বুদ্ধি বলতে কী বোঝ / বুদ্ধির ধারণা দাও।

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education  এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল- বুদ্ধি বলতে কী বোঝ / বুদ্ধির ধারণা দাও।  BA Education honours /BA Education General এর যেসব ছাত্রছাত্রী BA Education Semester-2 তে Psychological Foundation Of Education CC-2 Notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন।  Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

 

 বুদ্ধি বলতে কী বোঝ / বুদ্ধির ধারণা দাও।
বুদ্ধি বলতে কী বোঝ / বুদ্ধির ধারণা দাও।

 

বুদ্ধি বলতে কী বোঝ। The concept of intelligence।

বুদ্ধি বলতে কী বোঝঃ

বুদ্ধি একটি মানসিক ক্ষমতা। বুদ্ধিকে সহজে অনুভব করা গেলেও তাঁর সংজ্ঞা দেওয়া যায় না ,কারণ বুদ্ধির প্রকাশ যে সব আচরণের মাধ্যমে ঘটে তা বহু বিচিত্র ও অসংখ্য। তবুও মনোবিজ্ঞানীরা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন।

  •  থার্স্টোনের মতে বুদ্ধি হল সেই সামর্থ্য যা প্রাণীর সহজ প্রবৃত্তি গুলিকে সমাজের উপযোগী করতে সাহায্যে করে।
  •      উড ওয়ার্থের মতে, বুদ্ধি  হল প্রানীর সেই  সামর্থ্য যা তার বোধ শক্তিকে কাজে লাগায়।
  •     থর্নডাইকের মতে বুদ্ধি হল সেই সামর্থ্য যা প্রাণীকে বিভিন্ন বিষয়ের মধ্যে সম্বন্ধ স্থাপনে সাহায্য করে, যা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাণীকে লাভজনক হতে সাহায্য করে ।
  •  স্পিয়ারম্যান বুদ্ধিকে সামর্থ্য না বলে দুটি উপাদানের ‘G’ উপাদান ’s’ উপাদান বলেছেন।

          আবার কোনো কোনো মনোবিজ্ঞানী বুদ্ধির সংজ্ঞা গুলিকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছেন। যথা –

(i) বুদ্ধি হল অভিযোজন করার ক্ষমতা।

(ii) বুদ্ধি হল অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করার ক্ষমতা।

(iii) বুদ্ধি হল বিমূর্ত চিন্তার ক্ষমতা।

          স্পষ্টতই বুদ্ধি সম্পর্কে কোনো গ্রহণ যোগ্য সংজ্ঞা নেই। উল্লেখিত প্রত্যেকটি সংজ্ঞায় বুদ্ধির কোনো একটি বা কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে , সমস্ত বৈশিষ্ট্যের নয়। তবে এক কথায় বলা যায় পরিস্থিতির স্বার্থক মোকাবিলার জন্য মানুষের অন্তর্নিহিত যথার্থ সম্পর্ক স্থাপনের ক্ষমতাই হল বুদ্ধি।


আরো পড়ুন 

 


  প্রশ্ন উত্তর

১. বুদ্ধি বলতে কী বোঝ ?

 উত্তরঃ  বুদ্ধি হল এমন এক ধরনের মানসিক ক্ষমতা যার দ্বারা জ্ঞান অর্জন ও প্রয়োগ করা যায়।

২.  বুদ্ধি কয় প্রকার ও কি কি  ?

 উত্তরঃ  থর্নডাইকের মতে ,বুদ্ধি চার  প্রকার –  i)   মূর্ত বুদ্ধি    ii) বিমূর্ত বুদ্ধি   iii) সামাজিক বুদ্ধি     iii) প্রাক্ষোভিক বুদ্ধি ।

৩. প্রাক্ষোভিক বুদ্ধি কাকে বলে ?

 উত্তরঃ  চারটি ক্ষেত্রে, যেমন – প্রক্ষোভ প্রত্যক্ষণ করা, চিন্তার সঙ্গে সমন্বয় করা, প্রক্ষোভকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা  প্রক্ষোভসহ যুক্তি প্রদর্শন করার ক্ষমতায়  প্রাক্ষোভিক বুদ্ধি । 

 

৪. তরল বুদ্ধি কাকে বলে ? 

 উত্তরঃ  তরল বুদ্ধি  হল বিমূর্তভাবে চিন্তা করার ক্ষমতা, দ্রুত যুক্তি এবং সমস্যা সমাধানের পূর্বে অর্জিত জ্ঞান থেকে স্বাধীন  চিন্তা।

৫. স্পিয়ারম্যান বুদ্ধির  কয়টি  উপাদানের  কথা বলেছেন কি কি  ?

উত্তরঃ  স্পিয়ারম্যান বুদ্ধির  দুটি উপাদানের  কথা  বলেছেন -i) ‘G’ উপাদান  ii) ’s’ উপাদান  ।

 

 


 

 

Leave a comment