সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education / Class 11 Education এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ  । Class 11 Education/  BA Education honours/   BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা  BA Education Semester-1 এর notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে ।

সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ
সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ।

সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ  |Types of co-curricular activities 

 

সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলেঃ 

শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শ্রেনীকক্ষে পুঁথিগত পঠন -পাঠন ছাড়াও অন্য যেসব পরিকল্পিত কর্মসূচীতে শিক্ষার্থীরা আগ্রহ সহকারে অংশগ্রহণ করে, সেই গুলিকে বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী। যেমন – বৃক্ষরোপণ, স্বাধীনতা দিবস পালন, খেলাধূলা , অভিনয়, শরীরচর্চা ইত্যাদি।

সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদঃ

বিদ্যালয়ের সুষ্ট পরিচালনার জন্য যে পরিকল্পনা করা হয়, তার মধ্যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী অন্তভুর্ক্ত করতে হবে। বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলি হল –

১) শরীরচর্চা মূলক কার্যাবলীঃ  

বিভিন্ন ধরনের শরীরচর্চা মূলক কাজকে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তভুর্ক্ত করা হয়। যেমন – ফুটবল, ভলিবল, ক্রিকেট ইত্যাদি। এর মাধ্যমে শিক্ষার্থীর কেবল দৈহিক বিকাশ হয় না, সামাজিক গুণেরও বিকাশ হয়।

২) শিক্ষামূলক কার্যাবলীঃ 

শ্রেণীকক্ষে শিক্ষক প্রদত্ত শিক্ষা ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক অভিজ্ঞতার মাধ্যমেও শিক্ষালাভ সম্ভব। যেমন – সাহিত্য সভা, বিতর্ক সভা, আলোচনা চক্র, প্রদর্শনী, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি, এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাশক্তির বিকাশ ঘটে।

৩) কৃষ্টিমূলক কাজঃ

বিভিন্ন ধরনের কৃষ্টিমূলক কাজের  মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামাজিক সত্তার বিকাশসাধন করা সহজ হয়। যেমন – অভিনয়, আবৃত্তি, গল্প , প্রকল্প, স্বাস্থ্য সপ্তাহ পালন ইত্যাদি।

এছাড়াও বিভিন্ন কাজ বিদ্যালয়ে গ্রহণ করা যায়। যাদের মধ্যে হল – NCC, NSS, গালর্স গাইড ইত্যাদি।

Thanks for Reading-সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ  ।


আরো পড়ুন


  প্রশ্ন উত্তর

১। সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে ?  

 উত্তরঃ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শ্রেনীকক্ষে পুঁথিগত পঠন -পাঠন ছাড়াও অন্য যেসব পরিকল্পিত কর্মসূচীতে শিক্ষার্থীরা আগ্রহ সহকারে অংশগ্রহণ করে, সেই গুলিকে বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী

২। সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য  কি ?

উত্তরঃ সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য – i) শিক্ষাকে শিশুর চাহিদা ও প্রবণতা ভিত্তিক করে গড়ে তুলতে পারে।

ii) সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে বিভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে।

3| সহপাঠক্রমিক কার্যাবলী দুটি উদাহরণ দাও ।

উত্তরঃ সহপাঠক্রমিক কার্যাবলী দুটি উদাহরণ  হল – ফুটবল, শিক্ষামূলক ভ্রমণ, অভিনয় , আবৃত্তি  প্রভৃতি  । 


 

Leave a comment