মাধ্যমিক পরীক্ষার উপযোগী একটি প্রতিবেদন রচনা উপস্থাপন করা হল –প্রতিবেদন রচনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটি সংবাদ পত্রের জন্য কম বেশি 150 টি শব্দে একটি প্রতিবেদন রচনা।
প্রতিবেদন রচনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্লাস ১০
প্রতিবেদন রচনা: “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী” এ বিষয়ে সংবাদ পত্রের জন্য কম বেশি 150 টি শব্দে একটি প্রতিবেদন রচনা করো।
নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর, ১১ই জুনঃ মানব সভ্যতার আদি লগ্ন থেকেই দ্রব্য বিনিময় প্রথা চালু ছিল। মানুষ নিজেদের চাহিদা মেটানোর জন্য একে অপরের উপর নির্ভরশীল হতো কিন্তু এই বিনিময় ব্যবস্থায় বৈষম্য দেখা দেখা দেওয়া শুরু হলো মুদ্রার প্রচলন থেকে। মুদ্রার মান সব জায়গায় এক রকম না হওয়ায় দ্রব্যমূল্যের মধ্যে হেরফের সৃষ্টি করে মানুষের চাহিদা হয়ে দাঁড়ালো দু ধরনের নিত্য প্রয়োজনীয় ভোগ্য ও বিলাস দব্যয়ের প্রয়োজনীয়তা।
গ্রীষ্মের প্রচন্ড তাপে প্রকৃতি ও মানুষের জীবন যেমন দগ্ধ হয়ে হচ্ছে, ঠিক একইভাবে গত কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন চিন্তায় দগ্ধ করছে। গত কয়েক মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবন ধারন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গত কয়েক মাসে চাল, ডাল, তেল , পেঁয়াজ ,টমেটো বা যেকোনো শাকসবজি দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। সীমিত আয়ের সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে এবং স্বার্থপর ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দিন এনে দিন খাওয়া বা খেটে খাওয়া মানুষদের । সরকারি চাকরিজীবী যারা তাদের বেতন দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে ঠিকই বেড়ে চলছে,। এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের । এর ফলে বহু সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার খাদ্যবস্ত্র শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া বহু সংসারী মানুষ পরিবারের বোঝা চালাতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে না আসে দেশের মানুষ চরম অবস্থার সম্মুখীন হবেন।
Thanks For Reading : প্রতিবেদন রচনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্লাস ১০
আরো পড়ুনঃ