প্রিয় পাঠক আজকের পর্বে BA Education / Class 11 Educationএর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-শিশুর বিকাশে পরিবেশ বংশগতির প্রভাব আলোচনা । Class 11 Education/ BA Education honours/ BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা education notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টটিতে আমারা- বংশগতি বলতে কি বোঝায় , বংশগতির শ্রেণীবিভাগ, আলোচনা করবো । Education এর ছাত্র ছাত্রী উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।
শিশুর বিকাশে বংশগতির প্রভাব আলোচনা করো |Discuss the influence of environment heredity on child development
বংশগতি বলতে কী বোঝায়ঃ
বংশগতি বলতে সেই সব বৈশিষ্ট্যকে বোঝায় যেগুলি শিশু তার জন্মমুহূর্তে তার পিতা মাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং তার সমস্ত পূর্ব পুরুষের কাছ থেকে পরোক্ষভাবে লাভ করে থাকে । স্টোর্ন বলেছেন – “ It is the sum total of all physical and mental characreristies received by the individual from his ancestor at birth .” বিশেষ একটি বংশধারার প্রথম যখন সূত্রপাত একপুরুষ থেকে আর এক পুরুষে সঞ্চালিত হয়। প্রতি পুরুষেরই নিজস্ব অবদানে এই বংশধারা পরিবর্তিত হতে থাকে।
সাধারণভাবে বংশগতিকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি দেহগত, মানসিক ও মনঃপ্রকৃতিগত বংশগতি । দেহগত বংশগতি বলতে ব্যক্তির আকৃতি, গঠন, গায়ের রং, চুলের রং ইত্যাদি বাহ্যিক বৈশিষ্ট্যকে বোঝায়, প্রবৃত্তি, চিন্তন, প্রক্ষোভ ইত্যাদি মানসিক বৈশিষ্ট্যগুলি হল – মানসিক বংশগতি, আর মনঃগত বংশগতি বলতে মনের প্রকৃতিগত বৈশিষ্ট্যকে যাকে আমরা Mood বা মেজাজ বলে থাকি।
সুতরাং , এই তিন ধরণের বৈশিষ্ট্যের সমবায়কেই বংশগতি বলা হয়।
পরিবেশ বলতে কী বোঝায়ঃ
পরিবেশ বলতে বিশ্বপ্রকৃতিকে বোঝায় কিন্তু পরিবেশ কথার মনোবিজ্ঞানীক তাৎপর্য অন্যরকম মনোবিদ্যার পরিবেশকে নিষ্কিয় সত্তা হিসাবে বিবেচনা করা হয় না। পরিবেশ হল একটি সক্রিয় সত্তা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব উদ্দীপক ব্যক্তিকে উদ্দীপিত করে তারই সমবায় কে বলা হয় পরিবেশ।
পরিবেশকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশ। এই তিন প্রকার পরিবেশই শিশুর জীবন বিকাশে সহায়তা করে।
বংশগতি ও পরিবেশের আপেক্ষিক গুরুত্বঃ
শিশুর শিক্ষায় বংশগতি ও পরিবেশের প্রভাব নিয়ে শিক্ষা বিদদের মধ্যে বির্তক তৈরি হয়েছে। একদল বলেন, শিশুর শিক্ষায় পরিবেশের কোন প্রভাব নেই, বংশগতি গুরুত্বপূর্ন, তাদের বলা হয় ‘ বংশগতিবাদী ‘। আর একদল বলেন, বংশগতি নয় , পরিবেশের প্রভাবই গুরুত্বপূর্ণ । তাদের ‘ পরিবেশবাদী ‘ বলা হয়।
বংশগতির পক্ষে যুক্তিঃ
বংশগতিবাদের প্রবর্তক হলেনি গ্যাল্টন। বংশগতিবাদীদের মতে, মানব শিশুকে শিক্ষা দেওয়ার পূর্বে তাকে পূর্ব থেকে ভালবংশগতির অধিকারী হতে হবে।
শিশুর যদি যথার্থ দৈহিক ও মানসিকগুণ জন্মগতভাবে না পায়, তাহলে শত চেষ্টা করলেও আদর্শ শিক্ষা প্রদ্ধতির দ্বারা তাদের উন্নত করা যাবে না । একটি বীজ থেকে চারা গাছ হয়, পরে বিশাল বৃক্ষে পরিণত হয়।
গাছের মধ্যে বিকাশের সম্ভাবনা পূর্ব থেকে বংশগতির ধারা না থাকলে, বিকাশের প্রশ্নই ওঠে না । তাই বংশগতিবাদীরা সিদ্ধান্ত করেছেন বংশগতিই শিশুর শিক্ষার উপাদান।
পরিবেশের পক্ষে যুক্তিঃ
পরিবেশবাদীরা মনে করেন, শিশুর বিকাশে, ব্যক্তিত্ব সংগঠনে এবং শিক্ষায় বংশগতির কোন মূল্য নেই। বংশগতি যাই হোক না কেন উপযুক্ত পরিবেশে শিশুকে প্রয়োজন মতো শিক্ষা দিয়ে বিকশিত করা যায়। অঙ্কুরোদগম করার জন্য যেমন উপযুক্ত তাপ বায়ু এবং জলের প্রয়োজন হয়, তেমনি শিশুর জীবন বিকাশের জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয়।
মাতৃগর্ভে মানব শিশুর যখন প্রথম প্রাণের সঞ্চার হয়, তখন যদি উপযুক্ত পরিবেশ না পায়, তাহলে শিশুর ভূমিষ্ঠ হওয়ার কোন সম্ভাবনা থাকে না। একই ভাবে শিশুকে জন্মের পর থেকে সঠিক জীবন পথে পরিচালিত হওয়ার জন্য যদি উপযুক্ত পরিবেশ দেওয়া না হয়, তাহলে জীবনের বিকাশের পথ রুদ্ধ হয়ে যায়। সুতরাং শিশুর বিকাশে পরিবেশের প্রভাবই গুরুত্বপূর্ণ ।
তবে আধুনিক শিক্ষাবিদ্গণ, শিশুর বিকাশকে বংশগতি ও পরিবেশের পারস্পরিক মিথিস্কিয়ার ফলশ্রুতি বলেছেন। শিক্ষা শিশুকে উপযুক্ত পরিবেশ দান করে তার বংশগতিকে পরিপূর্ণতা লাভে সহায়তা করে।
Thanks for Reading- শিশুর বিকাশে পরিবেশে বংশগতির প্রভাব আলোচনা ।
প্রশ্ন উত্তর
১.বংশগতি বলতে কী বোঝায়?
উত্তর– বংশগতি বলতে সেই সব বৈশিষ্ট্যকে বোঝায় যেগুলি শিশু তার জন্মমুহূর্তে তার পিতা মাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং তার সমস্ত পূর্ব পুরুষের কাছ থেকে পরোক্ষভাবে লাভ করে থাকে।
২.পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর- পরিবেশ হল একটি সক্রিয় সত্তা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব উদ্দীপক ব্যক্তিকে উদ্দীপিত করে তারই সমবায় কে বলা হয় পরিবেশ।
৩.বংশগতির জনক কে?
উত্তর–বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল।
৪. পরিবেশবিদ্যার জনক কে?
উত্তর– পরিবেশবিদ্যার জনক বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্ট।
আরো পড়ুন: