- তিনটি

 

18.নিম্নলিখিত কোনটি রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত নাটক নয়?

  • প্রতিমা
  • মহাবীরচরিত
  • অভিষেক
  • মালবিকাগ্নিমিত্রম্

Ans- মালবিকাগ্নিমিত্রম্

 

19.মহর্ষি বাল্মীকি কোন্ নদীর তীরে ক্রৌঞ্চমিথুনকে দেখেছিলেন?

  • কাবেরী
  • তাপ্তি
  • গঙ্গা
  • তমসা

Ans-তমসা

 

20.গৃহক কোথাকার রাজা?

  • শৃঙ্গদেবপুরের
  • কিষ্কিন্ধ্যার
  • চিত্রকূটের
  • বিক্রমপুরের

Ans-শৃঙ্গদেবপুরের

 

21.মহাভারতের কয়টি পর্ব?

  • ১২টি
  • ১৪টি
  • ১৮টি
  • ২০টি

Ans-১৮টি

 

22.কৌরব ও পাণ্ডবদের মধ্যে কতদিন ধরে মহাযুদ্ধ চলেছিল?

  • ৬০ দিন
  • ১০০ দিন
  • ১৮ দিন
  • ২৫ দিন

Ans-১৮ দিন

 

23.কৌরবরা কোন্ রাজার গোধন হরণ করেন?

  • বিচিত্র
  • বিশাল
  • বিরাট
  • বিদুর

Ans-বিরাট

 

24.নিম্নলিখিত কোন্ সংস্কৃত মহাকাব্যটি মহাভারত অবলম্বনে রচিত নয়?

  • যোগবাশিষ্ট
  • ভারতমঞ্জুরী
  • সুভদ্রাহরণম্
  • নৈষধচরিতম্

Ans-যোগবাশিষ্ট

 

25.মহাভারতের পরিশিষ্ট অংশের নাম কী?

  • রঘুবংশ
  • হরিবংশ
  • সূর্যবংশ
  • চন্দ্রবংশ

Ans-হরিবংশ

 

26.মহাভারতের কোন্ পর্বে অর্জুনের বিশ্বরূপদর্শনের বর্ণনা আছে?

  • শান্তিপর্বে
  • শল্যপর্বে
  • ভীষ্মপর্বে
  • দ্রোণপর্বে

Ans-ভীষ্মপর্বে

Thanks for reading-Class 11 Sanskrit | রামায়ন, মহাভারত MCQ

 


 আরো পড়ুন –

Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ

Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য

একাদশ শ্রেণীর এডুকেশন | MCQ UNIT-1

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

একাদশ শ্রেণীর দর্শন | ন্যায় দর্শন MCQ

একাদশ শ্রেণীর দর্শন | জ্ঞানের উৎসসমূহ MCQ

একাদশ সংস্কৃত বৈদিক সাহিত্য MCQ Mock Test


 

Leave a comment